এপ্রিল ২৮, ২০১৯
মায়ের নীতি - তৃণমূলের নতুন ভিডিও

আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি নতুন ভিডিও লঞ্চ করা হয়েছে। এই ভিডিওটির শিরোনাম ‘মায়ের নীতি’। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখানো হয়েছে বিভিন্ন বয়স ও স্তরের মহিলারা একটি কবিতাপাঠ করছেন।
“দেশের শত্রু, দশের শত্রু যখন বাড়ে লোভের মোহে, ঘৃণার তেজে, নারী জাগেন দুষ্টের সংহারে মঙ্গলময় শঙ্খ ওঠে বেজে” – এটাই এই ভিডিওর থিম।
উল্লেখ্য, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তৃণমূলের তরফে তিনটি গান লঞ্চ করা হয়েছে – মা, মাটি, মানুষ মিউজিক ভিডিও, নতুন ভোটারদের জন্য ‘প্রথম ভোট’ এবং লোকসঙ্গীত-ধর্মী গান ‘ভবের বাজারে’।
দেখে নিন তৃণমূলের নতুন গান: