Latest News

June 6, 2016

Trinamool has two treasures – Mamata Banerjee and the party workers: Abhishek Banerjee

Trinamool has two treasures – Mamata Banerjee and the party workers: Abhishek Banerjee

That the huge success in South 24 Parganas district was the success of developmental work was evident yesterday when the Diamond Harbour MP and Trinamool Youth Congress President Abhishek Banerjee ceremonially published the second part of the book, Nisshobdo Biplob (English version – Silent Revolution), detailing the work done by him in the seven assembly segments that make up his parliamentary constituency during the past year. The programme was held at Buinta in Budge Budge.

The book has come out in two languages – Bengali and English, titled Nishhobdo Biplob and Silent Revolution, respectively.

The book contains all details of the initiatives and achievements of Abhishek Banerjee as an MP.

Present at the programme were the All India General Secretary of the party, Subrata Bakshi, Secretary General Partha Chatterjee, Zilla Sabhadhipati of South 24 Parganas, Samima Seikh and other dignitaries and leaders.

At the event, the TMYC President said that the party has two treasures, one being Mamata Banerjee and the other being all the party activists. He stressed on the need for working in a united manner, in every field. He also stressed on his taking action on every problem he is informed of, within an hour.

 

তৃণমূলের দুটি সম্পদ এক হলেন নেত্রী, অন্যটি হল কর্মীঃ অভিষেক

গতকাল ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বই “নিঃশব্দ বিপ্লব”-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন। তাঁর সংসদীয় ক্ষেত্রে গত দু’বছরে তিনি কী কী কাজ করেছেন, তার সচিত্র আখ্যান এদিন জনসমক্ষে প্রকাশ করলেন। গত বছরেও একইভাবে তার কাজের তালিকা সম্বলিত পুস্তিকা প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানটি হয় বজবজের ভুনিতায়।

বইটি বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই প্রকাশিত হয়েছে। বাংলা সংস্করণটির নাম “নিঃশব্দ বিপ্লব” এবং ইংরেজি সংস্করণটির নাম “Silent Revolution”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি শেখ শামিমা সহ আর অন্যান্য নেতারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন এই অনুষ্ঠানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জানান, তৃণমূলের দুটি সম্পদ, এক হলেন নেত্রী, অন্যটি হল কর্মী। সকলকে একসঙ্গে লড়াই করে কাজ করতে হবে। জোটবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন এলাকার যে কোন সমস্যা তিনি এক ঘণ্টার মধ্যে সমাধান করে দেন, যে কোন সমস্যায় তিনি মানুষের পাশে থাকেন।