June 11, 2016
Bengal Tourism to get a sweet makeover

The West Bengal Government is giving its tourism pitch a makeover, with a new catchline and a new video. Bengal brand ambassador Shah Rukh Khan and actor-turned-Trinamool MP Dev feature in the video that will be shown at cinemas and multiplexes, on TV channels, and will be uploaded on YouTube.
The catchline has been changed to ‘Experience Bengal – The Sweetest Part of India.’ Preparations are on in full swing to launch the campaign soon.
After being elected for a second term with overwhelming majority, Chief Minister Mamata Banerjee said that tourism remains one of her top priorities.
The new film, that is ready to go on air, has been shot for an international audience.
Shooting took place in prominent tourist spots of the state – from Darjeeling and the Dooars in the north to Bolpur, Digha and the Sunderbans in the south.
বাংলার পর্যটন শিল্পের প্রসারণ
একটি নতুন ক্যাচ লাইন ফিল্ম ভিডিওর সঙ্গে পর্যটনক শিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান এবং অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব রয়েছেন এই ভিডিওতে। সিনেমাটি দেখানো হবে মাল্টিপ্লেক্স, টিভি চ্যানেলে, এছাড়া ইউটিউবেও আপলোড করা হবে।
ফিল্মটির ক্যাচ লাইন পালটে রাখা হয়েছে – ‘Experience Bengal – Sweetest Part of India’. খুব শীঘ্রই প্রচারপ্রস্তুতি শুরু হবে তাই পুরদমে কাজ চলছে।
নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রীর কাজের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় যেসব দপ্তর রয়েছে তার মধ্যে একটি হল পর্যটন।
নতুন যে ফিল্মটি প্রস্তুত করা হয়েছে সেটি শ্যুট করা হয়েছে আন্তর্জাতিক স্তরের দর্শকদের জন্য।
রাজ্যের বেশ কিছু নামী জায়গায় শ্যুটিং হয়েছে যেমন – উত্তরের দার্জিলিং, ডুয়ার্স এবং দক্ষিণের বোলপুর, দীঘা এবং সুন্দরবনে।