এপ্রিল ৭, ২০১৯
বিজেপির বসন্তের কোকিল শুধু নির্বাচনের সময় বাংলায় আসে: জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জলপাইগুড়ির চূড়াভাণ্ডারে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন যে ওরা বসন্তের কোকিল, শুধু নির্বাচনের সময় আসে।
ওনার বক্তব্যের কিছু অংশ:
- বছরের পর বছর উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে। এখন এখানে অনেক উন্নয়ন হয়েছে। জলপাইগুড়ি জেলায় আমরা একটি সচিবালয় (উত্তরকন্যা) তৈরী করেছি
- আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু করেছি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটক করে উদ্বোধন করতে এসেছিলেন, এক পয়সাও দেয়নি, জমিও দেয়নি। ওনার উদ্বোধনের পরও চালু হয়নি, আমরা এসে চালু করেছি, কারণ ওনার কাজটা ধাপ্পা আর আমাদের কাজটা আসল।
- আমরা বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরী করেছি। জলপাইগুড়ি জেলার গাজলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্র আমরা তৈরী করেছি।
- জলপাইগুড়ির সঙ্গে ভুটান, নেপাল ও বাংলাদেশকে সড়কপথে যুক্ত করার নতুন প্রকল্প শুরু করেছি।
- ৩৪ বছরে সিপিএম-কংগ্রেস-বিজেপি কেউ কোন কাজ করেনি।
- আজ এখানে একটি চা বাগান খুলে গেল, সেই বাগানের শ্রমিকদের আমার অভিনন্দন।
- ২০১৬ নির্বাচনের আগে মাদারিহাটের সভায় এসে মোদী বাবু বলেছিলেন কেন্দ্রীয় সরকার ৭টি চা বাগান অধিগ্রহণ করবে। আজ পর্যন্ত একটাও করেনি। সব মিথ্যে কথা আর ভাঁওতা।
- নির্বাচনের আগে বসন্তের কোকিলের মত ডাকতে আসে আর নির্বাচন চলে গেলে বাবুরা পালিয়ে যায় আর কোন খোঁজ থাকে না। আমরা ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করি।
- আমি প্রতি মাসে উত্তরবঙ্গ আসি কারণ আমি উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গকে নতুন রূপসী বাংলায় পরিণত করতে চাই।
- দার্জিলিং এর সাথে আলিপুরদুয়ার, তরাই – ডুয়ার্স এর দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। আর যারা সেদিন দাঙ্গা করেছিল তারা আজ বিজেপির প্রার্থী।
- পাহাড় ভালো ছিল। বিজেপি আর দিল্লির বাবুরা এসে পাহাড়ে দাঙ্গা লাগিয়েছিল, আগুন লাগিয়েছিল, পাহাড়-সমতলে ভাগাভগি করতে চেয়েছিল। আমরা এসে সেই আগুন নিভিয়েছি।
- আগে জঙ্গলমহলে বছরে ৪০০ লোক খুন হত, পাহাড়ে আগুন জ্বলত তখন তো মোদী বাবুর আর বিজেপির নেতাদের টিকি দেখা যেত না।
কোথায় ছিলেন তারা? আজ যখন বাংলা ভালো আছে তখন আপনাদের হিংসে হচ্ছে? খালি উল্টোপাল্টা কাজ করছেন মিথ্যে কথা বলে যাচ্ছেন - এটা বাংলার নির্বাচন নয়। এটা লোকসভা নির্বাচন। এক্সপায়ারি মোদী বাবু, আপনার চ্যাপটার ওভার, যখন চ্যাপটারে ছিলেন আসেননি, আর এখন নির্বাচনের আগে এসে উঁকিঝুঁকি মারছেন?
- গত ৫ বছরে কোথায় ছিলেন? একবারও খোঁজ নিয়েছিলেন? ৫ বছরে কি কাজ করেছেন যে এখন নির্বাচনের সময় ভোট চাইতে আসছেন, লজ্জা করে না?
- যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছিল কোথায় ছিলেন মোদী বাবু? লজ্জা করে না, এখন ভোট চাইতে এসেছেন?
- আমরা বিধানসভায় একটা resolution পাস করিয়েছি রাজ্যের নাম বদলের জন্য। কিন্তু আপনি সেটাও আটকে রেখেছেন, বাংলা নামটা পর্যন্ত করতে দেননি। বাংলার সাথে এত হিংসে কিসের?
- গো-রক্ষার নামে মানুষকে খুন করছে। ওদের লজ্জা হয়া উচিত।
- আর ওদের কয়েকজন ক্যাডার এখন বলছে ওদের মিছিলে গেলে টাকা দেবে। আবার বলছে ভোট দিলে টাকা দেবে। এই টাকাগুলো ওদের নয়, এগুলো সাধারণ মানুষের টাকা, ওরা সেগুলো চুরি করেছে, লুঠ করেছে।
- যে বেকার তাকে ১০০০ টাকা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছ। নির্বাচনের পর সেই বেকার ছেলেটা কি করবে? ৩৬৫ দিন তার কি করে চলবে? কোথায় চাকরি পাবে?
- এত বড় কেলেঙ্কারির নির্বাচন এর আগে কখনো হয়নি, কোটি কোটি টাকা নিয়ে রাস্তায় নেমেছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, ধমকানো হচ্ছে।
- আমি এর আগে দেশের অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, কিন্তু আপনার মত বাজে কথা বলা, নিম্নমানের রুচি, নিম্নমানের ভাষা বলা প্রধানমন্ত্রী আমি দেখিনি
- ওরা বলছে তৃণমূল কংগ্রেস নাকি সারদা-নারদা পার্টি, এবার আমি যদি আপনার কাছে জবাব চাই? যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার সভা নিয়ন্ত্রন করছে, সেই সারদ-নারদায় অভিযুক্ত গদ্দারকে পাশে নিয়ে আপনি সারদা নারদার কথা বলছেন? আপনার নেতা সারদা-নারদার নেতা। তৃণমূল নয়।
- তৃণমূল লোককে ধোঁকা দেয় না, আপনাদের মতন চোর জোচ্চোর পার্টি তৃণমূল কংগ্রেস নয়, এটা মানুষের দল।
- হাওয়ালা কেসে যে অভিযুক্ত তাকে পাশে নিয়ে সভা করছেন মোদী বাবু।
- ওরা বলছে দিদি নাকি ভয় পেয়েছে! দিদি ভয় পাওয়ার লোক নয়। দিদিকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। দিদি গুলি-বন্দুকের সকলের সামনে দাঁড়িয়ে লড়াই করে। আপনাদের মতন ডাকাতদের ভয় পায় না দিদি। দিদি ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়
- মা-বোনেরদের অসম্মান করলে তারা সেটা মেনে নেবে না। ওরা যেমন সংসার চালায় তেমন দেশকেও চালনা করে। তাই ওদের অত underestimate করার কোন কারণ নেই।
- একটাও সিট পাবে না বলে বিজেপি কখনো সেনা, কখনো সেন্ট্রাল ফোর্স এর নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে।
- ভাবছেন দুজন পুলিশ অফিসারকে সরিয়ে দিয়ে নির্বাচন জিতবেন? অত সস্তা নয়। এইরকম রাজনীতি করে তারা যারা ভয় পায়। মোদী বাবু, অন্ধ্র প্রদেশের চিফ সেক্রেটারিকে সরিয়েছেন, নির্বাচন কমিশনের ক্যাবিনেট সেক্রেটারিকে সরান।
- রাজ্যগুলোর ওপর কেন হস্তক্ষেপ? আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড করেছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বাড়িতে, অন্ধ্রপ্রদেশের বাড়িতেও রেড করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স দিয়ে রেড করালে সবাই ভয় পেয়ে যাবে?
- আপনি যখন কাল থাকবেন না, আপনাকে লোকে কাল ছুঁড়ে ফেলে দেবে।
- রিজার্ভ ব্যাঙ্ক থেকে সিবিআই সবাই বলছে বাই বাই।
- মিথ্যে বলে পার পাওয়া যায় না। আগের বার নির্বাচনের আগে এই দিল্লী কা লাড্ডু বললেন আমি চাওয়ালা। পাঁচ বছর বাদে বলছে আমাদের চৌকিদার হতে হবে।
- গরীব চৌকিদাররা মাইনে পায় না। এটিএমের অনেক চৌকিদাররা মাইনে পায়না। বিএসএনএলের কর্মীরা মাইনে পাচ্ছে?
- আমাদের প্রকল্প স্বাস্থ্য সাথী। এই প্রকল্পের আওতায় ৭.৫ কোটি মানুষ আসবেন। সরকারি হাসপাতালে বিনা অয়সায় চিকিৎসা আর বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা করে সরকার আপনাকে দেবে। স্মার্ট কার্ডটা দেওয়া হবে বাড়ির মেয়েদের নামে তাদের সম্মান দিতে। আমরা ৪০ শতাংশ টাকা না দিলে আয়ুষ্মান ভারত হবেনা। আমরা ৪০ শতাংশ টাকা দেবনা।
- কৃষক বন্ধু, ৫০০০ টাকা করে আমরা দিচ্ছি চাষ করার জন্য। কৃষকদের জন্য শস্য বীমার টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দেয়। ৬০ বছরের মধ্যে কৃষক পরিবারের কেউ মারা গেলে সরকার সেই পরিবারকে ২ লক্ষ টাকা করে দিচ্ছে।
- মিউটেশন ফি নেওয়া হয় না। কৃষকদের খাজনা মুকুব করে দেওয়া হয়েছে।
- বন্ধ চা বাগানের শ্রমিকদের ১৫০০ টাকা করে দেওয়া হয়। তাদের বিনা পয়সায় বিদ্যুৎ এবং জল দেওয়া হয়।
- জলপাইগুড়িতে দেবী চৌধুরানীর মন্দির পুড়ে গেছিল, নতুন করে তৈরী করে দেওয়া হচ্ছে। জলপেশ শিব মন্দিরের সংস্কার করে দেওয়া হয়েছে।
- নতুন ভোটারদের অনেক অভিনন্দন। এক্সপায়ারি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আপনি বলেছিলেন প্রতি বছর ২ কোটি বেকারকে চাকরি দেবেন, আপনার আমলে ৪৫ বছরে সব থেকে বেশী বেকারত্ব কেন?
- মাত্র এক বছরে ২০১৭-১৮ নোটবন্দীর ফলে ২ কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে।
- আপনি বলেছিলেন, কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে ১৫ লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবেন। একজনও পেয়েছেন?
- আমাদের প্রধানমন্ত্রী খুব মিথ্যে কথা বলেন, খুব ভাঁওতা দেন, খুব কুৎসা করেন, খুব অপপ্রচার করেন।
- এবারের দিল্লীর নির্বাচন বিজেপিকে পালটে দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচনে বাংলা দিল্লীর সরকার গড়বে।
- বলছে বাংলায় এনআরসি করব, সবাইকে তাড়িয়ে দেব। আমরা বলছি, গায়ে হাত দিয়ে দেখ। বাংলার মাটিকে স্পর্শ করে দেখ, হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেব।
- নাগরিকত্ব সংশোধনী বিল কি? আপনি নাগরিক আছে, ছয় বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে। তারপর যদি ইচ্ছে হয়, আপনাকে নাগরিকত্ব দেবে। যারা ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত ভারতে এসেছে, সকলে ভারতের নাগরিক।
- অসমে এনআরসি নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। আমি বলেছি, তোমাদের তাড়িয়ে দিলে বাংলা তোমায় কোলে করে নেবে। তোমরা আমাদের ঘরের লোক।
- মোদী বাবু মমতা ব্যানার্জিকে খুব ভয় পান। সবাই চুপ থাকলেও, বাংলা জবাব দেবে। মোদী হারাতঙ্ক রোগে ভুগছে।
- বিজেপি আম্বেদকরের সংবিধান মানে না। এরা ইতিহাস মানে না। এরা নেতাজীকে মানে না। এরা রবীন্দ্রনাথকে ভালবাসে না।
- আমরা কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। রাজবংশী আকাদেমি আমরা করে দিয়েছি। ভাওয়াইয়া আকাদেমি করে দিয়েছি।
- রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি, গুরুমুখী, কুরমালি, হিন্দী, উর্দু এবং অন্যান্য অনেক ভাষাকে আমরা অফিসিয়াল ভাষার স্বীকৃতি দিয়েছি।
- নতুন ছেলেমেয়েদের আমি বলব, আরও বেশী করে জাগুন এবং এই দেশকে আপনাকেই বাঁচাতে হবে।