সাম্প্রতিক খবর

এপ্রিল ২৫, ২০১৯

পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন এক নজরে

পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন এক নজরে

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার পূর্ব বর্ধমান জেলার উন্নয়নে অনেক কাজ করেছে। যার ফলে এই জেলা হয়ে উঠেছে উন্নততম জেলাগুলির একটি।

এক নজরে দেখে নেওয়া যাক কিছু উন্নয়নমূলক কাজঃ

স্বাস্থ্যঃ একটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, পাঁচটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, একটি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র, ১৭টি এসএনএসইউ, তিনটি এসএনসিইউ, তিনটি সিসিইউ, তিনটি এইচডিইউ।

স্কুলঃ ৪০১টি স্কুল তৈরী হয়েছে, ছটি স্কুলকে উন্নীত করা হয়েছে।

বৃত্তিঃ ৩.১৪ লক্ষের বেশী কন্যাশ্রী এই জেলায়, ৫.৫৭ লক্ষের বেশী পড়ুয়াকে শিক্ষাশ্রীর আওতায় আনা হয়েছে।

উচ্চ শিক্ষাঃ সাধনপুরে কৃষি বিশ্ববিদ্যালয়, পাঁচটি সরকারি ডিগ্রী কলেজ, ১২টি আইটিআই কলেজ, একটি পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে।

কিষাণ মান্ডিঃ ২০টি কিষাণ মান্ডি খোলা হয়েছে।

১০০ দিনের কাজঃ ১৭.২ কোটি কর্মদিবস তৈরী হয়েছে ২০১৩-১৪ অর্থবর্ষ থেকে ২০১৮-১৯ অর্থবর্ষের মধ্যে।

আবাসনঃ ১.০১ লক্ষের বেশী মানুষ আবাসন প্রকল্পে উপকৃত।

মিশন নির্মল বাংলাঃ এই জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত জেলা।

শিল্পঃ শক্তিগড়ে টেক্সটাইল পার্ক, ৪১টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার (৩২টি হস্তশিল্প ক্লাস্টার, চারটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার, পাঁচটি খাদি ক্লাস্টার), মিষ্টি হাব খোলা হয়েছে, ৮৩১০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে।

সড়ক ও সেতুঃ ২০০০ কিলোমিটারের বেশী রাস্তা নির্মাণ/সারাই/চওড়া করা হয়েছে, একটি বড় সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের ৩.৮৬ লক্ষের বেশী শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।

কর্মতীর্থঃ ৩০টি কর্মতীর্থ চালু হয়েছে।

খেলাধুলাঃ ১৮৯টি মাল্টি জিম, ২৬টি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরী হয়েছে।