সাম্প্রতিক খবর

এপ্রিল ২৫, ২০১৯

সৌজন্যতা নিয়ে বাজারে মার্কেটিং করে নিজের ইমেজ তৈরী করছে মোদী বাবু: সিউড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

সৌজন্যতা নিয়ে বাজারে মার্কেটিং করে নিজের ইমেজ তৈরী করছে মোদী বাবু: সিউড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার সিউড়িতে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন যে ওনারা বাংলায় আসার আগে কোনও হোমওয়ার্ক করেন না।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • মোদী বাবু এক সাক্ষাৎকারে বলেছেন আমি তাকে কুর্তা পাঠাই, তাতে দোষের কি? দুর্গা পুজোয় আমি সকলকেই কিছু না কিছু উপহার পাঠাই শুধু ওনাকে নয়।আমার বিশ্ব বাংলা হাব আছে, সেখানে সব তাঁতিরা বিভিন্ন জিনিস বানায়। সবাইকে আমি মিষ্টি পাঠাই, আম পাঠাই কারণ এটা সৌজন্যতা, রাজনীতি আর সৌজন্যতা এক নয়। ওরা বলে বেড়ায় আর আমরা বলি না কারণ এটা আমাদের সংস্কৃতি নয়। সকলে জন্মদিনে শুভেচ্ছা পাঠাই, আমি সবার শুভ কামনা করি, মৃত্যু কামনা নয়।  
  • সৌজন্যতা নিয়ে বাজারে মার্কেটিং করে নিজের ইমেজ তৈরী করছে
  • গতকাল প্রধানমন্ত্রী বোলপুরে সভা করে তৃণমূলকে গুন্ডা বলে গেছেন, আর একজন সাইনবোর্ড নেতা বলে গেছেন এটা নাকি রবি ঠাকুরের জন্মভূমি। ওরা কোনও হোমওয়ার্ক করে আসে না।
  • বীরভূমে আমরা কি কাজ কাজ করেছি আমি তার একটা হিসেব দেব, আর আমি যা বলছি তা যদি মিথ্যে হয় আমি নরেন্দ্র মোদী আর বিজেপিকে চ্যালেঞ্জ করছি, ওনারা এই মাটিতে দাঁড়িয়ে বলে যাবেন আমি সত্য বলছি না আপনি যা বলেছেন তা মিথ্যে।
  • বীরভূমের ৯৯% লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি। রামপুরহাটে ১০০ ও ৩০০ বেডের হাসপাতাল, সিউড়িতে নতুন হাসপাতাল, মাল্টি সুপার হাসাপাতাল হচ্ছে। বিশ্বভারতীর আদলে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হচ্ছে, ৭ টি আইটিআই, ৩টি পলিটেকনিক কলেজ, মডেল স্কুল, প্রাইভেট স্কিল ইউনিভার্সিটি হচ্ছে। এই জেলার  ২ লক্ষ ৬০ হাজার কৃষক যাদের জমি নষ্ট হয়েছে তাদের আর্থিক সাহায্য দিয়েছে সরকার
  • বীরভূমে দেউচা-পাচামি সর্ববৃহৎ কয়লা খনি তৈরী হচ্ছে। মোদী বাবু ৩ বছর ধরে একটা মৌ সাক্ষর করেননি, ফেলে রেখেছেন, আপনারা বাংলাকে কিছু দিতে চান না বলে আপনার সরকার আপনার নির্দেশে এই কাজ করে দেয়নি। আমি অনেকবার কথা বলেছি, ফোন করেছি, উত্তরে ওরা বলছে প্রধানমন্ত্রীর বারণ আছে। আর উনি বোলপুরে এসে জিজ্ঞেস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, লজ্জা করে না? আগে উনি কৈফিয়ত দিক যে উনি ৫ বছরে কি কাজ করেছেন
  • বীরভূমে বিশ্ব ক্ষুদ্র বাজার, আইটি আই পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাঁথাস্টিচের ক্লাস্টার, সেতু, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার , ন্যাশনাল হাইওয়ে, মসলিন ক্লাস্টার, বাস টার্রমিনাস, মিনি স্টেডিয়াম, কর্ম তীর্থ, স্কিল ডেভেলপমেন্ট স্কিম, মাল্টি জিম, কান্দি মাস্টার প্ল্যান, পুরনো ৬২ টি সেতুর সংস্কার, আর্সেনিক মুক্ত পানীয় জল, ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্প, বাউল বিতান, রাঙা বিতান, তারাপীঠ, তারকেশ্বর মন্দিরের সংস্কার, ফুরফুরা শরিফ, জল সেচের প্রকল্প এর কাজ করা হয়েছে
  • আর মোদী বাবু কানেও শোনেন না, চোখেও দেখেন না, উনি আগে উত্তর দেবেন তারপর ভোট চাইবে
  • মোদী বাবু এসে বলছেন এখানে শ্মশান নেই ওনারা করে দেবেন। ওনার শ্মশানের প্রয়োজন নেই, রাজ্য সরকারই তৈরী করে দেবে। আপনাদের ভিক্ষা আমরা চাই না। আপনারা মানুষ মেরে শুধু শ্মশান ঘাটে পাঠাতে পারেন আর কিছু করেন না
  • আমরা কবর স্থান, শ্মশ্মান ঘাট সব বাঁধিয়ে দিচ্ছি, কঙ্কালিতলা, পাথরচাপরি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে কোন কাজ বাকি আছে? আর আপনারা ৫ বছরে একটা রাম মন্দিরও করতে পারেন নি
  • জয়দেব কেন্দুলি আকাদেমি, গীতবিতান টাউনশিপ, কিষান বাজার, ধানের গোডাউন, ইকো ট্যুরিজম পার্ক, সৌন্দর্যায়ন সহ অনেক কাজ হয়েছে, এগুলো হল যৌথ উন্নয়ন, আরও অনেক ইন্ডিভিজুয়াল কাজ করা হয়েছে যা ভারতবর্ষে কোথাও হয়নি
  • আর বলে বেড়াচ্ছেন উনি নাকি টাকা দিয়েছেন, কোথা থেকে আসে সেই টাকা আসে? ৫০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যান সিপিএমের দেনা বাবদ, আর মাত্র ৭% টাকা দেন, সেটাও আমাদের টাকা থেকে। শুধু বড় বড় কথা – লজ্জা করে না। ৫ বছরে একটা কাজও করেননি।
  • এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন নয় এটা মোদী বাবুর নির্বাচন তাই ৫ বছরে উনি কি কাজ করেছেন তার কৈফিয়ত ওনাকে দিতে হবে
  • নরেন্দ্র মোদী একটা কাজও করতে জানেন না, ওদের ক্যাডার রা হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করে। ওরা ঠাকুরকে রাস্তায় বিক্রি করে আর নির্বাচন এলেই হিন্দু হিন্দু বলে চিৎকার করে। ওরা কিসের হিন্দু? হিন্দু ধর্ম অনেক পুরোনো, অনেক যুগ ধরে আছে
  • ৩ মাস ধরে নির্বাচন হচ্ছে যাতে উনি প্লেনে করে ঘুরে ঘুরে সব জায়গায় গিয়ে মিটিং করতে পারে। নিজের মতন করে নির্বাচন সাজিয়েছে আর গরমে যে মানুষের কষ্ট হচ্ছে তা ভাবার দরকার নেই।সারা ভারতে সব এজেন্সি নিয়ে নেমেছে। অন্য রাজ্যে বোধহয় সভায় লোক হচ্ছে না, যারা বুঝে গেছে তারা আর ওনার বক্তৃতা শোনে না তাই এখন বাংলায় আসছে সভা করতে
  • আমরাই দিল্লির সরকার গড়ব, আর বিজপেক আমরা হারাবোই কারণ ওরা থাকলে দেশে আগুন জ্বলবে, দাঙ্গা হবে, দেশের মানুষ খেতে পাবে না
  • এখানে এসে সভা করে বলে গেছেন শান্তিনিকেতনে নাকি আমরা গুন্ডা তৈরী করেছি, ওনার মাথার পরীক্ষা করানো উচিত। এটা সম্মানের জায়গা কবিগুরুর স্বপ্নের ভূমি, এটা রাঙামাটির জায়গা, বাউলদের জায়গা, শান্তির জায়গা, উনি কোন হোমওয়ার্ক করে আসেন না, কোন এলাকায় কি বলতে হয় তাও জানেন না
  • মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেনি তাহলে কি উনি এসে উন্নয়ন করবেন? উনি এখানে একটা রাস্তা করতে টাকা দিয়েছে না বিশ্বভারতীর জন্য টাকা দিয়েছে? ওনাকে জিজ্ঞেস করুন কি কি কাজ করেছেন
  • আমরা মন্ত্র বলে পুজো করি, মা দুর্গার হাতে অস্ত্র থাকে অশুভ শক্তি বধ করার জন্য, আর বিজেপির নেতারা এখন টাকা, বাইক স্মার্ট ফোন আর এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে মিটিং করায়, মানুষ এখন ওদের দেখলে ভয় পায়
  • আমরা ফুল দিয়ে পুজো করি আর বিজেপির নেতারা গদা আর তরোয়াল নিয়ে মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় বেরোয়, এটা বাংলায় সংস্কৃতি নয়
  • হঠাৎ করে নোটবাতিল করে দিল, এবার মানুষ ওনাকে বাতিল করবে, ওরা থাকলে দেশেক সর্বনাশের পথে নিয়ে যাবে।যারা বন্যা হলে দেখতে আসে না, জয়দেব কেঁদুলির মেলা, পৌষ মেলায় আসে না, মা তারার মন্দির, বেলুর মঠে টাকা দেয় না তাদের আগামী দিনে এদের তাড়াতে হবে
  • বাংলার মাটি খুব শক্ত মাটি, এই মাটিকে কখনো চমকানো বা ধমকানো যায় না, এই মাটি দাঙ্গা বরদাস্ত করে না। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, সবাইকে নিয়ে একসাথে কতে হবে, আমরা সব ধর্মের উৎসব পালন করি
  • আমি ও হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আমি হিন্দু বলে অন্য ধমর্কে অশ্রদ্ধা করার শিক্ষা পাইনি, আমি নরেন্দ্র মোদী নই. আমি খুব সাধারণ একটা মেয়ে, আমি সব ধর্মের উৎসব পালন করি
  • আমি প্রতিবার এখানে আসি, প্রশাসনিক বৈঠক করতে আসি, বিজেপি আসে? আসে শুধু নির্বাচনের সময়। বিজেপির বন্ধু হয়েছে সিপিএম, যারা একদিন মানুষের ওপর অত্যাচার করেছে আর পঞ্চায়েত নির্বাচনে ওরা একসাথে লড়াই করেছে
  • বাইরের এজেন্সি এনে বলছে ১০০% বুথে ১০০% কেন্দ্রীয় বাহিনী দেবে, ৫ কোটি সেন্ট্রাল ফোর্স আনলেও কিছু যায় আসে না কারণ ভোট মানুষ দেবে ওরা নয়
  • আমি অনেক ভদ্রতা করি আর রোজই আপনি সিবিআই, ইডি পাথিয়ে ভয় দেখান। আমি যদি গুন্ডা হই তাহলে নরেন্দ্র মোদী কি? আমার হাত দিয়ে কোন দাঙ্গা হয় নি, আমি খুনের আর রক্তের রাজনীতি করি না, ২০০২ এর দাঙ্গার কথা ভুলে গেছেন? গুজরাট উত্তরপ্রদেশের দাঙ্গার কথা ভুলে গেছেন?
  • সাংবাদিকরা কথা বললে তাদের মেরে দিচ্ছে কেউ ভয়ে একটাও কথা বলে না। মিডিয়া সহ সবাইকে কন্ট্রোল করে নিয়েছে, আমি প্রতিবাদ করি তাই আমার ওপর এতো রাগ, আমাকে ভয় দেখায় কিন্তু আমি পাত্তা দিই না, আমি সিপিএমের হাতে অনেক মার খেয়ে লড়াই করেছি, আমি নরেন্দ্র মোদীকে কি ভয় পাব?
  • নির্বাচনে হারার ভয়ে মোদীবাবু এখন হারাতঙ্ক আর ভয়াতঙ্ক রোগে ভুগছে। বাংলার ক্ষরা, বন্যায় আসে না, উনি জানেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবে ওর সরকারকে উল্টে দিতে তাই এখন এতবার বাংলায় আসছে। ওরা যত আসবে তত আমার ভোট বাড়বে
  • গুন্ডাদের কেউ দেশের নেতা হিসেবে চায় না। বিজেপির প্রচারকরা আগে হাফ প্যান্ট পরে দৌড়ত, আর এখন কথায় কথায় টাকা বিলোচ্ছে, সবাই নজর রাখুন ওদের ওপর
  • নির্বাচনের আগে কালো সাদা নীল, লাল অনেক রঙের বক্সে করে ভর্তি ভর্তি টাকা আসছে, ওই টাকা নোট বাতিলের টাকা, জনগণের টাকা, লুঠের টাকা। খেয়াল রাখবেন টাকা দিয়ে যেন ভোট কিনতে না পারে। আপনাদের টাকা দিলে নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না
  • বাইরে থেকে এসে যারা আগুন লাগাচ্ছে আমরা নজর রাখছি। বলছে বাংলায় এনআরসি করবে? একটাও মানুষকে তাড়াতে দেব না
  • নাগরিক বিল করে ৬ বছরের জন্য বিদেশি বানিয়ে দেব, সবাইকে তাড়িয়ে উনি একা থাকবেন?
  • দেশকে টুকরো করে দেবে আর সবাই চুপ করে থাকবে? কেউ ভয়ে কথা না বললেও আমি প্রতিবাদ করব, আমি যতক্ষণ বেঁচে থাকব ওদের ক্ষমা করব না, এটা আমার শপথ লড়াই, অঙ্গীকার
  • আগে বলতো চাওয়ালা। এখন ওনার চা আর কেটলি নেই কিন্তু জেটলি আছে। এখন উনি চৌকিদার হয়েছেন, আর চৌকিদার কি? (জনতা বলছে চোর হ্যায় )। নির্বাচন হয়ে গেলে এই টাকা হাঙররা হ্যাঙ্গারের তলায় ঢুকে যাবে
  • দিল্লির সরকার বদলে দিন, বাংলাই পথ দেখাবে, এগিয়ে যাবে। আর বিজেপির দালাল দের চিনে রাখুন পরে কাজে লাগবে
  • আমার গোত্র মা মাটি মানুষ, আপনারা ভাল থাকলে তবেই আমরা ভাল থাকি