সাম্প্রতিক খবর

এপ্রিল ২৭, ২০১৯

বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করেনিঃ পাঁচলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করেনিঃ পাঁচলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়ার পাঁচলায় এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী বাবু ২০১৪ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যার কোনটাই তিনি পূরণ করেননি।

তিনি আরও বলেন, বিজেপির নেতারা এখন আবার অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। এই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা না দিতে আবেদন করেন জনগণকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করেনিঃ পাঁচলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • আজ হাওড়ার পাঁচলায় এক নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী বাবু ২০১৪ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যার কোনটাই তিনি পূরণ করেননি। তিনি আরও বলেন, বিজেপির নেতারা এখন আবার অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। এই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা না দিতে আবেদন করেন জনগণকে।
  • তাঁর বক্তব্যের কিছু অংশঃ
  • একটা নির্লজ্জ সরকার পাঁচ বছর ধরে বসে আছে দিল্লীতে। ক্ষমতায় আসার আগে বলেছিল আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের নামে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, নোট বাতিল করেছে, মানুষকে বেকার করেছে, কৃষকরা আত্মহত্যা করেছে, সংখ্যালঘুদের খুন করেছে, তপশিলিদের খুন করেছে, দেশ ভাগ করছে।
  • বিজেপি মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে, এবার সংবিধান বদলে দেবে। মোদীবাবু যা করছেন, তা খুব ভয়ঙ্কর। গণতন্ত্র না থাকলে মানুষ বাঁচতে পারে না।
  • মহিলা সংরক্ষণ বিল ছাড়াই তৃণমূল একমাত্র দল যারা ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করেছে, আর কোনও দল করেনি।
  • ৩৪ বছর সিপিএম রাজ্যের জন্য কোনও কাজ করেনি। গত সাড়ে সাত বছরে আমাদের সরকার সমাজের সর্বস্তরে অনেক উন্নয়নের কাজ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, চাষিদের জন্য, মেয়েদের ও নারীদের জন্যও অনেক কর্মসূচী নিয়েছে এই সরকার।
  • রাজনীতি লোভের জায়গা নয়, ত্যাগের জায়গা। সাধারণ মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রকল্প আছে।
  • বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পুজো করতে দেয় না। ওরা শুধু কুৎসা করে, উস্কানিমূলক ভাষা বলে আর ঈর্ষা ছড়ায়। ওদের নীতি হল – নোটবাতিল এবং এনআরসি করে মানুষকে বিপদে ফেলা। ওরা ক্ষমতায় ফিরলে মানুষের গণতন্ত্র কেড়ে নেবে।
  • বাংলার বন্যায় কখনও বিজেপি এসেছে? কোনও অনুষ্ঠানে এসেছে? শুধু বসন্তের কোকিলের মত ভোটের সময় ভোট চাইতে আসে।
  • নির্বাচন এলেই বিজেপি বলে তারা রাম মন্দির বানাবে। আর পাঁচ বছরে রাম মন্দিরের একটা ইটও গাঁথতে পারেনি। শুধু মাথায় ফেট্টি বেঁধে কপালে টিকা কেটে হাতে গদা, তলোয়ার নিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে।
  • বিজেপি বলে ওরা হিন্দু আর অসমে ২০ লক্ষ হিন্দু বাঙালীকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে