সাম্প্রতিক খবর

এপ্রিল ১৬, ২০১৯

আপনার প্রথম ভোট হোক কেন্দ্রে পরিবর্তনের জন্য: নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আপনার প্রথম ভোট হোক কেন্দ্রে পরিবর্তনের জন্য: নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

গত ৩৪ বছরে বামফ্রন্ট সরকার কোন কাজ করেনি। আমাদের সরকার মাত্র সাড়ে ৭ বছরে যা কাজ করেছে তা সারা পৃথিবীর বিস্ময়, সারা পৃথিবীর গর্ব

এখন শুধু কন্যাশ্রী নয়, উৎকর্ষ বাংলাও এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে

উৎকর্ষ বাংলা প্রকল্পে বছরে ৬ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন এই প্রকল্প রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার পেয়েছে

সবুজ সাথী প্রকল্পে বিনাপয়সায় আমরা ১ কোটি ছেলেমেয়েকে সাইকেল দিই। এই প্রকল্পও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে

তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু সমাজের সব সম্প্রদায়ের জন্য আমরা কাজ করেছি

আমরা ৮.৫ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হয়

২ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে

৬৮ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বুবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে

স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় প্রায় ৭.৫ কোটি মানুষের নাম নথিভুক্ত রয়েছে। এই প্রকল্পের স্মার্ট কার্ডটি দেওয়া হচ্ছে বাড়ির মহিলাদের নামে

মেয়েদের ক্ষমতায়নের জন্য এবং তাদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে

রূপশ্রী প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারের মেয়েদের বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার

কৃষকদের জমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। কৃষকদের শস্য বীমার পুরো টাকা দেয় রাজ্য সরকার

আমরা কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি। এই প্রকল্পে কৃষকদের বছরে ২ কিস্তিতে ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হয়

যে কোন রকম দুর্ঘটনায় আমাদের সরকার মানুষের পাশে থাকে

বিধানসভা নির্বাচনে আপনারা আমাদের ভোট দেননি। কিন্তু যাদের আপনারা ভোট দিয়েছিলেন তারা কি কোন কাজ করেছে? সব উন্নয়ন মুলক কাজ করেছে আমাদের সরকার

রেলমন্ত্রী থাকাকালীন আমি বালুরঘাটে আমি একটি ওয়াগন ইন্ডাস্ট্রি sanction করেছিলাম। বিজেপি সরকার সেই প্রকল্পের কাজও শেষ করেনি।

বালুরঘাটে আমরা একটি বিমানবন্দর নির্মাণ করছি। এই জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে

ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ৫ বছরে ১০ কোটি কর্মসংস্থান করবে, তাঁর বদলে গত এক বছরে ২ কোটি মানুষ বেকার হয়েছেন। বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ

তেলের দাম এখন সব থেকে বেশি। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, তখন বিজেপি সরকার প্রতিদিন তেলের দাম বাড়িয়েছে।

দলিতদের ওপর, সংখ্যালঘুদের ওপর, সবার ওপর হামলা হয়েছে। এমনকি সাংবাদিক আর বুদ্ধিজীবীরাও ছাড় পাননি।

রাজনীতি মানুষের সেবা করার জন্যে, দাঙ্গা আর বিভাজনের জন্য রাজনীতি নয়।

গত পাঁচ বছরে মোদী-বাবু দেশের সর্বনাশ করেছেন। ওদের আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না।

আমিও হিন্দু পরিবারে মানুষ হয়েছি। আমরা রামকৃষ্ণ পরমহংস দেবের এবং বিবেকানন্দের প্রচারিত হিন্দু ধর্মে বিশ্বাস করি।

একটি মানুষের দেহ যেমন কখনও বিভিন্ন অঙ্গ ছাড়া সম্পুর্ণ হতে পারেনা, তেমনি একটি সমাজ বিভিন্ন ধর্মের মানুষ ছাড়া সম্পুর্ণ হতে পারে না।

হিন্দু,মুসলিম, খ্রীষ্ঠান, বৌদ্ধ, জৈন এরকম সব ধর্মের লোকেদের এক সাথে নিয়েই আমাদের দেশ।

যারা বিভেদের রাজনীতি করে তারা আমাদের দেশের প্রকৃত প্রতিনিধি নয়।

বিজেপি আর ক্ষমতায় আসবে না। ওরা প্রত্যেক রাজ্যে হারবে। বাংলায় গোল্লা পাবে।

বিজেপির নেতারা বলছেন বাংলায় এনআরসি চালু করবে। আমরা তা করতে দেব না। অসমে ওরা ২২ লাখ হিন্দু বাঙ্গালির নাম ওরা বাদ দিয়েছে। বিহারি, গোর্খা এরকম সবার নাম বাদ দিয়েছে ওরা।

আসামে ওরা মানুষ মারছে। আমাদের প্রতিনিধি দলকে আসামে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু তাও আমরা আসামের লোকেদের জন্যে লড়াই চালিয়ে গিয়েছি।

সিটিজেনশিপ বিল এনে ওরা আপনাকে ছয় বছরের জন্যে বিদেশী বানিয়ে দেবে। তারপরেও কোনও নিশ্চয়তা নেই যে নাগরিকত্ব দেবে কিনা। আদতে ভারতে যারাই ১৯৭১ সালের ২৫-এ মার্চের আগে এসেছেন তারাই ভারতীয় নাগরিক।

আমরা যদি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর এক সময় অপেক্ষা করছে।

অর্পিতা ঘোষ-সহ আমাদের সাংসদরা প্রতিদিন সংসদে NRC, নোটবন্দি, মূল্যবৃদ্ধি, নাগরিক বিল সহ একাধিক ইস্যু নিয়ে লড়াই করেছেন।

আমাদের ওপর ভরসা রাখুন। দেশের রক্ষার জন্য তৃণমূল একমাত্র দল। তৃণমূল কংগ্রেস আগামীদিনে সরকার গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

নতুন ভোটারদের আমার শুভেচ্ছা। তাদের বলব তারা যেন দেশে নতুন সরকার আসার জন্যে এবং একটি নতুন ভোর দেখার জন্যে ভোট দেয়।