সাম্প্রতিক খবর

এপ্রিল ৩০, ২০১৯

নরেন্দ্র মোদীর প্রার্থী পদ বাতিল হওয়া উচিত: ভদ্রেশ্বরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নরেন্দ্র মোদীর প্রার্থী পদ বাতিল হওয়া উচিত: ভদ্রেশ্বরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলী লোকসভার অন্তর্গত ভদ্রেশ্বরে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রধানমন্ত্রীর শ্রীরামপুরের ভাষণের তীব্র নিন্দা করে তিনি বলেন, মোদীবাবু বলছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক নাকি ওনার সঙ্গে যোগাযোগ রাখছে। লজ্জা নেই একজন প্রধানমন্ত্রী এমএলএ কেনাবেচার কথা বলছে। তৃণমূল মানুষের জন্য রক্ত দিতে প্রস্তুত, টাকায় তারা বিক্রি হয়ে যাবে না।

সংবিধান লঙ্ঘনের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রার্থীপদ বাতিলেরও দাবি করেছেন।

ওনার বক্তব্যের কিছু অংশ:

প্রধানমন্ত্রী গতকাল শ্রীরামপুরে এসে বলেছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক নাকি ওনার সঙ্গে যোগাযোগ রাখছেন। একজন প্রধানমন্ত্রী হয়ে উনি এমএলএ কেনাবেচার কথা বলছেন! লজ্জাও করে না। যত খুশি নিয়ে নাও, একজন চলে গেলে আমি লক্ষ জনকে তৈরি করার ক্ষমতা রাখি। ওনার দলের মত আমরা চোর নই। ওনার দল টাকার বিনিময়ে চলে আর আমার দল রক্তের টানে চলে।

ওনার প্রার্থী পদ বাতিল হয়া উচিৎ, উনি অসাংবিধানিক কথা বলছেন। সাংবিধানিক পদে থেকে সেই পদকে লঙ্ঘন করছেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার কোন অধিকার নেই

মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে ওদের যোগ্য জবাব দেবে

সিপিএমের হার্মাদরা এখন বিজেপির মাস্তান হয়েছে

বিজেপির ৩ টি গুন – লুঠ, দাঙ্গা আর মানুষ খুন

৫ বছরে কি কাজ করেছে তা কিন্তু মানুষকে বলছেন না মোদীবাবু। আর এখন নির্বাচনের সময় বাংলায় এসে বলছেন ওনার বাংলা চাই

গত ৫ বছর ধরে মোদী বাবু বাংলায় আসেননি। এখন সারা দেশে হারবেন বলে বারবার বাংলায় আসছেন

মানুষ এখন মোদী বাবুকে ভয় পায়। কখনো দেখেছেন দেশের নেতাকে মানুষ ভয় পায়? আসল নেতাকে মানুষ ভালোবাসে আর শ্রদ্ধা করে

ওরা শুধু সবার বাড়িতে ইডি, ইনকাম ট্যাক্স আর সিবিআই পাথিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে

গতবার নির্বাচনের সময় ১৫ লক্ষ টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ৫ বছরে ১০ কোটি চাকরি দেবে বলেছিল। কিন্তু ২ কোটি মানুষ বেকার হয়েছে, ওরা কথা দিয়ে কথা রাখেনি

অন্যদিকে ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে, রান্নার গ্যাস, পেট্রোল – ডিজেল সবকিছুর দাম বেড়েছে। এই কি মোদী বাবুর আচ্ছে দিনের নমুনা?
এই ৫ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু মানুষের দাম কমেছে

ডানলপ অধিগ্রহণের জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কেন্দ্র করতে দেয়নি, আমরা বাংলার নাম বদল করতে চেয়েছিলাম, বিধানসভায় পাস হয়েছে ৩ বছর হয়ে গেল কিন্তু মোদী বাবু একটা সই করে দিতে পারেননি

আমরা সাধারণ মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছি, আর এই সাড়ে ৪ বছরে মোদী বাবু শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন

বিএসএনএল এর প্রায় ৫০ হাজার কর্মীর চাকরি গেছে, ওরা জেট এয়ার অয়েস বন্ধ করে দিচ্ছে, বার্ন স্ট্যান্ডার্ড ও বন্ধ করে দিয়েছে

বিজেপি এখন ওদের ক্যাডারদের বাইক আর প্রচুর টাকা বিলোচ্ছে। ওরা এইভাবে মানুষের ভোট কেনার চেষ্টা করছে

মোদীকে ভোট দেবেন না। ওরা আবার জিতলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেবে

আমরা এখানে সব পুজো করি। আর মোদী বাবু এখানে এসে মিথ্যে কথা বলে যাচ্ছে

আমরা রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা সব ধর্মের উৎসব পালন করি। আমরা এখানে সবাই একসাথে থাকি

ওরা ৩৩% মহিলা সংরক্ষণ নিয়ে চিৎকার করে। আগের লোকসভা নির্বাচনে আমাদের ৩৫% মহিলা সাংসদ ছিল আর এবার আমরা ৪১% মহিলাকে প্রার্থী করেছি। আর তারা জিতবেও। বাংলা রেকর্ড করবে।

বিজেপিকে কেন্দ্র থেকে সরানোই আমাদের একমাত্র শপথ। বাংলা দুর্বল নয়, বাংলা কাউকে ভয় পায় না