সাম্প্রতিক খবর

এপ্রিল ২৩, ২০১৯

আজকেই নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবেঃ আরামবাগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজকেই নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবেঃ আরামবাগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলীর আরামবাগে নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলায় সব নির্বাচনই সবসময় প্রচণ্ড গরমেই হয়। গতবারও আমরা মার্চ মাসে পঞ্চায়েত নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু এখানকার বিরোধীরা করতে দেয়নি
  • এবারে বাংলায় ৭ দফায় লোকসভা নির্বাচন হচ্ছে, প্রায় ৩ মাস ধরে প্রচার চলছ। বিজেপি বাবুদের প্রচারের সময় যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে
  • আগে কখনো দেশের এরকম পরিস্থিতি ছিল না
  • আরামবাগে একটি ১০০ বেডের মেডিকেল কলেজ ও ৫০০ বেডের হাসপাতাল তৈরি হচ্ছে। ২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ হেলথ সেন্টার তৈরি হচ্ছে
  • তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে
  • আমরা আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করছি। ওটা তৈরি হলে কিছুটা বন্যা নিয়ন্ত্রণ করা যাবে
  • আমরা প্রায় ৩০০০ কোটি টাকা খরচ করে লোয়ার দামোদর বেসিন প্রকল্পের কাজ শুরু করেছি। এর মাধ্যমে সেচের কাজ, বন্যা নিয়ন্ত্রণের কাজে সুবিধা হবে
  • উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন রাস্তা তৈরি হচ্ছে
  • আরামবাগে যা কাজ হয়েছে, জীবনে কেউ কোনওদিন তার কথা চিন্তাও করেনি, কখনো ভাবেনি
  • এই জেলায় অনেক নতুন রাস্তা, ব্রিজ ইত্যাদি তৈরি হচ্ছে সাধারণ মানুষের সুবিধার জন্য
  • এই জেলায় অনেক আইটিআই, পলিটেকনিক কলেজ, কর্ম তীর্থ, কিষান মান্ডি, মডেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি ৪টি ১০০ মেট্রিক টনের ধানের গোডাউন, ১০০০ মেট্রিক টনের চালের গোডাউন হয়েছে
  • তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে
  • পানীয় জলের প্রকল্পের জন্য প্রায় ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে
  • সিঙ্গুরে আমরা তাপসী মালিকের জন্য একটা মনুমেন্ট তৈরি করছি
  • এই নির্বাচন দিল্লীর কেন্দ্রীয় সরকার গঠনের নির্বাচন। মানুষ ঠিক করবে প্রধানমন্ত্রী হবে। এটা বাংলার সরকার গঠনের নির্বাচন নয়
  • ৩৪ বছর এখানে সিপিএম ক্ষমতায় ছিল, গুণ্ডামি, খুন, সন্ত্রাস, লুঠ ছাড়া কি করেছে এখানে?
  • সেইসব দিনের হিংসা অত্যাচারের কথা মানুষ ভোলেনি। মানুষ ভয়ে বাইরে বেরোতে পারত না
  • আজ মানুষ ভালো আছে, আমরা মানুষকে ভালোবাসি। মানুষের সঙ্গে কাজ করতে হবে। কোন ভুল ত্রুটি হলে সংশোধন করে নিতে হবে।
  • ২০১১ সালে আমাদের স্লোগান ছিল ‘বদলা নয় বদল চাই’ তাই আমরা সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছিলাম। সিপিএমের হার্মাদগুলো এখন বিজেপির ওস্তাদ
  • বিজেপির গুন্ডাগুলো একহাতে ঝাণ্ডা আর একহাতে ডাণ্ডা নিয়ে মাথায় ফেট্টি পরে ঘুরে বেড়াচ্ছে
  • প্রধানমন্ত্রী নিজের নামে দোকান তৈরি করেছে, নিজের নামে সিনেমা, প্রচার এইসব করে বেড়াচ্ছে আর রক্তচক্ষু দেখিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে
  • বাংলাকে ওদের এত ভয়, বাংলার পুলিশ, বাংলার অফিসার, বাংলার মানুষদের ওরা বিশ্বাস করে না।
  • কয়েকটা গদ্দার বিজেপিতে গিয়ে জুটেছে আর বলছে সেন্ট্রাল পুলিশ চাই
  • বাংলা একটি নির্বাচিত রাজ্য সরকার। রাজ্য আর সেন্ট্রাল পুলিশ সবাইকেই আমি ভালোবাসি
  • আজ আমার কাছে খবর এসেছে, ইংলিশবাজার, মালদা দক্ষিণে ১৬৬ আর ১৬৭ নম্বর বুথে অফিসিয়াল অভিযোগ এসেছে যে সেন্ট্রাল ফোর্স বুথের ভেতরে বসে বিজেপির হয়ে ভোট করাচ্ছিল, সেন্ট্রাল পুলিশের এই কাজ করার অধিকার নেই, আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়েছি। ইটাহার থেকেও একই অভিযোগ এসেছে, লাইনে দাঁড়িয়ে বলছে বিজেপিকে ভোট দিতে
  • আমি সেন্ট্রাল ফোর্সকে অনুরোধ করব কোন একটি দলের হয়ে প্রচার না করার জন্য, আপনারা মানুষের জন্য কাজ করুন, বিজেপির কথা শুনবেন না। আগামীদিনে মোদীর সরকার যখন চলে যাবে তখন আপনাদের আমাদের সঙ্গে কাজ করতে হবে
  • একজন ভদ্রমহিলা মালদা দক্ষিণ থেকে দাঁড়িয়েছে আর তার স্বামী দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রকে বসে ওখান থেকে প্যারা মিলিটারি ফোর্স নিয়োগ করছে। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি
  • বিজেপি সব এজেন্সিগুলোকে নিজের পকেটে পুরে নিয়েছে। সেনাদের এখন মোদী সেনা বলছে। আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাই, তারা দেশের জন্য কাজ করে। বিজেপির মাথার ঠিক নেই
  • কারো কথা শুনবেন না, ভোট মানুষের নিজের অধিকার। বিজেপিকে ভোট দেবে না, টাকা দিলেও নয়, ভয় দেখালেও নয়। নিজের ভোট নিজে দেবন
  • গতকাল এক ‘সাইনবোর্ড বাবু’ বলেছেন মমতা দিদি রিগিং কে ভয় পায়। আমি ওদের জিজ্ঞেস করতে চাই কি করেছে ওরা ত্রিপুরায়? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ত্রিপুরায় কোন নির্বাচন হয়নি, পুরোটাই রিগিং হয়েছে
  • বিহার, উত্তরপ্রদেশ আর গুজরাতে ওরা কত সেন্ট্রাল ফোর্স দিয়েছে? কতজন অফিসারকে বদল করেছে?শুধু বাংলায় সব কিছু? বাংলা এত সহজ নয়, এই বাংলাই ওদের টাইট দেবে
  • ওদের সব হিংসা বাংলার বিরুদ্ধে কারণ আমি ওদের বিরুদ্ধে কথা বলি। বাংলাই ওদের উচিত উত্তর দেবে আর এবার বাংলাই ভারতবর্ষ দখল করবে, তৃণমূল কংগ্রেসী ভারতবর্ষ দখল করবে। বাংলার মানুষ অত সহজ নয়, বাংলার মানুষের শক্তি ওরা জানে না
  • ২০১৬ তেও ওরা কারফিউ করে ভোট করিয়েছে
  • ৫ বছরে ওরা ক্ষমতায় ছিল আর এখানে এসে নির্লজ্জের মতন জানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে। কেন আমি ওদের জবাব দেব? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে জবাব দেবে বাংলার নির্বাচনের সময়।
  • আরামবাগে যখন বন্যা হয় ওরা কোথায় থাকেন? যখন প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপদে পরে তখন আমরা মানুষের পাশে থাকি। আর ভোটের সময় বসন্তের কোকিলের মত আসে ভোট চাইতে।
  • ২০১৪ সালে উনি চাওয়ালা সেজেছিলেন আর এখন উনি চৌকিদার সেজেছেন, এরপর চৌকি থাকবে দার আর থাকবে না
  • বলছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন। সকলের ব্যাঙ্ক একাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। আপনারা পেয়েছেন? না
  • উনি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করেছেন আর এবার মানুষ ওনাকেই বাতিল করে দেবে। নোটবাতিল, জি এস টি থেকে শুরু করে অনেক কেলেঙ্কারি করেছে। নরেন্দ্র মোদীর আমলে ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে
  • আগে উনি সবাইকে মিত্র বলতেন আর এখন সবাই ওনার শত্রু। সারা দেশে হারবে জেনে এখন বাংলায় ঘুরতে এসেছে
  • ওনাদের সভায় লোক হচ্ছে না। TRP তে মোদীর ছবি দেখানো হচ্ছে কিন্তু লোক দেখছে না। TRP ও কমে গেছে। বাংলায় এক একটা সভায় কোটি কোটি টাকা খরচ করছে। এবার হ্যাঙ্গারের তলাতেই টাকার হাঙরগুলো ঢুকে যাবে
  • আজকের ভোটেই ওদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। মানুষ বলছে অনেক হয়েছে, বিজেপি আর না, মোদী বাবু আর না, অমিত শাহ আর না
  • ৫ বছরের মধ্যে সাড়ে ৪ বছর ধরে বিদেশে ঘুরে বেড়িয়েছে আর এখন নির্বাচনের সময় এসেছে ভোট চাইতে
  • এখন জওয়ানদের নাম করে ভোট চাইছে, কিন্তু জওয়ানরা কেন মারা গেল তার উত্তর দিল না। দয়া করে জওয়ানদের নিয়ে রাজনীতি করবেন না
  • সব ইন্সটিটিউট বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। এরপর যদি ওরা ক্ষমতায় আসে দেশকে বদলে দেবে, দেশে আর গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না
  • এন আর সি করে দেশ থেকে মানুষ তাড়িয়ে দেবে, আর নাগরিক বিল করে মানুষকে ৬ বছরের জন্য বিদেশি করে দেবে
  • ওরা হিন্দুত্বে বিশ্বাস করে না, ওরা কোন ধর্ম মানে না, ওদের একটাই ধর্ম – দাঙ্গা করা। আর দাঙ্গা করে ওরা হিন্দু ধর্মের নাম বদনাম করে। রামের নামে, হিন্দুও ধর্মের নামে হিন্দুত্বের বদনাম করবেন না
  • আমরা রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদার হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমরা বিজেপির এই আমদানি করা হিন্দু ধর্মে বিশ্বাস করি না
  • এক জায়গায় বোম মেরে হিন্দুদের বলে মুসলমানরা বোম মেরেছে, এইভাবে দাঙ্গা লাগায়। আর এস এসের হাফ প্যান্ট পরা লোকগুলো আগে খেতে পেত না আর এখন টাকার বাণ্ডিল নিয়ে টাকা বিলচ্ছে। নজর রাখুন কোথায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, এই টাকা জনগণের, ওদের নয়
  • ২ টাকা কিলো দরে চাল দেওয়া হয়, বিনামূল্যে চিকিৎসা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পে বিনাপয়সায় আমরা ১ কোটি ছেলেমেয়েকে সাইকেল দিয়েছি
  • রূপশ্রী প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারের মেয়েদের বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার, এমনকি মৃত্যুর পর সৎকারের জন্য আর্থিক সাহায্য করা হয়। শ্মশান ঘাট, কবর স্থানগুলির সংস্কার করা হয়েছে
  • বাংলায় কৃষকদের কৃষিজমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করা হয়েছে
  • কৃষকদের শস্য বীমার সব টাকা দেয় রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়
  • আমরা কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি। এই প্রকল্পে কৃষকদের বছরে ২ বার ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হচ্ছে, ক্ষুদ্র ও প্রান্তিক চাষি যাদের এক একরের কম জমি আছে তাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে
  • ১৮-৬০ বছর বয়সের মধ্যে কোন কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার
  • বিজেপির সরকার ব্যর্থতার সরকা, বঞ্চনা লাঞ্ছনার সরকার, দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এক একটা ভোটের থাপ্পরের মাধ্যমে ওদের জবাব দিন
  • দলিত, আদিবাসী, কৃষক, সংখ্যালঘু সকলের ওপর অনেক অত্যাচার করেছে ওরা, কত মানুষকে খুন করেছে
  • আমরা আদিবাসীদের অধিকার ফিরিয়ে দিচ্ছি আর ওরা সেসব কেড়ে নিতে চায়
  • ওনার আমলে দেশের ২ কোটি মানুষ বেকার হয়ে গেছে
  • এমনকি মানুষের ব্যাঙ্কের টাকাও সুরক্ষিত নয়। জোর করে ব্যাঙ্কে আধার কার্ড, ফোনে আধার কার্ড বাধ্যতামূলক করতে চেয়েছিল আমরা কেস করে করতে দিই নি
  • দেশে এখন যা অবস্থা সেইখানে দাঁড়িয়ে বাংলাই একমাত্র পথ দেখাবে। আমরাই দেশের সকলকে নিয়ে সরকার গঠন করব, দেশ গড়ব , মানুষের জন্য কাজ করব
  • কংগ্রেস-সিপিএমকে ভোট দেবেন না, ওরা বিজেপির সঙ্গে আঁতাত করে চলে