সাম্প্রতিক খবর

এপ্রিল ১০, ২০১৯

সিপিএম, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না: চোপরায় মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএম, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না: চোপরায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর দিনাজপুরের চোপরায় একটি জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • অতীতে দার্জিলিঙে এ কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো সিপিএম জিতেছে কিন্তু ওরা মানুষের জন্য কোন কাজ করেনি
  • এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।এই নির্বাচন ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে বিদায় দেওয়ার নির্বাচন। মোদীবাবু যাতে আর কখনো প্রধানমন্ত্রী না হয় এটা তার নির্বাচন
  • গতবারও দার্জিলিঙে বিজেপি জিতেছিল, কিন্তু নির্বাচনের পর আর বিজেপির সাংসদকে এখানে দেখা যায়নি
  • সিপিএম, কংগ্রেসকে ভোট দেবেন না কারণ বাংলায় ওদের কোনো অস্তিত্ব নেই
  • অমর সিং রাই পাহাড়ের ভূমিপুত্র। উনি বিধায়ক ছিলেন। উনি দার্জিলিঙের স্থানীয় লোক, উনি বাইরে থেকে আসেননি। দিল্লি থেকে এলো আর চলে গেলো তা কিন্তু নয়
  • আমরা চাই না দার্জিলিঙে আগুন জ্বলুক, শিলিগুড়িতে দাঙ্গা হোক। আমরা চাই না কোথাও কোনও গন্ডগোল হোক। পাহাড় ও সমতল একসঙ্গে কাজ করবে।
  • নির্বাচনের সময় দিল্লি থেকে বিজেপি দল নিয়ে চলে আসে, আর ভোট জেতার পর এখন থেকে পালিয়ে যাচ্ছে
  • নির্বাচনের সময় বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি এক
  • এবার ভারতবর্ষের সরকার গঠনে নেতৃত্ব দেবে তৃণমূল। দিল্লিকে বদলাবে তৃণমূল, মোদীকেও হটাবে তৃণমূল
  • ৫ বছর আগে মোদী বাবু ছিলেন চা-ওয়ালা আর এখন উনি হয়েছেন চৌকিদার। নির্বাচনের পর উনি চৌকি নিয়ে হ্যাঙারে ঢুকে যাবেন।
  • আমরা চৌকিদারদের সম্মান করি, কিন্তু মোদী বাবুর মতো চৌকিদারদের নয়। ৫ বছরের মধ্যে সাড়ে ৪ বছর উনি শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন।
  • ৫ বছরে বেকারত্ব বাড়িয়েছে, নোটবন্দি করেছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে, গো-রক্ষার নামে অনেক মানুষ মেরেছে
  • চৌকিদার চোর হ্যায়, চৌকিদার ঝুটা হ্যায়, চৌকিদার লুঠেরা, দাঙ্গাবাজ। একটা ভোটও বিজেপিকে দেবেন না
  • সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আজ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ভারতবর্ষে। বিজেপি মিডিয়াকে কন্ট্রোল করে, ধমকায়।
  • সারা বছর মানুষকে খেতে দেয় না, কিন্তু, ভোটের সময় আরএসএস কে নিয়ে এসে টাকা ছড়ায়।
  • বলেছিল পাঁচ বছরে ১০ কোটি বেকারকে চাকরি দেবে, একটাও দেয়নি। ২ কোটি মানুষ বেকার হয়ে গেছে।
  • নোটবন্দীর নাম করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তপশিলিদের ওপর অত্যাচার করেছে, আদিবাদীদের ওপর অত্যাচার করেছে।
  • বলছে এখানে এসে এনআরসি চালু করবে। এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেবে। অসমে ২২ লক্ষ হিন্দু বাঙালী, ২০ লক্ষ মুসলমান বাঙালী, নেপালী, বিহারী, সকলকে বলছে তাড়িয়ে দাও। আমরা বলি বাংলায় কারো গায়ে হাত দিয়ে দেখাও।
  • কেন্দ্রীয় বাহিনীকে আমরা সম্মান করি। নরেন্দ্র মোদী বলছে সেনাদের জন্য ভোট দিন। নরেন্দ্র মোদী পাঁচ বছরে কি কাজ করেছ তার হিসেব দাও।
  • মোদীর আমলে কৃষক হত্যা হয়েছে, মানুষ হত্যা হয়েছে, দলিত হত্যা হয়েছে, সংখ্যালঘু হত্যা হয়েছে, মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে।
  • জওয়ানদের কে মেরেছে? মোদীর কাছে তো ইণ্টেলিজেন্স নথি ছিল জে পুলওয়ামাতে হামলা হবে, তাহলে কেন ব্যবস্থা নেননি? আমরা শোকাহত আমাদের এতজন জওয়ানের প্রাণ চলে গেছে।
  • মোদী এখন অন্ন, বাসস্থান, যুবদের কথা বলেনা, যুদ্ধের কথা বলে। ভোটাররা যখন আপনাকে স্ট্রাইক করবে, আপনার কাছে কিছু থাকবে না।
  • বিজেপি কোনভাবেই জিতবে না। তাই, কাউকে সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, কাউকে ইডি দিয়ে ভয় দেখাচ্ছে।
  • অফিসার বদলি করে কি ভোট পাওয়া যায়? অফিসার ভোট দেয় না, ভোট দেয় মানুষ। সব অফিসার আমার অফিসার। রাজ্য সরকারের অফিসার রাজ্য সরকারের নির্দেশ মত কাজ করে।
  • বিজেপি আবার এলে, দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নেবে। ব্যাকে টাকা রেখে ফেরত পাবেন না।
  • আরেকটা আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবে। আমাদের সরকার থাকলে আমরা এই বিল কখনও পাস হতে দেবনা। আমাদের সরকার আপনাদের পাশে সবসময় আছে।
  • বিজেপির হিন্দুধর্ম মিথ্যে। বিজেপির হিন্দুধর্ম আমরা মানিনা।