এপ্রিল ২৪, ২০১৯
বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করেন: কৃষ্ণনগরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কৃষ্ণনগরে একটি নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করেন।
ওনার বক্তব্যের কিছু অংশঃ
- বিজেপির অস্ত্রের সংস্কৃতি- হাতের অস্ত্র নিয়ে ওরা মিছিল করে। এটা বাংলার একদমই পছন্দ নয়।
- ওরা আমাদের সংস্কৃতি, আমাদের মানুষ সম্পর্কে কিছু জানে না- ওরা দাঙ্গা লাগানো ছাড়া আর কিছু জানে না।
- বাংলায় সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে বৈচিত্রের মধ্যে ঐক্য এবং আমি সব অনুষ্ঠানে অংশগ্রহন করি।
- আমরা ভদ্রভাবে কথা বলি, আমাদের শব্দে মিষ্টতা আছে, অনুভূতি আছে, ওদের তা নেই। আমরা সব ভাষাকে ভালোবাসি ও সম্মান করি।
- কেন্দ্র বাংলার করের টাকা লুঠ করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কিছুই দেয় না। অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে ওরা অনুদান কমিয়ে দিয়েছে। আমাদের অনেক টাকা রাজ্যের ঋণ পরিশোধ করার জন্য অনেক টাকা দিতে হয়।
- এতো কিছুর পরেও আমরা মানুষকে পরিষেবা প্রদান করেছি
- আমাদের সাংসদরা মানুষের সঙ্গে সবসময় পাশে থাকেন। আমাদের কালো টাকা নেই খরচ করার জন্য
- বিজেপি কী করেছে? ওদের জন্য ১২,০০০ কৃষক আত্মহত্যা করেছে, নোটবন্দির জন্য। প্রচুর ব্যবসা ও জীবিকা নষ্ট হয়ে গেছে
- অসমে ২২ লক্ষ বাঙালি হিন্দুকে তাড়িয়ে দিয়েছে মিথ্যে কারণ দেখিয়ে। আমি আমার এমপিদের পাঠিয়েছিলাম অসমে মানুষের পাশে থেকে লড়াই করার জন্য।
- আমরা আমাদের মনীষী ও পূর্বপুরুষদের হিন্দুত্ব মানি, মোদী-শাহের হিন্দুত্ব নয়
- রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়েছেন। আমরা ওঁনাদের গল্প শুনেই বড় হয়েছি
- বিজেপির কাছে কালো বাক্স-হলুদ বাক্স আছে যেটা থেকে ওরা টাকা ও উপহার বিলি করছে ভোট কেনার জন্য
- আমার গোত্র হচ্ছে মা-মাটি-মানুষ গোত্র। আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকব।
- জগাই-মাধাই এসে বলে মমতা ব্যানার্জি দুর্গাপুজো একদমই করতে দেয় না।সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কি দূর্গাপুজো করতে দিই না?
- হিন্দু-মুসলিম-আদিবাসী সহ সকলের ভালো-মন্দ দেখার সব দায়িত্ব আমার যাতে তারা সমান সুযোগ পায়
- আমাদের প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে। ওনার প্রধানমন্ত্রী পদের প্রতি সম্মান থাকা উচিত
- বিজেপি ও প্রধানমন্ত্রীর কোনও কাজ নেই- শুধু নোটবন্দি করে বেরিয়েছে, বিদেশ ঘুরে বেরিয়েছে
- প্রত্যেকটি ভোট আপনাদের গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীকে হারাতে। সময় এসেছে ওদের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে হারানোর
- পাঁচ বছর আগে ছিল চা-ওয়ালা, এখন বলে আমি চৌকিদার। কিন্তু উনি এখন চোর চৌকিদার
- আমরা আগামীদিনে কেন্দ্রে নতুন সরকার গড়তে সাহায্য করব