সাম্প্রতিক খবর

এপ্রিল ১১, ২০১৯

ফের স্বীকৃতি রাজ্যের, সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা ছিনিয়ে আনল রাষ্ট্রপুঞ্জের পুরস্কার

ফের স্বীকৃতি রাজ্যের, সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা ছিনিয়ে আনল রাষ্ট্রপুঞ্জের পুরস্কার

ফের সুখবর রাজ্যের জন্য। রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি রাজ্য সরকারের এই দুই প্রকল্পকে সম্মান প্রদাণ করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একটি ট্যুইটও করেন। লেখেন, ‘এই সম্মান প্রদানে আমি অত্যন্ত খুশি। রাজ্যের জন্য এই সম্মান আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

১৮টি ক্যাটাগরিতে ১০৬২টি মনোনয়ন জমা পড়ে। তার মধ্যে ৪ নং ক্যাটাগরিতে জয়ী হয়েছে সবুজ সাথী ও ৭ নং ক্যাটাগরিতে জয়ী হয়েছে উৎকর্ষ বাংলা।

উল্লেখ্য, এর আগে কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, একাধিক সম্মানে সম্মানিত হয়েছে রাজ্য সরকারের সেইসব প্রকল্প। এমনকী কেন্দ্রীয় সরকারও রাজ্যকে একাধিক পুরস্কারে ভূষিত করেছে। ভোটের সময়ে এই দুই সম্মান রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই আশা অনেকের।

 

I am very happy to share with you that our “Utkarsh Bangla” and “Sabooj Sathi” projects have won the prestigious World…

Mamata Banerjee 發佈於 2019年4月11日星期四