WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।

WB CM holds administrative review meeting in Howrah

West Bengal Chief Minister Ms Mamata Banerjee conduct an administrative review meeting at Sarat Sadan in Howrah district today.

Earlier this month she had held the first administrative review meeting of her second term at Jhargram. Prior to that, a state-level meeting was also held at Town Hall in Kolkata.

During her first term, the Chief Minister conducted 105 such meetings across the State where she took stock of the progress of various projects.

She is scheduled to hold a similar meeting in Alipurduar district later this month.

After the Howrah administrative meeting, Mamata Banerjee addressed a press conference, during which held forth on the developmental work being carried out all across the district.

She said that work towards prevention of flood is under progress in Udaynarayanpur. The traffic system is being made more efficient in the city of Howrah. A multi super-speciality hospital is coming up in Uluberia.

The Chief Minister promised that universal electrification will soon be a reality in Howrah district. She also vouched for the generation of a lot of employment opportunities at Belur Shilpa Tirtha. She further said that an amount of Rs 2 lakh will be made available from MPLAD fund for the development of Howrah.

 

আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আজ হাওড়ায় দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হাওড়ার শরৎ সদনে এই বৈঠক হবে।

এর আগে চলতি মাসেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহলের ঝাড়গ্রামে নতুন সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন। তার আগে কলকাতার টাউন হলে একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকও করেন তিনি।

প্রথম দফায়, সমগ্র রাজ্য জুড়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে চলতি মাসের শেষে আলিপুরদুয়ার জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ার ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করার কাজ চলছে। উদয়নারায়নপুরের বন্যা প্রতিরোধ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। উলুবেড়িয়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বেলুড়ে শিল্প তীর্থ তৈরি হচ্ছে সেখানে অনেক কর্ম সংস্থান হবে। হাওড়ার উন্নয়নমূলক কাজের জন্য সাংসদ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই হাওড়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন হয়ে যাবে।

Centre of excellence to be developed at Mati Tirtha

The state government has decided to develop a centre of excellence at Mati Tirtha in Burdwan. It may be mentioned that an Agriculture College has been set up near Mati Tirtha recently which would turn to a university in future.

Agro scientist from across the globe will be visiting the centre of excellence to take lessons. Initiatives have also been taken for better research work and facilities will be provided to students to work along with farmers in Mati Tirtha as well.

Steps will also be taken to organise regular activities in the centre of excellence in Mati Tirtha which has come up on a plot of 15 acre.

Projects starting from rain harvesting, horticulture, fishery and animal husbandry would be the topic of discussion in the centre of excellence and there will be workshops on the same on regular basis. Steps would be taken to organise training camps for farmers and an administrative building will also come up to monitor the projects in Mati Tirtha.

Mati Tirtha is a dream project of Chief Minister Mamata Banerjee and she had taken the initiative to set it up to help farmers know new methods and technologies of farming.

 

মাটি তীর্থে তৈরী হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’

বর্ধমানের মাটি তীর্থে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি একটি কৃষি কলেজ মাটি তীর্থের কাছাকাছি তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

সারা বিশ্ব থেকে কৃষি বিজ্ঞানীরা এই কেন্দ্র পরিদর্শনে এবং প্রয়োজনীয় পাঠ নিতে এখানে আসবেন।গবেষণার জন্যও অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাটি তীর্থে কৃষকদের সঙ্গে শিক্ষার্থীরা যাতে একসাথে কাজ করতে পারেন সেজন্য সমস্ত সুবিধাও প্রদান করা হবে।

মাটি তীর্থের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ এ নিয়মিত কার্যক্রম সংগঠিত করার জন্য একটি ১৫ একরের জমি চিনহিত করা হয়েছে। ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর আলোচনার বিষয় হবে ফসল ফলানো, উদ্যানপালন, মৎস্য ও পশুপালন ইত্যাদি এবং সেখানে নিয়মিত কর্মশালাও অনুষ্ঠিত হবে।

কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প তৈরির পদক্ষেপ নেওয়া হবে। মাটি তীর্থ পর্যবেক্ষণের জন্য একটি প্রশাসনিক ভবনও তৈরি হবে।

‘মাটি তীর্থ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যাতে চাষের নতুন পদ্ধতি এবং প্রযুক্তিতে তা কৃষকদের সহায়তা করে।

Bengal to review supply of agricultural produce every fortnight

In a bid to contain rising prices, the West Bengal Government on Thursday decided to review the supply of agricultural produce in the market every 15 days and fix their rates if necessary, an official statement said.

A high-level meeting attended by Chief Minister Mamata Banerjee and heads of various related departments also decided to sell potatoes in areas where the required government infrastrcuture was available so as to ensure the price of the tuber did not exceed Rs 14 a kilo.

“Our plan is to make the state self-sufficient in potato seeds. We will also increase production of green chillies, pulses and onions,” said the statement.

To prevent distress sale by farmers and ensure they gate fair price for their crops and vegetables, 30 air-conditioned vehicles are operational in the state. Similarly to protect the interest of fishermen, 25 other air-conditioned vehicles are operational.

Fifty more air-conditioned vehicles would be deployed in the next few days with regard to the food processing sector, said the statement, adding the state government would also take up food processing projects on public-private-partnership model by using improved technology.

 

মূল্যবৃদ্ধি রোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মূল্যবৃদ্ধি রুখতে এবার কড়া পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের বৈঠক হয়। এই বৈঠকে প্রতি ১৫ দিন অন্তর কৃষিজাত পণ্যদ্রব্যের মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনে মূল্য নির্ধারণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য।

বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের পরিকল্পনা যথেষ্ট পরিমানে আলু বীজ উৎপন্ন করা এছাড়া লঙ্কা, ডাল, পেঁয়াজ ইত্যাদির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

কলকাতার পুরবাজার ও ৩০টি সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি করা হবে। একইরকমভাবে বিভিন্ন জেলার কৃষি বিপণন দপ্তরের স্টল থেকেও ন্যায্য দামে আলু পাওয়া যাবে।

বেশি উৎপাদন হলে যাতে কৃষকরা অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান, মাছের জন্য ২৫টি যান কেনা হবে।

বিবৃতি অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণের জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান আগামী কয়েকদিনের মধ্যেই কেনা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি-অংশীদারিত্ব মডেলে খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গ্রহণ করা হবে।

Bengal Govt to go online with promote Bengal’s Muslin and Baluchari

The West Bengal Handicrafts Development Corporation will inaugurate the country’s first genre-specific online store www.balucharisaree.inand soon an app, exclusively for Baluchari sarees.

Buyers can not only buy Baluchari sarees directly, they can give their design to the weavers and thus customise the product. Besides Baluchari sarees, bags, jackets and ties will also be available.

The demand of Baluchari sarees was going up fast, both in the country and abroad. Apart from the sarees, buyers are interested in various other Baluchari products such as Baluchari jackets and bags which are hand woven with Baluchari designs.

The State Government will encourage budding designers to direct the traditional weavers to make their products contemporary.

West Bengal Chief Minister Mamata Banerjee had emphasised on reviving Bengal’s traditional culture, which includes Baluchari and muslin. The weavers have been trained and cooperatives have been formed to look after them.

The Baluchari and muslin weavers, who were on the brink of extinction, have got a new lease of life. She has also stressed on the need to sell these products and has proposed to set up Biswa Bangal stalls abroad.

 

বাংলার বালুচরি শাড়ি এবার  পাওয়া যাবে অনলাইনে

পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন বালুচরি শাড়ির জন্য দেশের মধ্যে অনলাইন ষ্টোরের www.balucharisaree.in জন্য প্রথম একটি অ্যাপও চালু করবে।

ক্রেতারা শুধুমাত্র সরাসরি বালুচরি শাড়ি কিনতে পারবেন তা নয় তারা তাঁতিদের নানারকম নকশাও দিতে পারেন। বালুচরি শাড়ির পাশাপাশি এখানে ব্যাগ, জ্যাকেট, টাইও পাওয়া যাবে।

দেশ-বিদেশে বালুচরি শাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। শাড়ি ছাড়াও বালুচরির অন্যান্য প্রোডাক্ট যেমন বালুচরি জ্যাকেট, বালুচরি ব্যাগ ইত্যাদির চাহিদা বেশি ক্রেতাদের মধ্যে।

আধুনিক মানের প্রোডাক্ট তৈরি করার জন্য রাজ্য সরকার উদীয়মান তাঁত শিল্পীদের উৎসাহিত করবে।

বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি বালুচরি এবং মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করার উপর জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁতিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের দেখাশোনা করার জন্য সমবায় গঠন করা হয়েছে।

বাংলার বালুচরি ও মসলিন তাঁতিরা যারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিলেন তারা জীবনের এক নতুন ইজারা পেয়েছেন।

তিনি এই পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করেছে এবং বিদেশে বিশ্ববাংলা স্টলে এইসব পণ্য বিক্রি করার প্রস্তাব দিয়েছেন।

WB CM writes to Centre on drastic reduction of kerosene share

Chief Minister Mamata Banerjee on Friday wrote to the Centre seeking intervention as there had been a drastic reduction in the share of kerosene for West Bengal since April 2016.

In her letter to the Union Minister of State (Independent Charge) for Petroleum and Natural Gas, the Chief Minister stated that “since April 2016, there has been drastic reduction in allocation (of kerosene oil by the Central Government for the State of West Bengal) which will cause grave distress to consumers in remote and tribal areas and will adversely affect the poor, schedule caste, schedule tribe, minority community and the economically weaker sections of society.”

She further stated in the letter that the State Government has cancelled 1.41 crore fake ration cards and has thus ensured that only the “targeted population” gets the benefit. The Chief Minister requested the Union Minister to take the necessary and urgent steps so that the State gets its allocated 78,608 kL of kerosene as it “existed in March 2016.”

 

কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রেশনে কেরোসিনের বরাদ্দ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে এবং বিষয়টি পুনরবিবেচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে রাজ্যের গরিব, তফসিলি জাতি উপজাতি সহ সমাজের দুর্বল অংশের জন্য যে কেরোসিন তেল বরাদ্দ হয়েছে তার সরবরাহ সঠিক ভাবে করছে না কেন্দ্র। ফলে এইসব মানুষগুলি কেরোসিন তেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি চিঠিতে এও জানান যে পশ্চিমবঙ্গ প্রায় ১ কোটি ৪১ লক্ষ জাল রেশন কার্ড বাতিল করেছে। এ রাজ্যে কেরোসিন তেলের কম সরবরাহের বিষয়টি দেখার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করে বলেন ৭৮,৬০৮ কেএল রাজ্যের জন্য বরাদ্দ কেরোসিন সঠিকভাবে এ রাজ্যকে সরবরাহ করা হোক।

Bakreswar Development Authority set up

The State Urban Development Department on Friday set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district. The authority has been formed to explore the tourism potential of the area and the economic development of people.

Accordingly, a master development plan would be prepared along with a land use development and control plan (LUDCP). This will help to develop the area systematically in accordance with the provision of the West Bengal Town and Country Planning Act, 1979.

A senior official of the Urban Development Department said it had been decided that no haphazard development would be allowed in any area. Bakreswar has tremendous potential as a tourist spot. There are many hot springs to which thousands of people go every year.

 

Image source: downtoearth.org.in

 

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গড়ল রাজ্য সরকার

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি করে ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে বক্রেশ্বর পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

দুবরাজপুর পুরসভা ও ব্লক এলাকা নিয়ে তৈরি হবে এই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। ৮২টি মৌজা এর অন্তর্ভুক্ত হবে। এই উন্নয়ন পর্ষদের মোট আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। বক্রেশ্বর এলাকার পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলার জন্যই সরকারের এই উদ্যোগ।

পর্ষদের প্রধান কাজ হল বক্রেশ্বরের উষ্ণ জলপ্রপাত, মামা ভাগ্নে পাহাড়সহ ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন।

বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। সর্বোপরি একটি পর্ষদের আওতায় এনে এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো আরও সহজ।

Banglar Fasal: State initiative to sell veggies at a fair price

The State Co-operation Department has taken steps to introduce Banglar Fasal, an initiative to sell vegetables at a fair price after procuring them directly from farmers. It will be introduced in Barrackpore and then gradually extended across the state. The stall in Barrackpore will come up on June 22, said Arup Roy, the State Co-operation Minister.

It may be mentioned that earlier a project similar called Sufal Bangla was introduced. This new project will be helpful to both common people and farmers. The farmers will be benefitted as the State Government will directly procure their cultivated crops and on the other hand, common people will get vegetables at a fair price.

It will also help to curb the problem of unnecessary increase in the price of essential commodities as there will no more be the intervention of middlemen.

 

‘বাংলার ফসল’ – রাজ্যের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি

কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে সুলভ মূল্যে রাজ্যবাসীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কো-অপারেশন দপ্তর। প্রকল্পের নাম ‘বাংলার ফসল’। প্রথমে এটি শুরু হবে ব্যারাকপুরে তারপর আসতে আসতে সারা রাজ্যে ছড়িয়ে পরবে। আগামী ২২ শে জুন ব্যারাকপুরে এই স্টলের উদ্বোধন হবে, শুক্রবার নবান্নে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

এখানে নানা ধরনের সবজি রাখা থাকবে। এর আগেও এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে যা খুব ভালোভাবে চলছে। এই নতুন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষ এবং কৃষকরা সকলেই উপকৃত হবেন।

রাজ্য সরকার সরাসরি কৃষদের থেকে তাদের ফলানো ফসল সংগ্রহ করার ফল কৃষকরা উপকৃত হবেন এবং অন্যদিকে সাধারণ মানুষের ন্যায্য মূল্যে সবজি পাবেন।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সমস্যা থেকে মধ্যবিত্তদের সাহায্য করবে এই প্রকল্প।

Thanks to Mamata Banerjee’s policies, Manjusha earns profit for the first time in 37 years

For the first time since its inception, Manjusha, the State’s handicrafts development corporation, has made an operational profit, amounting to Rs 3.87 crore, during the fiscal year 2015-16. The corporation also witnessed its highest-ever business turnover during this fiscal, amounting to Rs 46.75 crore.

After the change of guard in the State, Chief Minister Mamata Banerjee had taken up a series of programmes to give a facelift to micro, small and medium scale enterprises (MSME) in the State. Special emphasis was laid on Manjusha and Tantuja (the State’s handloom weavers’ co-operative). Steps were taken to ensure better management of the quality of products, creation of a wider product base, better management of the organisations and setting up of e-commerce facilities.

Manjusha was established in 1978. Over the past 37 years, this is the first time that the corporation has witnessed a profit, and it does not include any subsidy by the Government.

Tantuja has been churning out profits for the last three consecutive years. During 2015-16, it made a profit of Rs 3.3 crore, when the total business turnover stood at Rs 123 crore.

The introduction of the Biswa Bangla brand has set a mark and has helped immensely in the marketing of handicrafts and handloom products. It has resulted in a sharp increase in the demand for products made by artisans from different parts of the State.

 

৩৭ বছর পর লাভের মুখ দেখল মঞ্জুষা

এই প্রথমবার ৩৭ বছর বাদে ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষা ৩ কোটি ৮৭ লক্ষ টাকা লাভ করে। এই বছরেই মঞ্জুষার মোট বিক্রির পরিমান ছিল ৪৬ কোটি ৭৫ লক্ষ টাকা।

২০১১ সালে মুখ্যমন্ত্রী প্রথমবার ক্ষমতায় এসেই তাঁত শিল্পের অগ্রগতির বিষয়ে উদ্যোগী হন। গত পাঁচ বছরে মঞ্জুষা ও তন্তুজ আর্থিকভাবে বিশাল লাভবান হয়। জিনিসের গুনুগতমান ভাল করা, সংগঠনের ভাল ব্যবস্থাপনা এবং ই-কমার্স সুবিধা নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

মঞ্জুষা স্থাপিত হয় ১৯৭৮ সালে। গত ৩৭ বছরে সরকারি ভর্তুকির ওপর নির্ভর করেই ছিল সংস্থাটি। ২০১৫-১৬ আর্থিক বছরে মঞ্জুষার লাভের পরিমাণ ৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

২০১৫-১৬ আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২ কোটি ৫০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আর্থিক বছরে তন্তুজের লাভের পরিমান ছিল ২৫ লক্ষ টাকা সেখান থেকে ৩কোটি ৩০ লক্ষ টাকা লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে তন্তুজ।

পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা ব্র্যান্ড হস্তশিল্প ও তাঁত পণ্য বিপণনে অত্যন্ত সাহায্য করেছে। এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে এইসব পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

 

Bengal Tourism to get a sweet makeover

The West Bengal Government is giving its tourism pitch a makeover, with a new catchline and a new video. Bengal brand ambassador Shah Rukh Khan and actor-turned-Trinamool MP Dev feature in the video that will be shown at cinemas and multiplexes, on TV channels, and will be uploaded on YouTube.

The catchline has been changed to ‘Experience Bengal – The Sweetest Part of India.’ Preparations are on in full swing to launch the campaign soon.

After being elected for a second term with overwhelming majority, Chief Minister Mamata Banerjee said that tourism remains one of her top priorities.

The new film, that is ready to go on air, has been shot for an international audience.

Shooting took place in prominent tourist spots of the state – from Darjeeling and the Dooars in the north to Bolpur, Digha and the Sunderbans in the south.

 

বাংলার পর্যটন শিল্পের প্রসারণ 

একটি নতুন ক্যাচ লাইন ফিল্ম ভিডিওর সঙ্গে পর্যটনক শিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান এবং অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব রয়েছেন এই ভিডিওতে। সিনেমাটি দেখানো হবে মাল্টিপ্লেক্স, টিভি চ্যানেলে, এছাড়া ইউটিউবেও আপলোড করা হবে।

ফিল্মটির ক্যাচ লাইন পালটে রাখা হয়েছে – ‘Experience Bengal – Sweetest Part of India’. খুব শীঘ্রই প্রচারপ্রস্তুতি শুরু হবে তাই পুরদমে কাজ চলছে।

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রীর কাজের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় যেসব দপ্তর রয়েছে তার মধ্যে একটি হল পর্যটন।

নতুন যে ফিল্মটি প্রস্তুত করা হয়েছে সেটি শ্যুট করা হয়েছে আন্তর্জাতিক স্তরের দর্শকদের জন্য।

রাজ্যের বেশ কিছু নামী জায়গায় শ্যুটিং হয়েছে যেমন – উত্তরের দার্জিলিং, ডুয়ার্স এবং দক্ষিণের বোলপুর, দীঘা এবং সুন্দরবনে।