সাম্প্রতিক খবর

এপ্রিল ১৪, ২০১৯

কালিম্পং জেলার উন্নয়ন- এক নজরে

কালিম্পং জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্যে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে কালিম্পং জেলায়। দেখে নিন এক নজরে:

নতুন জেলাঃ ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারী কালিম্পংকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

হাসপাতালঃ একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, একটি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র, একটি এসএনএসইউ স্থাপিত হয়েছে।

বৃত্তি: ১১ হাজারের বেশী মেয়েকে কন্যাশ্রী দেওয়া হয়েছে। ৫ হাজারের বেশী পড়ুয়া শিক্ষাশ্রী পেয়েছে।

উচ্চ শিক্ষাঃ দুটি নতুন সরকারি কলেজ, দুটি আইটিআই, ১টি পলিটেকনিক কলেজ তৈরী করা হয়েছে।

কিষাণ ক্রেডিট কার্ডঃ ৯৬% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে।

গ্রামীণ আবাসনঃ ৬০০ জন মানুষের উপকার পেয়েছে।

শিল্প: ১টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ১টি তথ্যপ্রজুক্তি পার্ক, ছটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরী হয়েছে। ৫০ কোটি টাকার বেশী ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে।

সড়ক ও সেতুঃ ৩৫০ কিলোমিটারের বেশী রাস্তা তৈরী হয়েছে।

পর্যটন প্রকল্পঃ মর্গ্যান হাউস ট্যুরিস্ট লযে আটটি কটেজ তৈরী করা হয়েছে, কালিম্পং-১ ব্লকে ১টি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়া হয়েছে।

সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের প্রায় ১০ হাজার শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।

কর্মতীর্থঃ ছটি কর্মতীর্থ তৈরী করা হয়েছে।

খেলাধুলাঃ হিমাল তরাই ডুয়ার্স ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।