সাম্প্রতিক খবর

এপ্রিল ২৮, ২০১৯

মোদী মহম্মদ বিন তুঘলকের থেকেও ভয়ঙ্করঃ নিমতৌড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মোদী মহম্মদ বিন তুঘলকের থেকেও ভয়ঙ্করঃ নিমতৌড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী মহম্মদ বিন তুঘলকের থেকেও ভয়ঙ্কর। বিজেপিকে ভালো করে চিনে নিয়ে এই মাটিতে গণতান্ত্রিক ভাবে কবর দিতে বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

মোদী শুধু মিথ্যাচার করে, দুরাচার করে, যখন তখন যা ইচ্ছে তাই করছে। মোদী মহম্মদ বিন তুঘলকের থেকেও ভয়ঙ্কর।

মোদী বাংলায় এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? এটা বাংলার নির্বাচন নয়, এটা দিল্লীর নির্বাচন। বাংলার নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জবাব দেবে সে কি করেছে।

মোদীর আচ্ছে দিন, ১২ হাজার কৃষকের মৃত্যু দিন। মোদীর আচ্ছে দিন, ৩ কোটি ছেলে মেয়ের চাকরি চলে যাওয়ার দিন।

মোদীর আচ্ছে দিন নোটবন্দী করে আপনাদের ব্যবসা নষ্ট করে দেওয়ার দিন। মোদীর আচ্ছে দিন নোটবন্দী করে জনগণকে বিপদে ফেলার দিন।

মোদীর আচ্ছে দিন দাঙ্গা লাগিয়ে দেওয়ার দিন। মোদীর আচ্ছে দিন গদা ও তরোয়াল নিয়ে মিছিল করার দিন। মোদীর আচ্ছে দিন মানুষের ওপর অত্যাচার করার দিন।

মানুষে মানুষে ঝামেলা লাগাতে রাস্তায় গদা ও তরোয়াল নিয়ে মিছিল করে বিজেপি।

মোদী বাবু বিদেশে ঘুরে বেড়ানো ছাড়া গত পাঁচ বছরে আর কি করেছেন? সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেড়িয়েছেন আর সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে বিরোধীদের ভয় দেখিয়েছেন।

মোদীর বিরুদ্ধে একটা খবর দেখালে মিডিয়ার কাছে সঙ্গে সঙ্গে ফোন যায়। সেই সাংবাদিকের চাকরি চলে যায়।

বিজেপি এক একটি মীটিং করতে কোটি কোটি টাকা খরচ করছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা বাকি দলের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নিচ্ছেন, বিজেপির বিরুদ্ধেও নিন।

নরেন্দ্র মোদী একজন প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করতে গিয়ে কত টাকা খরচ করেছে? কেন তাঁর তদন্ত হবে না? তাঁর হলফনামায় অর্ধেক জিনিস জানা নেই বলে পূরণ করা আছে। কেন তাঁর প্রার্থী পদ বাতিল হবেনা?

মোদী বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। আপনারাই বলুন এখানে পুজো হয় কি হয় না? আমাদের সরকার যখন ২৮ হাজার দুর্গা পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেবে ঘোষণা করল, তখন বিজেপি আদালতে গিয়ে মামলা করল কেন? কলকাতার ৪০টা দুর্গা পুজো কমিটিকে আয়কর দপ্তর নোটিশ দিয়েছে কেন?

আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। কিন্তু, মোদীর মত কোনও প্রধানমন্ত্রী দেখিনি যাকে দেখে মানুষ ভয় পায়। নরেন্দ্র মোদীকে দেশের মানুষ ভয় পায়।

আমি মোদীর মত ভয়ঙ্কর প্রধানমন্ত্রী দেখিনি। সমস্ত দলকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করালেও তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করাতে পারেনি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মসমর্পণ করাতে পারেনি। দরকার হলে জীবন দেব, কিন্তু, বিজেপির সঙ্গে সমঝোতা করব না। বেড়ালের গলায় ঘণ্টা আমরাই বাঁধব।

নির্বাচিত রাজ্য সরকার থাকা সত্ত্বেও ফ্যাসিবাদী কায়দায় সমান্তরাল সরকার চালাচ্ছে। জরুরী অবস্থার মত কায়দায় সবকিছু চালাচ্ছে।