এপ্রিল ৯, ২০১৯
জীবন দিতে রাজি, কিন্তু দেশ ভাগ হতে দেব না: ইসলামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ইসলামপুরে একটি জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তিনি জীবন দিতে রাজি, কিন্তু দেশ ভাগ হতে দেবেন না।
ওনার বক্তব্যের কিছু অংশ:
এই ভোট পশ্চিমবঙ্গ সরকার গঠনের ভোট নয়, কেন্দ্রীয় সরকার গড়ার ভোট।
আমি কি কাজ করেছি, তা জিজ্ঞেস করার বদলে আপনি পাঁচ বছরে কি কাজ করেছেন তার হিসেব দিন।
আমরা বাংলায় সব ধর্মের পীঠস্থানের সংস্কার করেছি, কিন্তু মোদি বাবু গত পাঁচ বছরে রাম মন্দির তৈরী করতে পেরেছেন? শুধু নির্বাচনের সময় তিনি এই ইস্যুটি তুলে ধরেন।
জওয়ানরা বিজেপির পকেটের নয়। ওদের লজ্জা হওয়া উচিত, ওরা জওয়ানদের নামে ভোট চাইছে।
গত সাড়ে চার বছরে মোদি বাবু শুধু বিদেশে ঘুরেছেন, এবং বড়বড় ভাষণ দিয়েছেন।
আপনি সংবাদমাধ্যম কে টাকা দিয়ে ভোটে জিততে পারবেন না, আপনাকে মানুষের কথা শুনতে হবে।
আগে তিনি বলেছিলেন তিনি চাওয়ালা, এখন তিনি ভুলে গেছেন কি করে চা তৈরি করতে হয়। কারণ, যদি অনেকক্ষণ ধরে চা পাতা সেদ্ধ করেন, তাহলে সেটি বিষ হয়ে যায়।
এখন তিনি নিজেকে চৌকিদার বলেন, জনগণ বলে চৌকিদার চোর হ্যায়, আমি বলি চৌকিদার মিথ্যেবাদী।
আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এইরকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দেখিনি। তিনি দাবি করেন তাঁর ৫৬ ইঞ্চি ছাতি আছে, এমনকি রাবণের অনেক বড় ছাতি ছিল।
দুর্যোধন এবং দুঃশাসন মিলে ভারতকে লুট করেছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা সংবিধানকে ধ্বংস করেছে।
আমরা চৌকিদার চাই না। আমরা চাই একজন নেতা যিনি দেশের সেবা করবেন। আমরা কেন্দ্রে মানুষের সরকার চাই।
কংগ্রেস ও সিপিএম ভয় পায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমরা ভয় পাই না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
আমি সারাজীবন সংগ্রাম করেছি। আমার উপর আক্রমণ হয়েছে ও আহত হয়েছি অনেকবার। আমি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
অসমে ওরা ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এনআরসিতে। কংগ্রেস ও সিপিএম চুপ ছিল কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম।
মোদীবাবুর আমলে সন্ত্রাস ২৬০% বেড়েছে। তারা কেন কোনও ব্যবস্থা নেননি?
মোদীবাবু দাবী করেন বাংলায় দুর্গাপুজো ও সরস্বতী পুজো হয় না। আমি তাঁকে জিজ্ঞেস করতে চাই, উনি কী দুর্গাপুজোর মন্ত্র জানেন? আপনি সরস্বতী পুজোর মন্ত্র কী জানেন? লক্ষ্মী পুজোর?
আমরা দুর্গাপুজোর পাশাপাশি ঈদও পালন করি। আমরা ছট পুজোর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমাতেও ছুটি দিই। আমরা ক্রিসমাসে গীর্জাতেও যাই।
মানব শরীর সব অঙ্গ ছাড়া অসম্পূর্ণ। তেমনই, সকল সদস্য ছাড়া পরিবার অসম্পূর্ণ। একটি সমাজ অসম্পূর্ণ সকল সম্প্রদায় ছাড়া।
আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু দেশ ভাগ হতে দেব না
আমি নতুন ভোটারদের কাছে আবেদন করছি বিবেচনা করে ভোট দিতে। সবাই জোট বেঁধে এই জনবিরোধী সরকারকে উৎখাত করুন।