সাম্প্রতিক খবর

এপ্রিল ৬, ২০১৯

অন্যদের কথায় বিভ্রান্ত হবেন নাঃ কালচিনিতে মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদের কথায় বিভ্রান্ত হবেন নাঃ কালচিনিতে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আলিপুরদুয়ার জেলার কালচিনিতে এক নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারোবিশার মত এখানেও তিনি স্থানীয় ভাষায় বক্তব্য রাখেন যাতে আগত মানুষদের কাছে সহজে পৌঁছনো সম্ভব হয়। তিনি জনতাকে আর্জি জানান একমাত্র তৃণমূলকে ভোট দিতে। কারণ, একমাত্র তৃণমূল পারে সেখানকার সাধারণ মানুষের সমস্যা দূর করতে এবং তাদের জীবনের মান বদলাতে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • আমি কিছুদিন আগে জয়গাঁতে এসেছিলাম আপানাদের দীর্ঘদিনের পাট্টার সমস্যা সমাধান করে পাট্টা বিলি করতে। এছাড়া এখানে জঙ্গলের পাট্টার সমাধানও করা হয়েছে।
  • চা বাগানের মজুরদের সমস্যার সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। আপনারা কোনও সমাধান সূত্র পেলে, আমাদের জানান।
  • মানুষের সমস্যার সমাধান আমিই করব। রাজ্যের অনেক প্রকল্প আছে শিক্ষা থেকে কর্মসংস্থান, আপনারা এসবের সুযোগ নিন। এর পাশাপাশি কৃষকদের জন্যও আমরা অনেক প্রকল্প এবং ছাড়ের বন্দোবস্ত করেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করি।
  • কোনও দলের প্ররোচনায় পা দেবেন না। বিজেপি অনেক প্রতিশ্রুতি দেবে, কিন্তু, কোনটাই পূরণ করবে না।
  • আমরা মাদারিহাট, চালসা, নাগরাকাটা, বানারহাটে অনেক উন্নয়ন করেছি। আমরা সকলে মিলে কাজ করছি মানুষের জন্য।
  • আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। একজনদের আরেকজনদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। ওদের ফাঁদে পা দেবান না।
  • এই অঞ্চলের উন্নতির জন্য জন বার্লা ঠিক লোক নয়। এর আগে পাহাড়ে হিংসা ছড়িয়েছিল। ও আপনাদের জন্য কিছুই করবেনা। ওরা আপনাদের ভোট কিনতে চাইবে। ওদের কথা শুনবেন না। ওদের ভোট দেবেন না।
  • আমাদের প্রার্থী চা বাগান চেনে, সেখানকার মজুরদের সমস্যার কথা জানে। তিনিই পারবেন আপনাদের সমস্যা দূর করে আপনাদের উন্নয়ন করতে।
  • স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য স্মার্ট কার্ড তৈরী করা হয়েছে, এর ফলে বেসরকারি হাসপাতালেও ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যাবে। প্রসূতিরাও এই কার্ডের আওতায় সুবিধা পাবেন।
  • পাহাড় এবং সমতলের মানুষের কোনও তফাৎ নেই। সকলের সমান অধিকার।
  • চাওয়ালা চা বাগানের কথা ভুলে গেছে। এখন নিজেকে চৌকিদার বলছে। চৌকিদার মিথ্যেবাদী, চৌকিদার লুঠ করছে। দেশকে বিক্রী করে চৌকিদার সেজেছে।
  • টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে চাইবে। ওদের ফাঁদে পা দেবেন না। বিজেপিকে একটাও ভোট দেবেন না।
  • বিজেপি আমাদের রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি করেছে। কিন্তু, আমাদের তাতে কিছু যাবে আসবে না। শান্তিপ্রিয় ভোট হবে এবং মানুষ জানে কাকে ভোট দিতে হবে।