Latest News

June 23, 2016

West Bengal to prepare export strategy in MSME sector

West Bengal to prepare export strategy in MSME sector

The main purpose of the move was to promote various products including that of engineering, textiles in the international arena. A memorandum of understanding (MoU) has already been signed between the state government and the Export Import Bank of India (Exim Bank) few months ago in which the latter has agreed to provide financial assistance and also advisory support.

The State Government is now working towards the building of infrastructure so that the products could be exported to various countries. This move will not only help to the state’s economy but will also create demands of various products in the international market.

The Government is working towards the building of infrastructure and it would be in place in next months. The Exim Bank has agreed to provide West Bengal with an advisory support for the implementation of new project and they would also provide loans for the export of our engineering, textile products and garments. The bank will provide loans to individuals on the recommendations of the state government and thus help the State in promoting our export policy..

West Bengal is the first state to prepare an export strategy and to implement it. Senior officials of the MSME department in the state are also in touch with the Exim Bank. The State Government has urged the body to look at the cluster so that it can give advisory support to them.

The State MSME department had taken up a series of new projects to contribute to the development of the socio-economic condition of artisans across the state by giving them a platform to showcase their handicrafts.

The State Government had set up ‘Rural Craft hub Project’ at 11 different locations. Around 3,000 people were initially involved in the project and later the number rose up to 15,000 within few months. It is planning to set up more such hubs in various parts of the state which will create 5 lakh jobs. The Rural Craft Hub Projects came up at the cost of Rs 10 crore in the first phase, while in the second phase many more hubs will come up in the state at an approximate cost of Rs 20 crore.

The Rural Craft Hubs were elevated to rural Craft Cultural Hubs in October 2015 to include the people who are involved in various cultural activities as well. The hubs which were already recognised by the UNESCO have become a place of tourist action as well.

 

MSME সেক্টরে রপ্তানি প্রক্রিয়া চালু করছে রাজ্য সরকার

ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র সহ বিভিন্ন আঙিনায় দেশি পণ্যদ্রব্য ও বস্ত্র রপ্তানি করাই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই কয়েক মাস আগে রাজ্য সরকার ও এক্সিম ব্যাঙ্কের মধ্যে একটি মউ সাক্ষর হয়ে গেছে যেখানে তারা আর্থিক সহায়তা এবং অ্যাডভাইসরি সমর্থন প্রদান করতে সম্মত হয়েছে।

রাজ্য সরকার এখন পরিকাঠামো তৈরি করছে যাতে যাতে তারা তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। এর মাধ্যমে শুধু রাজ্যের আর্থিক পরিকাঠামোকে সাহায্য করবে তা নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা অনেক বৃদ্ধি করবে।

রপ্তানি কৌশলকে প্রথম বাস্তবায়িত করে পশ্চিমবঙ্গ। রাজ্যের MSME বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক্সিম ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্লাস্টারগুলিকে দেখাশোনা করার জন্য রাজ্য সরকার একটি পর্যবেক্ষক দল তৈরি করে যারা তাদের উপদেষ্টামূলক সমর্থনও দেবে।

সমগ্র রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজ্যের MSME দপ্তর একগুচ্ছ নতুন প্রকল্প নিয়েছে।

রাজ্যের ১১ টি জায়গায় রাজ্য সরকার একটি ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরি হয়েছে। প্রায় ৩০০০ লোক এই প্রকল্পের সঙ্গে যুক্ত, পরে কয়েক মাসের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৫০০০। রাজ্যের বিভিন্ন জায়গায় এইধরনের আরও হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে যেখানে প্রায় ৫ লাখ কর্মসংস্থান হবে। প্রথম দফায় এই ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরিতে বরাদ্দ হয়েছে ১০ কোটি টাকা। দ্বিতীয় দফায় আরও ‘রুরাল ক্রাফট হাব প্রজেক্ট’ তৈরি হবে যার মোট খরচ ২০ কোটি টাকা।

২০১৫ সালের অক্টোবর মাসে রুরাল ক্র্যাফট হাব রুরাল ক্র্যাফট সাংস্কৃতিক হাবে পরিণত করা হয়েছে। ইতিমধ্যে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হাবগুলি পর্যটনের জায়গা হিসেবে পরিণত হয়েছে।