এপ্রিল ১১, ২০১৯
ভোটে জিতে পাহাড় থেকে পালিয়ে গেছেন বিজেপি সাংসদ: দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দার্জিলিঙের চক বাজারে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন ভোটে জেতার পর আর দেখা যায়নি সাংসদকে।
ওনার বক্তব্যের কিছু অংশ:
গোর্খা সেনারা আমাদের দেশের গর্ব। তারা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন। তাদের সবাইকে আমার স্যালুট ও অভিনন্দন
গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইকে আপনারা আপনাদের ভোটটা দেবেন
শুধু নির্বাচনের সময় আমি এখানে আসি না, আমি বারবার এখানে আসি। কিন্তু বিজেপি নির্বাচনে জেতার পরও তারপর দার্জিলিঙে কখনো এসেছে? এখানকার লোকের জন্য কিছু করেছে?
গত ৭ বছরে আমি পাহাড়ে ১০০ বারের ও বেশী এসেছি
বিমল গুরুং বিজেপিকে সমর্থন করে ওদের নির্বাচনে জিতিয়েছিল। কিন্তু বিজেপির আলুওয়ালিয়া নির্বাচনে জেতার পরও তারপর দার্জিলিঙে কখনো এসেছে?
দার্জিলিং এর মানুষ একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চেয়েছিল, ওরা করে দেয়নি, আমাদের রাজ্য সরকার পাহাড়ে বিশ্ববিদ্যালয় করে দিয়েছে
ওরা চায় না দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এগিয়ে যাক, এতে দিল্লির লোকেরা মদত দেয় কারণ এতে ওদের ফায়দা।
অমর সিং রাই দার্জিলিঙের বিধায়ক ছিলেন, উনি পাহাড়ের ভুমিপুত্র
আমরা দিল্লি থেকে কোন প্রার্থী আনিনি। ওরা আলুওয়ালিয়া কে টিকিট দিয়েছিল, আর নির্বাচনে জেতার পর সে হালুয়া খেয়ে পালিয়ে গেছে
বিজেপি মণিপুরের লোককে প্রার্থী করেছে। সে এখন প্রচার করবে, টাকা দেবে আর নির্বাচনের পর পালিয়ে যাবে
দার্জিলিঙের শিল্পের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। অমর সিং রাই সেই কমিটির চেয়ারম্যান
পাহাড়ের উন্নতির জন্য চাই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং
ভারতবর্ষের সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে
আপনাদের সাংসদ কেন্দ্রের মন্ত্রীও হয়েছেন।উনি পাহাড়ের জন্য কোন কাজ করেছেন?কি করেছেন আপনাদের জন্য?
এস এস আলুওয়ালিয়া জানেন যে উনি এবার দার্জিলিঙে হারবেন তাই উনি বর্ধমানে পালিয়ে গেছেন
বিজেপির সভাপতি আগে কখনো সড়ক পথে পাহাড়ে এসেছেন? উনি এখানকার স্থানীয় জায়গাগুলো চেনেন ? জানেন? উনি শুধু হেলিকপ্টারে করে আসেন আর বক্তৃতা দিয়ে চলে যান
গত ৫ বছরে দেশের জন্য কি করেছে বিজেপি?
আমরা কালিম্পং নতুন জেলা করেছি, কার্শিয়াঙে এডুকেশন হাব করেছি
২০১৭-১৮ সালে দেশের ২ কোটি মানুষ বেকার হয়েছে। ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে
নোটবন্দি আর জিএসটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, শিল্পপতি আর ব্যবসায়ীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত
ওরা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে আর সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ফেরত দিয়ে দেবে। দিয়েছে?
৫ বছর আগে মোদী বাবু ছিলেন চা-ওয়ালা আর এখন উনি হয়েছেন চৌকিদার। ওরা মথ্যে প্রতিশ্রুতি দিয়েছি, কোন কাজ করেনি
চৌকিদার চোর হ্যায়, চৌকিদার ঝুটা হ্যায়, চৌকিদার লুঠেরা হ্যায়
পুলওয়ামায় ৪০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। আর এখন মোদীবাবু জওয়ানদের নাম করে ভোট চাইছেন। আগে থেকে intelligence এর তরফ থেকে কেন্দ্রের কাছে এই হামলার খবর ছিল। এই ঘটনার জন্য ওরা দায়ী কারণ খবর থাকা সত্ত্বেও ওরা কোন অ্যাকশন নেয়নি
মোদীবাবুর আমলে সন্ত্রাসবাদ বেড়েছে ২৬০%। মোদী বাবুর আমলে বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ
NRC-র নাম করে ওরা সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। কে ভারতবর্ষে থাকবে আর কে থাকবে না সেটা ওরা ঠিক করার কে?
অসমের নাগরিকপঞ্জী থেকে ওরা ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। গোর্খা, বাঙালী, মুসলমান, হিন্দু, বিহারী সহ আরও অনেকের নাম বাদ দিয়ে দিয়েছে
ওরা নাগরিক বিল আনবে বলেছে। সংসদে আমরা এই বিলের বিরোধিতা করেছি তাই ওরা এই বিল পাস করাতে পারেনি
এই বিলে ৬ বছর আপনার নাগরিকত্ব কেড়ে বিদেশী করে দেওয়া হবে। এই ছ’বছরে আপনি কোনও অধিকার পাবেন না। এও নিশ্চয়তা নেই যে ছ’বছর পর আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে।
দেশের গণতন্ত্র আজ বিপন্ন। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
যেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাদের বিভিন্ন সংস্থা দিয়ে আক্রমণ করা হচ্ছে।
মোদী নিজের ওপর সিনেমা তৈরী করছে। তিনি নিজেকে মহান মনে করেন। নিজের নামে একটা টিভি চ্যানেলও শুরু করেছে। ওরা নিজের প্রচার ছাড়া আর কিছুই করেনা।
২০১৪ সালে আমরা কেন্দ্রকে বলেছিলাম আরও কিছু উপজাতিকে তপশিলি উপজাতির তালিকাভুক্ত করতে। ওরা তা করেনি। এখন বিজেপি আবার সেই দাবীতে আপনাদের থেকে ভোট চাইছে।
চা বাগান বন্ধ হওয়ায় অনেক চা শ্রমিক ক্ষতিগ্রস্ত। অনেক শ্রমিক সময়মত মাইনে পাননা। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার জন্য আমি এখন কিছু ঘোষণা করতে পারব না। আমরা তাদের জন্য কোনও মানবিক সিদ্ধান্ত নেব।
আমরা একটা পর্যবেক্ষক কমিটি গঠন করেছি চা বাগানে দীর্ঘ দিনের বাসিন্দাদের জমির পাট্টা প্রদান করার জন্য।
আমরা গোর্খা ভাই বোনেদের পরিচিতি সুরক্ষিত করব। দার্জিলিঙের সমস্যার স্থায়ী সমাধান করব।
আমরা পাহাড় ও সমতলের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক চাই।