এপ্রিল ২৫, ২০১৯
বিজেপি বাংলাকে বঞ্চনা করে: দুর্গাপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দুর্গাপুরে এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি সরকার বাংলার প্রকল্পগুলো আটকে দিচ্ছে। দুর্গাপুর ও আসানসোলে কেন্দ্রের কারখানাগুলির স্থগিতাবস্থার কোথাও উল্লেখ করেন তিনি।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- এত গরমের মধ্যেও সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে কত দূর দুরান্ত থেকে আপনারা এসে এই মিটিঙে পদার্পণ করেছেন, তাতে আমরা ধন্য। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই গরমে অনেক সময় জল শুকিয়ে যায়, লোকে জল পায়না। আমি প্রশাসনকে বলে রেখেছি, রাজ্যের সব জায়গায় মানুষ যেন জল পায়। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তাদের নিতে বলেছি। নির্বাচন আসবে যাবে, কিন্তু, মানুষের যেন কষ্ট না হয়, সেটা দেখা আমাদের দরকার।
- মিথ্যে কথা না বলে, গুছিয়ে সত্যি কথা বলা একটা আর্ট। যেকোনও কাজ ভালো করে করাই আর্ট। বয়সে বড়দের সম্মান করা এবং ছোটদের ভালোবাসার শিক্ষাই আমরা আমাদের শিক্ষক ও গুরুজনদের থেকে পেয়েছি।
- কত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আমাদের সরকার সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবসময় পাশে থাকে। কাল যদি দুর্গাপুরে আগুন লাগে, দুর্গাপুরের মেয়র কি সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে না? নিশ্চয়ই দাঁড়াবে। আমরা সবসময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়াই।
- এবারের নির্বাচন বাংলার নির্বাচন নয়, এটা দিল্লীর সরকার বদলের নির্বাচন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার নির্বাচন।
- আজ কেন্দ্রীয় সরকার দুর্গাপুর ও আসানসোলকে শিল্পের দিক থেকে- হিন্দুস্তান ফার্টিলাইজার কেন্দ্রের, তারা নিজেরাও কিছু করছে না, আমাদেরও দিচ্ছে না উন্নয়ন করার জন্য। বসুমতী, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা রাজ্য সরকার থেকে অধিগ্রহণ করে চালাচ্ছি। আমি কারোর চাকরি খাওয়ার পক্ষে নই। পাশেই বীরভূমের দেওচা পাচেমি, এই বিজেপি সরকার তিন বছর ধরে আটকে রেখে দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনি, কবে কাজ শুরু হয়ে যাওয়ার কথা, ক্লিয়ারেন্স হয়ে পড়ে আছে। শুধু একটা মৌতে আটকে আছে, আমি নিজে অন্ত ১০ বার ফোন করেছি। কিছুতেই করতে দিচ্ছে না।
- ওনারা আয়ুষ্মান ভারত করে নিজেদের প্রচার করবেন আর সেখানে আমরা ভর্তুকি দেব? আমরা ভর্তুকিও দেব না, ওদের প্রকল্পও লাগবে না। আমরা সম্পূর্ণ নিজের খরচে বাংলার সাড়ে ৭ কোটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালাই। বাংলাকে সবসময় বঞ্চনা করে। সাগর বন্দর করতে দিচ্ছে না। আমি এগুলো নিয়ে রোজ লড়াই করি। এমনকি রাজ্যের নামটাও অনুমোদন দিচ্ছে না দুবার বিধানসভায় পাস করিয়ে পাঠানোর পরেও।
- নিজেরাও কোনও কাজ করছে না, আমাদেরও কিছু করতে দিচ্ছে না। বিজেপি স্বার্থপর দৈত্য, বাংলাকে পছন্দ করে না। বিজেপি বাংলাকে বঞ্চনা করে।
- সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেড়াল। এখন ভোট এসছে বলে বসন্তের কোকিলের মত উড়ে এসেছে। বিএসএনএলের কর্মচারীরা মাইনে পাচ্ছে না, কাঁদছে, সেসব নিয়ে বিজেপি চিন্তা করেনা।
- বিজেপি বলেছিল পাঁচ বছরে ১০ কোটি চাকরি দেবে। একটা চাকরি তো দেয়নি, উপরন্তু দুকোটি ছেলেমেয়ের চাকরি গেছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে মোদীর আমলে। কত মানুষ প্রাণ হারিয়েছে নোটবন্দীর জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে।
- এনআরসির নাম করে অসমে বাঙালীদের গুলি করে মেরেছে। আমি বাঙালী অবাঙালী সবাইকে ভালোবাসি। আমাদের বাংলায় আমরা সবাই মিলেমিশে থাকি। এনআরসির কারণে বহু মানুষ আত্মহত্যা করেছে।
- কোনও রাজনৈতিক দল অসমে ওদের দেখতে যায়নি। আমরা গেছিলাম। আমরা তাদের অভয় দিয়েছি অসম থেকে তাদের তাড়িয়ে দিলে বাংলা আপনাদের জায়গা দেবে।
- বিজেপি বলছে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয়না। আপনারা বলুন, আপনারা দুর্গাপুজো করেননা? আপনারা ভাবুন বিজেপি কিরম অপদার্থ, মিথ্যেবাদী। ওরা নিজেরাই নিজেদের কলঙ্ক। মোদী দুর্গা ঠাকুরকেই চেনেনা।
- এখানে সব উৎসব পালন হয়। একমাত্র মোদী ও বিজেপি হয়না বাংলায়। ওরা শুধু রাস্তায় রাস্তায় বাইকে করে মাথায় ফেট্টি বেঁধে গদা আর তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
- বন্যা হোক, বিজেপিকে দেখতে পাবেন না। খরা হোক, বিজেপিকে দেখতে পাবেন না। কারখানা বন্ধ হোক, বিজেপিকে দেখতে পাবেন না। কৃষকরা মারা যাক, বিজেপিকে দেখতে পাবেন না। ভোট এলে শুধু বিজেপিকে দেখতে পাবেন। বাংলায় বিজেপি কাঁকড় ও মাটি দিয়ে তৈরী লাড্ডু পাবে, খাবে আর দাঁত ভাঙবে। একটা মীটিং করতে বাক্সতে করে টাকা বিলিয়ে, এজেন্সি লাগিয়ে লোক আনছে।
- বাংলায় আমরা আছি। কোথায় ছিল বিজেপি ৩৪ বছর যখন মানুষের ওপর এত অত্যাচার হয়েছে, কোনও উন্নয়ন হয়নি?
- নোট বাতিল করে মোদী আপনাদের কষ্ট দিয়েছে। আপনারা মোদীকে একটাও ভোট না দিয়ে ওদের বাতিল করে দিন।
- কাজ করার ক্ষমতা, দেশ সম্বন্ধে জ্ঞান দরকার দেশকে চালাতে হলে। নিজে পাঁচ বছরে দিল্লীতে কি করেছে, সেটা নিয়ে কিছু বলার নেই তার। বাংলার অনেক প্রকল্প দেশে ও সারা বিশ্বে সেরা। মোদী দেশটাকে শেষ করে দিয়েছে। বিজেপি সমস্তও ইতিহাস বদলে দিচ্ছে। মোদী ফিরলে সংবিধান বদলে দেবে, আপনাদের সব অধিকার কেড়ে নেবে।
- বিজেপি হিন্দু ধর্ম সম্বন্ধে কি জানে? রাস্তায় রাস্তায় মাথায় ফেট্টি বেঁধে গদা তলোয়ার নিয়ে রাস্তায় ঘুরে মানুষকে ভয় দেখাচ্ছে। আমার গুরুজনরা জাতপাত, ধর্মে বিভেদ করা শেখায়নি।
- আমি সব ধর্মকে ভালোবাসি। আমি পুজোও করি, ঈদেও যাই, বড়দিনেও যাই, গুরুদ্বারে যাই।
- মানুষে মানুষে দাঙ্গা বাঁধানো ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। গুজব রটিয়ে দাঙ্গা লাগানো বিজেপির পরিকল্পনা। আপনারা এই ফাঁদে পা দেবেন না। আমাদের এরকম প্রধানমন্ত্রী চাই না।