সাম্প্রতিক খবর

এপ্রিল ১৮, ২০১৯

আমরা চৌকিদার চাই না দেশের নেতা চাইঃ পাকুয়াহাটে মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা চৌকিদার চাই না দেশের নেতা চাইঃ পাকুয়াহাটে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মালদার পাকুয়াহাটে তৃতীয় নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • কংগ্রেস সিপিএমের আঁতাতের জন্যই তৃণমূল তৈরী করেছিলাম এবং সেই জন্যই বাংলায় পরিবর্তন হয়েছে।
  • এনআরসির নাম করে অসম থেকে ৪০ লক্ষ বাঙালীকে তাড়াতে চাইছে। পরিবার ভেঙে দেওয়া হচ্ছে। পাঁচজন বাঙালীকে গুলি করে মারা হয়েছে, অনেকে অত্যাচার না সহ্য করতে পেরে আত্মহত্যা করেছে। কোনও দল প্রতিবাদ করেনি, শুধু আমরা করেছিলাম। আমরা এখান থেকে প্রতিনিধি পাঠিয়েছিলাম। তাদের ঢুকতে দেয়নি, মেরেছে। বলছে বাংলায় এনআরসি করবে। সিদ্ধান্ত নিন নিজেরা এখান থেকে চলে যাবেন না বিজেপিকে তাড়াবেন?
  • আমরা এনআরসি সমর্থন করি না। আমরা সকল মানুষকে ভালোবাসি।
  • মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দেখবে না – বিজেপির এই রটনাতে বিশ্বাস করবেন না। আমি সেই হিন্দুধর্ম বিশ্বাস করি যা শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, নেতাজী, গান্ধীজী, বিরসা মুন্ডা বলেছেন। বিজেপির হিন্দুত্ব মানে মানুষে মানুষে দাঙ্গা করানো।
  • আমরা দেবদেবীদের আসনে রাখি, পুজো করি। দেবদেবীর তরোয়াল, গদা নিয়ে মিছিল করি না, দেবদেবীদের বিক্রী করি না। বিজেপি নেতারা বাংলায় এসে মিথ্যে বলে যাচ্ছে এখানে নাকি দুর্গা পুজো হয় না। আপনারা বলুন এখানে দুর্গা পুজো হয় কি হয় না?
  • মুসলিমদের রমজান, রোজা, ঈদ, ইফতার হয়। খ্রিষ্টানদের বড়দিন হয়। বাংলায় সব হয়।
  • এখন মানুষ দেশের নেতাদের দেখে ভয় পায়
  • আমি উদ্বাস্তুদের জন্য যা লড়াই করেছি, আর কেউ করবে না। আমি আন্দোলন করে তাদের জমির অধিকার দিয়েছি।
  • বিজেপি বলছে নাগরিকত্ব দেবে। এই বিলের বিষয়ে কিছু জানেন? এই বিলে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এই বিলের প্রতিবাদ একমাত্র আমরা করেছিলাম। এতে আপনাদের ৬ বছরের জন্য বিদেশী করে দেওয়া হবে, সব অধিকার কেড়ে নেওয়া হবে।
  • আপনারা খুব সহজ সরল মানুষ, তাই, বিজেপি আপনাদের বোকা বানাচ্ছে।
  • ১৫ লক্ষ টাকা করে সকলের পকেটে ঢুকিয়ে দেবে বলেছিল, দিয়েছে? নোটবন্দী করে সন্ত্রাস দমন করতে পেরেছে? ১০ কোটি লোককে চাকরি দিয়েছে?
  • আগে বলত, আমি চাওয়ালা। এখন বলছে আমি চৌকিদার। আর চৌকিদারকে সকলে চোর বলছে। আমরা চৌকিদার চাই না দেশের নেতা চাই।
  • দেশে এক বছরে ২ কোটি মানুষ বেকার হয়ে গেছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। দলিত, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে বিজেপি।
  • আর বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।
  • আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে যদি সিপিএমকে হারাতে পারি, মৌসমও কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিকে তাড়াতে পারবে। মৌসমের নামে বিরোধীরা উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে।
  • আপনারা কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ভোট দেবেন না কারণ ওদের কোনও নীতি, স্বচ্ছতা নেই?
  • আগে যে আরএসএস হাফ প্যান্ট পড়ে প্যারেড করত, এখন কোটি কোটি টাকা বিলোচ্ছে। টাকার বিনিময়ে ভোট কিনছে।
  • বিজেপির যারা পঞ্চায়েতে জিতেছে, জেতার পর আপনাদের জন্য কিছু করেছে? তৃণমূলের ওপর ভরসা রাখুন।
  • আগামী দিন বাংলা পথ দেখাবে দিল্লীকে। সেজন্য তৃণমূল কংগ্রেস একমাত্র রাস্তা।
  • এটা ১৪২৬, তাই আমরা চাই ৪২ শে ৪২।
  • ধর্ম বর্ণ জাতি দলমত নির্বিশেষে সব মানুষের জন্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে।
  • আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা উন্নয়নের পক্ষে না মিথ্যে প্রতিশ্রুতির পক্ষে?
  • আমরা জীবন দিতে রাজি কিন্তু, কোনও মানুষকে তাড়াতে দেব না।
  • আগামীদিন জনগণের সরকার হোক।