সাম্প্রতিক খবর

এপ্রিল ১৮, ২০১৯

আপনারা যদি মালদার আম ভালবাসেন তাহলে তৃণমূল দলটাকেও ভালবাসবেনঃ কালিয়াচকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপনারা যদি মালদার আম ভালবাসেন তাহলে তৃণমূল দলটাকেও ভালবাসবেনঃ কালিয়াচকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মালদার কালিয়াচকে একটি নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় তিনি বলেন যে মালদার এবং দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপি-কে ক্ষমতা থেকে হঠাতে হবে।

তার বক্তব্যের কিছু অংশঃ

  • আমরা মালদায় আম চাষের জন্যে বিশেষ উৎসাহ দিয়েছি। এখন এখানকার আম সারা পৃথিবী রপ্তানি হয়।
  • আমরা এর আগেও অনেকবার মালদা ও কালিয়াচকে এসেছি।
  • এই কেন্দ্রে আমাদের প্রার্থী মালদা উত্তরের প্রার্থীর মতো কংগ্রেস ছেড়ে এসেছেন কারণ তিনি ওই দলে থেকে কাজ করতে পারছে না।
  • আমিও কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এই দল গড়েছিলাম। আর তার জন্যেই সিপিএম-কে ক্ষমতা থেকে সরানো গেছিল।তৃণমূল কংগ্রেস না থাকলে সিপিএম-কে হঠানো যেত না।
  • কংগ্রেস আর কতদিন প্রয়াত গনী খান সাহেবের নামে ভোট চাইবে? এখন তো ওরা নিজেদেরই সিপিএম-র কাছে বেচে দিয়েছে।কংগ্রেসের নেতারা এটা আগেও করত যার জন্যে আমি দল থেকে বেরিয়ে এসেছিলাম।
  • আমাদের সরকার রাজ্যের মানুষের জন্যে যথাসাধ্য করেছে। সমাজের সর্বস্তরের মানুষের জন্যে কিছু না কিছু প্রকল্প আছে, যাতে করে তারা সরকারী সাহায্য পান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে মেয়েদের জন্যে, বিধবাদের জন্যে, কৃষকদের জন্যে, সবার জন্যে প্রকল্প আছে।
  • যখনই কিছু না কিছু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমরা মানুষকে সাহায্য করেছি।মনে রাখবেন যে মানুষের সুখের দিনের মতো মানুষের দুঃখের দিনেও আমরা তাদের পাশে থেকেছি।
  • কংগ্রেস-কে ভোট দিয়ে বিজেপি-কে সাহায্য করবেন না।
  • NRC নিয়ে আসামে অনেক অশান্তি হয়েছে। কারো মা-বাবার নাম আছে, কারো আবার উল্টোটা। আমরা এখানে এটা হতে দেবনা।
  • ক্ষমতায় আসার আগে মোদীবাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ১০ কোটি চাকরী দেবেন। সেটা তো হয়নি বরঞ্চ নোটবন্দির ফলে লাখে লাখে চাকরি গেছে। এই নোটবন্দি দেশে প্রচুর সংসারে ভাঙ্গন ধরিয়ে দিয়েছে।
  • বিজেপি অন্ধ্রে জিতবে না, তামিলনাড়ুতে জিতবে না, কেরালাতেও না। এমনকি পুর্ব ভারতেও ওদের জেতার সম্ভাবনা প্রায় শূন্য সে বিহার হোক বা ওডিশা বা বাংলা।
  • আমি হিন্দু ধর্মের সহনশীল রুপে বিশ্বাস করি, যেটা বিজেপি করে না। আমি বিশ্বাস করি সমস্ত মানুষ সমান। আমাদের ভাষা আলাদা হতে পারে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আসতে পারি আমাদের আচার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ, আমরা সবাই ভারতবাসী।
  • ধর্মের নামে কোনও বিভাজন আমরা বরদাস্ত করব না যেটা ওরা করে। ওরা বলে দেয় কী খাব, কি পরব ইত্যাদি। এটা কিসের গণতন্ত্র। এটা আমরা চাইনা।
  • আসামে NRC করে ওরা বিশৃংখলার সৃষ্টি করেছে। আমরা এটা চালু হতে দেব না। আমরা জবাব দেব NBC দিয়ে, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। আমরা নিশ্চিত করব এরা যাতে ভারতছাড়া হয়।
  • আমরা ওদের বদলে মানুষের সরকার দেব, যেই সরকার মানুষের স্বার্থে, তাদের উন্নয়নের স্বার্থে কাজ করবে।
  • সুতরাং মনে রাখবেন মালদা থেকে তৃণনূল কংগ্রেসের প্রার্থী মোয়াজ্জেম হোসেন এবং মৌসম নূর। তাদের মালদার আমের মতো জনপ্রিয় করে দিন। ওদের আপনাদের সাহায্য চাই। ভুল করেও বিজেপি আর কংগ্রেসে-কে ভোট দেবেন না। আমি নতুন ভোটারদের অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস-কে ভোট দিয়ে জেতাতে।