সাম্প্রতিক খবর

এপ্রিল ৪, ২০১৯

লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৯-র লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তৃণমূলের একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে। এই মিউজিক ভিডিওটি আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে ‘শেয়ার’করেন।তৃণমূলের ইউটিউব পেজেও ভিডিওটি দেখতে পারবেন সাধারণ মানুষ।

২ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে একদিকে যেমন বাংলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে, তেমনই দেশের অন্যান্য জায়গায় যে ভয় ও দাঙ্গার পরিস্থিতির পরিবেশ তৈরি হয়েছে, সেটিও দেখানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন:

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিও ‘মা, মাটি, মানুষ’ আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি আপনাদের ভাল লাগবে।”

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে:

I am very happy to share the new music video “Maa, Mati, Manush” for the forthcoming Lok Sabha Elections.আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিও 'মা, মাটি, মানুষ' আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

Mamata Banerjee 發佈於 2019年4月3日星期三

গত সপ্তাহে তৃণমূল একনতুন ভিডিও সিরিজ চালু করেছে। ‘প্রধানমন্ত্রীরহিসেবেদাও’ সেই সিরিজের শিরোনাম।মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলায় উন্নয়নের দ্রুত গতি যেমন তুলে ধরা হয়েছে সেই সিরিজে, অপরদিকে প্রধানমন্ত্রীর ব্যর্থ প্রতিশ্রুতিও দেখানো হয়েছে।