Trinamool MPs from Cooch Behar and Tamluk take oath in the Lok Sabha

Partha Pratim Roy from Cooch Behar and Dibyendu Adhikari from Tamluk took oath today as members of the Lok Sabha amidst chants of “Joy Bangla” by Trinamool MPs.

In the recent by-election, Dibyendu Adhikari won from Tamluk Lok Sabha seat by defeating his nearest rival by 4.97 lakh votes, up from 2.5 lakh votes in 2014. Partha Pratim Roy won from the Cooch Behar Lok Sabha seat by defeating his nearest rival a margin of 4.1 lakh votes.

Trinamool Congress has 34 MPs in the Lok Sabha, 33% of whom are women.

 

কুচবিহার ও তমলুকের সাংসদরা শপথ নিলেন লোকসভায়

কুচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ লোকসভায় শপথ নিলেন। শপথ চলাকালীন তৃণমূলের অন্যান্য সাংসদরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

সদ্য সমাপ্ত উপনির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী জেতেন ৫ লক্ষ ভোটের ব্যবধানে। কুচবিহারে পার্থপ্রতিম রায় জেতেন ৪ লক্ষ ভোটের ব্যবধানে।

লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ৩৪, যার এক-তৃতীয়াংশ মহিলা।

We will continue our protests for the rights of the people: Mamata Banerjee in Patna

After her mega rally in Lucknow yesterday, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed another rally today, this time at the Gardani Bagh ground in Patna. It was a protest against the Central Government’s decision to ban Rs 1000 and Rs 500 currency notes on November 8 and was attended by RJD leaders also.

She had arrived at the Bihar capital yesterday evening.

Mamata Banerjee began by recounting the immense hardships that people have been enduring since the decision on banning of Rs 1000 and Rs 500 currency notes was taken three weeks back, “After 60 years of independence, people’s independence has been taken away by force”.

She compared the current situation to that during the period of national Emergency in the 1970s: “The current situation is worse than Emergency, this is a financial emergency”.

She attacked the Central Government for ignoring the misery of the common people, saying, “It is the responsibility of the Government to work for the welfare of the people, not cause them suffering”, and reminding the Government that the “people will give them a befitting reply through ballot”.

She criticised the Centre’s propaganda on being able to flag black money hoarders through demonetisation, as the scheme was instead causing maximum problems for those who had nothing to do with black money: “Does the Government think that workers, labourers and housewives have black money?”

She instead demanded that the authorities target those members of political parties who deal in black money and use it for illegal transactions: “They should look at past records. They bought lands in the name of the party in September. They had advance information. Even on the day of the announcement of demonetisation they deposited huge amounts of money in their bank accounts”.

Mamata Banerjee attacked the Prime Minister on the issue of black money. She said, “Modi Ji goes on world tours. Look at his clothes and his lifestyle. He even brings crowds from outside. How much black money has been brought back from foreign countries?” Instead, he is pointing fingers at others, “He is accusing 86% of the people in India of possessing black money”.

The Trinamool Chairperson reminded the crowd of the Prime Minister and BJP leader’s failed promise: “The Prime Minister had promised to return Rs 15 lakh to everyone. Where is the money?”

Mamata Banerjee spelt out some of the problems that the people in general were facing: “It is the time for paying salaries but banks are running out of cash. How will things run? Lots of people from Bihar and Uttar Pradesh work in Bengal. They have all lost their livelihoods and are returning home”.

She pointed out the practical issues of having Rs 2,000 notes: “How will people do their daily shopping if banks give only Rs 2000 notes? Note printing presses do not have the capacity to print notes for normalising supply. It will take almost two years for it to happen”.

She extended her thanks to the Rashtriya Janata Dal (RJD) for supporting the cause and inviting her to Patna: “I am grateful to RJD for extending their support to us”. She raised the slogan, “Ek taraf janta, ek taraf Modi/ Main janta ke saath rahungi” (On one side is the people, on the other, Modi/ I will be with the people”.

Mamata Banerjee attacked the Prime Minister’s lecturing people to go for plastic money (credit and debit cards) and online payments, as very few have access to those, and also cast her doubts as to his real intentions behind it: “The Pradhan Mantri is lecturing farmers to use Paytm. I want to ask him who is Alibaba? What is the deal with a mobile company and Paytm, Modi Ji?”

She also attacked the Government’s logic of asking people all over the country to withdraw money from banks and ATMs, saying, “Several villages in the country do not have banks. How will people survive there?

She also criticized the Centre’s asking people to get new currency notes from Big Bazaar outlets: “How many areas have Big Bazaar? How will areas without Big Bazaar outlets get cash?”

Another aspect Mamata Banerjee criticised is that of the Prime Minister himself announcing the policy: “Instead of the RBI Governor, the Prime Minister made this announcement. Technically, this is wrong”.

She also harped on the fact that several eminent economists have criticised this move: “Several eminent economists said demonetisation is a bad move. From Nobel Laureate Amartya Sen to World Bank economists to Manmohan Singh Ji have criticised the move”

She also came down heavily on the Government for inconsistencies on the new notes: “There are many inconsistencies in the new currency notes. How will people understand whether or not they are fake?”

She said, “The economy has slowed down. Industrial production has slowed down. They have snatched away the earnings of farmers, of workers, of labourers and of States, and are boasting of increase in earnings”.

She said, “They have sold off the country. There is no way we can support the BJP. We will continue our protests in the future for the rights of the people”.

বিগ বাজারের বিগ বস দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

লখনৌয়ের বিশাল জনসভার পর, আজ বুধবার পাটনায় কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিগ বাজারের বিগ বস এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছেন।  তাই সাধারণ মানুষের কষ্টের কথা না ভেবে তিনি এই তুঘলকি সিদ্ধান্ত নিয়েছেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

সকল সমর্থকদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাই

আমি বিহারের সকলকে ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য

স্বাধীনতার ৬০ বছর পরও মানুষের স্বাধীনতা জর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে

বর্তমান পরিস্থিতি জরুরী অবস্থার চেয়েও ভয়ংকর

সরকারের দায়িত্ব সাধারণ মানুষকে রক্ষা করা, সাধারণ মানুষ এখন তাদের কাজের জন্য দুর্ভোগের শিকার

মানুষ ওদের ভোট বক্সে উত্তর দেবে

ওরা মনে করে শ্রমিক, কর্মচারী, গৃহকর্ত্রী এদেরও কালো টাকা আছে?

নোট বাতিলের সিদ্ধান্তের পর ওরা কেন ওদের সাংসদ, বিধায়কদের অ্যাকাউন্টের হিসেব চাইছে? ওদের পুরনো রেকর্ডও দেখা উচিত

সেপ্টেম্বর মাসে ওরা পার্টির নামে জমি কিনেছে। আগে থেকেই ওদের সব কিছু জানা ছিল

নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার দিনও ওরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা জমা করেছে

মোদী জি বিদেশ সফর করছেন। ওনার পোশাক, জীবনযাত্রা দেখুন। নিজের সভায় বাইরে থেকে উনি লোক নিয়ে আসেন

বিদেশ থেকে কত কালো টাকা ফেরত এনেছেন?

ওনার মতে দেশের ৮৬% লোকের কাছেই কালো টাকা রয়েছে

গরীব মানুষের রক্ত জল করা পরিশ্রমের রোজগার উনি কেড়ে নিতে চাইছেন

প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন সকলকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেবেন। কোথায় সেই টাকা?

এখন মাসমাইনের সময় আর ব্যাঙ্ক ও এটিএমে কোন টাকা নেই। কিভাবে চলবে?

মানুষ কিভাবে তাদের জীবন ধারন করবে? কে তাদের ২০০০ টাকার নোট ভাঙিয়ে দেবে?

ওদের পরিমানমত নোট ছাপানোর ক্ষমতা নেই। এই অবস্থা স্বাভাবিক হয়ে অন্তত ২ বছর লাগবে

বিহার ও উত্তরপ্রদেশের অনেক লোক বাংলায় কাজ করেন। ওরা নিজেদের জীবনধারন করতে না পেরে বাড়ি ফিরে আসছেন

আর জে ডি আমাদের সমর্থন করেছে সেজন্য আমরা কৃতজ্ঞ

একদিকে জনগণ। আর একদিকে মোদী। আমি জনগণের সাথেই থাকব

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন পে টি এম ব্যবহার করার জন্য। আমি জানতে চাই আলিবাবা কে?

মোবাইল কোম্পানি আর পে টি এমের সঙ্গে লেনদেন কিসের মোদী জি?

দেশের অধিকাংশ গ্রামে ব্যাঙ্ক নেই। সেখানকার মানুষ কিভাবে বাঁচবেন?

কতগুলো জায়গায় বিগ বাজার আছে? কটা বিগ বাজারের দোকানে ক্যাশ পাওয়া যাচ্ছে?

ওরা কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে আর বিগ বাজারকে বিগ ব্যাঙ্কে পরিণত করেছে

আরবিআই গভর্নরের বদলে মোদী জি এই ঘোষণা করেছেন যেটা পদ্ধতিগতভাবে ভুল

নতুন নোটে অনেক অসংগতি রয়েছে। সাধারণ মানুষ কি করে বুঝবে কোনটা আসল আর কোনটা নকল?

ওরা দেশকে বিক্রি করে দিয়েছে। বিজেপিকে আর সমর্থন নয়

বহু অর্থনীতিবিদ এই নোট বাতিলের বিরোধিতা করেছেন

নোবেলজয়ী অমর্ত্য সেন  শুরু করে বিশ্ব ব্যাংকের অর্থিনীতিবিদ, অনেকেই নোটবন্দির বিরোধিতা করেছেন

সিনেমা জগতের কিছু লোক নোটবন্দিকে সমর্থন করেছেন। হয়তো ওদের ভয় দেখানো হয়েছে

দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শিল্প উৎপাদন বন্ধ হয়ে গেছে

সাধারণ মানুষের জমানো টাকা, রাজ্যের টাকা কেড়ে ওরা বলছে ওদের আয় বেড়েছে

সাধারণ মানুষের জন্য আমাদের এই লড়াই চলবে

রাহা জনতা তো দেশ বাঁচায়েঙ্গে। রাহা দেশ তো মোদী যায়েঙ্গে

তানাশাহি নেহি চালেগা, যো হামসে টাকরায়েগা, চুর চুর হো যায়েগা। নোটবন্দি ওয়াপাস লো

Three new districts to come into existence on Poila Boishakh

The Bengal Government has got the approval of the Calcutta High Court for the formation of three new districts – Asansol, Kalimpong and Jhargram, informed Chief Minister Mamata Banerjee.

“We will immediately start the procedure for the creation of the three new districts. We are hopeful that the procedure will be completed and the districts will be inaugurated by April 2017,” the Chief Minister said at Nabanna.

Currently, there are 20 districts in the state. The last new district to be formed was Alipurduar in June 2014, which was created by dividing Jalpaiguri.

Asansol will be hived out of Burdwan. Similarly Kalimpong will be hived out of Darjeeling and Jhargram from West Midnapore.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

The Chief Minister also said a team of officials will start visiting the areas that will come under the jurisdiction of the three new districts of Asansol, Kalimpong and Jhargram.

“The team for Kalimpong will be head by the state chief secretary. A team lead by the state home secretary will visit Asansol. The team for Jhargram will be led by the state personnel & administrative reforms secretary, the state police director general and Kolkata police commissioner,” the Chief Minister said.

 

পয়লা বৈশাখে আত্মপ্রকাশ হবে বাংলার নতুন তিন জেলার

কলকাতা হাই কোর্ট অনুমোদন দেওয়াতে তিনটি নতুন জেলা তৈরির কাজ আরও গতি পেল। আদালত যে তিনটি নতুন জেলা তৈরী করার অনুমতি দিয়েছে, সেগুলি হল – আসানসোল, কালিম্পঙ ও ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী জানান আগামী পয়লা বৈশাখেই আত্মপ্রকাশ হবে নতুন তিন জেলার।

নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন “আমরা এখন নতুন তিনটি জেলা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করছি সমস্ত প্রয়োজনীয় কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের আগেই শেষ হয়ে যাবে।”

এই মুহূর্তে এই রাজ্যে ২০টি জেলা রয়েছে। সর্বশেষ জলপাইগুড়ি জেলা ভেঙে অলিপুরদুয়ার জেলা তৈরী হয় ২০১৪ সালের জুন মাসে।

বর্ধমান জেলা ভেঙে তৈরী হবে নতুন জেলা আসানসোল। দার্জিলিং জেলা ভেঙে তৈরী হবে কালিম্পঙ এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হবে ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের আরও পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও বসিরহাটকেও জেলা ঘোষণা করার।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা এখন থেকে নতুন জেলা তৈরীর কাজ দেখতে পরিদর্শনে যাবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্সচিবের নেতৃত্বে একটি দল যাবে কালিম্পঙে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল যাবে আসানসোলে। ঝাড়গ্রামের দলটিকে নেতৃত্ব দেবে রাজ্য প্রশাসনিক সচিব, রাজ্য পুলিশ ডিরেক্টর ও কলকাতা পুলিশের কমিশানার।”

Modi started note-bandi, people will respond with vote-bandi: Mamata Banerjee in Lucknow

Trinamool Chairperson today addressed a massive protest rally against demonetisation today in Lucknow, Uttar Pradesh. Several members of the Samajwadi Party were present at the rally.

Mamata Banerjee targeted the Prime Minister for demonetisation and said the people from all sections of society – the common man, the farmers, the labourers, housewives are facing problems. “The people of Uttar Pradesh have made you the Prime Minister and they can remove you from the post too. You have started note-bandi, people will reply with vote-bandi,” she said.

She accused the PM of mismatch between his words and his actions. She said that BJP is looting the country without declaring Emergency. She accused the ruling party of depriving people of their constitutional rights. She slammed the Centre for not planning before going ahead with demonetisation and said BJP was aware of this move in advance.

Calling note-bandi a scandal, she said the fight will go on and she is even ready to go to jail.

 

মোদী করেছেন নোটবন্দি, মানুষ ওদের করবে ভোটবন্দিঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

নোট বাতিল ইস্যুতে আজ উত্তরপ্রদেশের লখনউ এর গোমতী নগরে একটি প্রতিবাদ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে সমাজবাদী পার্টির বেশ কিছু নেতাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই তুঘলকি সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, গৃহকর্ত্রী সহ সব স্তরের মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, “উত্তরপ্রদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছেন তারাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেবে। আপনি নোট-বান্দি শুরু করেছেন, মানুষ ভোট-বন্দির মাধ্যমে তার উত্তর দেবেন”।

তিনি আরও বলেন,  “আমরা কেউ কালো টাকার রোখার বিরোধী নই৷ কিন্তু পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল৷ ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর ইনি চুপিচুপি সে কাজ করে দিলেন৷ গণতন্ত্রে জরুরি অবস্থা চলে না৷”

তাঁর মন্তব্য,  “দেশের ৮৫ শতাংশ লোককে উনি চোর বলছে৷ সবাই চোর, আর উনি সাধু৷”  কালো টাকা রুখতে কালো আইন জারি করেছে বলে মোদিকে তোপ দেগে মমতা বলেন, “সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী৷ বাচ্চাদের মুখের খাবার থেকে যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন৷ ১০০০ টাকা কালো হলে ২০০০ টাকা কি কালো হতে পারে না?”

বিদেশ থেকে এখনও কেন কালো টাকা ফিরল না, সে প্রশ্নেও এদিন মোদীকে বেঁধেন মমতা৷ আর তাই তাঁর এখনও দাবি, এই সিদ্ধান্ত প্রত্য়াহার করুক সরকার৷

প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বলেন, যে বিজেপি জরুরী অবস্থা ঘোষণা করে দেশকে লুঠ করছে। সাধারণ মানুষকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।

সবশেষে তিনি জানান, এটা সাধারণ মানুষের লড়াই এবং এই লড়াই করতে গিয়ে যদি তাঁকে জেলেও যেতে হয় তাঁর জন্যও তিনি প্রস্তুত।

 

Point of Order | Sudip Bandyopadhyay | Discussion on demonetisation | November 28, 2016 | FULL TRANSCRIPT

Madam, our target and our aim is to see that the House runs smoothly. We want the House to run, so the ruling party has a role to play. My submission to the ruling party and also to the Government is that we must try to find a way out to ensure that the House runs smoothly and a discussion takes place on the floor. The Prime Minister must reply so that a healthy debate takes place.

Madam, today in Kolkata, Mamata Banerjee has now started a rally with more than 5 lakh people. Madam, what is the Parliament for if we don’t discuss people’s sufferings on the floor of the House? If people are not aware what the Government is thinking, and if the Prime Minister is not addressing the House, then what will they feel about the Parliament?

Madam, the sufferings of the common people have skyrocketed; there is nobody to give them relief. The government must do something so that they can get relief. This is something for which Mamata Banerjee has been fighting since the beginning, for the poor people. We support any move to recover black money. Let black money be recovered but in a systematic way.

The whole situation has become very serious due the hasty decision. The government should have held discussions. Let Rs 500 notes be allowed to be used for a few months. This is our party’s decision, we are trying to stick to it. Let the Adjournment Motion be adopted and let the discussion start.

Trinamool takes up protest programme across Bengal against demonetisation

Today, following a meeting at the Kalighat office of Trinamool Congress, attended by senior leaders from across the State, a series of protests was decided to be organised across Bengal against the draconian policy of demonetisation taken up by the Centre, which has brought untold miseries for the common people.

Subrata Bakshi, General Secretary, Trinamool Congress, announced the protest schedule at a press conference held after the meeting. The series of protests would start on November 28 and end on December 5, to be followed by the commemoration of Sanhati Divas (Solidarity Day) on December 6.

The schedule is as follows:

November 28 (Monday), at 12 pm – Padayatra from College Square to Dorina Crossing in Kolkata
November 29 (Tuesday) – Protests by tea garden workers in front of tea gardens
November 30 (Wednesday) – Protest by biri workers in Dhuliyan, Murshidabad district
December 1 (Thursday) – Protest by tea garden workers in front of the Tea Board of India office in Kolkata
December 2 (Friday) – Submission of memorandum to the Reserve Bank of India (RBI), Kolkata
December 2 (Friday) – Protest meetings in front of banks
December 5 (Monday) – Protest meeting by jute mill workers in Jangipur, Murshidabad district
December 6 (Tuesday) – Commemoration of Sanhati Divas

 

 

নোট বাতিলের প্রতিবাদে বাংলার দিকে দিকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস

 

আজ তৃণমূল কংগ্রেসের কালীঘাটের কার্যালয়ে রাজ্যের সকল শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ফলে তৈরী হওয়া সাধারণ মানুষের অপরিসীম দুর্গতির প্রতিবাদে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

মিটিংয়ের পর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ওই মিটিংয়ে গ্রহণ করা কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি আগামী ২৮শে নভেম্বর থেকে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ৬ই ডিসেম্বর সংহতি দিবস পালন করা হবে।

কর্মসূচিটি এইরূপ :-

২৮শে নভেম্বর (সোমবার), বেলা ১২টা – কলকাতার কলেজ স্কোয়ার থেকে দরিনা মোড় পর্যন্ত মিছিল
২৯শে নভেম্বর (মঙ্গলবার) – চা বাগানের কর্মীরা চা বাগানের বাইরে বিক্ষোভ দেখাবে
৩০শে নভেম্বর (বুধবার) – ধুলিয়ান ও মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকরা বিক্ষোভ দেখাবে
১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) – কলকাতার টিবোর্ডের সামনে চা বাগানের কর্মীরা বিক্ষোভ দেখাবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – রিসার্ভ ব্যাঙ্কে স্মারকলিপি জমা দেওয়া হবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – সব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখানো হবে
৫ই ডিসেম্বর (সোমবার) – মুর্শিদাবাদ জেলার জাঙ্গিপুরে পাট কর্মীদের বিক্ষোভ
৬ই ডিসেম্বর (মঙ্গলবার) – সংহতি দিবস পালন করা হবে

 

Week 2: Trinamool Congress leads the Opposition’s charge against demonetisation

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

Thus, the second week of the Winter Session was one in which the Opposition parties came together in a major way to oppose a policy of the Centre which has brought untold hardships on the common people of the country.

দ্বিতীয় সপ্তাহ : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সকল বিরোধী দলকে নেতৃত্ব দিল তৃণমূল কংগ্রেস

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে।

তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন।
২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

সব মিলিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সকল বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই নোট বাতিলের তুঘলকি নীতি ও তার ফলে অগণিত দেশবাসীর অসীম কষ্টের বিরুদ্ধে সোচ্চার হন।

 

Rs 1.28 lakh Cr has been lost forever due to ‘note-ban’, says CMIE: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, in a series of tweets, expressed her extreme concern about the effect that demonetisation is having on the economy of India and on the population all over the country.

She expressed her anguish about a research report by the Centre for Monitoring Indian Economy (CMIE) that said that the cost of withdrawing high-denomination currency notes to wipe out black money from the country will be about Rs 1.28 lakh crore during the 50-day window till December 30.

She tweeted: “Shocking that Rs 1.28 lakh Cr have been lost forever due to ‘note-ban’ only in ‘transactions’ in the country, says CMIE, top research body”.

She followed this up with another tweet that said the renowned international credit ratings agency Moody’s has said that demonetisation will severely affect the economy: “World- famous Moody’s says ‘note ban will badly disrupt economic activity’ “.

The people’s Chief Minister that she is, through another tweet this morning, Mamata Banerjee put forth her distress on the immense suffering being undergone by the common people: “Common people are suffering miserably while Modi Ji is relaxing and spreading lies”.

 

নোট বাতিলের ফলে দেশের ১.২৮ লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে গেছেঃ মুখ্যমন্ত্রী

 

নোট বাতিল ইস্যুতে আবারও সংশয় প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শীর্ষ সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই) রিপোর্ট দিয়েছে, নোট বাতিলের ফলে অর্থনীতির অন্তত ১.২৮ লক্ষ কোটি টাকা নষ্ট হবে।

এই প্রসঙ্গে তিনি টুইট করে বলেন, “দেশের শীর্ষ সংস্থা সি এম আই ই জানিয়েছে, নোট বাতিলের ফলে শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে দেশের ১.২৮লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে”।

বিশ্ব বিখ্যাত সংস্থা মুডি’স জানিয়েছে নোট বাতিলের জের দেশের অর্থনৈতিক অবস্থাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই প্রসঙ্গে টুইট করে তিনি বলেন, “বিশ্বখ্যাত সংস্থা মুডি’স  জানিয়েছে, নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হবে”।

তাঁর তৃতীয় টুইট “একদিকে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় আর অন্যদিকে মোদি জি নিশ্চিন্তে আছেন আর মিথ্যে কথা বলে বেরাচ্ছেন”।

Demonetisation: Mamata Banerjee meets President again, highlights people’s woes

Continuing her attack on the Modi government over demonetisation, West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday met President Pranab Mukherjee again and apprised him about the “critical” condition prevailing in the country.

“Today I met the President. I had met him earlier also.We explained to him about the critical issue going on in the country (after demonetisation),” Mamata Banerjee said after meeting the President.

“We told him (the President) about the situation of labourers in the country. In our state, paddy labourers are not getting salary. Many shopkeepers, traders, even salaried employees, are not getting money. Last month, they got salary but this month they will not get any money. We cannot access the money in our accounts,” she said.

Trinamool will hold a public protest rally in Kolkata on November 28. On November 29, she will hold a rally in Lucknow. In December, she will visit Bihar and Punjab.

 

 

নোট বাতিল ইস্যুতে আবার রাষ্ট্রপতির সাথে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের তীব্র নিন্দার পাশাপাশি বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রণব মুখ্যপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আজ আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। আগেও আমি ওনার সঙ্গে দেখা করেছি। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর  সারা দেশ জুড়ে যে জরুরী অবস্থা তৈরি হয়েছে সেকথা অনাকে জানিয়েছি”।

তিনি আরও বলেন, “আমরা ওনাকে (রাষ্ট্রপতি) দেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানিয়েছি। আমাদের রাজ্যের কৃষকরা বেতন পাচ্ছেন না। অনেক দোকানদার, ব্যবসায়ী, এমনকি বেতনভুক কর্মচারী, টাকা পাচ্ছেন না।গত মাসে, তারা বেতন পেয়েছিলেন কিন্তু এই মাসে তারা কোনো টাকা পাবেন না ।”

আগামী ২৮ নভেম্বর কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২৯ নভেম্বর তিনি লখনউতে সভা করবেন। আগামী ডিসেম্বর তিনি বিহার ও পাঞ্জাব যাবেন।

Trinamool takes out rallies in all districts against demonetisation

Thousands of Trinamool Congress workers on Thursday took part in rallies that were held in every district to protest against the hasty and arbitrary decision to demonetise high value notes that has caused untold misery to common people.

Trinamool workers will hold rallies in all the 341 blocks in the state on Friday. On November 28, a mammoth rally will be held from College Square to Esplanade where Chief Minister Mamata Banerjee will participate.

Mamata Banerjee had sat on a dharna at Jantar Mantar on November 23 on this issue. Trinamool MPs have been protesting inside and outside Parliament to highlight the suffering of people due to demonetisation.

Meanwhile, the ordeal of the common people entered the 15th day on Thursday.

 

রাজ্যজুড়ে নোট বাতিলের বিরুদ্ধে মিছিল তৃণমূলের

নোট বাতিল ইস্যুতে বৃহস্পতিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম দুর্দশার সম্মুখীন। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য এদিন হাজার হাজার সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।

আজ রাজ্যের ৩৪১টি ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কর্মীরা। আগামী ২৮ নভেম্বর সোমবার কলকাতায় লক্ষাধিক মানুষ নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সব ওয়ার্ড থেকে ওইদিন লোক আসবে। কলেজ স্কোয়্যার থেকে বেলা ১টায় মিছিল শুরু হবে শেষ হবে ধর্মতলায়।

এই ইস্যুতে গত ২৩ নভেম্বর যন্তর মন্তরে ধর্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমুদ্রিকরনের ফলে সাধারণ মানুষের হয়রানি সকলের সামনে তুলে ধরার জন্য সংসদের ভিতরে ও বাইরেও সাংসদরা এই নিয়ে প্রতিবাদ জানান।