এপ্রিল ২৭, ২০১৯
বাংলার সাফল্য দেখে মোদী আর তার সাগরেদদের হিংসা হচ্ছে- হাওড়ার জয়পুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় হাওড়ার জয়পুরে একটি জনসভা করেন। সেখানে তিনি বলেন যে বিজেপি বাংলায় ভুয়ো, মিথ্যে খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ ছড়াতে চেষ্টা করছে কারণ বাংলার মানুষ শান্তিতে আছে।
তার বক্তব্যের কিছু অংশঃ
- বাংলার মানুষ শান্তিতে আছে বলে খুব হিংসা করে মোদীবাবু আর তার দল
- হাওড়ার ছাত্র-যুব সবসময়েই তৃণমূলের পাশেই আছে। এই জেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে।
- এখানে প্রায়ই বন্যা হয়। আমাদের আবেদন সত্ত্বেও ডিভিসি (যা কিনা কেন্দ্রীয় সরকারী সংস্থা) একবারে অনেক জল ছেড়ে মানুষের সমস্যা তৈরী করে।
- জল ধরো জল ভরো প্রকল্পে অনেক পুকুর আমরা কেটেছি যাতে আজকাল বন্যার জল গিয়ে জমা হচ্ছে এবং মানুষের কিছুটা সুবিধা হচ্ছে।
- এই নির্বাচন দেশের সাধারণ নির্বাচন। আমাদের দুষ্ট শক্তিকে কেন্দ্রের ক্ষমতা থেকে নির্মূল করার যুদ্ধ করতে হবে।
- পাঁচ বছর আগে মোদী নিজেকে বলেছিল চা-ওয়ালা। সব মিথ্যা নাটক। আর এখন বলছে চৌকিদার। আরেকটা নতুন নাটক।
- মোদী বলেছিল পাঁচ বছরে ১০ কোটি যুবক চাকরী পাবে। তা না হয়ে ২ কোটি মানুষ চাকরী খুয়েছেন। ১২,০০০ বেশি কৃষক আত্মহত্যা করেছে। সংখ্যালঘু, সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং বিভিন্ন উপজাতির মানুষের ওপর হামলা হয়েছে।
- NRC লাগু করে মোদী আসাম থেকে ২২ লাখ বাঙালি হিন্দুদের নাম কেটে দিয়েছেন। বাবার নাম আছে তো মায়ের নাম নেই, ছেলের আছে তো মেয়ের নেই। আর এখন বলছে এখানেও তাই করবে। হিন্দুদের প্রতি তাই বুঝি ওদের এত দরদ?
- আমরা শক্তিশালী দল। আমরা বিজেপিকে ভয় পাই না, যারা দেশটাকে ধ্বংস করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিপন্ন করেছে এবং দেশের ইতিহাস বদলে দিতে চাইছেন।
- ওরা শুধু বাজে কথা বলতে পারে এবং প্রতিহিংসামূলক রাজনীতি করতে পারে।
- কই প্রধানমন্ত্রী তো কখনও বন্যার সময় আসেন না। আর এখন ভোটের পাখী হয়ে পরের পর এই রাজ্যে আসছেন।
- ওরা বলছে এখানে নাকি দুর্গাপুজো হয় না। বাংলায় সব উৎসব পালিত হয়।
- আমাদের ভোটের জোরে গণতান্ত্রিক ভাবে ওদের হারাতে হবে।
- মোদি বাবু আমাকে যত পার অপমান কর। আর তুমি যত এটা করবে আমি তত শক্তিশালী হব, বাংলার মানুষ শক্তিশালী হবে।
- বাংলার মাটি চিরকাল বৈচিত্রের মধ্যে ঐক্য দেখে এসেছে, বাংলার মাটি বিপ্লবীদের জন্ম দিয়েছে, লেখকদের জন্ম দিয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। আসুন শপথ করি বিজেপিকে এক ইঞ্চি জমি ছেড়ে দেব না।