সাম্প্রতিক খবর

এপ্রিল ৯, ২০১৯

বিজেপি জিতলে মানুষের অধিকার লুঠ করে নেবেঃ রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি জিতলে মানুষের অধিকার লুঠ করে নেবেঃ রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেনাদের নিয়ে নিম্নমানের রাজনীতির করার জন্য তিনি বিজেপিকে তুলোধোনা করেন। তিনি বলেন, যদি বিজেপি পুনরায় ক্ষমতায় আসে, সাধারণ মানুষের সমস্ত অধিকার কেড়ে নেবে তারা।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, বিজেপি সব প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে গায়ের জোরে নির্বাচন জিততে চায়
  • নোটবন্দি করে জনগণের পকেট লুঠ করেছে। মানুষ আজ সর্বশান্ত, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যাঙ্কে লাইন দিয়ে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে।
  • ছেলেমেয়েদের চাকরি দেওয়া তো দুরের কথা, আম্নারা বলেছিলেন ৫ বছরে ১০ কোটি চাকরি দেবেন, আর আপনার আমলে বেকারত্বের হার সর্বোচ্চ গত ৪৫ বছরে। গত ১ বছরে ২ কোটি মানুষ বেকার হয়েছে।
  • মোদী বাবু দেশকে বিক্রী করে দিচ্ছে, যে প্রতিবাদ করছে তাকে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। কাউকে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করাচ্ছে, আর নিজেদের চোরদের প্রোটেকশন দিচ্ছে, যত চোর-ডাকাত বিজেপি দলে গিয়ে আশ্রয় নিয়েছে।
  • রায়গঞ্জে হয় কংগ্রেস না হলে সিপিএম জেতে, ওরা কোন কাজটা করেছে এখানে? বিজেপি কংগ্রেস বা সিপিএমের কোন নেতার গায়ে হাত দেয়নি, কারণ ওদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
  • বাংলায় ওরা জগাই-মাধাই-গদাই, সকালে সিপিএম, দুপুএরে কংগ্রেস, রাতে বিজেপি, তিন বন্ধু এক।
  • দিল্লির সরকার থেকে বিজেপিকে হাটাতে তৃণমূল সবচেয়ে বড় ভুমিকা নেবে, কারণ তৃণমূল যে লড়াইটা করতে পারে, অন্য কেউ পারে না।
  • এরপর ওরা জিতলে মানুষ নিজের ব্যাঙ্কের টাকাও পাবে না, এখনই বলছে ব্যাঙ্ক থেকে ১ লাখের বেশী টাকা তলা যাবে না। ওরা মানুষের টাকা, পরিবার, ধর্ম, অধিকার, গণতন্ত্র সব লুঠ করে নেবে।
  • ওরা সংবিধান বদলে দেবে কারণ মোদী বাবু শুধু নিজের প্রচার করেন, উনি এত বড় নেতা নিজের নামে, সিনেমা, দোকান বানিয়েছে, এরকম দুঃশাসন-দুর্যোধনের মন্ত্রীসভা, ফ্যাসিবাদী নেতা আগে কখনো দেখিনি, উনি এমন সাংঘাতিক লোক যে চোখ দুটোর দিকে তাকালে মনে হয় গিলে নেবে, ওনার হাতেখড়ি দাঙ্গা করতে করতে, গুজরাতে কত মানুষ ওরা মেরেছে আমরা কেউ তা ভুলে যাইনি
  • গতকাল ইস্তেহারে বলেছে ২০৪৭ সালে ওদের স্বপ্ন পূরণ হবে, এটা ২০১৯ ওদের আর একবার জন্ম নেওয়া উচিত। তখন তো মোদীবাবুর ১০০ বছর বয়স হয়ে যাবে, কি করে স্বপ্ন দেখবে?
  • আমরা চাই আমাদের দেশ সামলাক যুব সম্প্রদায়, কারণ তারাই দেশের ভবিষ্যৎ
  • ছ’বছর মানুষকে বিদেশী করে দেওয়া হবে, তারপর তাদের ইচ্ছে হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।
  • ওরা প্রচুর মিথ্যে কথা বলে। পাঁচ বছর আগে বলেছিল তিনি চাওয়ালা, তারপর তিনি প্রশানমন্ত্রী হলেন। এখন তিনি বলছেন আমি চৌকিদার।
  • চৌকিদার চোর, চৌকিদার মিথ্যাবাদী।
  • রাজনৈতিক স্বার্থে বীর জওয়ানদের ব্যবহার করা হচ্ছে। আমরা বীর জওয়ানদের শ্রদ্ধা করি। ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও পুলওয়ামাতে এতজন জওয়ান প্রাণ হারালো কেন?