এপ্রিল ২০, ২০১৯
নতুন ভোটারদের জন্য তৃণমূলের নতুন গান - 'প্রথম ভোট বাংলার পক্ষে না বিপক্ষে'

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে তৃণমূলের প্রথম নির্বাচনী গান ‘মা, মাটি, মানুষ’। এবার নতুন ভোটারদের জন্য তৃণমূল নিয়ে এল একটি নতুন গান – প্রথম ভোট। শনিবার ২০শে এপ্রিল বেলা ১২-টায় দলের বিভিন্ন সামাজিক মাধ্যমে রিলিজ হয় গানটি।
এই ভিডিওর ‘ফরম্যাট’ টি হল আন্তর্জাতিক লিরিক ভিডিও – অ্যানিমেশন এর মাধ্যমে গানের কথা ভেসে উঠবে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। শেষে রয়েছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদনও। ‘প্রথম ভোট বাংলার পক্ষে না বিপক্ষে’ – এই কথাটির রচয়িতা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি কথা লিখেছেন ও সুর দিয়েছেন রূপম।
২০১৯ এর লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যখন সারা দেশ হিংসা, হানাহানির রাজনীতিতে জর্জরিত, বাংলায় আছে শান্তি ও সম্প্রীতির পরিবেশ। বিভেদের রাজনীতি নয়, বাংলায় গুরুত্ব পাচ্ছে উন্নয়ন – ৬০ লক্ষ মেয়ের ক্ষমতায়ন করে কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। উৎকর্ষ বাংলা, সবুজ সাথীও পেয়েছে আন্তর্জাতিক সম্মান।
একদিকে যখন দেশজুড়ে বেকারত্ব বাড়ছে, বাংলায় গতিধারার হাত ধরে স্বাবলম্বী হয়েছে বেকার যুবক-যুবতীরা। রাজারহাটে তৈরী হচ্ছে সিলিকন ভ্যালি হাব – যা খুলে দেবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর যুবভারতী আজ দেশের সেরা স্টেডিয়াম।
তাই প্রথম ভোটারদের ‘ডিসিশন নিতে হবে’। তাদের ভোটটা বাংলার পক্ষে না বিপক্ষে হবে? সিদ্ধান্ত ও পছন্দ সম্পূর্ণ নতুন ভোটারদের। এই গানে তাদের সিদ্ধান্তটা সহজ করে দিতে বাংলার কথা বলা হয়েছে। প্রথম ভোটটা শান্তি, প্রগতি, উন্নতির পক্ষে, দেশের ও বাংলার পক্ষে দেওয়ার জন্যই আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় লোকসভা নির্বাচনে তারুণ্যের প্রভাব হবে অনস্বীকার্য। প্রায় ৫ কোটি নতুন ভোটার প্রথমবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২০ লক্ষ নতুন ভোটারই বাংলায়। তাই তৃণমূল বিশ্বাস করে এই গানটি নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করবে, আশা করা যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার যুব প্রজন্মের কাছে আমাদের আহ্বান, আগামী এক মাস এই RAP গানটি নানাভাবে ব্যবহার কর – নাচের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফ্ল্যাশ মব কিংবা তোমাদের যা মন চায়, সেই ভাবে। নিজেদের শৈল্পিক চিন্তাকে উন্মুক্ত কর।”