Govt not allowing the Opposition to speak in Parliament: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today alleged that the Modi government was not allowing opposition parties to speak on the issue in Parliament, describing it as “most unfortunate”.

“This is most unfortunate. The opposition parties wanted to speak on demonetisation and run the House. Why did the government not allow the opposition to speak? This means the cat is out of the bag. The cashless have now become faceless,” she said in a tweet.

At a press conference on Thursday she had said that the note withdrawal had led to an “economic disaster” in the country and the Prime Minister had “no moral right” to continue.

 

সংসদে বিরোধীদলগুলিকে আলোচনার সুযোগ দিচ্ছে না সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে বলেন, মোদী সরকার নোটবাতিল ইস্যুতে বিরোধীদের সংসদে আলোচনা করতে দিচ্ছে না। এই ঘটনাকে তিনি “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেন।

“খুব দুর্ভাগ্যজনক। বিরোধীরা সংসদ চালাতেও চায় এবং নোটবাতিল নিয়ে আলোচনাও করতে চায়। কিন্তু, সরকার কেন বিরোধীদের কথা বলতে দিচ্ছে না? তার মানে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। ক্যাশলেসদের আর কোথাও মুখ দেখানোর জায়গা নেই।” টুইট করে বলেন তিনি।

এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, সাড়া দেশ জুড়ে এই নোটবাতিলের সিদ্ধান্ত ধীরে ধীরে “অর্থনৈতিক অরাজকতায়” পরিণত হয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আর “নৈতিক ভাবে” ক্ষমতায় থাকার অধিকার নেই।

Sukhendu Sekhar Roy speaks in Rajya Sabha on deaths due to demonetisation

While I share the agony and anguish expressed by several members on the problems faced by wheat farmers, I would request the Chair to take a sense of the House whether an obituary reference be made to the 100 odd people who have lost their lives while standing in queues of banks and ATMs. Even yesterday a lady lost her life while standing in the bank queue. The Chair must take a sense of the House. Shouldn’t obituary references be paid to those who lost their lives?

Govt a salesman, trying to sell plastic cards: Mamata Banerjee

The Centre has turned into a salesman trying to sell plastic cards, Chief Minister Mamata Banerjee said on Thursday, minutes after Union Finance Minister held a press conference advocating digital transactions.

“The Govt is acting like a salesman. They have started selling products. They have started selling plastic cards… This is a desperate attempt to divert from the main issue. They are making more than a blunder a day,” she said in a series of tweets.

Sharpening her attack on Prime Minister Narendra Modi over demonetisation, Mamata Banerjee said he must resign because the move has led to “economic disaster” in the country and he has “no moral right” to continue.

Alleging the country’s growth and business have been hit due to demonetisation, she said the Prime Minister “doesn’t trust” anyone and “doesn’t understand” what is good for the country.

“There is no teamwork. He did not consult experts. It is a one-man dictatorship. It is a one-man made disaster. It is a dangerous tendency,” she told reporters at Nabanna.

 

প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি, তোপ মমতার

 

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ৩০দিন পরও মানুষের ভোগান্তির কোনও শেষ নেই। জোগান নেই পর্যাপ্ত টাকার। এই অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিজিটাল ট্রানজাকশানের কথা জানানোর পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র এখন প্লাস্টিক কার্ডের বিক্রেতা হয়ে গেছে।

তিনি টুইট করে জানান, “সরকার সেলস ম্যানের মত আচরণ করছে। ওরা জিনিসপত্র বিক্রি করা শুরু করেছে। প্লাস্টিক কার্ড বিক্রি করছে। মূল বিষয় থেকে সরে যাওয়ার একটি মরিয়া প্রচেষ্টা। তাঁরা একদিনে একাধিক ভুল করছে”।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের অর্থনীতি আজ অন্ধকারে। দেশের প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি।

দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হওয়ার পাশাপাশি গণতন্ত্রেও জরুরি অবস্থা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

তিনি আরও বলেন, নোট বাতিলের এই হঠকারী তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের প্রচুর ক্ষতি হচ্ছে।  প্রধানমন্ত্রী কাউকে বিশ্বাস করেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। এমনকি কি করলে দেশের ভালো হবে তা বুঝতেও চান না।

তিনি নবান্নে সাংবাদিকদের জানান, “কোন দলবদ্ধতা নেই, বিশেষজ্ঞদের সঙ্গে কোন পরামর্শ করা হয়নি। এটি একনায়কতন্ত্র। এটা মানুষের তৈরি করা বিপর্যয়। দেশে ‘ওয়ান ম্যান ডিক্টেরশিপ শো’ চলছে”।

Demonetisation a man-made disaster, Modi looted taxpayers’ money: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday again lashed out at Prime Minister Narendra Modi as a month passed since the government announced that old Rs 1,000 and Rs 500 notes will cease to be legal tender.

Mamata Banerjee, who has been staunchly against the move since the start, on Thursday, claimed that people have been subjected to harassment and financial insecurity in the one month since demonetisation.

Urging the Prime Minister to clarify the situation and take entire responsibility for it, she alleged that ever since demonetisation, government’s every move has been shrouded in mystery.

“Everything is done in huge secrecy, like he (PM Modi) is some Ali Baba. He should realise he is occupying a constitutional post,” the Chief Minister said.

Earlier in the day, she tweeted a list of 90 people who have died due to hardships following demonetisation of high value notes.

“One month of harassment, pain, hopelessness, financial insecurity and utter chaos,” she wrote on her Facebook page, “that is all that the common people has got after the black decision on demonetisation announced a month back on November eight”. “PM must clarify the situation to the nation and take entire responsibility,” she said.

Mamata Banerjee, who has been spearheading protests against demonetisation outside the Parliament termed it a “man made disaster” and “financial emergency”. Hitting out at Modi, she said that he has “looted people’s money”.

“Where is the black money? This is public money that you have taken, without consulting anybody before making the decision,” she said lashing out at Modi. “He (Modi) thinks as if he is a tiger, and the only one who is right,” Mamata Banerjee added in disdain.

Claiming that no black money has been recovered, the Trinamool Congress Chairperson said, “Only white money of the common people has been snatched away.”

Mamata also questioned the motives behind the government’s move, alleging that nobody but the prime minister and his aides have benefited from the scheme.

“Even no black money has been recovered from foreign countries. In the name of recovery of so called black money, the ruling party at the Centre has created assets in the form of land, bank deposits, gold, diamonds and has become more and more capitalist,” the CM said.

She also hit out at the Prime Minister over his absence from the House. “Many prime ministers have assumed office but nobody did this what Narendra Modi has done… Parliament is liable to people. That was not taken into account,” she added.

She said in her statement, “Production has nosedived, agricultural activities have been shattered, buying and selling is down drastically, the economy is in shambles – the entire country is passing through an unprecedented financial emergency.

“Untold sufferings have come down in the lives of farmers, labourers, workers of unorganised sectors, tea garden, beedi and jute workers, employed class, students, sick, old and infirm people,” the chief minister said in her statement.

“The common man is helpless. Mothers and sisters have been forced to give away their small personal savings to run the family in the face of serious cash crunch.”

“No one knows when this unfortunate ordeal will end. No one knows when good senses will prevail to stop this mindless harassment and sufferings of common people. No one knows what good has happened to the country and its people with this big, black decision,” the chief minister said.

Calling for immediate action to restore trust and confidence of the people on banking and financial sectors, Banerjee said, “People must have hassle-free access to their own money and feel secure that their money is safe with banks and financial institutions.”

“We have raised the issue repeatedly in Parliament and in different other platforms. Leading economists have criticized this mindless demonetisation. But there is no response yet,” she added.

 
সাধারণ মানুষের টাকা লুঠ করছে মোদী সরকার: নোট বাতিলের পূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঘোষণা প্রধানমন্ত্রী নভেম্বর মাসে করেছিলেন, তার এক মাস পূর্ণ হল আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন।

মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আজও বলেন নোটবাতিল ঘোষণার এক মাস পরেও জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এই সিদ্ধান্তর ফলে দেশবাসীর যে চরম দুর্ভোগ হয়েছে, তার দায়ভার যেন তিনি গ্রহন করেন। তিনি বলেন, এই নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপই রহস্যে মোড়া।

মুখ্যমন্ত্রী বলেন, সব কিছু গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেকে কোনও আলিবাবা ভাবছেন, তার সঙ্গে এটা ভুলে যাচ্ছেন যে তিনি সাংবিধানিক কোনও পদে আসিন।

নোটবাতিলের ফলে সাধারন মানুষের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরতে তিনি তার কিছুক্ষন আগে টুইট করেন যে ৯০ জন মানুষ এই নোটবাতিলের ফলে মারা গিয়েছেন তাঁদের নামের তালিকা দিয়ে।

তিনি ফেসবুকে লেখেন, “এক মাস ব্যাপী দুর্ভোগ, যন্ত্রণা, আশাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অরাজকতা, নোটবাতিল ঘোষণার পর এই এক মাসে এটাই মানুষের প্রাপ্তি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে বলেন “ম্যান মেড ডিসাস্টার” ও “অর্থনৈতিক অরাজকতা” আখ্যা দেন। তিনি মোদীর ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি জনসাধারনের টাকা লুঠ করেছেন।”

“কোথায় কালো টাকা? এটা জনসাধারনের টাকা যেটা আপনি তাঁদের থেকে কেড়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে উনি কারও পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেন নি।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেকে বাঘ ভাবেন ও একমাত্র নিজে যা করছেন, সেটাই ঠিক।“

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র করদাতা ও গরিবমানুষের টাকা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।“ তিনি প্রশ্ন তোলেন এই পদক্ষেপের ফলে কারা লাভবান হয়েছে? একমাত্র প্রধানমন্ত্রী ও তার অনুগতরা ছাড়া আর কাউর কোনও উপকার হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ থেকে কোনও কালোটাকা উদ্ধার হয় নি, কালো টাকা উদ্ধারের নাম করে শাসক দল নিজেদের সম্পত্তি কিনে গেছে, জমি, বাঙ্কের টাকা, সোনা, হিরে আরও কত কিছু, ধনীরা আরও ধনী হয়ে উঠেছে।“

প্রধানমন্ত্রীর সংসদে না থাকার কথাও বলেন, তিনি বলেন,”অনেক প্রধানমন্ত্রী এর আগে অল্পবিস্তর গড়হাজির থেকেছেন, কিন্তু, নরেন্দ্র মোদী যা করছেন, সেটা নজিরবিহীন, সংসদ জনগনের কাছে দায়বদ্ধ, এটা তিনি ভুলে গেছেন।“

তিনি জানান, উৎপাদন প্রায় বন্ধ, চাষের কাজ বন্ধ, কেনা বেচা অসম্ভব কমে গেছে। সারা দেশের অর্থনীতি এক ভীষণ রকম অরাজকতার সম্মুখীন হয়েছে।

কৃষক, শ্রমিক, অসংগঠিত খেত্রের কর্মী, চা বাগানের শ্রমিক, বিড়ি ও পাট শ্রমিক, চাকুরীজীবী মানুষ, ছাত্র, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সকলের জীবনেই চলছে অবর্ণনীয় কষ্ট।

“সাধারন মানুষ অসহায়, মা-বোনেদের বিপদের সংসারের সময় সামাল দেওয়ার সামান্য পুঁজিও সরকার জোর করে তাদের থেকে কেড়ে নিয়েছে“ তিনি বলেন।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোর ওপর থেকে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রর এখনি কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মানুষের নিজের টাকার ওপর যথেষ্ট অধিকার থাকা উচিত ও তাদের এটা বোঝা উচিত যে তাদের টাকা ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোয় সুরক্ষিত আছে।“

“আমরা সংসদ ও অন্যান্য জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেছি, এই সিদ্ধান্তের বিরোধিতা নামকরা অর্থনীতিবিদরাও করছেন, কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।”

infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

Bengal Global Business Summit 2017 to emphasize on port, mining and MSME

Port, mining and MSME will be the key areas to focus at Bengal Global Business Summit (BGBS) 2017.

Eyeing the third edition of BGBS, set to stage in on January 20-21, the Bengal Government is ready to proclaim mega investment proposals, a sizeable portion of which will come from private players in these sectors, the officials of industry and commerce department believe.

The Government recently framed a Maritime Policy with the help of global analytical company Crysil. With that, the government has also opened opportunities to widen ‘port based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

Displaying the State as the possessor of third largest mineral resources across the nation, the State Government will look forward to get investment in mining sector as well. However, the commerce and industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs. The state government has already announced an investment to the tune of Rs 16,000 crore and 10,000 direct job creations in Tajpur Port and in the port-led industrial circuit there. The department has initiated Adani Ports and Essar Ports for investment there.

The development of robust infrastructure in ports, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway. Now, West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) is ready to promote deep sea port at Tajpur, Sagar Island and new port with ship building facility at Kulpi.

The State will also talk about the coal reserves of Deocha Pachmi in West Bengal, second largest in the world, at 2,00,000 million tonne, alone can create many jobs. The Deucha Panchmari Dewangunj coalmines project will be implemented jointly by West Bengal Mineral Development Corporation and Bengal Birbhum Coalfields Ltd. The project is likely to be operational in 2019 and will employ about one lakh people.

The Geological Survey of India (GSI) have indicated that Bengal has untapped reserves of iron ore, dolomites, tungsten, fireclay, granite and sand.

The State has tied up with Kudremukh Iron Ore Company (KIOCL) for iron ore deposit exploration. Recently, Kudremukh, a public sector company, has joined hands with the West Bengal Mineral Development and Trading Corporation (WBMDTC) to start a joint venture of Rs 850 crore.

MSMEs are undoubtedly the area which will get most of the attention in the upcoming BGBS. Handicraft, textile, jute, gems and jewellery have huge prospect in this state as adequate land is ready for making industrial parks.

The facts that would be showcased are various facilities and advantages of port-based industrialisation. The deep sea port at Bhor Sagar, which is a joint venture between the Centre and state government, will cost around Rs 16,000 crore. The work is under process in equity participation by Kolkata Port Trust and the state government. The project is also looking for a concessionaire through public private partnership (PPP). The requirement of land is 347 acre which is already in possession.

The green field port at Tajpur is going to be constructed in a revenue share model, as the state government is not looking for a joint venture with the Centre here. The state will build the main infrastructure and invite private players for the rest of the infrastructure. Revenue share model will be followed for the business.

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় গুরুত্ব দেওয়া হবে বন্দর, খনি, ক্ষুদ্র শিল্পকে

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ২০-২১ জানুয়ারি ২০১৭তে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে।

বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন এবার তৃতীয় বর্ষে। বড় বিনিয়োগ টানতে তৈরী রাজ্য সরকার। শিল্প ও বানিজ্য দপ্তরের বিশ্বাস এই বিনিয়োগের একটি বড় অংশ আসবে বেসরকারি বিনিয়োগকারীদের থেকে।

রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সামুদ্রিক নীতি (মেরিটাইম পলিসি) তৈরি করেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিসিলের সহযোগিতায়। বন্দর ভিত্তিক শিল্পের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

দেশের তৃতীয় সর্ববৃহৎ খনিজ সম্পদের অধিকারি রাজ্য হওয়ার কারনে রাজ্য সরকার খনিতেও অনেক লগ্নি আনতে সচেষ্ট । শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

Bengal Govt takes initiative to link rural artisans to international markets

The Bengal Self-Help Groups Department has taken an initiative to link artisans from rural parts of Bengal to international markets to let them sell their produce at the right price. This would help them come out of financial estrangement.

The State’s Self-Help Groups and Consumer Affairs Minister said that to fulfil Chief Minister Mamata Banerjee’s dream of transforming Bengal into ‘Biswa Bangla’, it is absolutely necessary to enable the State’s artisans to sell their goods in international markets. This will enable them to earn good money, making them self-reliant, and will also bring global recognition for Bengal’s handicrafts.

 

বাংলার হস্তশিল্প সারা বিশ্বে তুলে ধরতে উদ্যোগ রাজ্যের 

গ্রামবাংলার হস্তশিল্পীরা যাতে বিদেশের বাজারে নিজেদের তৈরী বস্তু সঠিক দামে বিক্রি করতে পারেন, সেই সুযোগ তৈরী করার উদ্যোগ নিল রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তরের এই উদ্যোগে রাজ্যের হস্তশিল্পীরা আর্থিকভাবে লাভবান হবেন।
স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক ও ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী ‘বিশ্ব বাংলার’ স্বপ্ন বাস্তবায়িত করতে রাজ্যের হস্তশিল্পীদের কাজ বিদেশের বাজারে তুলে ধরা আবশ্যক। এতে শিল্পীরাও আর্থিক ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এবং বাংলার হস্তশিল্প পুরো বিশ্বে সমাদৃত হবে।

 

Bengal Govt to set up seven IT parks by 2017

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, with an aim to make it a preferred IT destination in the country, a state minister said on Thursday.

“Seven IT parks will be ready by 2017 and will provide job opportunities to around 20,000 people,” the Bengal IT Minister said today.

The minister said the state is offering the best incentive policies for IT and ITeS (Information Technology enabled Services) companies ranging from interest to training subsidies.

The State Government plans to create infrastructure ahead of demand.

The Minister said three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.

The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the youth population in the state.

 

২০১৭-র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরি করতে চলেছে রাজ্য সরকার

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানালেন ২০১৭র মধ্যে দেশের সব থেকে সেরা সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও জানান, এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলি ২০১৭র মধ্যে তৈরি হয়ে যাবে ও প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান হবে এখানে।
তিনি বলেন, রাজ্য সরকার তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোয় সবধরনের সহায়তা করছে রাজ্য সরকার সে সুদের ক্ষেত্রেই হোক বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভর্তুকিই হোক।

চাহিদার থেকেও বেশী পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।

 

Demonetisation is a big scam: Mamata Banerjee at State Assembly

Today, on the second day of the 2016 Winter Session of the West Bengal Assembly, Chief Minister Mamata Banerjee gave an almost 50-minute speech during a discussion on demonetisation.

Her strongly-worded speech dwelt on the massive mistake committed by the Centre in bringing about demonetisation, as well as the huge loss caused to the economy of the country and the immense hardships borne by the people on a daily basis, that has caused more than 80 deaths (in the almost four weeks since the decision was announced).

To dispel all Opposition allegations, Mamata Banerjee declared at the very onset: “We do not support hoarding of black money. We are against black marketing. We want strict action to be taken against those who have crores of black money”.

She said that as a result of this policy of the Centre, the “economic infrastructure of the country has broken down”. Bengal’s revenue collection “has taken a hit”.

Also, the decision of demonetisation was “taken without planning”, as a result of which the “common people were facing huge a problem”.

She said, “Undeclared financial emergency has been imposed on the country. The Centre is bulldozing all decisions”.

Referring to the fact of people dying all over the country while standing in long queues in front of banks and ATMs, she said that the “Centre is treating people like guinea pigs. Healthy people have been forced into illness”.

Buttressing her point on the people being treated like guinea pigs, she said, “In 21 days they have modified their decision 21 times. Can you believe it? They have no idea what to do”.

She underlined some of the more serious challenges the State is facing as a result of demonetisation: “Farmers are facing problems. Workers and labourers are not getting their wages. Tea and jute workers are not getting salaries. Wages for 100 days’ work cannot be paid”. It is not just about wages – “A lot of man-days have been lost. Production has been hit severely”.

She also came down strongly on the shoddy ways the Centre is now apparently trying to right some wrongs. As an example she said, “Why did the Centre allow cash supply at Big Bazaar outlets? How many areas have Big Bazaars?”

She said the “BJP was well aware of the decision of demonetisation” as “the ruling party had bought land in several states in September and October, right before the announcement of demonetisation”. She demanded a “judicial probe into the financial transactions of BJP just before the announcement of demonetisation”.

Mamata Banerjee rejected downright the Central Government’s contention that demonetisation has resulted in a lot of black money being recovered, instead saying, “White money has been declared black money (as people are not being able to withdraw their own money due to a severe shortage in cash) while some people are easily converting black money into white”.

The Chief Minister asked the BJP what has come of its promise to bring back black money to the country: “How much black money has been brought back from Swiss banks?” She followed it up with the fact that “Global Financial Integrity (GFI), a global research organisation, has said that USD 51 billion was siphoned out of India per annum between 2004 and 2013”.

Mamata Banerjee then went on to lay bare the futility of the Central Government’s contention that demonetisation was all for a good cause. “People are dying in bank queues; daily wagers are losing their livelihood; and the Prime Minister talks of cashless banking”.

Indeed, cashless banking, that the Prime Minister has been harping on ever so frequently since the announcement of demonetisation, is not really meant for a country like India as “without even creating the infrastructure he is trying to forcefully enforce a cashless economy”. Mamata Banerjee also spelt out the dangers lurking in cashless banking, referring to the “nearly 29 lakh debit cards that were hacked, and their data compromised, a few months ago”.

The Chief Minister also came down strongly on the Prime Minister’s showing a lack of morality as he is “busy doing ads for Paytm”, followed by the rhetorical question, “Have you ever seen a PM endorse private companies?” She berated “Modi Babu” for “not having the qualifications to be a Prime Minister”.

The Chief Minister also criticised the Centre for meting out “differential treatment to the States in relation to the supply of new currency notes”. “This is embarrassing,” she said.

She said that people cannot even protest against their miserable condition as the “Centre is letting loose their agencies on anyone raising their voices”.

As possible remedies, Mamata Banerjee said, “We have already requested the Centre to increase circulation of currency notes of smaller denominations. The Centre must allow the use of old Rs 500 notes till the situation is normalised”.

Accusing some prominent BJP leaders of making a mockery of the common people‘s misery, she said, “People are unable to make ends meet and ruling party leaders are having lavish weddings”.

“Demonetisation is a big scandal. It is a big scam. This is a big crime”.

She warned, “If the situation is not addressed, there will be food crisis in future”.

The Chief Minister outlined her plan for protesting: “We have appealed to civil society, to the intelligentsia and especially to women to come forward in protest. This fight will continue. This is a fight for the people”.

She ended her speech by raising her voice for her beloved Bengal once again: “Banglar mati, banglar jol/ Punyo houk hey bhogoban”.

 

 

নোট বাতিলের সিদ্ধান্ত একটি বড় কেলেঙ্কারিঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

 

আজ বিধানসভায় নোটবাতিল ইস্যুতে বক্তব্য রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা কালো টাকার বিরুদ্ধে আমরা কালো বাজারিতে বিশ্বাস করি না।  কিন্তু কোন সিদ্ধান্ত নেওয়ার আগে জনগনের কথা সবার আগে মাথায় রাখা উচিত। তাঁর দাবি, কোটি কোটি কালো টাকা যাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক”।

এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে। কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। সমস্ত উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “এখন রাজনীতি করার সময় নয়, সকলে মিলে এই নোট সংকটের মোকাবিলা করতে হবে। দেশ জুড়ে আর্থিক বিপর্যয় নেমে এসেছে, অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে, বিরোধী ও সাধারণ মানুষের সব কিছু বুলডোজ করা হচ্ছে”।

তিনি আবারও অভিযোগ তোলেন, পরিকল্পনাহীন ভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলে বাস্তব জীবনে মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রতি মুহূর্তে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সমসসা হচ্ছে। প্রতিদিন তাদের সব কর্মব্যস্ততার মাঝে অনেক খানি সময় বার করতে হচ্ছে ব্যাঙ্ক ও এটিএম-এ লাইন দেওয়ার জন্য। তাতেও যে তারা সফল হচ্ছেন, তাও না, প্রায়ই অনেকক্ষণ লাইন দেওয়ার পর টাকা না পেয়ে তারা ফিরে আসছেন।

বিজেপির নেতারা আগে থেকে সব জানতেন, এই কথার প্রমাণস্বরূপ তিনি বলেন, “নোট বাতিলের সিদ্ধান্তের ঠিক আগেই বিজেপি নেতারা সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক জমি কিনেছে, ওরা  আগে থেকেই এই বিমুদ্রিকরনের সিদ্ধান্ত সম্পর্কে জানতো। নোট বাতিলের সিদ্ধান্তের  আগে বিজেপির আর্থিক লেনদেন এবং জমি সংক্রান্ত তথ্যগুলির তদন্ত হওয়া উচিত এই দাবিও তিনি তোলেন”।

তিনি বলেন, “সাধারণ মানুষকে গিনিপিগের মত ব্যবহার করছে কেন্দ্র। সুস্থ মানুষকে অসুস্থ করে তোলা হচ্ছে।এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সাদা টাকা কালো হয়ে গেছে আর কালো বাজারিদের কালো টাকা সাদা হয়ে গেছে।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সুইস ব্যাঙ্ক থেকে কত কালো টাকা ফেরত এসেছে? প্রধানমন্ত্রী এখন পে টি এমের বিজ্ঞাপন দিতে ব্যস্ত। কখনো কোন প্রধানমন্ত্রীকে বেসরকারি কোম্পানিকে প্রমোট করতে এর আগে দেখা যায়নি, একথাও তিনি বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রদীপের নিচে যে অন্ধকার সেটা কি মোদী বাবু দেখেছেন? মোদী বাবু কি জানেন দেশের কটা গ্রামে ব্যাঙ্ক আছে? আর উনি ক্যাশলেস পেমেন্টের কথা বলছেন”।

মুখ্যমন্ত্রী অসহায় মানুষের অশেষ দুর্গতির বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে বলেন, “মোদী বাবুর প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই নেই। ক্যাশলেস অর্থনীতির কোনোরকম পরিকাঠামো তৈরি করার বদলে তিনি গায়ের জোরে ক্যাশলেস অর্থনীতিকে আনার চেষ্টা করছেন”।

এ যাবৎ যে ৮৬ জনের মৃত্যু হয়েছে, সেই কথার উল্লেখ করে তিনি বলেন, “ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হচ্ছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ হারিয়ে ফেলেছে আর প্রধানমন্ত্রী ক্যাশলেস ব্যাঙ্কিং এর কথা বলছেন। কেন্দ্রের বৈষম্যমূলক ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, নতুন নোট সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম। বিজেপি শাসিত রাজ্যগুলিকে নোট পাঠানো হলেও বাকি রাজ্যগুলিকে পাঠানো হচ্ছে না”।

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কয়েক দিন আগেই ২৯ লক্ষ ডেবিট কার্ড হ্যাক হয়েছে, তাহলে কিসের ভরসায় প্রধানমন্ত্রী সবাইকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নির্ভর হতে বলছেন? তিনি বলেন, কেন্দ্র নিজেও কতটা দিশাহীন তার প্রমাণ হল, সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্র ২১ দিনে তারা ২১ বার তাদের সিদ্ধান্ত বদল করেছেন। এই সিদ্ধান্ত কি করে বাস্তবায়ন করা যায়,  কি করা উচিত সেই সম্পর্কে কেন্দ্রের কোন ধারণাই নেই।   

প্রধানমন্ত্রী সবাইকে চোর বলে বেড়াচ্ছেন। এইরকম হঠকারী ভাবে নোট বাতিলের সিদ্ধান্ত এখন একটি বড় কেলেঙ্কারি। এটা একটা বড় অপরাধ।

এই তুঘলকি সিদ্ধান্তের ফলে কৃষকরা সমস্যায় পরেছেন। শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছেন না, চা বাগান, জুট মিলের লোকেরা তাদের বেতন পাচ্ছেন না। ১০০ দিনের কর্মীরা তাদের মজুরি পাচ্ছেন না। কেউ যদি মজুরি না পায় তারা খাবে কি করে? প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে কি করে?

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিগ বাজারের দোকানগুলোতে টাকা যোগানের অনুমতি কেন দিয়েছে কেন্দ্র? কটা এলাকায় বিগ বাজার আছে? সারা দেশের কটা জায়গায় বিগ বাজার আছে? তাঁর বক্তব্য, যে গরিব মানুষের পক্ষে সওয়াল  করে কেন্দ্রের প্রতিবাদ করছে, কেন্দ্র তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।  

তিনি কেন্দ্রীয় সরকারকে আবেদন জানান ৫০/১০০ টাকার নোট সরবরাহ বৃদ্ধি করতে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে তাঁর পরামর্শ, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পুরনো ৫০০ টাকার নোট চালু রাখা উচিত নতুন টাকার পাশাপাশি।

পরিস্থিতি ঠিক না হলে এরপর খাদ্য সংকট দেখা দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি সবশেষে বলেন, আমি সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিশেষ করে মহিলাদের এই প্রতিবাদ করতে আহ্বান জানাচ্ছি, এই লড়াই চলবে। এটা মানুষের লড়াই।

 

Whenever I start a movement, there is criticism, I am used to it : Mamata Banerjee Interview

Leading the charge against the Centre’s move to demonetise high-value currency notes, West Bengal Chief Minister Mamata Banerjee spoke about the reasons for her protest and the Army’s presence in her state.

There is a lot of criticism from the BJP and others who are saying that you are seeing conspiracies where there are none. What is your reaction to this?

Whenever I start a movement, there is criticism. I am used to that. When I began the movement against the Left, with Jyoti Basu as Chief Minister, I was criticised. I was attacked by the Left. Later, when I began the movement in Singur, I was similarly attacked and criticised. This is the same thing.

But whatever the common people feel, that is the truth that matters. People know that this move of demonetisation is a black move by a black government. People will respond to note-bandi with vote-bandi.

What is the next step in your protest against demonetisation?

We are going to continue our opposition against the Modi government and demonetisation. I believe in constructive criticism and the opposition needs to be united. But already, the BJP has no one speaking in favour of them. All these economists, it is not like they know me. But they are all speaking out against demonetisation, warning people that this move will ultimately harm the economy. Who is speaking in favour of the government, except some people who don’t have a choice but to — some film stars and some businessmen, who need to speak in favour of the government because they are scared to do otherwise. This is a scheme to ensure loot of common people’s money. The government has started a scheme where they will take money, in old notes, and then say that this is their revenue. They will claim that their revenue has increased. It’s a complete eyewash and dacoity.

Why do say that demonetisation is linked to elections?

The government isn’t releasing Rs 500 notes equally. We have asked the RBI to release the details of how many Rs 500 notes have been sent to which state. They haven’t done that yet. In West Bengal, the demand is far higher than other states. But here we have had almost no Rs 500 notes. Most of the ATM machines haven’t been recalibrated. But in BJP states, there is no such problem. In UP, they are not releasing Rs 500 notes because the BJP wants anger to build against the Samajwadi Party.

The Army has claimed that they had followed protocol regarding deployment in the state, what is your stand?

The Army is being used as a political tool. Whatever they are saying is misinformation and lies. It’s a concocted story. The Army never took permission from the state government. The home secretary has written to the Centre to withdraw the Army from the district. If the Army isn’t withdrawn, we will take legal action. We are being targeted because we have raised the issue of demonetisation.

So what do you think the Centre is attempting to do?

Curb protest. There is no money anywhere and the BJP can’t tolerate anyone’s protest. This has never happened before. The central government is an elected government but with limited mandate, we don’t interfere in their jurisdiction there. The state government has limited jurisdiction. But in this situation, the economy has no money, it’s impossible to give people wages. No one is getting money in hand. What will people do? Now the government is trying to scare you, so that you can’t go to the bank and take out money. This is yet another surgical strike.

The BJP is constantly attempting to weaken the federal structure of the state. They continue to speak directly to our secretaries, bypassing the chief minister. The Prime Minister holds video-conference meetings with the chief secretaries of the state. Why should he do that? There is a system in place and there is a reason for that. The Centre has no right to do so.

 

Written by Aniruddha Ghosal, The Indian Express, December 5, 2016