সাম্প্রতিক খবর

এপ্রিল ২১, ২০১৯

২৪ ঘন্টাতেই জনপ্রিয় নতুন ভোটারদের জন্য তৃণমূলের গান 'প্রথম ভোট'

২৪ ঘন্টাতেই জনপ্রিয় নতুন ভোটারদের জন্য তৃণমূলের গান 'প্রথম ভোট'

২৪ ঘন্টার মধ্যেই বিপুল জনপ্রিয় হল নতুন ভোটারদের জন্য তৃণমূলের গান ‘প্রথম ভোট’। এটি মূলত একটি লিরিক ভিডিও। গানটির ট্যাগলাইন ‘প্রথম ভোট বাংলার পক্ষে’ যা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। বাকি কথা লিখেছেন ও সুর দিয়েছেন রূপম ইসলাম।

শনিবার বেলা ১২টায় তৃণমূল কংগ্রেসের সব সোশ্যাল মিডিয়া মাধ্যম- ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে রিলিজ করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। ফেসবুক, হোয়াটস্যাপ ও বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে গানটি।

বেশ কয়েকটি বাংলা সংবাদপত্র ও নিউজ পোর্টালেও খবরটি প্রকাশিত হয়েছে। যেমন, আনন্দবাজার , সংবাদ প্রতিদিন , মিলেনিয়াম পোস্ট , এই সময় , ২৪ ঘন্টা , বর্তমান , আজকাল, টাইমস অফ ইন্ডিয়া , দ্য ওয়াল  এবং এখন খবর

তৃণমূলের পক্ষ থেকে যুবসমাজকে আহ্বান জানানো হয়েছে গানটি নানাভাবে প্রচারে ব্যবহার করার জন্য।