State will have no load-shedding this Puja season: Bengal Power Minister

The festive season will see no load-shedding in Bengal, said State Power Minister Sobhandeb Chatterjee, on Sunday. The State Power department is all prepared to light the city and villages in the festival season.

“We are a power surplus state now. We are ready with the infrastructure of zero power cuts during Durga Puja. There should not be any problem,” the Minister said.

West Bengal has recorded surplus power. West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has surplus power, measuring around 1,000 MW, informed the Minister.

The Minister also added that the State can sell the power to other states and distribute the power to national power grid (Power Grid Corporation of India Limited). The State produces around 30,000 million units. The State either banks the surplus power outside or sells it to power exchanges.

The Government has also been developing a power bank. With the addition of new power units the total power generation in Bengal will get a boost and the state will be able to supply surplus power to other states.

 

 

পুজোয় রাজ্যে লোডশেডিং হবে না: বিদ্যু९ মন্ত্রী

এ বছর পুজোর সময় কোনো বিদ্যু९-ঘাটতি হবে না। মাননীয় বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এ কথা জানান। উত্সবের দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলকে আলোকিত রাখতে প্রস্তুত রাজ্য বিদ্যু९ পর্ষদ।

“আমাদের রাজ্যে এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যু९ মজুদ আছে, আমাদের এখন যা পরিকাঠামো আছে, তাতে কোনো বিদ্যু९ ঘাটতি হবে না ও কোনো ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না” জানালেন মন্ত্রী।

তিনি আরো জানান, রাজ্যের কাছে অতিরিক্ত বিদ্যু९ মজুত আছে, রাজ্য বিদ্যু९ পর্ষদ প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যু९ তার ভাঁড়ারে বাঁচিয়ে রেখেছে।

তিনি বলেন, রাজ্য এখন অন্যান্য রাজ্যকে বিদ্যু९ বিক্রি করতে পারে বা national power grid (Power Grid Corporation of India Limited) কে বিদ্যু९ বিলি করতে পারে। রাজ্য মোটামুটি ৩০ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যু९ তৈরী করে, বেশি হলে  তারা বাইরের বিদ্যু९ ব্যাঙ্কে তা জমা করে বা বিক্রি করে।

রাজ্য বিদ্যু९ ব্যাঙ্ক তৈরীর কাজ শুরু করে দিয়েছে। নতুন কেন্দ্রগুলি তৈরী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিদ্যু९ উ९পাদন বাড়বে ও অতিরিক্ত বিদ্যু९ অন্যান্য রাজ্যকে বিক্রি করতে সক্ষম হবে।

Preparation for Singur Diwas programme on in full swing

The preparations for celebrating the Singur Diwas on September 14 are going on in full swing.

The state government has been working on the land survey work on a war footing following the order of the Chief Minister, who before undertaking her Europe tour had instructed the senior ministers to visit the place to inspect the progress in work.

During her absence, senior ministers had visited the spot and inspected the progress of land survey. They also reviewed the arrangements for the victory day celebration on September 14 when the Chief Minister is scheduled to take part in rally in Singur.

It may be mentioned here that Chief Minister Mamata Banerjee will hold a high level meeting with the senior ministers and the officials of the government at Nabanna to take a stock of the progress in the work.

 

সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী ১৪ তারিখ সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় জমি পর্যবেক্ষণের কাজ চলছে, উনি ইউরোপ যাওয়ার পূর্বেই মন্ত্রিদের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর গিয়ে কাজের গতি সরেজমিনে পরিদর্শন করতে।

গত এক সপ্তাহে বিভিন্ন মন্ত্রীরা সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতিও তদারকি করে এসেছেন।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন। সেই বৈঠকে সিঙ্গুরে জমি জরিপের কাজের অগ্রগতির খতিয়ান দেবেন আধিকারিকরা।

‘Banglar Taanter Haat’ to be inaugurated on 11 Sep

Just before the Durga Puja, the state government is all set to organise another edition of ‘Banglar Tanter Haat’ – a fair, where the weavers of Bengal will showcase their amazing creations.

The organiser is the state micro, small and medium enterprise and textiles department. The minister of micro, small and medium enterprise, will inaugurate the fair on Sunday.

The fair has been the centre of attraction for women, as various varieties of Saaris and Salwar and other traditional apparels are showcased here. Milan Mela – the state government’s designated fair zone just off to Eastern Metropolitan Bypass – is the venue of Banglar Tanter Haat.

The weavers across the state will participate in the Haat and will sell their product. The urban population is in love with their production. A huge turnout in the fair is expected this year as it is being held just before the festive season.

But not only the woman but the men would also be happy with variety of the clothes in the haat. Various men apparels including Dhuti, Punjabi and wide variety of Fotua will be displayed.

 

পুজোর আগে শুরু হচ্ছে ‘বাংলার তাঁতের হাট’

পুজোর আগে সুখবর। রাজ্য সরকারের উদ্যোগে এ বছর দুর্গা পুজোর আগেই আবারও আয়োজন করা হচ্ছে “বাংলার তাঁতের হাট” মেলার।

বাংলার তাঁত শিল্পীরা যাতে নিজেদের শিল্পশৈলী দেখানোর সুযোগ পায়, তাই এই মেলার উদ্যোগ ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতর ও বস্ত্রশিল্প দফতর। রবিবার ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন।

মেলাতে থাকবে বিভিন্ন ধরণের শাড়ি, সালোয়ার ও ঐতিহ্যবাহী বস্ত্রসমূহ। ই এম বাইপাসের ধারে অবস্থিত মিলন মেলা প্রাঙ্গনে এই মেলাটি অনুষ্ঠিত হবে।

সারা রাজ্যের সমস্ত তাঁত শিল্পী এই মেলায় অংশ নেবেন ও নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পারবেন। বিগত কয়েক বছরে দেখা গেছে শহরের মানুষ ওনাদের কাজকে খুব পছন্দ করছেন, তাই, আশা করা যায় পুজোর আগেই এই মেলাকে কেন্দ্র করে ভালো সাড়া পাওয়া যাবে।

শুধু মহিলা নন, পুরুষদের জন্যও মেলাতে থাকবে নানা সমাহার। যেমন ধুতি, পাঞ্জাবি ও প্রচুর ধরণের ফতুয়া মেলায় পাওয়া যাবে।

Bengal to train prisoners in correctional homes to become self reliant

The state correctional home department has taken a unique move to train the prisoners in producing bakery and food items to make them self reliant. This move will reduce the huge expenditure of maintaining the kitchens.

The department has a plan to train the prisoners on how to prepare mustard oil, bakery items, candles, textiles, umbrellas, phenols and other items. The department is also looking at how the prisoners could be used for farming for which they would be handed over various modern equipments and manure to increase the productivity.

Under this current project, around 378 prisoners have already been employed. Profit has been made by the departments by running the schemes at Presidency Correctional Homes, Alipore Correctional Homes, Behrampore Correctional Homes, Midnapore Central Correctional Home.

3 districts of Bengal among top 6 in the country in terms of access to sanitation

A survey commissioned by the Union Ministry of Drinking Water and Sanitation on households’ access to sanitation facilities, conducted by Quality Council of India, has found that three districts of West Bengal are among the top six in India.

The districts of Nadia, Purba Medinipur and Hooghly are among the country’s toppers.

The survey was conducted by Quality Council of India on behalf of the Ministry, covering 75 districts, encompassing nearly 70,000 household across 2,530 villages.

In April 2015, West Bengal Chief Minister Mamata Banerjee had declared Nadia as the first Open-Defecation Free (ODF) district in the country. This was the result of Nirmal Bangla Abhiyan, undertaken to eliminate open defecation in West Bengal, which was a pioneering effort in the country.

The achievement was recognised internationally too. UNICEF selected the district administration of Nadia as the first prize winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, the State has made rapid progress. Mamata Banerjee has also declared April 30 as Nirmal Bangla Diwas.

 

দেশের শীর্ষ ৬ নির্মল জেলার মধ্যে বাংলার ৩ জেলা

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে নির্মল জেলার তালিকায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা প্রথম দশের মধ্যে স্থান অর্জন  করেছে।

নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

মন্ত্রালয়ের পক্ষ থেকে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ৭৫ টি জেলার ২,৫৩০ গ্রামের প্রায় ৭০,০০০ পরিবারের উপর এই সমীক্ষা চালিয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম নদিয়া জেলাকে ‘প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা’ হিসেবে ঘোষণা করেন।  সমীক্ষা করে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ১০ লক্ষ পরিবারের মধ্যে লাখ তিনেকের শৌচাগার নেই। ওই বছর ২ অক্টোবর থেকে জেলা প্রশাসন নিজস্ব ‘সবার শৌচাগার’ প্রকল্প চালু করে।

এই কৃতিত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃটি পেয়েছে। ২০১৫ সালে ইউনিসেফ নদিয়া জেলাকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং পুরস্কৃত করে।

তারপর থেকে  রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল দিনটিকে ‘নির্মল বাংলা দিবস’ ঘোষণা করেছেন।

 

German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”

Biswa Bangla products to be available in Germany

An interaction was organized by Government of West Bengal, Consulate General Munich, BVMW and FICCI in Munich on Thursday.

The speakers included prof Dr. Wolgang Reinhardt From BVMW, former CEO, BVMW and Chairman, CUD, Baden-Wurttemberg, Bernd Reuters from German Ministry, Head of Division International Economic Relations, Ministry of Economic Affairs, Labour and Housing, State of Baden-Wurttemberg and senior secretaries of Government of West Bengal.

They were invited to bring a delegation of major auto, engineering,textile and other members to Bengal.

The 160 years old AMANN Group of Germany represented by Sanjeev Grewal, Regional Director said they were Interested in setting up a large textile industry in Bengal manufacturing specialized threads. The dialogue will continue as all the dignitaries were invited to Bengal.

The interaction was attended by Senator H.C. Zaki Kursun, GM, East West, a large importer of home furnishing textiles. He said he is highly interested in sourcing from Bengal. The Benga MSMET Department will facilitate linking with private textile manufacturers of Bengal.

More than 60 German Companies were present to interact with the Government and Business delegates of India. The seminar was followed by meeting with Dr. Gisela Splett, Honorable state Secretary of Ministry of Finance of the state Baden-Wurttemberg and also another meeting with Breuninger Department Store of Biswa Bangla.

 

বার্লিন-মিউনিখের স্টলে পাওয়া যাবে পণ্য

বঙ্গ বাণিজ্যে তাদের লগ্নি আরও বাড়াচ্ছে জার্মান সংস্থাগুলি৷ নতুন করে আরও কিছু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে৷ মিউনিখে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপ ও সম্মেলনে অসাধারণ আহ্বানের জন্যই জার্মান শিল্পমহলের ব়্যাডারে ধরা পড়েছে বাংলা৷।

বিশেষ তাৎপর্যপূর্ণ হল, এদিন স্টুটগার্টে ছিল একটি শিল্পসভা৷ যেখানে গিয়েছিল রাজ্যের একটি উচ্চপর্যায়ের শিল্প-প্রতিনিধিদল৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু এই প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম ২০-৩০টি সংস্থা আসবে৷ কিন্তু এই যে বিপুল সংখ্যক সংস্থা এসেছে, এটাই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে৷”

অমিতবাবু বলেন “এদিন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল৷ সেখানে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে সেখানকার শিল্পোদ্যোগী ও উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন শিল্পকর্তারা৷ স্টুটগার্টের বণিকসভার সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানির ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে চেয়েছেন মিউনিখ সফরে আসা বাংলার শিল্পকর্তারা৷

আজ, শুক্রবার কলকাতায় ফেরার বিমানে উঠছেন মুখ্যমন্ত্রী৷ বিকালে উড়ান৷ তিনি কলকাতা পৌঁছবেন শনিবার সকালে৷

Bengal to undertake drive to achieve 100 per cent literacy

The state mass education department is going to undertake a literacy drive in the city in order to achieve 100 per cent literacy rate.

Around 12 lakh men and women have registered their names in the 9 districts where literacy rate is comparatively low. Among the total 12 lakh, around 11.27 lakh people have appeared in the examination, of which around 60 per cent are women.

The state government is planning to cover around 12 lakh people under the literacy drive within March next year.

Around 1,364 Lok Siksha Kendra was set up at 9 districts to spread awareness and make the programme a success.

The state government is giving an emphasis on a special literacy drive among the physically challenged and backward classes.

 

সাক্ষরতার হার ১০০ শতাংশ করার উদ্যোগ রাজ্য সরকারের

সাক্ষরতা হার ১০০ শতাংশ করার জন্য রাজ্য গণশিক্ষা বিভাগ উদ্যোগ নিতে চলেছে। আগামী বছর মার্চ মাসের রাজ্যের প্রায় ১২ লক্ষ মানুষকে সাক্ষর করে তোলার একটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২ লক্ষ লোক ৯ টি জেলায় (যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম) তাদের নাম নথিভুক্ত করেছেন। মোট ১২ লাখের মধ্যে প্রায় ১১.২৭ লক্ষ মানুষ পরীক্ষায় বসেছেন যার মধ্যে ৬০ শতাংশ মহিলা।

এই পরিকল্পনাকে সফল করতে ও মানুষকে এব্যাপারে আরও সচেতন করতে ৯ টি জেলায় মোট ১,৩৬৪ টি লোক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।

রাজ্য সরকার প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর ওপরও বিশেষভাবে জোর দিচ্ছে।

 

 

In a first, sanction plans to be handed over along with plots in Gitabitan township

Setting a precedent in the country, the Urban Development department of Bengal has decided to hand over plots – along with the sanction plan – to set up structures on them at Gitabitan in Santiniketan.

Gitabitan project, named by Chief Minister Mamata Banerjee, is coming up on 127 acre of land. Necessary amendments to the Building Rules will be made to facilitate the project. A tender will be floated after the Puja to find out the buyers.

The state government has decided to set up six townships in Santiniketan (Gitabitan on 127 acre), Baruipur (Uttam City on 86 acre), Asansol (Agnibina on 59 acre), Kalyani (Samriddhi on 51.4 acre) Howrah (Dumurjala on 51.4 acre) and Siliguri (Teesta on 84 acres).

The state government has also come up with a township policy. All the modern townships will have specific themes.

The image is representative

 

স্যানক্শন প্ল্যানও দেওয়া হবে গীতবিতান থিম সিটি প্রকল্পে 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের গীতবিতান থিম সিটিতে জমির সাথে স্যানক্শন প্ল্যান ও দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হবে আবাসন আইনে। পুজোর পর বিজ্ঞপ্তি জারি করা হবে।

১২৭ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামকরণ করা গীতবিতান প্রকল্প।

রাজ্য সরকার ছয়টি থিম উপনগরী গড়ে তুলতে চায়: শান্তিনিকেতনে গীতবিতান (১২৭ একর), বারুইপুরে উত্তম নগরী (৮৬ একর), আসানসোলে অগ্নিবীণা (৫৯ একর), কল্যাণীতে সমৃধ্ধি (৫১.৪ একর), হাওড়াতে ডুমুরজালা (৫১.৪ একর) ও শিলিগুড়িতে তিস্তা (৮৪ একর)।

গীতবিতান এমন ভাবে তৈরী করা হবে যাতে শান্তিনিকেতনের পরিবেশ আরও সমৃদ্ধ হয়। এই উপনাগরিতে অত্যাধুনিক সব বন্দোবস্ত থাকবে পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধন ঘটে।

Bengal excels in providing drinking water to villages, control pollution

Adding another feather in its cap Bengal now excels in providing drinking water to the villages as well as in controlling pollution by technical means.

The State Public Health Engineering department has now requested for a package of Rs 10,000 Cr for carrying out a project to provide arsenic and fluoride-free drinking water to all the villages in the State.

Incidentally, Bengal has been the first and only State to start using the mobile app to pinpoint water sources for drinking water and map it with Geo-tag, which was devised by the Central Ministry.

The State PHE department has installed 217 laboratories to constantly check the quality of ground water. Also, all tube wells are being pinpointed by GI mapping. The laboratories have been given smart phones to do the mapping through the mobile app. Incidentally, Bengal also holds the first place in creating the number of laboratories to research on water quality.

 

দূষণমুক্ত পানীয় জল সরবরাহের জন্য সারা দেশে নজির গড়ল বাংলা

বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। গ্রামে গ্রামে পানীয় জল পরীক্ষাগারে প্রযুক্তির ব্যবহার ও দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে থাকার সুবাদে অন্য রাজ্যের তুলনার এগিয়ে বাংলা।

রাজ্যকে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণমুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধিরা ১০ কোটি টাকার একটি প্রেজেন্টেশন দেবে।

ঘটনাচক্রে, বাংলাই প্রথম রাজ্য যারা কেন্দ্রের গ্রামীণ জলসরবরাহ মন্ত্রকের তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করে। জলের উৎস চিহ্নিত করে তা অ্যাপের মাধ্যমে আপলোড করে দিলে টা আপনাআপনিই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং ছবি তোলার তারিখ ও সময় সহ জিও ট্যাগ করে নেবে।

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর রাজ্যব্যাপী ২১৭ টি ল্যাবরেটরির মাধ্যমে প্রতিনিয়ত পানীয় জলের গুনমান পরীক্ষা করে চলেছে। এছাড়া প্রতিটি নলকূপকে ভৌগলিকভাবে চিহ্নিত করে তাঁর জি আই এস ম্যাপিং করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি ব্লকে সমস্ত নলকূপকে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রতিটি ল্যাবরেটরিকে স্মার্ট ফোন দেওয়া হয়েছে সার্ভে করার জন্য। ঘটনাচক্রে, পানীয় জল পরীক্ষাগারের সংখ্যার বিচারেও দেশে প্রথম বাংলা।