Chief Minister Mamata Banerjee welcomes newly-elected MLAs

Chief Minister Mamata Banerjee today welcomed the newly-elected MLAs to the Vidhan Sabha after the 2016 Assembly election.

She exhorted everyone to engage in constructive discussions in the Assembly. “We must leave behind a legacy. Let us work for making Bengal the best in the world,” she said.

She also said that her Government stands for administrative, electoral and economic reforms, and further, that it wants State-funded elections.

The Chief Minister ended her welcome speech thus: “I want to thank the Ma-Mati-Manush of Bengal.”

 

নবনির্বাচিত বিধায়কদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানান তিনি। তিনি বলেন বিধানসভা গঠনমূলক আলোচনার কেন্দ্র, তাই এখানে এই ধরনের আলোচনা হওয়া দরকার।

তিনি বলেন, “বাংলাকে আমরা বিশ্বসেরা গড়ে তুলব যা আগামী দিনে মানুষকে পথ দেখাবে। আমরা নজির সৃষ্টি করব”।

তিনি আরও বলেন,  “প্রশাসনিক, আর্থিক ও নির্বাচনী সংস্কার চাই, আমরা স্টেট ফাণ্ডেড নির্বাচন চাই। আমরা শান্তি, প্রগতি ও সম্প্রীতিতে বিশ্বাস করি”।

“বিভিন্নরকম বিরূপ প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে মানুষ আমাদের পাশে থেকেছে, আমাদের সমর্থন করেছে, তাই আমাই বাংলার সকল মা-মাটি মানুষকে ধন্যবাদ জানাই” এই বলে তিনি তার বক্তব্য  শেষ করেন।

Formation of five districts to be expedited

Chief Minister Mamata Banerjee has instructed the process of formation of the five districts in West Bengal to be expedited. The decision for the formation was passed by the State Cabinet in December 2015.

The formation of these new districts will result in the improvement of the reach of the government’s services to the people. People would also have to travel lesser distances to visit district capitals to access many of the services or meet officials. As it is, the developmental work carried out by the Trinamool Congress Government during its first tenure has resulted in huge improvements all across the State. The formation of these five districts is going to further that work.

Currently, there are 20 districts in West Bengal. The five more to be carved out are Kalimpong (out of Darjeeling), Asansol (out of Bardhaman), Jhargram (out of Paschim Medinipur), Basirhat (out of North 24 Parganas) and Sunderbans (out of North and South 24 Parganas).

The Chief Minister will decide on which blocks and which Assembly constituencies are to be made a part of these districts. Each of these districts will also have district courts.

During her first tenure as Chief Minister, on June 25, 2014, the district of Alipurduar was created out of Jalpaiguri, to become the 20th district of West Bengal.

 

নতুন পাঁচটি জেলা দ্রুত গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় গঠনের প্রক্রিয়া তরান্বিত করা নির্দেশ দিয়েছেন। এইসব নতুন জেলা গঠনের সিদ্ধান্ত ২০১৫ সালের ডিসেম্বর  মাসে রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে। এবার তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই নতুন জেলা গঠনের ফলে সরকারী পরিষেবা মানুষের আয়ত্তে আসবে। কোনরকম সরকারি কাজের জন্য অথবা আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য সাধারণ মানুষকে আর অনেক দূরে জেতে হবে না।

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে উন্নয়নমূলক কাজের মাধ্যমে রাজ্য জুড়ে এক অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই নতুন পাঁচটি জেলা তৈরির সিদ্ধান্ত সেই কাজকেই আরও এগিয়ে নিয়ে যাবে।

বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২০টি জেলা আছে। নতুন পাঁচটি জেলা হল – কালিম্পং (দার্জিলিং ভেঙে), আসানসোল  (বর্ধমান ভেঙে), ঝাড়গ্রাম (পশ্চিম মেদিনীপুর ভেঙে), বসিরহাট (উত্তর ২৪ পরগনা ভেঙে), সুন্দরবন (উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভেঙে)।

জেলাগুলিতে কোন কোন ব্লক, কোন বিধানসভা থাকবে তার রূপরেখা তৈরি করছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলা সদরে আলাদা করে একটি জেলা আদালত থাকবে।

প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের ২৫শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠন করেন।

Kolkata-London direct flights to resume on Mamata Banerjee’s request

At Chief Minister Mamata Banerjee’s special request, Air India is going to start direct flights connecting Kolkata and London soon.

She made this request to Union Civil Aviation Minister, PA Gajapathi Raju at the swearing-in ceremony for the second term of the Trinamool Congress Government on Red Road on Friday. The minister has given assurance that Air India is going to resume its direct flight services connecting the two metro cities.

 

Image: Wikipedia

 

কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ আট বছর পর ফের চালু হতে চলেছে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা। শুক্রবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু। শপথের পরই মুখ্যমন্ত্রী তাকে এই পরিষেবা চালু করার অনুরোধ জানালে তিনি আশ্বাস দেন এ ব্যাপারে তিনি এয়ার ইন্ডিয়াকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

এবছর পশ্চিমবাংলার উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার টারবাইন জ্বালানিতে ছাড় দিতে রাজি হয়েছেন। ফলে পরিষেবা চালু হওয়ারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

এই পরিষেবা চালু হলে বিদেশি বিনিয়োগের সভাবনা বৃদ্ধি পাবে। তেমনই বাড়বে পর্যটন শিল্প। এই দুই লক্ষ্যের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী কলকাতা-লন্ডন পরিষেবার ওপর জোর দিচ্ছেন।

Bengal will become best in the world: WB CM

The newly formed Government of West Bengal, headed by Trinamool Congress in its second consecutive term, has taken up the agenda of bettering administrative work from where it left off in January 2016.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the first administrative meeting of the new Government was held today at Town Hall.

At a press conference after the meeting, the Chief Minister said, “During the last five years, our Government has done a lot of developmental work. Despite the load of debts, we have enabled the State to prosper on all fronts. The amount of spending on development-related activities has trebled during the last five years.”

“The Centre has stopped the flow of funds but we have kept up the work on all the previously Centre-funded projects by spending from our own treasury. Over the last five years, there has been 105 administrative meetings in all the districts. Infrastructure and assets have doubled during the last five years.”

About the Aadhar Card, she said that since everyone in the State has not received them, it should not be made mandatory for accessing Government services.

She also announced that she would conduct the first block-level administrative meeting of the new Government on June 14 in Jangalmahal.

Since 2011, Chief Minister Mamata Banerjee has chaired 105 administrative meetings, in all the 20 districts of the State, resulting in the much quicker implementation of developmental activities.

 

 

বাংলা হবে বিশ্বসেরাঃ মুখ্যমন্ত্রী 

নতুন সরকার হিসেবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বার শপথ নেওয়ার পর আজই ছিল তৃণমূল কংগ্রেসের প্রথম প্রশাসনিক বৈঠক। টাউন হলে দপ্তরগুলির সঙ্গে শেষ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী করেন গত জানুয়ারি মাসে।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  টাউন হলে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সব দপ্তরের মন্ত্রী, সচিব ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপাররাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজ বিভিন্ন দপ্তরের পূর্বে করা বিভিন্ন কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের সরকার গত ৫ বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত পাঁচ বছরে রাজ্যের পরিকল্পিত ব্যয় তিন গুণ বৃদ্ধি হয়েছে, এটি নজিরবিহীন”।

“কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার নিজেদের টাকায় সেইসব প্রকল্পের কাজ চালু রেখেছে। গত ৫ বছরে জেলায় জেলায় মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক হয়েছে। পরিকাঠামো ও অ্যাসেট গত পাঁচ বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে” , বলেন মুখ্যমন্ত্রী।

আধার কার্ড প্রসঙ্গে তিনি বলেন যেহেতু সকলে এখনো এই কার্ড পায়নি তাই আধার কার্ড সকলের জন্য বাধ্যতামূলক করা উচিত নয়।

তিনি জানান আগামী ১৪ ই জুন জঙ্গলমহলে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ব্লকস্তরে এটি প্রথম প্রশাসনিক বৈঠক।

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক করে  সেখানকার উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করেছেন।

Full list of Ministers and their portfolios in the new West Bengal Government

West Bengal Chief Minister Mamata Banerjee today announced the portfolios allotted to the minsters of her Cabinet.

The first Cabinet meeting of the new West Bengal government was held today after the Chief Minister and her Ministers were sworn in at a grand ceremony at Red Road, attended by thousands of people along with several dignitaries.

She announced some of the  decisions taken in the first Cabinet meeting held today at Nabanna.

Today’s Cabinet decisions: 

  • A resolution thanking Ma-Mati-Manush was passed
  • A decision was  taken to give 10% relief on band pay for state govt employees from July, 2016
  • A Directorate for tea gardens will be formed in north Bengal
  • Process of formation of 5 new districts to be sped up
  • Focus would be given to young generation in the next five years

Complete list of Ministers

Cabinet Ministers:

Mamata Banerjee:Home, Hill Affairs, Personnel and Administrative Reforms, Land & Land Reforms, Information & Cultural Reforms, Minorities Affairs and Madrasah Education, Health and Family Welfare, Micro and Small Scale Enterprises

Amit Mitra: Excise, Finance, Commerce & Industries, Industrial Reconstruction, Public Enterprise

Partha Chatterjee: School Education, Higher Education, Parliamentary Affairs

Subrata Mukherjee: Panchayat & Rural Development, Public Health Engineering

Sovandeb Chatterjee: Power & Non-Conventional Energy Sources

Abani Joardar: Correctional Administration, Refugee Relief & Rehabilitation

Suvendu Adhikari: Transport

Goutam Deb: Tourism

Firhad Hakim: Urban Development and Municipal Affairs

Aroop Biswas: PWD, Youth Affairs, Sports

Sovan Chatterjee: Fire & Engineering, Housing, Environment

Javed Khan: Disaster Management

Moloy Ghatak: Labour, Law & Judicial Services

Jyotipriya Mullick: Food & Supplies

Abdur Rezzak Mollah: Food Processing Industries and Horticulture

Purnendu Basu: Agriculture

Bratya Basu: Information Technology & Electronics

Arup Roy: Co-operation

Rajib Banerjee: Irrigation and Waterways

Chandranath Sinha: Fisheries

Soumen Mahapatra: Water Resources

Tapan Dasgupta: Agriculture Marketing

James Kujur: Tribal Development

Binoy Krishna Barman: Forest

Rabindranath Ghosh: North Bengal Development

Sadhan Pande: Self Help Groups, Consumer Affairs

Churamani Mahato: Backward Classes Welfare

Ashish Banerjee: Biotechnology, Statistics & Programme Implementation

Santiram Mahato: Paschimanchal Unnayan

Minister of State with Independent Charges:

Manturam Pakhira: Sunderbans Development

Dr Sashi Panja: Women Development & Social Welfare, Child Development, MoS – Health and Family Welfare

Siddiqullah Chowdhury: Mass Education, Library, MoS -Parliamentary Affairs

Ashima Patra: Technical Education

Swapan Debnath: Animal Resource Development, MOS -MSME, Land & Land Reforms

Ministers of State:

Bachchu Hansda: North Bengal Development

Sandharani Tudu: Backward Classes Welfare

Giasuddin Mollah: Minority Affairs and Madrasah Education

Gholam Rabbani: Tourism

Shyamal Santra: Panchayat & Rural Development, PHE

Zakir Hossain: Labour

Laxmi Ratan Shukla: Youth Affairs and Sports

Indranil Sen: Information & Cultural Affairs

 

 

শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে কে কোন দপ্তর পেলেন তার ও আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আজকের মন্ত্রীসভার সিদ্ধান্তঃ

মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে একটি রেজোলিউশন পাশ করানো হয়েছে

সরকারি কর্মচারীদের ব্যান্ড পে তে ১০ শতাংশ ছাড় ঘোষণা করা হল

উত্তরবঙ্গের চা বাগানের জন্য নতুন ডিরেক্টরেট ঘোষণা করা হল

পাঁচটি নতুন জেলা তৈরির কাজ দ্রুত করা হবে

আগামী পাঁচ বছরে নতুন প্রজন্মকে প্রাধান্য দেওয়া হবে

এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন:

মমতা বন্দ্যোপাধ্যায় – স্বরাষ্ট্র, ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প, পাহাড়, স্বাস্থ্য, তথ্য-সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন

অমিত মিত্র – অর্থ, শিল্প, বাণিজ্য

ব্রাত্য বসু – তথ্য-প্রযুক্তি

পার্থ চ্যাটার্জি – স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা

শোভনদেব চ্যাটার্জি – বিদ্যুৎ

ফিরহাদ হাকিম – পুর ও নগরোন্নয়ন

অবনী জোয়ারদার – কারা

অরূপ বিশ্বাস – পুর্ত, ক্রীড়া ও যুবকল্যাণ

জাভেদ খান -অসামরিক ও বিপর্যয় মোকাবিলা

শুভেন্দু অধিকারী – পরিবহণ

গৌতম দেব -পর্যটন

জ্যোতিপ্রিয় মল্লিক –খাদ্য ও সরবরাহ

শোভন চট্টোপাধ্যায় – দমকল ও আবাসন, পরিবেশ

বিনয় বর্মন – বন

সাধন পাণ্ডে – ক্রেতা ও সুরক্ষা

সুব্রত মুখোপাধ্যায় – পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

চন্দ্রনাথ সিংহ – মত্‍স্যমন্ত্রী

মলয় ঘটক -আইন ও শ্রম

রাজীব বন্দ্যোপাধ্যায় – সেচ

তপন দাশগুপ্ত – কৃষি বিপণন

জেমস কুজুর – আদিবাসী উন্নয়ন

আব্দুর রেজ্জাক মোল্লা – খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন

রবীন্দ্রনাথ ঘোষ – উত্তরবঙ্গ উন্নয়ন

অরূপ রায় – সমবায় দফতর

আশিস ব্যানার্জি – জল সম্পদ

পুর্নেন্দু বসু – কৃষি

সৌমেন  মহাপাত্র – বায়োটেকনোলজি, পরিসংখ্যান ও কর্মসূচী রূপায়ন

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী:

অসীমা পাত্র – কারিগরি শিক্ষা

মণ্টুরাম পাখিরা – সুন্দরবন

স্বপন দেবনাথ – ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প

শশি পাঁজা – স্বাস্থ্য ও শিশু কল্যাণ

সিদ্দিকুল্লা চৌধুরী – গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার

প্রতিমন্ত্রী:

বাচ্চু হাঁসদা – উত্তরবঙ্গ উন্নয়ন

সন্ধ্যারানি  টুডু –  অনগ্রসর শ্রেণি উন্নয়ন

গিয়াস উদ্দিন মোল্লা – সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা শিক্ষা

গুলাম রাব্বানি – পর্যটন

শ্যামল সাঁতরা – পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

জাকির হোসেন – শ্রম

লক্ষ্মীরতন শুক্লা – ক্রীড়া

ইন্দ্রনীল সেন – তথ্য-সংস্কৃতি

 

 

 

West Bengal Cabinet thanks the people of Bengal for the overwhelming trust and support

West Bengal Cabinet, led by Chief Minister Mamata Banerjee, today adopted a resolution thanking the people of Bengal for their overwhelming trust and support in the recently-concluded Assembly elections.

The resolution was adopted in the first Cabinet meeting today at Nabanna. Dr Amit Mitra, the Finance, Commerce and Industries Minister, read out the resolution during a press conference.

Here is the full text of the resolution:

The people of Bengal in the currently concluded election to the West Bengal Assembly has mandated overwhelmingly and reposed their trust and confidence on development, good governance and people first policies of our Government.

During the last five years Bengal has not only scaled new heights and outperformed the country as a whole in several parameters of the social and economic growth, but has also been placed where people of all communities have flourished together with peace prosperity and harmony.

Many of our pioneering schemes in Health, Women & Child Development, Education, Livelihood Generation, e-Governance, Agriculture, Minority Development, Infrastructure, Rural Development sectors to name a few, have won national and international acclaim in spite of the huge debt burden of the previous Government. We have been able to carry out our development agenda for all sections of the society including SC, ST, OBC, minority communities, women, children and the disadvantaged section of the society.

In the days ahead, our focus will also be on our young generation, creation of more employment opportunities and overall development of quality of life for all.

We express our sincere gratitude to the people of Bengal for their huge support and the blessings and instituting our Government for the second consecutive term in office.

Resolved that it shall be our commitment and earnest endeavor in the second term to carry forward the development agenda for Bengal  with greater pace, greater focus and greater outreach so that Bengal becomes Number One in the world in terms of peace, prosperity and happiness.

Bangla hobe biswa sera, setai hobe amader agami lokkho.

Mamata Banerjee takes oath as CM with 41 Ministers

Mamata Banerjee took oath as the Chief Minister for the second time on 27 May along with 41 Ministers.

The ceremony started at 12.45 PM on Red Road and was attended by several dignitaries including including the Prime Minister of Bhutan, the Industry Minister of Bangladesh, three Chief Ministers, two former Chief Ministers, Union Ministers, representatives of other political parties and delegates from other countries as well.

The Trinamool Congress won the 2016 Assembly election with a historic majority of 211 seats, out of 294.

Here is the list of Cabinet Ministers:

Amit Mitra, Partha Chatterjee, Subrata Mukherjee, Sovandeb Chatterjee, Suvendu Adhikari, Arup Roy, Arup Biswas, Javed Khan,Goutam Deb, Abani Joardar, Bratya Basu, Sovan Chatterjee, Abdur Rezzak Mollah, Jyotipriyo Mullick, Binay Krishna Barman, Rabindranath Ghosh, Santiram Mahato, Tapan Dasgupta, James Kujur, Firhad Hakim, Sadhan Pande, Moloy Ghatak, Chandranath Sinha, Rajib Banerjee, Ashish Banerjee, Purnendu Bose, Soumen Mahapatra.

Ministers of State with Independent charge:

Sashi Panja, Swapan Debnath, Siddiquallah Chowdhury, Manturam Pakhira, Ashima Patra.

Ministers of State:

Giasuddin Mollah, Bachhu Hansda, Churamani Mahato, Ghulam Rabbani, Zakir Hossain, Sandharani Tudu, Shyamal Santra, Indranil Sen, Laxmi Ratan Shukla.

 

৪১জন মন্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২৭শে মে, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে শপথ নিলেন আর ৪১ জন মন্ত্রী।

অনুষ্ঠানটি হয় রেড রোডে, বেলা পৌনে ১টায়। মমতা বন্দ্যপাধ্যায়ের সঙ্গে ৪১ জন মন্ত্রী এদিন শপথ নিলেন। বিভিন্ন বিশিষ্টজন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন । যেমন ভুটানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের শিল্পমন্ত্রী, বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ আরো অনেকে।

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১১টি আসন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে।

মন্ত্রীসভার তালিকাঃ

অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, অবনীমোহন জোয়ারদার, ফিরহাদ হাকিম, গৌতম দেব, অরূপ বিশ্বাস, জাভেদ খান, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, আব্দুর রেজ্জাক মোল্লা, বিনয়কৃষ্ণ বর্মণ, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তিরাম মাহাত, অরূপ রায়, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা, চূড়ামণি মাহাত, মলয় ঘটক, রাজীব ব্যানার্জি, সৌমেন মহাপাত্র, আশিস ব্যানার্জি, তপন দাশগুপ্ত, জেমস কুজুর

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী:

শশী পাঁজা, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, মন্টুরাম পাখিরা, অসীমা পাত্র

রাষ্ট্রমন্ত্রী

গিয়াসুদ্দিন মোল্লা, বাচ্চু হাঁসদা, গুলাম রব্বানি, সন্ধ্যারানি টুডু, লক্ষ্মীরতন শুক্লা, শ্যামল সাঁতরা, ইন্দ্রনীল সেন, জাকির হোসেন

 

The Didi Interview

The Didi Interview

Q:  So how does it feel after the extra-long election?

A: It was a long campaign that lasted more than three months. We were not at all happy with the schedule. We respect the Election Commission but we feel having six to seven days of elections was not required. We are thankful to Maa Mati Manush. This is a victory for the people, this is a victory for development. This is a victory for peace and communal harmony. We want to thank the people of Bengal. They are the biggest pillars of democracy.

Trinamool won 184 seats in 2011 but we were in an alliance. This time, the CPI(M), the Congress and the BJP came together with an agenda to defeat us. The entire opposition was united against us. But people have given us a huge victory. They are our strength.

Q: Are you happier with the Trinamool’s return to power or are you happier with the CPI(M)’s gradual descent into oblivion? Do you think this is the end of the road for the CPI(M) in West Bengal?

A: This was an alliance of opportunism. Their objective was to grab power. The alliance did not have any ideology. Ideology-less politics is no politics at all. The Congress does not know who its friends are. The CPI(M) has lost everything. And the BJP also has not done well. The people have given them a strong message.

Q:  But there can’t be any vacuum in politics. Who do you think will occupy the opposition space? Will it be the Congress or will it be the BJP or will it be a little bit CPI(M), a little bit Congress and a little bit BJP in different areas?

A: There is no difference between the three parties. Their only goal was to try and defeat Mamata Banerjee and stop development in Bengal. We are ideologically opposed to the BJP. So there is no chance of supporting them. The CPI(M), the Congress and the BJP have an understanding. They are afraid of us. We will play an important role in national politics in the future. The people are with us.

Q: But the continuing violence gives your government a bad name. Why aren’t you coming out more openly against violence on the ground?

A: Our party is not involved in any violence. Trinamool is the most disciplined party. Even during the elections, when law and order was under the jurisdiction of the Election Commission, many of our party workers were killed. People have not yet for gotten the massacres in Nandigram, Singur, Netai, Keshpur and Garbeta. The memories of Sainbari, Marichjhanpi, Bantala, Dhantala, and the Ananda Margis being burnt to death, who can forget those dark days? 50,000 people were killed in political violence during CPI(M) rule. How many of them have got justice? Even FIRs were not lodged in the past. Now, even if our party’s people are involved in crime, they are arrested.

Q: Practically every home now has someone working outside. Earlier, it used to be the educated upper and middle classes going abroad for better education and/or job (say, the Amartya Sen class). But now, increasingly, even the lowermost class is quitting Bengal. There are now places in Kerala that have bus routes and advertisements in Bengali. You must be concerned?

A: It is wrong to say that industries are not coming to Bengal. Bengal’s growth rate (12.2%) is higher than the national average (7.3%) right now. Employment opportunities have been created for 69 lakh people. Bengal’s growth in the industrial sector is 10.5%, that of India’s is 7%. Bengal’s growth in the service sector is 13%, India’s is 9%. The Economic Survey of the Government of India says the lowest inflation in India is in Bengal. Expenditure on physical infrastructure has grown six times in the last four-and-a-half years. Revenue collection in Bengal has doubled in four years.

Q: Which is going to be the first big industry house that will now come to Bengal?

A: Industry does not only mean heavy industries. Bengal leads in terms of bank loans given to the medium and small-and-medium enterprises sector. Four hydel projects are coming up in North Bengal. NTPC is investing in the Katwa plant. A new power plant is coming up in Sagardighi. India’s largest coal block, Deocha Pachami, will create huge employment opportunities. The days of load-shedding are gone. Isn’t this a matter of pride?

Q: Are you concerned with the law and order situation? What will you do to prevent para-level extortion? Again, this gives your party a bad name.

A: Law and order has improved in Bengal. Kolkata is the safest metro for women. We have built 89 police stations, including 35 women’s police stations. Jangalmahal is smiling now. There is peace in the Hills. Now even family feuds, disputes between neighbours and clashes between clubs are portrayed as crimes committed by Trinamool.

Q: Voters, on the whole, may have rejected corruption as an issue but if you see the margins of victory in Kolkata and urban areas, is it not a cause for worry? This is the class that was your earliest backer.

A: This is all created by a section of the media. We are an honest, transparent party . Of course, in every family not all members can be perfect.One or two members may be bad. But that does not mean the whole family is bad. There may be some problems in 10 blocks out of 400 but that can be resolved. I am overseeing the entire organisation.

Q: Which department has worked efficiently? Which department has, according to you, failed to perform?

A: All our ministers performed well. We have done more than what we promised in our manifesto. Despite the huge burden of debt, we have worked tirelessly for the people. We have increased our income from revenue but the Centre has taken away over Rs 1.5 lakh crore from our coffers.

Q: Do we expect wholesale changes in the cabinet?

A: Be patient (smiles), wait for a few hours.

Q: Will you change your style of functioning? Will you be even more hands-on (like your ‘Consider me to be the candidate in all 294 seats’)?

A: We have conducted 105 meetings at the BDO level in districts. Earlier, people had to come to Kolkata for work but now the secretariat goes to the people. We have developed a three-tier administration – BDO-DM-CMO – like we have the three-tier panchayat system. We are committed to the socio-economic development of the people and will continue to work for them at the grassroot level.

Q: Do you think you have gone wrong somewhere? Is there anything you would have done differently?

A: We have fulfilled 99.99% of the promises we made in our manifesto. Soon after assuming office in 2011, we passed the Singur Bill. Although we did our part, the matter is still pending in court. It is our commitment to return the land to the unwilling farmers. We will fulfil it.

Q: What hurts you the most? Do you feel hurt by the snobbery of a class of people?

A: Yes. I have been in politics for several decades now but I have never seen so much of hate campaigns, abuses and conspiracies. There were attempts to mislead the people. This is shameful for politics. There was a smear campaign against us for the last two years. Canards were spread. There should be a Lakshman rekha in politics. We must stay within democratic and constitutional limits.

Q: What is your message to the people of Bengal?

A: We are thankful to them for rejecting the smear campaign and conspiracies. They are my strength. We will keep serving them and take Bengal to newer heights of development. We will do what it takes to make Bengal into Biswa Bangla.

West Bengal Government presented awards on the occasion of Nazrul Jayanti

A culture programme and an awards ceremony were organised by the Information and Cultural Affairs Department of the Government of West Bengal on the occasion of the birth anniversary of Kazi Nazrul Islam. It was held at Nazrul Tirtha in New Town on May 25.

The programme began with Firhad Hakm and other important people garlanding a statue of the poet. Twenty-two prominent people in the field of culture were awarded.

Poet Nirendranath Chakrabarty was given the Rabindra Smriti Puraskar, writer Maheswata Devi was given the Bankim Puraskar and singer Dwijen Bandopadhyay was given the Dinabandhu Puraskar.

The West Bengal Rajya Sangeet Academy presented the Alauddin Puraskar to Pandit Dulal Ray, the Uday Shankar Puraskar to Sreelekha Mukherjee, the Girija Shankar Puraskar to Ustad Mashkoor Ali Khan and the Gyan Prakash Puraskar to Pandit Ajay Chakrabarty.

The West Bengal Bangla Academy presented the Rabindra Smriti Puraskar to Pradeep Dutta and the Vidyasagar Rabindra Smriti Puraskar to Ujjwal Kumar Majumdar.

On behalf of the West Bengal Natya Academy, Usha Ganguly was given the Girish Puraskar and Kaushik Chatterjee, the Shambhu Mitra Puraskar.

Awards were given on behalf of the Crafts Council of West Bengal, too – the Abanindra Puraskar to Lalu Prasad Sahu, the Binod Bihari Puraskar to Shantiranjan Mukherjee and the Ramkinkar Puraskar to Shankar Ghosh.

The Folk & Tribal Cultural Centre, West Bengal awarded the Sudhipradhan Puraskar to Panmani Besra, the Lalan Puraskar to Kalpana Hazra, the Pandit Raghuray Murmu Puraskar to Chhatray Tudu and the Thakur Panchanan Barma Puraskar to Ganav Rava.

On behalf of the West Bengal Jatra Academy, Tapan Ganguly was given the Bina Dasgupta Puraskar.

The West Bengal Shishi Kishore Academy also presented two awards – the Vidyasagar Smriti Puraskar to Narayan Debnath and the Upendrakishore Ray Chowdhury Puraskar to Himadri Kishore Gupta.

 

নজরুল জয়ন্তীতে বিশিষ্টজনদের পুরস্কার দিল রাজ্য

 

কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নিউটাউনের নজরুল তীর্থে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  এদিন ২২ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে সেখানে নজরুলের মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে রবীন্দ্রস্মৃতি পুরস্কার দেওয়া হয়। মহাশ্বেতা দেবীকে বঙ্কিম পুরস্কার দেওয়া হয়। দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কে দীনবন্ধু পুরস্কার দেওয়া হয়।

পণ্ডিত দুলাল রায়কে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির পক্ষ থেকে আলাউদ্দিন পুরস্কার, শ্রীলেখা মুখার্জিকে উদয়শঙ্কর পুরস্কার, উস্তাদ মাসকুর আলি খানকে গিরিজা শঙ্কর পুরস্কার, পণ্ডিত সঞ্জয় মুখার্জিকে জ্ঞান প্রকাশ পুরস্কার দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির পক্ষ থেকে কবীর সুমনকে নজরুল স্মৃতি পুরস্কার দেওয়া হয়। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে প্রদীপ দত্তকে রবীন্দ্রস্মৃতি পুরস্কার, উজ্জ্বল কুমার মজুমদারকে বিদ্যাসাগর রবীন্দ্রস্মৃতি পুরস্কার দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে ঊষা গাঙ্গুলিকে গিরিশ পুরস্কার, কৌশিক চ্যাটার্জিকে শম্ভু মিত্র পুরস্কার দেওয়া হয়। রাজ্য চারুকলা পর্ষদের পক্ষ থেকে লালু প্রসাদ সাউকে অবনীন্দ্র পুরস্কার, শান্তিরঞ্জন মুখার্জিকে বিনোদ বিহারী পুরস্কার এবং শঙ্কর ঘোষকে রামকিঙ্কর পুরস্কার দেওয়া হয়।

লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে পানমণি বেসরাকে সুধীপ্রধান পুরস্কার, কল্পনা হাজরাকে লালন পুরস্কার, ছটরায় টুডুকে পণ্ডিত রঘুরায় মুর্মু পুরস্কার এবং গনাভ রাভাকে ঠাকুর পঞ্চানন বর্মা পুরস্কার দেওয়া হয়। পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির পক্ষ থেকে তপন গাঙ্গুলিকে বীণা দাশগুপ্ত পুরস্কারে পুরস্কৃত করা হয়। সব শেষে নারায়ণ দেবনাথ এবং হিমাদ্রী কিশোর গুপ্তকে শিশু কিশোর অ্যাকাডেমির পক্ষ থেকে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার দেওয়া হয় এদিন।

Flood of visitors at Didi’s Kalighat residence to greet her for poll victory

Visitors flooded the Trinamool Congress Chairperson and Chief Minister-elect Mamata Banerjee’s house on Harish Chatterjee Street on Sunday to wish her on her stupendous victory in the Assembly election.

It was spectacle for the residents as well, what with all these famous faces arriving one by one.

Among the visitors were Trinamool Congress leaders and celebrities, including party MP Sandhya Roy, classical singer Arun Bhaduri, Sister Prema, the head of the Missionaries of Charity, film-maker Gautam Ghosh, actors Prasenjit Chatterjee and Juhi Chawla, and singer Jojo.

Like the last few days, this was again a day of celebrations on Harish Chatterjee Street. Mamata Banerjee met members of the public who had come to congratulate their favourite Didi. She even met a little girl and a boy who had come to seek help from her and greet her on her success. Misti Bari, the little girl, was mute. She had come from Mahishadal with her family and they asked the Chief Minister to help them out. Another student had come for a scholarship. She directed her officials to look into the matters and do whatever they could to help them.

Amid all this, the Chief Minister-elect was also busy inviting important persons from different parts of the country to attend her swearing-in ceremony on May 27, which is scheduled to take place on Red Road.

 

জয়ের অভিনন্দন জানানোর জন্য দিদির কালীঘাটের বাসভবনে জনপ্লাবন

রবিবারও উৎসবের মেজাজ রইল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রীটের বাড়িতে। বিপুল জনতার ঢল, সমর্থকদের উচ্ছ্বাস। বিধানসভা নির্বাচনের ফলাফলের শুভেচ্ছা জানাতে ও নেত্রীর সঙ্গে দেখা করতে এদিনও বহু সমর্থক আসেন।

বিভিন্ন নেতা মন্ত্রী সহ, চলচ্চিত্র জগতের তারকারাও এদিন উপস্থিত এসেছিলেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। সাংসদ সন্ধ্যা রায়, সঙ্গীতশিল্পী অরুণ ভাদুরি, মিশনারিজ অফ চ্যারিটির সিস্টার প্রেমা, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিত, জুহি চাওলা ও সঙ্গীতশিল্পী জো জো উপস্থিত ছিলেন।

এদিন সিস্টার প্রেমা এসে নেত্রীকে রোমে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানান।

বিকেল থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা মমতাকে শুভেচ্ছা জানিয়ে যান। মাঝেমধ্যে নিজের অফিস থেকে বেরিয়ে বাইরে দর্শনার্থীদের সঙ্গে দেখা করেছেন মমতা, তাঁদের সঙ্গে কথা বলেছেন। কেউ তাঁকে স্পর্শ করেছেন, আবার যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা তাঁর পায়ের ধুলো নিয়েছেন। প্রত্যেকের সঙ্গেই তিনি কথা বলেছেন।

গতকয়েক দিন ধরেই হরিশ চ্যাটার্জি স্ট্রীটে রয়েছে উৎসবের মেজাজ। গতকাল দিদি একটি ছোট মেয়ের সঙ্গেও দেখা করেন যে কথা বলতে পারে না। সে ও তার পরিবার মহিষাদল থেকে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন সাহায্যের আবেদন নিয়ে। আরও একজন ছাত্র এসেছিল স্কলারশিপের আবেদন নিয়ে। দিদি তাদের যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দেন।

মিডিয়ার তরফ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। ২৬ মে পর্যন্ত তিনি কালীঘাটের অফিসেই বসবেন। ২৭ মে রেড রোডে শপথ গ্রহণ করে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী।