সাম্প্রতিক খবর

এপ্রিল ১৪, ২০১৯

দার্জিলিং জেলার উন্নয়ন- এক নজরে

দার্জিলিং জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্যে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে দার্জিলিং জেলায়। দেখে নিন এক নজরে:

হাসপাতালঃ চারটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ছটি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র, আটটি এসএনএসইউ, দুটি এসএনসিইউ স্থাপিত হয়েছে।

স্কুলঃ ১৩১টি স্কুলকে উন্নীত করা হয়েছে। ১১৬টি স্কুলকে উন্নীত করা হয়েছে।

বৃত্তি: সাড়ে সাত বছরে ২.২৮ লক্ষের বেশী মেয়েরা কন্যাশ্রী পেয়েছে। ১.০৭ লক্ষের বেশী পড়ুয়া শিক্ষাশ্রী পেয়েছে।

উচ্চ শিক্ষাঃ দুটি ডিগ্রী কলেজ, দুটি আইটিআই কলেজ তৈরী হয়েছে।

কিষাণ মান্ডিঃ তিনটি কিষাণ মান্ডি তৈরী করা হয়েছে।

গ্রামীণ আবাসনঃ ১৮ হাজার জন মানুষের উপকার পেয়েছে।

শিল্প: ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছে প্রথম হিল বিজনেস সামিট।

সড়ক ও সেতুঃ ১০০ কিলোমিটারের বেশী রাস্তা তৈরী/মেরামত/চওড়া করা হয়েছে। ছোট রনগিত নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে।

পর্যটনঃ পদ্মজা নাইডু হিমালয়ান জুলগিকাল পার্কের অন্তর্গত বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। ভগিনী নিবেদিতার স্মৃতি জড়িত রয় ভিলাকে অধিগ্রহণ করে সংস্কার করা হয়েছে।

সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের ১.৮২ লক্ষ শ্রমিককে এই যোজনার আওতায় আনা হয়েছে।

কর্মতীর্থঃ তিনটি কর্মতীর্থ তৈরী করা হয়েছে।

খেলাধুলাঃ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে হিমাল তরাই ডুয়ার্স ক্রীড়া প্রতিযোগিতা।