PM’s statement on the poor is an insult to common people and in bad taste: Mamata Banerjee

Bengal Chief Minister Mamta Banerjee once again criticised the Prime Minister for Centre’s demonetisation move on Monday. She said that the move has hit the poor of country badly, adding that the statement issued by PM is “bad in taste”.

“The PM in his speech had said the poor are sleeping peacefully. This is an insult to commoners and in bad taste. My humble suggestion is not to hit the common people like this ,” she said.

Mamata Banerjee had earlier given a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

On Sunday, she had tweeted: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. First please put a proper action plan in place. Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

Purba Medinipur: Surging ahead

In the last five years, East Medinipur has seen a surge of development, keeping up with other districts in Bengal. Around 85% of the people in the district are getting aid from government schemes.

 

 

 

Health and Family Welfare

  • Nandigram will be developed as a separate district
  • Four Fair Price Medicine Shops have been opened in Kanthi, tamluk, haldia and Egra. This has benefitted more than five and a half crore people in the district with a discount of Rs 11.58 crore
  • Fair Price Diagnostic Centre started in Tamluk district hospital
  • Two SNCUs opened in Tamluk and Egra hospital
  • 20 SNSUs have opened in the district. CCU opened in Tamluk district hospital
  • Multi super-specialty hospital opened in Panskura

 

Education

  • A new building has been erected in Shahid Matangini Hazra Women’s College
  • Two ITIs established in Egra-1 and Kathi-2 blocks
  • Kolkaghat Polytechnic is operational
  • More than 1.55 lakh students have received bicycles under Sabuj Sathi Scheme
  • 12 primary schools and 342 upper primary schools have been established in the last five years
  • 47 primary schools have been upgraded to upper primary schools and 157 secondary schools have been upgraded to higher secondary schools
  • Mid-day meals in all schools have led to the children becoming healthier and has reduced the number of absentees

 

Agriculture and Animal Husbandry

  • Around 6.20 lakh (97%) farmers have received Kisan Credit Cards
  • Five farmers’ markets established in Panskura-1, Nandigram, Bhagwanpur-2, and Patashpur-1A blocks
  • More than 9,000 landless families have been awarded NGNB patta
  • Due to the work done by the Fisheries department, more than 30 thousand fishermen have benefitted
  • The Animal Husbandry department has distributed more than 13.5 lakh chieckens and ducklings

 

Panchayat and Rural Development

  • In the last four-and-a-half years, more than Rs 1400 crore have been spent to create 6 crore man days under 100 days work
  • Under rural road scheme 312 km of roads have been constructed
  • More than 78,000 houses have been built under Indira Awaas Yojana
  • Under Mission Nirmal Bangla, around 1.40 lakh toilets have been built

 

Minority Welfare

  • More than 2 lakh students from minority classes have received scholarships worth Rs 30 crore
  • Around Rs 14 crore have been given to youth from minority classes to help them become self-sustained
  • More than Rs 5 crore has been spent under various MSDP schemes for development of the minority community
  • Karma Tirthas are being developed in Panskura-1, Panskura-2, Patashpur-2, and Sutahata-1 blocks

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 47,000 students receiving assistance under the Sikshashree Scheme
  • Around 1.44 lakh SC/ST/OBC certificates have been given out

 

Women and Child Development

  • 2.25 lakh students are receiving aid under the Kanyashree Scheme

 

Khadya Sathi

  • More than 38 lakh people in the district are getting foodgrains at Rs. 2 per kg

 

Industry

  • An Industrial Growth Centre is being set up in Haldia on more than 10 acres of land, which will bring employment to more than three thousand people
  • 25 clusters have been set up in the district to aid micro, small and medium enterprises
  • Industrial Estate established in Haldia

 

PWD and Transport

  • Digha-Kolkata helicopter service has started
  • The PWD Department has taken up 130 projects out of which 94 have been completed at a cost of Rs 256 crore
  • More than 578 km of roads constructed/repaired/renovated

 

Power

  • 100% electrification of rural areas under the Shobar Ghore Alo Scheme

 

Irrigation

  • 234 km of irrigation dams have been renovated
  • Kalaghai-Kapaleshwari-Bagai canal renovated at a cost of Rs 650 crore
  • 7.5 km of the Digha-Shankarpur beach has been beautified

 

Public Health Engineering

  • 66 drinking water-related projects taken up, out which 30 have been completed at a total cost of Rs 103 crore

 

Tourism

  • Digha Gate has been constructed in a record time of just 18 months at a cost of Rs 6.5 crore
  • Watch towers set up in Didha, Shankarpur, Tajpur, and Mandarmani

 

Labour

  • Around 6.21 lakh unorganised workers receiving assistance under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers
  • More than 22,000 transport workers registered under West Bengal Transport Workers’ Social Security Scheme
  • More than 3,000 youth receiving assistance under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,400 self help groups created under Anandadhara Scheme
  • A total of 13 Karma Tirthas established in the district

 

Urban Development

  • Rs 175 crore have been spent on various schemes in five municipalities

 

Information and Culture

  • More than 5000 artistes are getting a retainer fee and pension at present

 

In the last five years, the Trinamool Congress Government has ensured developments in all areas across all districts. Projects have been completed covering all departments of the administration.

 

পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়ন এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই পূর্ব মেদিনীপুর জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

নন্দীগ্রামকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

কাঁথি, তমলুক, হলদিয়া ও এগরা হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। দীঘা মহকুমা হাসপাতালে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুব শীঘ্রই চালু হয়ে যাবে।

জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ ১১ কোটি ৫৮ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।

তমলুক জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র চালু হয়ে গেছে।

তমলুক ও এগরা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি ইইঞ চালু হয়ে গেছে।

পাঁশকুড়ায় একটি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি নার্সিং ট্রেনিং স্কুল নির্মিত হচ্ছে।

শিক্ষা :

শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজের নতুন ভবন নির্মিত হয়েছে এবংপঠন-পাঠন শুরু হয়ে গেছে।

এগরা-১ ও কাঁথি-২ (দেশপ্রাণ) ব্লকে ২টি নতুন আইটি আই নির্মান সম্পূর্ণ হয়েছে।

পাশাপাশি কাঁথি-৩, নন্দীগ্রাম-১ ও মহিষাদল ব্লকে ৩টি নতুন আইটি আই গড়ে তোলা হচ্ছে। খেজুরি, রামনগর-১ ও চন্ডীপুরে আইটি আই গড়ে তোলা হবে।

কোলাঘাট পলিটেকনিক চালু হয়ে গেছে।

এই জেলায় প্রায় ১ লক্ষ ৫৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৪২টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার,মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৬ লক্ষ ২০ হাজার (৯৭%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে, ৯ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয় করে প্রায় ৬ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৩১২ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

গত সাড়ে ৪ বছরে জেলায় ৭৮ হাজারেরও বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ২ লক্ষেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৩০ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৫৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

খজঈঙ-তে ৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে  বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২, পটাশপুর-২ ও সূতাহাটা-১ কর্মতীর্থ নির্মাণের কাজ চলছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ৪৭ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ১ লক্ষ ৪৪ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন:

পূর্ব মেদিনীপুর জেলায় ২ লক্ষ ২৫ হাজার ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী:

জেলায় প্রায় ৩৮ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

হলদিয়াতে ১টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৪৫৩০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৬৬০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

পূর্ত পরিবহন :

যাত্রী সুবিধার্থে কলকাতা-দীঘা হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে।

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৯৪টি প্রকল্পের কাজ প্রায় ২৫৬ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৫৭৪ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি:

সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

সেচ:

২৩৪ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

পাঁশকুড়া-১ ও ২ ব্লক সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১২টি ব্লকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদিত হয়েছে।

দীঘা-শঙ্করপুর সৈকতে ১০.৫ কিমি সমুদ্র ভাঙ্গন প্রতিরোধ ও ৭.৫ কিমি সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়িত হয়েছে। এই প্রকল্প রূপায়িত হওয়ার ফলে পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ময়না ব্লকের চন্ডিকা নদীর উপরে এজমালিচক ও শ্রীধরপুরে ২টি সেতু এবং নন্দকুমার ব্লকের প্রতাপখালি খালের উপরে দক্ষিণ-নারিকেলদা সেতুর নির্মান করা হয়েছে।

প্রায় ৪ কোটি ব্যয়ে এগরা-২ ব্লকের বালিঘাই-বারোমাইল খাল এবং দেশপ্রান ব্লকের মীর্জাপুর খালের পুনঃখননের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ১০৩ কোটি টাকা ব্যয়ে ৬৬টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৩০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১০টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

পর্যটন:

মাত্র আঠারো মাসের রের্কড সময়ে দীঘা গেট (সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে) নির্মান করা হয়েছে।

এছাড়া দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মান্দারমনিতে ওয়াচ্‌ টাওয়ার, দীঘায় বিশ্ববাংলা উদ্যান, দীঘা যুব আবাসের অধুনিকীকরণ, নয়াকালী মন্দির পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা, দীঘা-মোহনা রাস্তা সহ মোট ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।

আড়াই কোটি টাকা ব্যয়ে দীঘায় বিশ্ববাংলা উদ্যান-এর সমম্প্রসারন সহ গাড়ী পার্কিং ও সংশ্লিষ্ট অন্যান্য সকল পরিষেবা নির্মানের কাজ চলছে।

দীঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবার সূচনা হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

আনন্দধারা প্রকল্পে ৭৪০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৩২০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

জেলায় মোট ১৩টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে ; এর মধ্যে ২টির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৭ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

পূর্ব মেদিনীপুর জেলায় ৫টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ১৭৫ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৩৩০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৫ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

পূর্ব মেদিনীপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৮ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৫ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে।

ক্রীড়া যুব কল্যান :

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রথম পর্যায়ের কাজও কাঁথিতে অরবিন্দ স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২৬টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

জেলায় ১০৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২ কোটি ১৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র :

জেলায় নতুন থানা হিসাবে কাঁথি মহিলা থানা ও হলদিয়া মহিলা থানা এবং মন্দারমণি উপকূলীয় থানা, জুনপুট উপকূলীয় থানা ও নয়াচর উপকূলীয় থানা স্থাপন করা হয়েছে।

 

 

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

Mamata Banerjee to join Opposition leaders to meet President over demonetisation woes

On Sunday, Trinamool Chairperson and Bengal Chief Minister said Mamata Banerjee said she spoke to the President of India on the issue of demonetisation and he has kindly consented to meet her and leaders of other Opposition parties on November 16 or 17.

Mamata Banerjee gave a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

She later tweeted: “The Hon President was kind enough to take my call now. I briefed him about how common people are suffering because of demonetization. I thank him for agreeing to meet reps of political parties on Nov 16 or 17 where we will brief him in detail on the grim situation.”

She also spoke to leaders of various parties and requested them to accompany her to meet the President.

In another tweet Mamata Banerjee stated: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. 1st pl put a proper action plan in place.Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

 

নোট বাতিল নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট নিয়ে তাঁর তীব্র প্রতিবাদ এবার তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। তিনি চান দেশ জুড়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে। তাই এবার কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রতিবাদে সামিল হতে সব বিরোধী দলের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে চেয়ে রবিবার রাষ্ট্রপতিকে ফোনও করেন। সময় পেয়েছেন। আগামী বুধবার দুপুর দেড়টায় মমতা ব্যানার্জি যাবেন রাষ্ট্রপতির কাছে। মমতার সঙ্গে ফোনে কথা হয়েছে বেশ কয়েকজন বিরোধী নেতার।

মমতা ব্যানার্জি রবিবার টুইট করে জানিয়েছেন, ব্যাঙ্ক ও এ টি এমের সামনে টাকা তোলার জন্য যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে। তিনি এদিন বিনম্রচিত্তে কেন্দ্রের কাছে নোট বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, এটা কোনও ইগোর লড়াই নয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সব দলের একসঙ্গে নামা উচিত। তিনি অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আগে সঠিক পরিকল্পনা করা উচিত ছিল। যেখানে সাধারণ মানুষ স্বস্তি পেত। সাধারণ ও গরিব মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ হওয়া উচিত।

নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি দেখতে শনিবার রাজপথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। শরৎ বোস রোড, ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডে বেসরকারি ব্যাঙ্কে যান। এ টি এমের অবস্থাও দেখেন। নোট বাতিলের ঘোষণার দিন মমতা ব্যানার্জিই প্রথম প্রতিবাদের সুর চড়িয়ে বলেন, এই সরকারকে বরখাস্ত করা উচিত। তুঘলকি সিদ্ধান্ত। অনেক মানুষ আত্মহত্যা করতে পারেন। গরিব মানুষ টাকা রাখবে কোথায়?‌

শনিবার নবান্নে মিডিয়াকে বলেন, সাধারণ মানুষের হয়রানি চোখে দেখে এলাম। অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে। কেন ব্যাঙ্ক, এ টি এমে টাকা থাকবে না?‌ লাইন দিয়ে সাধারণ মানুষকে কেন শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে?‌ ২০০০ টাকা নিয়ে মানুষ কী করবে?‌ দোকানদার নিচ্ছে না। ভাঙাতে পারছে না। ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে না। আমি আবার রাজপথে নামব।‌‌‌

 

Centre has lost the moral right to continue in office: Mamata Banerjee

Calling the government anti-poor, West Bengal Chief Minister Mamata Banerjee asserted that a few money launderers are profiting due to the ‘black decision’ of demonetisation.

Mamata Banerjee on Saturday said she is ready to with all Opposition parties to save the country. “We are ready to work with Congress, SP, BSP and other Opposition parties to save the country,” she said in a press conference in Kolkata.

Demanding immediate withdrawal of the ‘draconian’ decision to demonetise Rs 500/1000 notes, she said the government’s move without proper planning was dangerous. “I personally visited several banks today to listen to tales of hardship of common people. More than two lakh ATMs are closed, money is not available; people are facing lot of problems,” said Banerjee.

Calling the government anti-poor, the chief minister asserted that a few money launderers are profiting due to this ‘black decision’. “Only 1 % people hold black money; why are the other 99% being harassed for this,” said the CM adding that it is a betrayal with people.

The Chief Minister reiterated that the common people were facing hardships because of government’s decision.”A sudden midnight decision was taken. But few people in the ruling party knew about it,” she said.

Trinamool Congress has already given a notice in the Rajya Sabha for a discussion on the demonetisation issue on November 16, the opening day of winter session of Parliament. Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay has said the party would bring an adjournment motion in the house on the same day.

Mamata Banerjee has also penned a poem on the demonetisation issue.

Mamata Banerjee pens poem against demonitisation

Expressing her solidarity with thousands of those affected by the “hasty and arbitrary decision” of the Centre, Chief Minister Mamata Banerjee has written a poem.

It was she who first reacted shortly after Prime Minister announced demonetisation of Rs 500 and Rs 1,000 currency notes and said that this would create chaos all over the country and common people would be at the receiving end.

Her prediction has come true. Throughout the country, lakhs of common people were seen standing in long queues trying desperately to exchange their notes.

In this backdrop, she writes that intolerance and autocracy have tarnished the image of “rajdharma”.

Without naming the PM, the poetry lashes out at him and his effort to shield his close aides. The earning of common people has been termed as black money while those in the helm of affairs have come out clean.

The hasty and unplanned decisions have “broken” the hearts of common people. She questioned how the autocrats can hide their shame by punishing common people.

She maintained that people were criticising him for shielding the “sinners”. She remarked that those who have been “put under stress” will turn their back by offering you “three talaq”.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক অরাজকতার কারণে অগণিত নিপীড়িত সাধারণ মানুষের জন্য প্রতিবাদ হিসেবে কবিতা লিখলেন বাংলার অগ্নিকন্যা।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম তোপ দাগেন যে এই ঘোষণার ফলে দেশব্যাপী সাধারণ মানুষকে প্রচুর অসুবিধের মধ্যে পড়তে হবে। মানুষ ঘন্টার পর ঘন্টা কষ্ট করে লাইন দিচ্ছেন শুধু মাত্র কিছু টাকার নোট বদলানোর উদ্দেশ্যে। তিনি এও বলেন আজ রাজধর্ম ঢেকে গেছে অসহিষ্ণুতা ও স্বৈরাচারে।

প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নিজের কাছের লোকেরা যাদের প্রচুর কালো অর্থ রয়েছে তাদেরকে আড়াল করে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাকে কালো টাকা বলা হচ্ছে।

কেন্দ্রের এই অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত দেশের মানুষকে খুব বেদনা দিয়েছে। তিনি আরও বলেন এই স্বৈরাচারীরা কি করে সাধারণ মানুষকে শাস্তি দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে পারেন?

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে যে তিনি আসল অপরাধীদের আড়াল করেছেন। তিনি বলেন, আজ প্রধান মন্ত্রী যাদের কষ্টের মধ্যে ফেলেছেন সেই জনগণই প্রধানমন্ত্রীকে উপযুক্ত সময়ে তিন তালাক দিয়ে দেবে।

Trinamool gives notice in Rajya Sabha to discuss demonetisation

The Trinamool Congress on Thursday gave a notice in the Rajya Sabha to suspend business on November 16 and discuss the demonetisation of Rs 1,000 and Rs 500 currency notes.

“Today (Thursday) we gave a notice in the Rajya Sabha to discuss the issue suspending business under Rule 267 on November 16,” Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said.

He said it was vital that the black money hoarders and the corrupt were punished, but it must not be done by inconveniencing the common people and the poor. He added that there must be a proper action plan for implementation of such an extensive move which directly affects millions, especially the middle class and the poor.

Hitting out at the Centre over the decision, Bengal Chief Minister Mamata Banerjee had earlier said the demonetisation has resulted in a “complete disaster and chaos” and had urged the Modi government to rescind the “hasty decision”.

“Please save people from this disaster. Roads are closed, markets shut, patients not being admitted to private hospitals, millions affected. Chaos everywhere,” Mamata Banerjee had said on Wednesday.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী ১৬ নভেম্বর রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান আজ (বৃহস্পতিবার) ২৬৭ নম্বর ধারা অনুযায়ী অন্য কাজ ফেলে রাজ্যসভায় ‘নোট-ব্যান’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

তিনি বলেন, “কালো টাকার মালিকদের শাস্তি পাওয়া উচিত কিন্তু সাধারণ মানুষ ও গরিবকে হয়রান করে নয়। আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল৷ ভুল পরিকল্পনার মাশুল দিয়েছেন মধ্যবিত্ত ও গরিব মানুষ৷ কালো টাকা উদ্ধারে কোনও কাজই করেনি কেন্দ্র৷”

আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মোদী সরকারের এই সিদ্ধান্ত ‘হঠকারী’, এটা সম্পূর্ণরূপে একটি বিপর্যয়”।

বুধবার তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলেন, “এই বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচান। রাস্তা অবরুদ্ধ। বাজার বন্ধ। বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। চারদিকে বিশৃঙ্খল পরিস্থিতি”।

Mamata Banerjee calls on opposition parties to fight over demonetisation issue

Raising her pitch against Centre on demonetisation of Rs 500, Rs 1,000 notes, Trinamool Congress Chairperson Mamata Banerjee called upon all opposition parties to unite and fight against the ‘political and financial anarchy’.

“May I appeal to all political parties in the Opposition to work together boldly against the anti-poor government at the Centre. Let us fight this political and financial anarchy together. We will be with you all,” Mamata Banerjee said in a statement on Twitter.

Meanwhile, Trinamool has given a notice in Rajya Sabha to discuss the issue on November 16.

Earlier, Didi tweeted: “I enquired from all sections of society about present financial chaos. The feeling is that black money was to be brought back from outside as per the electoral assurance. But now the government has made the common people feel helpless and penniless. Is it right?”

She also shared an example of how the demonitisation is affecting the marginalised section: “There are millions of real stories across cities, towns,villages about #NoteBan affecting the marginalised. Here is only one example. Tea garden owners have expressed difficulty to pay wages on time. This could lead to frustration among poor workers, most of whom are tribals. Desperation? Starvation?”

 

আর্থিক অরাজকতার প্রতিবাদে বিরোধী ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালো টাকার বিরুদ্ধে অভিযানের নামে পাঁচশো, হাজারের নোট বাতিল করে রাজনৈতিক, আর্থিক অরাজকতার সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। বিপুল সমস্যায় পড়েছেন গরিব মানুষ। কেন্দ্রের এই গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে সব বিরোধীদলকে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এই নিয়ে একাধিক টুইট করলেন তিনি। সব রাজনৈতিক দলকে সাহস করে আন্দোলনে যোগ দিতে বললেন। এই অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য কে কীভাবে দুর্ভোগে পড়েছেন, সমাজের সব শ্রেণীর মানুষকে তা জানানোর কথাও লেখেন তিনি। লোকসভা নির্বাচনে বি জে পির প্রতিশ্রুতির কথা উল্লেখ করে টুইট করেন, কথা ছিল বিদেশে জমা করা কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের সাধারণ, গরিব মানুষকেই অসহায়, কপর্দকশূণ্য বোধ করতে বাধ্য করা হচ্ছে। এই নোট বাতিলের জন্য শহরে, নগরে, গ্রামে কীভাবে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছেন, তার একাধিক উদাহরণ পাওয়া যাচ্ছে। যেমন হাতে নগদ টাকা না থাকার জন্য চা বাগানের মালিকরা সময়ে মজুরি দিতে পারবেন না বলে জানিয়েছেন। এতে তো নিরাশা নেমে আসবে গরিব শ্রমিকদের মধ্যে। এর মধ্যে অনেকেই আদিবাসী। তাঁরা হয় অনাহারে কাটাতে বাধ্য হবেন, নয়ত মরিয়া হয়ে উঠবেন।

এর আগে নবান্ন থেকে একদফা বি জে পির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষকে ব্ল্যাক মানি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, উল্টে লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নিলেন। একদিনে ক্ষতি হয়ে গেল ২৫ হাজার কোটি টাকা।” বি জে পি–র নাম না করে তিনি বলেন, “উত্তরপ্রদেশে ওরা হারবেই। তার জন্য নির্বাচনে কোনও টাকা খরচ করতে হবে না। মানুষ এটা ভালভাবে নেয়নি। ওদের জামানত বাজেয়াপ্ত হবে”।

তিনি আরও বলেন, “খুচরো না থাকায় সমস্যায় পড়েছেন মানুষ। আমার বাড়ির বাজার করা যায়নি। বললাম মুড়ি, আলুভাজা করো। চা–শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছেন না। মালিকেরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী এই চিঠি পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শ্রমিকও যদি অনাহারে থাকেন, বা কারও কিছু হয়, কাউকে ছেড়ে কথা বলব না। মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জিকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয়। সেইমতো মুখ্য সচিব এদিনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে চিঠি লিখে ব্যবস্থা নিতে বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চা–শ্রমিকের সংখ্যা আড়াই লক্ষ। প্রতিবেশী রাজ্য অসমে চা–শ্রমিকের সংখ্যা ৫ লক্ষ। মালিকেরা ব্যাঙ্ক থেকে দিনে ১০ হাজার টাকার বেশি তুলতে না পারায় তাঁদের মজুরি দিতে পারছেন না।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিনে ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। দেশে অর্থনৈতিক অরাজকতা তৈরি চলছে। প্রধানমন্ত্রীর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “সবাইকে ভিখিরি বানিয়ে দিয়েছেন। নিজে জাপান চলে গেছেন।”

তাঁর কথায়, “ব্ল্যাক মানি যত খুশি ধরো। কিন্তু তার জন্য গ্রামবাংলা, গরিব, মধ্যবিত্ত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবেন?‌ ব্যাঙ্কে তো কর্মী নেই। কোনও কোনও ব্যাঙ্কে তো একজন কর্মী রয়েছেন। এতবড় প্রক্রিয়া সামলানো যায়?‌ পোস্ট অফিস তো সাইন বোর্ড হয়ে গেছে। এ রাজ্যে ৭০০–৮০০ গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের শাখা নেই। মুষ্টিমেয় ধনী ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কেউ খুশি নন। যদি এটা সত্যিই হত, আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?‌ ব্যাঙ্কে কেন ১০০ টাকার নোট রাখা হয়নি?‌ কেন এ টি এম থেকে টাকা পাওয়া যাবে না?‌ সংসার খরচ চালাতে যাঁরা ব্যাঙ্ক থেকে টাকা তুলেছেন তাঁদের কাছে ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। এখন কী করা যাবে?‌ মানুষের কাছে শুধু ৫০০, ১০০০ টাকার নোট রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারবে না। এ সব কি বোঝা উচিত ছিল না?‌ কেন ১০০ টাকা নোটের ব্যবস্থা করা হয়নি?‌ আমার বাড়িতে বাজার করা যায়নি। দলের তহবিলের যে অর্থ রয়েছে তার জন্য নিয়মিত কর দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের কী হবে?‌ ক্রমশ মানুষকে ভিখিরি করে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিয়ে তো কেলেঙ্কারি হল। তার কী হল?‌ কেউ জানে কি?‌ সংসদের অধিবেশনে এ নিয়ে প্রশ্ন উঠবে। নতুন নোট ছাপতে তো কয়েক কোটি টাকা খরচ হবে। এ ব্যাপারে আমি প্রথম সরব হয়েছিলাম। এখন একে একে সবাই সরব হচ্ছেন।”

Bengal Govt’s ‘Jal Dhoro Jal Bhoro’ scheme presented in Germany seminar

Trinamool Congress MP Dr Kakoli Ghosh Dastidar presented the Bengal Government’s project ‘Jal Dhoro Jal Bhoro’ (preserve water reserve water) in a recent seminar at Germany. The project – a brainchild of Chief Minister Mamata Banerjee – has already gained much appreciation nationally.

During her speech at the seminar, Ghosh Dastidar described how Bengal Government’s achievement in conserving nature and proper reservation of water. The international seminar which was taken place at the German Parliament was based on global warming and water. Dr Ghosh Dastidar explained Jal dhoro Jal bhoro in front of the parliamentarians and the dignified guests who were also invited there.

The Trinamool MP earlier had described the State-made project in a parliamentary session at Delhi, which received much appreciation among the MPs. Dr Ghosh Dastidar, who is the Member of Standing Committee of Ministry of Home Affairs,  had flown to Germany and gave her speech on November 6, at the international seminar on global warming and water in Germany.

The initiative of Jal Dharo Jal Bharo was taken up under the initiative of Mamata Banerjee in 2011, soon after she became the Chief Minister of the State. She declared the project in Writers Buildings – under which a slew of activities were listed.

The project includes restructuring the shore of water bodies – around 50,000 ponds for micro irrigation purpose. In less than four years 1,20,000 ponds have been dug in the State.

The rain water harvesting project is now also providing livelihood through fisheries developed in these ponds. The target for 2014-2015, of over 57,000 hectares of land under minor irrigation sector has been achieved. The target for 2015-2016 was 62,000 hectares. The work is going on. “This will give significant boost to agricultural productivity in the State”, the Chief Minister had said about this project.

 

সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্প এবার জার্মানি সেমিনারে উপস্থাপিত হল

মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পিত “জল ধরো জল ভরো” প্রকল্প যা ইতিমধ্যেই সারা দেশে খুব প্রশংসা পেয়েছে, সেই প্রকল্পটি এবার মাননীয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মাধ্যমে জার্মানিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্বের সামনে উন্মোচিত হল।

৬ই নভেম্বর জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয়া সাংসদ বর্ণনা করেন কিভাবে রাজ্য সরকার প্রকৃতির খেয়াল রাখে ও সঙ্গে সঙ্গে জলের সংরক্ষন করেন।

এই সভার বিষয় ছিল গ্লোবাল ওয়ার্মিং ও জল। ওখানে উপস্থিত সকল জনতার সামনে মাননীয়া সাংসদ রাজ্যের “জল ধরো জল ভরো” প্রকল্পের বর্ণনা দেন। এর আগে তিনি সংসদে এই প্রকল্পের কথা বর্ণনা করেন ও ভূয়সী প্রসংশিত হন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাইটার্স বিল্ডিংয়ে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করেন ও সঙ্গে প্রয়োজনীয় একগুচ্ছ কাজের কথা নথিভুক্ত করা হয়। এই কাজের মধ্যে ছিল ৫০০০০ পুকুরের পুনর্নির্মাণ করা (সেচের কাজের জন্য) মাত্র চার বছরে আরো নতুন ১২০,০০০ পুকুর খনন করা হয়েছে।

বৃষ্টির জল ধরে তা দিয়ে চাষের কাজের যে পদ্ধতি, তার ফলে মাছ চাষও উপকৃত হচ্ছে। ২০১৪-১৫ সালের জন্য স্থির করা লক্ষ্যমাত্রা ৫৭,০০০ হেক্টর জমিকে সেচের কাজের জমির অন্তর্ভুক্ত করার লক্ষ্য ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ২০১৫-১৬ সালের স্থির করা ৬২,০০০ হেক্টর জমিকে এই আওতায় আনার কাজ জোরকদমে চলছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “এই উদ্যোগ রাজ্যের ফসল উত্পাদনের ক্ষেত্রে এক নতুন মেকাট্রা এনে দেবে।”

 

Bengal Govt introduces arsenic-resistant paddy

West Bengal Government’s rice research centre has come up with a new variety of rice called Muktoshri that can be grown in arsenic prone areas.

There are 81 arsenic affected blocks in the state. Thus the new variety of rice will be of great help for a large section of farmers. The cultivation of the new variety the rice would take 125 to 130 days.

Some other new variety of rice has also been prepared by the Chinsurah and Bankura rice research centres. It includes Gosaba I and Chinsurah Nona-II varieties for the soil with high level of salinity. Most importantly, Satabdi variety has been replaced with Ajit, which is also used for short-term cultivation and it takes around 115 days.

For the first time, a new variety of jute seed has been prepared by the Jute Research Centre of the State Government at Krishnanagar and it has been named as Goranga. The new variety will result in a yield of 23 quintal per hectre, which is 10 per cent more than the yield of the current variety.

The agro-scientists from the soil testing laboratories, rice research centres and jute research centres of the State Government attended the programme on planning for the forthcoming rabi crop. The State Agriculture Minister, attended the inaugural session of the programme.

 

আর্সেনিক মুক্ত ধানের ফলন করবে রাজ্য সরকার

আর্সেনিক কবলিত অঞ্চলেও এবার ধানের ফলন হবে। এমনটাই জানাল রাজ্য চাল গবেষণা কেন্দ্র। এই চালটির নাম রাখা হয়েছে ‘মুক্তশ্রী’।

এই রাজ্যে ৮১টি আর্সেনিক কবলিত অঞ্চল আছে, তাই এই নতুন ধরণের চাষের ফলে অন্যের কৃষক উপকৃত হবেন। এই চালটি উত্পাদন করতে ১২৫ থেকে ১৩০ দিন সময় লাগবে।

চুঁচুড়া ও বাঁকুড়া চাল গবেষণা কেন্দ্র আরও কয়েক ধরণের চাল তৈরী করেছে। এর মধ্যে গোসাবা ১ ও চুঁচুড়া নোনা ২ শ্রেণীর চালও আছে যেগুলি খুব নোনা জমিতে উত্পন্ন হয়ে থাকে। মাত্র ১১৫ দিনে উত্পন্ন হওয়া ‘অজিত’, ‘শতাব্দী’ কে সরিয়ে তার জায়গা নিয়েছে।

এই প্রথমবার কৃষ্ণনগরের রাজ্য পাট গবেষণা কেন্দ্র ‘গোরাঙ্গ’ নামের এক নতুন ধরণের পাট বীজ তৈরী করেছে। এই নতুন ধরণের পাট প্রতি হেক্টর জমিতে ২৩ কুইন্টাল করে উত্পাদন করা সম্ভব যা আগের তুলনায় ১০ শতাংশ বেশি।

আগামী রবি শস্যের পরিকল্পনার ওপর অনুষ্ঠিত সভায় রাজ্যের ভূমি গবেষণা কেন্দ্র, চাল গবেষণা কেন্দ্র ও পাট গবেষণা কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা সকলেই উপস্থিত ছিলেন। রাজ্যের কৃষি মন্ত্রী এই সভাটির উদ্বোধন করেন।