সাম্প্রতিক খবর

এপ্রিল ২৯, ২০১৯

বনগাঁ কেন্দ্রের জন্য মমতা বালা ঠাকুরের নাম বড় মা নিজে সুপারিশ করেছিলেনঃ বাগদায় মমতা বন্দ্যোপাধ্যায়

বনগাঁ কেন্দ্রের জন্য মমতা বালা ঠাকুরের নাম বড় মা নিজে সুপারিশ করেছিলেনঃ বাগদায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বাগদার হেলেঞ্চায় একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বনগাঁ কেন্দ্রের জন্য মমতা ঠাকুরের নাম বড় মা বীণাপাণি দেবীই সুপারিশ করেন।

তিনি আরও বলেন যে মতুয়া সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস অনেক উন্নয়নমূলক কাজ করেছে।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • বনগাঁ কেন্দ্রের জন্য মমতা বালা ঠাকুরের নাম বড় মা নিজে সুপারিশ করেছিলেন
  • গত ৩০ বছর ধরে আমরা বড় মা-র খেয়াল রেখেছি, ওনার চিকিৎসা করিয়েছি। তখন কোথায় ছিল এরা?
  • আজ বিজেপি এসে প্রীতি দেখাচ্ছে। কোনদিন ওরা ঠাকুর বাড়িতে আসেনি, আমি বরাবর সেখানে যেতাম
  • গাইঘাটায় হরিচাঁদ-গুরুচাঁদ নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। কৃষ্ণনগরে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে
  • মতুয়া সম্প্রদায়ের জন্য আমরা মতুয়া উন্নয়ন পর্ষদ, নমশূদ্র উন্নয়ন পর্ষদ গঠন করেছি
  • দিল্লীর সরকার আমাদের থেকে ঋণ বাবদ ৪৯ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। সিপিএম ৩৪ বছর দলবাজি করে নিজেদের পকেটে টাকা পুরেছে আর ওদের অপদার্থতার ঋণ এখন আমাদের শোধ করতে হচ্ছে। সব ঋণ শোধ করেও আমরা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ চালু রেখেছি
  • অসমে এনআরসি করে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, যার মধ্যে ২২ লক্ষ হিন্দু বাঙালী
  • এনআরসি হওয়ার পর আমি আমাদের এক প্রতিনিধি দলকে ওখানে পাঠিয়েছিলাম, তাদের মারধর করে বিমানবন্দরে আটকে রেখেছিল
  • আমরা বলেছি অসম থেকে যাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলায় তাদের আমরা আশ্রয় দেব
  • তৃণমূল কংগ্রেস অসমের মানুষের পাশে রয়েছে। কোন দল যখন যখন সমর্থন করেনি তখন আমরা অসমের মানুষের পাশে ছিলাম, আগামিদিনেও থাকব
  • বিজেপি বলেছে বাংলায় এনআরসি করবে, বাংলার মানুষের গায়ে হাত দিলে বাংলার মানুষই ওদের বিদায় দেবে
  • হিন্দু ধর্ম অনেক প্রাচীন। আর বিজেপির জন্ম হয়েছে কয়েক বছর আগে। ওরা হিন্দু ধর্মের কি জানে? কিসের হন্দু ওরা? ওরা হিন্দু ধর্মের অপমান করছে
  • নির্বাচন এলে বিজেপির রামের কথা মনে পরে, তখন জয় শ্রী রাম বলে চিৎকার করে, আর ৫ বছরে একটা রাম মন্দির তৈরি করতে পারেনি
  • বাংলার কিছুই বোঝে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার মা বনেদের সম্মান করে না। এত সাহস এখানে এসে বলে যাচ্ছে বাংলায় দুর্গা পুজো হয় না
  • যখন আমরা দুর্গা পুজোর সংগঠকদের, ক্লাবগুলোকে আর্থিক সাহায্য দিয়েছিলাম তখন ওরা আমাদের বিরুদ্ধে কোর্টে কেস করেছিল। ৪০ টি দুর্গা পুজোর সংগঠকদের ওরা ইনকাম ট্যাক্সের নোটিস দিয়েছিল, আর এখন এসে এইসব মিথ্যে কথা বলে যাচ্ছে
  • ওদের মগজ মরুভুমি, মাথা অনূর্বর, ওরা শুধু দাঙ্গা করে আর হিন্দু মুসলমান করে। মানুষের মধ্যে ভাগাভগি করে, মানুষের ওপর অত্যাচার করে
  • ক্ষমতায় আসার আগে মোদী বাবু বলেছিলেন ‘আচ্ছে দিন’ আসবে। নির্বাচনে জেতার পর উনি শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন আর নির্বাচনের আগে এখন মানুষের কাছে ভোট চাইতে এসেছেন
  • পেট্রোল–ডিজেল-গ্যাসের দাম বেড়েছে। ২ কোটি মানুষ বেকার হয়েছে, ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে। দলিত-সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে – এই কি আচ্ছে দিন?
  • নাগরিক বিলের নাম করে ৬ বছরের জন মানুষকে বিদেশি বানিয়ে দেবে। তাপ্রপর গায়ের জোরে ের করে দেবে বিদেশি বলে। তারপর ওরা যে আবার আপনাকে নাগিরিকত্ব দেবে তার কোন গ্যারান্টি আছে?
  • বিএসএফ কে আমি অনুরধ করব, বিজেপির কথা আপনারা শুনবেন না। কোন দলের কথা শুনবেন না, ভালো করে কাজ করুন, রাজনীতি করবেন না
  • আজও দুবরাজপুরে একটা বুথে ঢুকে সিআরপিএফ গুলি চালিয়ে দিয়েছে, কি সাহস? ওরা এটা করতে পারে না
  • আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রের নয়। কিন্তু ওদের এসব করার কোন অধিকার নেই। আইন অনুযায়ী ওদের সব কাজ রাজ্য পুলিশকে সাথে নিয়ে করার কথা। বিজেপি গায়ের জোরে আইনের অপব্যবহার করছে, অভিযোগ আসছে সিআরপিএফ বুথে ঢুকে জিগেস করছে বিজেপির এজেন্ট কে? বিজেপিকে ভোট দাও –এ তা ওদের কাজ নয়, বাংলায় এসব করে লাভ নেই
  • বাংলার পুলিশকে ওরা ভরসাই করতে পারে না। সারা বছর রাজ্যের পুলিশ পাহারা দেয় আর শুধু ভোটের সময় ওদের দিল্লীর পুলিশ দরকার।
  • ওরা মানুষকে বিশ্বাস করে না। ভোট পুলিশ দেয় না ভোট মানুষ দেয়
  • ৫ বছর আগে ছিল চা ওয়ালা এখন হয়েছে চৌকিদার। আখন আর চা, কেটলি কিছুই নেই শুধু একটা জেটলি আছে – বছরে ৬ মাস মন্ত্রী থাকে ৬ মাস থাকে না
  • সব জায়গায় হারবে তাই এখন বাংলায় উকিঝুকি মারছে আর এখানে এসে মানুষের মধ্যে ভাগাভগি করছে
  • বাংলায় যখন খরা হয় বন্যা হয় তখন আসে না আর এখন আসছে ভোট চাইতে
  • আরএসএস এর প্রচারকরা আগে হাফ প্যান্ট পরে ঘুরত আর এখন টাকার বাক্স আর শপিং মল নিয়ে দৌড়চ্ছে। আমি রামকৃষ্ণ মিশনকে সম্মান করি ওদের সম্মান করি না। টাকা আর বাইক বিলোচ্ছে
  • জনগণের টাকা নিয়ে রাজকোষ ফাঁকা করেছে, মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে নিজের থোকা থোকা টাকা করেছে
  • বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কোথায় গেল? আপনার দলের টাকা কত বেড়েছে? সম্পত্তি কত বেড়েছে? আগামিদিনে এর সব হিসেব হবে
  • নোট বাতিল কার স্বার্থে? ১০০ জন মানুষ মারা গেছে? মানুষের টাকা আর ব্যাঙ্কে সুরক্ষিত নয়। দেশের সর্বনাশ করে দিয়েছে। বিজেপি থাকলে মানুষ আর শান্তিতে থাকবে না
  • ওরা ইতিহাস বদলে দিচ্ছে। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করছে, এবার মানুষ ওদেরকেই বাতিল করে দেবে
  • আমরা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করি,আর ওরা মিছিল করে গদা, তরোয়াল নিয়ে। ওরা বুঝতে পারছে না আপ যদি ওদের পেছনে ঝাড়ু নিয়ে বেরোয় তখন ওরা কি করবে?
  • আমরা বাড়ির মহিলা অভিভাবকদের জন্য স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড চালু করেছি, এর মাধ্যমে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবে, প্রায় সাড়ে ৭ কোটি মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন
  • মোদী বাবুর ভয়ে কেউ কথা বলে না, সবাই চুপ। সাংবাদিকরা কথা বললে তাদের চাকরি চলে যায়, নাহলে তাদের খুন করে দেয়
  • কিন্তু আমি ওনাকে ভয় পাই না। আমি প্রতিবাদ করি বলে আমার ওপর এত রাগ। বাংলায় দাঙ্গা করা জন্য ওদের আমরা এক ইঞ্চি জমিও ছাড়বো না
  • যে কংগ্রেস সিপিএম একদিন আদর্শের কথা বলত ওরা আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছ, ওদের দেখে লজ্জা হয়