সাম্প্রতিক খবর

এপ্রিল ২, ২০১৯

বাংলায় আর্থিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য

বাংলায় আর্থিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য

গত সাত বছরে বাংলার উল্লেখযোগ্য আর্থিক সাফল্যের খতিয়ান পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খতিয়ান পেশ করলেন তিনি।

রাজ্যে পরিকল্পিত খাতে ব্যয় ২০১০-১১ অর্থবর্ষের (১৪,৬১৫.১৬ কোটি) তুলনায় ২০১৮-১৯ অর্থবর্ষে (৮৫,৩২৮.৫৩ কোটি টাকা) ছ’গুণ বৃদ্ধি পেয়েছে।

সামাজিক সম্পদ ও পরিকাঠামো নির্মাণের জন্য মূলধনী ব্যয় ২০১০-১১ সালের (২,২২৫.৭৫ কোটি টাকা) তুলনায় ১১’গুণ বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ সালে হয়েছে ২৫,২৮৭.২০ কোটি টাকা।

রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় ২০১০-১১ সালে ছিল ২১,১২৮.৭৪ কোটি টাকা, যা তিন’গুণ বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ সালে হয়েছে ৬২,৭৪৬.৫৮ কোটি টাকা।

গত বছর চালু হওয়া ট্যাক্স সেটেলমেন্ট প্রকল্পে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। ২০১৯-র মার্চ মাসের শেষ অবধি ২৯,০০০টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার ফলে আয় হয়েছে প্রায় ৭৫৪ কোটি টাকা।