Physical possession given for 846 acres of Singur land, rest unclaimed: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced that names of the officers who were involved in the task of reconverting the 997 acres of the Singur land to cultivable condition and distribute it to its actual owners will be displayed on a board.

For the first time ever in the State’s history, names of officers will remain displayed on a board for their invaluable work to complete a task much ahead of the set deadline.

A booklet will also be published containing detailed information about the officers, their department and contribution for returning the land to farmers by following the Supreme Court’s order word by word.

The Bengal Chief Minister went to Singur on Wednesday to check the present situation as she had set November 8 as the deadline for completion of the land handing over process.

The Apex court had given 12 weeks time to the state government to return the land to its owners. But the officers have worked day and night without taking any leaves to complete the task before two weeks.

The Chief Minister said that this was not an easy task as there were thick concrete floors which had to be removed. Subsequently, the land also had to be converted to cultivable condition before handing it over to the farmers. It was challenging to carry out the work of conversion as well as documentation at the same time. But the officers tackled the situation skilfully.

“They didn’t take leave during Durga Puja and other festivals to complete the work on time. Thus, they will be getting leaves after the entire process of handing over the land is over,” she announced adding that Singur would become a place of interest for people from abroad and students would visit the place for research work.

The Bengal Chief Minister had earlier appreciated the work of all the departments involved in returning the land to farmers and the departments include agriculture, department, urban development and municipal affairs, public works, public health engineering, panchayat and rural development department. She had also appreciated the Hooghly district administration and police who had worked under the leadership of the District Magistrate and superintendent of police. During Wednesday’s visit, she further said that no one had turned up to claim 71 acre of land and around 846 acre of land have been distributed among its owners.

“There were some people who had taken cheques posing as owners of the plots during the Left Front regime,” she said adding that if there are any actual land owners they would get back their plots. It may be mentioned that she had said earlier in Singur on September 14 that steps would be taken against such people. She further said that steps would be taken to refill the channels which are passing through the land in Singur under the state government’s Jal Dharo Jal Bharo scheme.

 

ইতিহাস সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের গন্তব্য হবে সিঙ্গুর: মমতা

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, যেসব অফিসাররা সিঙ্গুরের ৯৯৭ একর জমি চাষযোগ্য করে মালিকদের বিতরণ করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নাম প্রদর্শিত হবে একটি বোর্ডে।

রাজ্য ইতিহাসে এই প্রথমবারের জন্য, কর্মকর্তাদের নাম একটি বোর্ডে প্রদর্শিত থাকবে নির্দিষ্ট সময়সীমার আগে তাদের কাজ সম্পন্ন করার জন্য।

তিনি জানান, “৯৯৭ একর জমির মধ্যে ৮৪৩ একর জমির জরিপের কাজ শেষ৷ সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ের আগেই জমি চাষযোগ্য করে তোলা হয়েছে৷ এ সবই সিডি করে আদালতে জমা দেবে রাজ্য৷

বুধবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে গিয়েছিলেন মমতা৷ সেই ফাঁকে ঘুরে গেলেন সিঙ্গুরও৷ আদালতের রায়ের পর আগেও দু’দফা এসেছিলেন৷ গত মাসে চাষের কাজও শুরু করান৷ এদিন শেষ পর্বের কাজ পরিদর্শন করেন৷

গোটা বিষয়টির দায়িত্ব মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন মমতা৷ তাঁর ও রাজ্য সরকারের টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ঘোষণা করেন, “জমি চাষযোগ্য করার জন্য সিঙ্গুরে যাঁরা যাঁরা কাজ করেছেন, অফিসার থেকে কর্মী, সবাইকে সিঙ্গাপুর, হংকং, ব্যাংককের মতো বিদেশে যাওয়ার জন্য বাড়তি একটি এলটিসি দেবে রাজ্য৷ দরিদ্র কনস্টেবল ও সিভিক পু্লিশকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া যে শহিদ মিনারটি তৈরি হবে সেখানে একটি পুস্তিকা থাকবে৷ আন্দোলনের নেতৃত্ব ছাড়াও চাষযোগ্য করার কাজ যাঁরা করলেন তাঁদের সবার নাম সেই পুস্তিকায় লেখা থাকবে৷”

মুখ্যমন্ত্রী আরও জানান, “যাঁরা মনুমেন্ট দেখতে আসবেন তাঁরা স্টল থেকে পুস্তিকা, সিঙ্গুর আন্দোলন সম্পর্কিত বই, ছবি, অডিও, ভিডিও সিডি কিনতে পারবেন৷”

এদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “এই জমি চাষযোগ্য করতে পুজোর ছুটির সময়ও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের বাড়তি ছুটি দিয়ে দেওয়া হবে”।

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।

 

 

Atmosphere of political, religious intolerance in the country: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Thursday said that an atmosphere of religious and political intolerance prevailed in the country.

While addressing a public meeting in Jamboni, West Midnapore, she said, “The entire country is witnessing religious and political intolerance. In Bengal we do not believe in this. We follow what people like Ramkrishna and Vivekananda said.

“We will not tolerate any kind of communal division. In Bengal, we don’t discriminate among people according to their religion. Five years ago, people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears,” she added.

Stating that Bengal will not tolerate politics of communalism and riots, Mamata Banerjee said she took pride in the fact that “only Bengal can celebrate both Durga Puja and Muharram harmoniously”. The chief minister pledged to take the state to new heights of glory.

On Friday, reacting to Centre’s decision to take a private news channel off-air for a day, she tweeted, “NDTV ban is shocking. If Govt had issues with Pathankot coverage,there are provisions available. But ban shows an Emergency-like attitude.”

 

দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে: মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন যে সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। জামবনির এক জনসভায় তিনি বলেন, বাংলায় মারা মানুষে মানুষে বিভেদ করিনা। আমরা রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি।

তিনি জোর গলায় বলেন যে বাংলা দাঙ্গাবাজদের ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন একমাত্র বাংলাতেই দুর্গা পুজো এবং মহরম একই সাথে শান্তিতে ও সৌহার্দের সাথে পালিত হয়।

শুক্রবার যখন খবরে প্রচারিত হয় যে কেন্দ্র একটি বেসরকারি হিন্দি চ্যানেলের ওপর একদিনের জন্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, তিনি বিস্ময় প্রকাশ করে টুইট করেন, “এনডিটিভির ওপর নিষেধাজ্ঞায় আমি বিস্মিত। পাঠানকোটে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সরকারের আপত্তি থাকলে অন্য পন্থাও নিতে পারতো সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা যেন জরুরি অবস্থার সমান।”

Bengal CM slams Opposition for trying to disturb peace in the State

Chief Minister Mamata Banerjee on Thursday held some Opposition paties responsible for spreading communal tension in the state and in one breath said that any attempt to destroy the fabric of communal harmony will be dealt with seriously.

“They are fanning communal tension and trying to disturb the communal harmony in the state. Any attempt to disrupt the environment of communal harmony and peace will be dealt with seriously,” she said. She was addressing a rally at Jamboni in West Midnapore.

She also said that the Centre was reducing its funds allocation in many projects making it almost impossible for the state government to carry on with them. She said because of the lack of planning of CPI(M) government, the state government had to spend a major portion of its earnings to clear the loan burden.

“For three decades, the CPI(M) government did not do anything for the state’s development and took loans. The situation has become so alarming that a major portion of the state’s earning has to be spent to clear the loan”. The Centre should do something in this regard, she maintained adding: “The CPI(M) leaders have no work to do except finding faults with the state government.”

 

বাংলায় দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়:‌‌ মমতা

পশ্চিম মেদিনীপুরের জামবনির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কিছু বিরোধী দল শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কাজ করে চলেছে, তিনি একই সঙ্গে জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত।

“বিরোধীরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে দাঙ্গার পরিবেশ তৈরী করার। বাংলা দাঙ্গাবাজদের বরদাস্ত করবে না।”

সাথে সাথেই তিনি কেন্দ্রকেও বিঁধেছেন। “কেন্দ্র প্রায় সব প্রকল্পের টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে সেগুলি চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিগত বাম আমলের পরিকল্পনার অভাবে আমাদের আয়ের একটা বিশাল অংশ শুধু দেনা মেটাতে দিয়ে দিতে হচ্ছে,” বলেন তিনি।

“তিন দশক ধরে বাম সরকার বাংলার জন্য কোনো কাজ করে নি, শুধু ধার নিয়ে গেছে। তিনি এও বলেন “সিপিআইএম নেতাদের কোনোই কাজ নেই শুধুমাত্র এখনকার সরকারের খুঁত ধরা আর তাই নিয়ে কুত্সা ও অপপ্রচার করা ছাড়া।”

 

Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Bengal shows the way for communal harmony: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday urged the people to continue upholding the state’s tradition of secularism and communal harmony during the coming festivities.

Addressing a public meeting in Jhargram in West Bengal’s West Midnapore district, Banerjee thanked the people for maintaining communal harmony throughout the state during the festive season.

“I thank the people of all the religions living in Bengal to celebrate the festivities with peace, love and togetherness. Bengal has always been a pinnacle of secularism and we shall keep it that way,” Banerjee said.

Referring to the clash of dates this year between Durga Puja, the biggest Hindu festival in Bengal and Muharram, the occasion of mourning for the Muslims, she said it is only Bengal that can celebrate both the occasions with such poise and grace.

“Nowhere else in India such religious occasions of two different communities are observed with so much harmony. Bengalis always enjoy the occasions of festivity without caring about its religious origin,” she said.

Banerjee referred to some sporadic incidents of violence in the state as ‘exceptions’ and cautioned people of the ill effects of communal violence.

“People don’t want riots. Anyone who tries to spark communal tension, would be given stern punishment,” she said.

“I thank the people of Bengal for showing religious tolerance and maintaining an environment of peace and harmony in the state. I hope we will celebrate Chath-Puja, Christmas and other coming festivals too in the same mood,” the Chief Minister said.

 

সম্প্রীতির আদর্শ বাংলা:‌ মমতা

বাংলায় দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করতে পারে। পুজো আর মহরম একসঙ্গে হয়। বুধবার ঝাড়গ্রামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এই বাংলায় পুজো আর মহরম একসঙ্গে অনুষ্ঠিত হয়। একমাত্র বাংলাতেই হয়, এমনটা অন্য কোথাও দেখতে পাবেন না। এটা গর্বের বিষয়। এত ভাল শান্তি-‌সংহতির জায়গা দু‌টো দেখতে পাবেন না।’‌

তিনি আরও জানান, কলকাতায় আমরা পুজোর আগে ও পুজোর পরে সবাই একসঙ্গে মিলিত হতে পারি। জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা এই কাজটা খুব ভাল করে করছেন। আমি সবসময় জেলার ওপর গুরুত্ব দিতে বলি‌‌। সে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা আদিবাসীদের করম পুজো। সব উৎসবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উৎসবের মাঝে বেঁচে আছি। উৎসবের মধ্যে প্রাণ আছে। উৎসবই সবার ধর্ম, সবার কর্ম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আদিবাসী ভাইবোনেরা তাঁদের উৎসব পালন করেন। আমরা তাঁদের সেই ঠাকুরের স্থানটার পাট্টা দিচ্ছি। জাহের স্থানেরও পাট্টা দিচ্ছি। গ্রামের শ্মশানগুলোকে সুন্দর করে গড়ে তোলা হবে’।

তাঁর সংযোজন, “ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম।  ৪ নভেম্বর শান্তিধামও যাব। একটা অনুষ্ঠান আছে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে, যতদিন সর্বধর্ম সমন্বয় থাকবে।’‌

তিনি বলেন, ‘কলকাতায় যেমন ভিন রাজ্যের লোক আসেন পুজো দেখতে, তেমন বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন’। তাঁর সংযোজন, জেলার পুজোগুলিকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হয়। পরপর পাঁচ বছর দুর্গাপুজো-‌বকরি ইদ একসঙ্গে হয়েছে। মনে রাখবেন সকলে সব ধর্ম নিয়ে এটা বজায় রেখেছেন।

 

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Bengal is the gateway to south-east Asia: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated US-based hospitality chain JW Marriott’s debut hotel in the city on Tuesday, reiterating her contention that the state had a conducive environment for businesses to flourish.

The opening of JW Marriott hotel in the city proves that Bengal is the destination for investment as it is the gateway to south-east Asian countries, she said while inaugurating the hotel on Eastern Metropolitan Bypass.

Stressing on the strategic importance of Bengal for business, she said, “Bengal is not just a destination for Kolkata. It is the gateway to countries like Nepal, Bhutan, Bangladesh, and accessible to Bangkok, Singapore and Myanmar.”

She thanked the authorities of the biggest hotel chain in the world for opening the hotel before the Bengal Global Business Summit scheduled to be held on January 20-21, 2017 where delegates from many foreign countries to the city will attend this conference.

The Bengal CM also informed about the company’s plan to invest in another hotel at Siliguri. The superstructure, spread over 1.3 acres of land on Hillcart Road, would comprise 138 rooms. It will be thrown open to the public by the end of 2017.

 

 

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Don’t instigate communal violence, cautions Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Monday cautioned political parties not to create communal tension ahead of Kali Puja.

“There may be groups trying to provoke communal violence. Be extremely careful. If there are attempts to instigate people then inform the police immediately. Do not allow rumours to spread,” the Chief Minister said at Nabanna.

The Chief Minister said that those trying to create divisions among people are against the welfare of the state. “The State Government will not tolerate any kind of destructive activities. All emergency department personnel will be on duty during the forthcoming festive days, as they had been during the recently concluded Durga Puja. Appreciate their efforts and cooperate with them so that the coming festival days remain totally peaceful,” the Chief Minister said.

At the State cabinet meeting yesterday, the Chief Minister issued a note of caution against probable instigation to spread communal violence. She asked all her cabinet colleagues to be extra careful during the festival days. Public representatives have also been asked to make themselves accessible to the masses and keep a close vigil on the situation. The police force have also been instructed to take immediate and strong action against anyone attempting to spread rumours.

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কালীপুজো, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি পুজো কমিটিগুলি ও সাধারণ মানুষের কাছেও আবেদন রেখেছেন কোনওরকম প্ররোচনার ফাঁদে পা না দিতে।

তাঁর কথায়, “চক্রান্ত হচ্ছে বা অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। বাংলা বিশ্বের দরবারে যাতে গর্ব করার মতো জায়গায় না থাকতে পারে, তার জন্য চক্রান্ত চলছে। কেউ বিভেদ করতে চাইলে মেনে নেবেন না”।

সোমবার নবান্নের সামনে দমকলের নতুন ৫০টি গাড়ির যাত্রার সূচনা অনুষ্ঠানে যেমন এই বার্তা দিয়েছেন, তেমনই মন্ত্রীসভার বৈঠকেও মন্ত্রীদের সতর্ক থাকতে বলেছেন তিনি। সেখানে ধর্মীয় উসকানির বিষয়টিও স্পষ্ট সতর্ক করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অনেকেই সাম্প্রদায়িক বিভেদ ঘটাতে উসকানি দিচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আগেও এমন খবর এসেছে।বিধায়কদের পাশে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সতর্ক নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার দমকলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  বলেন, “সবাই যেন ভালো থাকে। দুর্ভোগ বা দুর্যোগের উ९সব চাই না।” তিনি সতর্ক করে দিয়েছেন, খেয়াল রাখতে হবে আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ধর্মে-কর্মে বিভেদ করে যারা, তারাই ধ্বংস করে, সৃষ্টি নয়। আমরা মৃত্যু নয়, জীবন চাই।” পাশাপাশি ধর্মীয় বিভেদকারীদের বিষয়ে মানুষকে সতর্ক করে তিনি বলেন, “যারা ধর্মের নামে বিভেদ করে, তারা পরিবারের মধ্যে বিভেদ করবে। এলাকায় এলাকায় বিভেদ করে দেবে। এটাই ওদের কাজ।”

তিনি বলেন, “দুঃখ, কষ্ট থাকতে পারে, তা বলে উত্সব থেমে থাকবে না। অপসংস্কৃতি নয়, সংস্কৃতি চাই। বাংলার মাটি সভ্যতার মাটি। পাঁচ বছরে বাংলায় অনেক কাজ হয়েছে। আরও কাজ করতে হবে।”