সাম্প্রতিক খবর

এপ্রিল ৭, ২০১৯

তৃণমূলের জঞ্জালকে টিকিট দিচ্ছে বিজেপি: ফালাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের জঞ্জালকে টিকিট দিচ্ছে বিজেপি: ফালাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, তৃণমূলের জঞ্জালকে বিজেপি লোকসভার টিকিট দিচ্ছে।

ওনার বক্তব্যের কিছু অংশ:

মানুষের দাবি মেনে আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে। মানুষের দাবি মেনে আলিপুরদুয়ারে মাল্টি সুপার হসপিটাল হয়েছে

আমরা রাজবংশী অ্যাকাডেমি করে দিয়েছি। কামতাপুরি ভাষা অ্যাকাডেমি করে দেওয়া হয়েছে। নেপালি ভাষা, কুরুখ ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে, কুর্মালিকে দেওয়া হয়েছে, গুরমুখীকে দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসাথী আরো সাড়ে সাত কোটি মানুষ পাচ্ছে। মেয়েরা পাবে কার্ড, Head of the family মেয়েরা। ৫ লক্ষ টাকা কভার। আমাদের সরকার চিকিৎসার জন্য কার্ড করে দিচ্ছে।

কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজার টাকা করে পাবেন। কৃষক পরিবারের জন্য শস্যবীমা করে দিয়েছি। সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে।

কৃষকদের জন্য খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। জমির মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে।

কন্যাশ্রী প্রকল্পে ৬০ লক্ষ মেয়ের জন্য ৭,০০০ কোটি টাকা খরচ হয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য ১ কোটি সবুজ সাথীর সাইকেল দিয়েছি যাতে তারা পড়াশোনা করতে পারে।

আমি চাই সমাজের সব মানুষ নিজের পায়ে দাঁড়াবে। কারো কাছে ভিক্ষে চাইবে না

এই নির্বাচনটা বাংলার নির্বাচন নয়। এটা দিল্লীর নির্বাচন। পাঁচ বছর ধরে কেন্দ্র কি করল সেটা জনগণ কিন্তু কৈফিয়ত চাইবে।

মোদী বাবু আপনি বেকারত্ব তৈরি করেন আর আমরা ২ টাকা কিলো চাল দিই।

২ কোটি ছেলেদের বেকার করল কে? মোদী সরকার আবার কে। বাংলায় আমরা ১ কোটি কর্মসংস্থান করে দিয়েছি।

নোটবন্দির নামে জনগনের টাকা লুঠে নিয়েছেন আর সেই টাকা দিয়ে এখন ক্যাডারদের রাস্তায় রাস্তায় পাঠাচ্ছেন। টাকাটা ওদের টাকা নয় টাকাটা জনগনের টাকা।

কিছু আরএসএস এর প্রচারককে পাঠিয়ে দিচ্ছে বাংলায়। অসম থেকে এসে বসে আছে এখানে। উত্তর প্রদেশ থেকে এসে বসে আছে। রাজস্থান থেকে এসে বসে আছে। এদের চিনে রাখবেন। এরা আপনার উপর নজরদারি করছে।

বিধানসভা নির্বাচনের আগে বলেছিল চা বাগান খুলে দেব। কোথায় গেল চা বাগান? চা বাগান খুলেছ? আজকেই আমরা একটা চা বাগান খুলে দিয়েছি।

চা বাগানের মজদুরদের ৪৭ পয়সা কেজি তে ১৫ কিলো চাল ও ২০ কিলো গম দিই আমরা।

২০১৪তেও সারদা সারদা করেছে। কোনওদিন প্রমান করতে পারেনি ,করতে পারবেও না। তৃণমূল সারদা করেনি,এটা সিপিএমের আমলে হয়েছে। তোমাদের প্রমাণ করতে হবে।

মোদীবাবু, আপনার পাশে দাঁড়িয়ে যিনি মিটিং করছিলেন সারদা-নারদা-হাওলায় সবচেয়ে বড় অভিযুক্ত।তাকেই নিয়ে মিটিং করছেন, আর সারদা-নারদা নিয়ে বলছেন লজ্জা করে না?

পাঁচ বছর আগে নিজেকে চা-ওয়ালা বলেছিল। এখন চা-ওয়ালা থেকে চৌকিদারে বদলে গেল। জনতা বলছে চৌকিদার চোর হ্যায়। আমি বলছি চৌকিদার ঝুটা হ্যায়। চৌকিদার লুটেরা হ্যায়।

আগামীদিন বাংলাই সরকার গঠন করবে।বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে।

আজও অসমে মহিলা ও বাচ্চাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। পাঁচজন বাঙালিকে খুন করল।

২২ লক্ষ হিন্দু, ২০ লক্ষ মুসলমান, গোর্খা,বিহারীদের বাদ দেওয়া হয়েছে। বাংলায় এনআরসি হবে না

বাংলা তোমাদের হিংসা ও দাঙ্গার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তোমরা মানুষকে খুন কর। আমরা জীবন দিই রক্ত দিয়ে। আমরা জীবন দেওয়ার জন্য তৈরী থাকি, কিন্তু দাঙ্গা সমর্থন করি না।

আপনি এদেশের নাগরিক। ছয় বছরের জন্য আপনাকে বাদ দিয়ে দেবে। ছ’বছর পর যদি ইচ্ছে হয় নাগরিকত্ব দেবে নাহলে দেবে না। আপনারা কেন ছয় বছরের জন্য নাগরিকত্ব দিয়ে দেবেন? আমরা নাগরিক সংশোধনী বিল মানব না।

বিজেপি দেশটা কে ভাগ করে দিয়েছে। পাঁচ বছর বিদেশ ঘুরে বেরিয়েছে আর নির্বাচনের আগে চৌকিদার সেজেছে

আমাদের জঞ্জালগুলোকে নিয়ে বিজেপি ওদের নির্বাচনের টিকিট দিচ্ছে।