সাম্প্রতিক খবর

এপ্রিল ১৩, ২০১৯

উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন- এক নজরে

উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্যে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উত্তর দিনাজপুর জেলায়। দেখে নিন এক নজরে:

উত্তরকন্যাঃ রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যা স্থাপন করা হয়েছে।

হাসপাতালঃ দুটি মাল্টি সুপার স্পেসালিটি হাসপাতাল তৈরী হয়েছে। রায়গঞ্জে নতুন মেডিক্যাল কলেজ তৈরী হয়েছে। দুটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তিনটি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র তৈরী হয়েছে। দশটি এসএনএসইউ চালু হয়েছে, চালু হয়েছে দুটি এসএনসিইউ।

স্কুলঃ ৮২টি স্কুল তৈরী করা হয়েছে, ৫৯টি স্কুলকে উন্নীত করা হয়েছে।

বৃত্তি: সাড়ে সাত বছরে প্রায় ১.৬৫ লক্ষের বেশী মেয়েরা কন্যাশ্রী পেয়েছে। ৫.২০ লক্ষের বেশী পড়ুয়া শিক্ষাশ্রী পেয়েছে।

উচ্চ শিক্ষাঃ তৈরী হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, একটি সরকারি কলেজ, চারটি আইটিআই, একটি পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে।

কিষাণ মান্ডিঃ ছটি কিষাণ মান্ডি তৈরী করা হয়েছে।

গ্রামীণ আবাসনঃ ৯৭ হাজার মানুষের উপকার পেয়েছে। সাড়ে ১০ হাজারেরও বেশী জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে নিজের গৃহ নির্মাণের জন্য।

শিল্প: একটি শিল্প উন্নয়ন কেন্দ্র, ১৮ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরী হয়েছে। ১৩২৬ কোটি টাকার বেশী ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে।

সড়ক ও সেতুঃ ৪৬০ কিলোমিটারের বেশী রাস্তা তৈরী/মেরামত/চওড়া করা হয়েছে। কাহালাই নদীর ওপর সেতু তৈরী হয়েছে।

পর্যটনঃ রায়গঞ্জ ট্যুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে, ভৈরবী মন্দির ও বালিয়া মসজিদের সংস্কার করা হয়েছে, কুলিক পক্ষিনিবাসের সৌন্দর্জায়ন করা হয়েছে, করণদীঘির সংস্কার করা হয়েছে।

সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের প্রায় ২.৭৫ লক্ষ শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।

কর্মতীর্থঃ একটি কর্মতীর্থ তৈরী করা হয়েছে।

খেলাধুলাঃ ৪৮টি মাল্টি জিম, ১০টি খেলার মাঠ সংস্কার, ৮টি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরী করা হয়েছে। রায়গঞ্জ স্টেডিয়ামকে নতুনভাবে গড়া হয়েছে। গড়া হচ্ছে ইসলামপুর স্টেডিয়াম।

মহিলা পুলিশ ষ্টেশনঃ রায়গঞ্জ মহিলা পুলিশ ষ্টেশন তৈরী করা হয়েছে।