Idris Ali speaks on the Finance Bill

FULL TRANSCRIPT

Sir, I am deeply grateful to you for giving me an opportunity to speak on this Bill. Sir, I am also deeply grateful to our Hon. Chief Minister. It is due to her that I have come here. I would like to make four brief points regarding the Finance Bill, for the consideration of the House to include in the Bill.

Point 1. In comparison with the market based personal consumption expenditure with basic price index year as 2005-2006, in this Bill Central Govt proposes to waive only Rs 1000 per month for the individual taxpayer. Sir, those who earn Rs 25,000 per month. This means basix income tax exemption has not been raised for common people. Sir, I propose to the government to raise the limit of exemption per person, per annum from Rs 2.5 lakh to Rs 3.5 lakh (for age group up to 60 years) and Rs 4 lakh for senior citizens (up to 80 years).

Point 2. Maximum ceiling for monthly income scheme, deposited in the post office, may also be raised from Rs 4.5 lakh to Rs 15 lakh (individual) and Rs 9 lakh to Rs 35 lakh (joint accounts).

Point 3. There is a long-cherished demand and a hope of the press people. During the PIB accreditation they were entitled to get CGHS medical facilities. On retirement, they and their families are not getting any medical facilities from the CGHS. Sir, all the CGHS beneficiaries, during their co-terminus tenure, may kindly be included with the CGHS pensioner scheme on termination or on retirement.

Point 4. We are opposing the proposal of disinvestment of mini-ratna companies, particularly those which are in profit for the last 50 years. We request the government, through you, to stop disinvestment and closure of CPSES.

Thank you, Sir.

 

Manish Gupta asks a Supplementary Question on attacks on railway tracks

FULL TRANSCRIPT

Mr Chairman Sir, with your kind permission I would like to ask a supplementary question to the Hon. Minister. We all know that when we have a security system, the integrity of the system is efficacious only if the system is able to give advance information.

With regard to railway security, I notice that there are a lot of closed-circuit camera systems, railway stations are being monitored. But I think the involvement of the State Government and the Railways should be more integrated.

Many advanced countries have systems and devices by which they can detect any disturbances on railway tracks. If you have to depend on technology and if you have to build a modern society, we need to adopt these systems.

I would like to ask the Hon. Minister whether the Railways has any plans to install such systems in the Railways. Thank you.

 

 

State Transport Dept to introduce premium Rocket buses

North Bengal State Transport Corporation (NBSTC) is introducing Premium Rocket buses with bio-toilets to ensure better connectivity at a much lesser time from different locations in north Bengal to Kolkata. As Premium Rocket buses will be on the streets soon, the decade-old simple Rocket buses will gradually phase out.

In the first phase, NBSTC will introduce seven such buses. The fleet of the buses will be flagged off by Chief Minister Mamata Banerjee during her visit to north Bengal in the next week. The two chassis air-conditioned buses will be having bio-toilets. The buses have been bought at a cost of Rs 1.98 crore. The transport corporation will be introducing seven more such buses in 2017-18 financial year. E-ticketing system and online reservation will also be introduced soon.

Out of the seven buses, three will be operating between Cooch Behar and Kolkata, two from Malda to Kolkata and the remaining two will be plying between Behrampore and Cooch Behar.

 

প্রিমিয়াম রকেট বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর

বায়ো টয়লেট সহ প্রিমিয়াম রকেট বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর। উত্তরবঙ্গের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এবং যাত্রার সময় কমানোর জন্য চালু হচ্ছে এই ব্যবস্থা।

প্রথম পর্যায়ে সাতটি বাস চালু হবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস গুলিতে থাকবে বায়ো টয়লেট। বাসগুলি কেনা হয়েছে ১.৯৮ কোটি টাকায়। ২০১৭-১৮ অর্থবর্ষে এই ধরনের আরও সাতটি বাস চালু করবে রাজ্য পরিবহণ দপ্তর। ই-টিকিট সিস্টেম এবং অনলাইন রিজার্ভেশন খুব শীঘ্রই চালু হবে।

সাতটি বাসের মধ্যে তিনটি বাস চলবে কোচবিহার ও কলকাতার মধ্যে। দুটি বাস চলবে কলকাতা-মালদা রুটে এবং বাকি দুটি বাস চলবে বহরমপুর-কোচবিহার রুটে।

 

Bengal Govt to introduce royal Bengal tigers in Buxa and Jaldapara

Buxa and Jaldapara in North Bengal are gearing up to welcome the big cat. In the initial phase, six royal Bengal tigers would be released – three each in Buxa Tiger Reserve and Jaldapara National Park. Later, sic more would be released.

The programme for releasing the felines was recently finalised at a meeting of the Bengal Government, represented by the Forest Minister, with the local people at the Rajabhatkhawa Nature Interpretation Centre in Buxa Tiger Reserve. The Minister said that the locals had no issues with the introduction of tigers. The meeting was also attended by representatives of the National Tiger Conservation Authority.

Since a large population of people resides in the area of Buxa, it was necessary to consult them. The State Government, though, will remove the people from the area only after making adequate provisions for their rehabilitation.

The tigers would be brought in from Assam. Helicopters would be used to transport them so that they remain in good physical shape. Of the six to be released in the first phase, four would be females and two would be males.

 

বক্সা ও জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আসছে নতুন অতিথি

উত্তরবঙ্গের বক্সা ও জলদাপাড়ায় রিজার্ভ ফরেস্টে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া অভয়ারন্যে মোট ১২টি বাঘ ছাড়া হবে ।প্রথম পর্যায়ে ছয়টি বাঘ ছাড়া হবে – তার মধ্যে তিনটি বক্সাতে আর তিনটি জলদাপাড়াতে। পরবর্তী পর্যায়ে আনা হবে আরো ছয়টি বাঘ। প্রথম ছয়টি বাঘের মধ্যে চারটি মহিলা ও দুটি পুরুষ বাঘ।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়ার ইন্টারপিটিশান সেন্টারে বাঘ ছাড়া নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । বৈঠক শেষে মন্ত্রী জানান, এলাকাবাসী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। বাঘ আনার ব্যাপারের সব রকমের ছাড়পত্র এসে গেছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্যও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাঘ গুলোকে হোলিকপ্টারে করে নিয়ে আসা হবে আসাম থেকে। এভাবে আনলে আনলে বাঘের কোন শারীরিক সমস্যা হবে না।

 

 

Debabrata Bandyopadhyay speaks on The Human Immunodeficiency Virus and Acquired Immune Deficiency Syndrome (Prevention and Control) Bill, 2014

FULL TRANSCRIPT

Sir, it is nice to see a Bill drafted by a Minister of the previous Government is being owned and presented by the next Government for the approval of the House. It only indicates that the Indian democracy has achieved that level of maturity to carry forward any good and pro-people measure notwithstanding the fact that when it was initially brought to the House, the present Government was in the Opposition.

The UN General Assembly has already passed a resolution to adopt such a measure for the benefit of the people of the world; India is a signatory to the declaration. Therefore, it is only proper and correct that the Government should bring this Bill. It is not merely the fulfillment of an international commitment but is also meant to urgently deal with the problems of 2.3 million Indians suffering from the dangerous disease. India has the third highest number of people affected by this deadly disease, and also accounts for four out of every 10 people afflicted in the Asia-Pacific region.

The biggest problem is that more than 50 per cent of the afflicted people are not aware of their ailment. What is more alarming is that treatment coverage is only 36 per cent. People who do not have access to the therapy account for as high as 64 per cent of the afflicted. The provision against discrimination in the Bill is highly commendable. In this context ot is pertinent to point out that the West Bengal Government in 2015 announced a scheme called Muktir Aalo for rehabilitation of sex workers, which included an offer of rice at Rs 2 per kg and provisions for skill and vocational training.

There are certain unsavoury points which I would like to mention. The Bill says that the Government will provide treatment “as far as possible”, a clause that health activists have been protesting very strongly against. Clause 14 (1) of the Bill includes this provision of “as far as possible” regarding the obligation of the State to provide treatment facilities. Thus, instead of providing the seeking of treatment for HIV as the right of a patient, Clause 14 (1) gives the Government an escape route to avoid any responsibility to treat the patient. This clause makes the Bill toothless. This also goes against the 24-year-old commitment of the Government of India.

There is a sociological aspect of the disease too. In the popular mind, this disease is borne out of immoral activities. This social stigma creates further problems for the afflicted. In fact, in earlier years, people afflicted by STD would not even own up to their problem to physicians. Their problem was the fear of being socially ostracised.

Despite some limitations, this Bill provides a step forward in the right direction. After it is passed and becomes operational, perhaps some more deficiencies may come to light, when a thorough revision may be necessary on the basis of the hard evidence. For the present, this is a welcome step. I reiterate my support. Thank you, Sir.

Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।