Swabalamban Special: Changing the lives of sex workers for the better

The West Bengal Government, under the aegis of Chief Minister Mamata Banerjee, has launched an acting training project called ‘Swabalamban Special.’ It was launched today by Dr Sashi Panja, Minister of State, Women Development & Social Welfare, and Child Development.

It is meant to give sex workers a means to become self-sufficient, by giving them acting lessons and making them employable in the entertainment industry. The project is being run by West Bengal Women Development Undertaking, which promotes entrepreneurship and self-employment among women.

This would run concurrently with another pet project of the Chief Minister, Muktir Alo (‘Light of Freedom’). This is a project to train female sex workers in vocational skills and provide financial assistance for starting small-scale business ventures. During the course of a nine-month-long training, they get free stay and food at state-run welfare homes, besides a monthly stipend. If they wish to set up a business after the training, the women are provided with a start-up capital of Rs 25,000.

 

“স্বাবলম্বন স্পেশাল” – যৌন কর্মীদের পাশে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি অভিনয় প্রশিক্ষণ প্রকল্প “স্বাবলম্বন স্পেশাল” এর উদ্বোধন করলেন শিশু বিকাশ, নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

পশ্চিমবঙ্গ নারী কল্যাণ বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করা হবে, তাদেরকে অভিনয় প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগেই যৌন কর্মীদের জন্যও আর একটি প্রকল্প শুরু হয়েছে যার নাম ‘মুক্তির আলো’। এর মাধ্যমে এইসব কর্মীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার যাতে তারা ছোট ও মাঝারি ব্যবসা শুরু করতে পারে। এর মাধ্যমে তাদের ৯ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে মাসিক স্টাইপেণ্ড দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারা যদি কোন ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার।

WB CM inaugurates Bhasha Shahid Smarak

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Bhasha Shahid Smarak today at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium in Kolkata. The inauguration happened at 5.30 pm.

The ‘swarak’ or ‘memorial’ is in memory of the martyrs of the Language Movement or Bhasha Andolan in Bangladesh, who gave their lives for the cause of Bengali to be made the national language, on February 21, 1952.

February 21 is now celebrated as International Mother Language Day, after being recognised as such by UNESCO in 1999, and later by the United Nations General Assembly in 2008. The day promotes awareness of linguistic and cultural diversity and multilingualism.

The memorial comprises of a statue of a woman with long braided hair, holding a dead man on her lap. The woman symbolises ‘Mother Language’ and the dead man, the martyrs who gave their lives for the cause of their language.

On the pedestal is etched the famous lines ‘Aamar bhai-er rakte rangano Ekushe February/ Ami ki bhulite pari,’ and ’21 February, Antarjatik Matribhasha Dibas’ below it, all in Bengali.

 

ভাষা শহীদ স্মারক এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মারক এর আবরণ উন্মোচন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকাল সাড়ে পাঁচটায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে ‘২১শে উদ্যানে’ এই অনুষ্ঠান হল।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

তথ্য ও সংস্কৃতি দপ্তর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে তৈরি হয়েছি এই স্মারকটি। মার্বেলের এই স্মারকটিতে একজন মহিলা ও একজন মৃত মানুষের ফলক রয়েছে। ওই মহিলা হলেন মাতৃভাষার প্রতীক এবং ওই মৃত মানুষটি হলেন শহীদদের প্রতীক।

স্মারকের নীচে লেখা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি”।

WB CM announces health insurance scheme for journalists

West Bengal Chief Minister Mamata Banerjee has announced a health insurance scheme for journalists, to be administered by the State government.

The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016.

The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired. It would also cover all family members of the accredited journalist as well. Those covered under this scheme would be able to get admitted to all State government hospitals and health centres, and all hospitals accredited under West Bengal Health Scheme.

The scheme would run from April 1, 2016.

 

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা চালু করছে রাজ্য সরকার

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা চালু করছে রাজ্য সরকার। গতকাল রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্তের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্ট ২০১৬ নামে এই প্রকল্পটির নাম ‘মাভৈ’, নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। ‘মাভৈ’ এর অর্থ ভয় পেয় না।

এই প্রকল্প অনুযায়ী ৬৫ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত সাংবাদিক এমনকি অবসরপ্রাপ্তরাও এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। শুধু সাংবাদিকই নন, তার স্ত্রী বা স্বামী, পিতামাতা, নাবালক ভাইবোন, নির্ভরশীল অবিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্না বোন এবন সন্তান সকলেই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন।

সবরকম সরকারি হাসপাতাল ও পরীক্ষাকেন্দ্র ছাড়াও পুরসভা, অন্যান্য স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থাগুলি পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং সরকারি তালিকার অন্তর্গত বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থায় এই স্বাস্থ্য বিমার পরিষেবা পাওয়া যাবে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে এই প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি ১লা এপ্রিল থেকে কার্যকরী হবে।

WB CM announces benefits for contractual and temporary workers

West Bengal Chief Minister Mamata Banerjee yesterday announced a series of steps to make the lives of contractual and casual daily-rated workers of all State Government departments, agencies and institutions easier. The announcements were made at a press conference eat Nabanna yesterday.

The decisions were taken at a meeting of the State Cabinet yesterday.

For Group D contractual and casual workers, services would not be terminated till 60 years of age.

The salary of all such workers has been increased, from Rs 10,000 per month for those working for less than five years, to Rs 20,000 for those working for more than 20 years. The slabs are: less than five years, from five to 10 years, from 10 to 15 years, from 15 to 20 years and more than 20 years.

The services of all Group C contractual and casual daily-rated workers would also not be terminated till 60 years of age.

Their salaries have been almost doubled; and the salaries would be revised upward by 3% every year. Also, after crossing 60 years, they would get a one-time retirement benefit of Rs 2 lakh.

The contractual and casual workers have also been brought under insurance coverage of up to Rs 5 lakh. The government would be spending Rs 500 crore a year to cover their insurance. The number of days of leave has also been increased to 40 days from 30 days.

Besides, a high-powered committee comprising the chief secretary, finance secretary and others would be formed to look into what other benefits can be extended to the contractual and casual daily-rated workers. It would submit its report by August 30.

 

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চুক্তিভিত্তিক ও অস্থায়ী সরকারি কর্মীদের জীবনযাত্রা সহজ করার জন্য বেশ কিছু ঘোষণা করলেন। গতকাল নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

গ্রুপ ডি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করলেন। এইসব কর্মীদের চাকরি থাকবে ৬০ বছর বয়স পর্যন্ত এবং এদের বেতন বৃদ্ধি পাবে ধাপে ধাপে।

যেসব কর্মীরা ৫ বছরের কম সময় চাকরি করছেন সেইসব কর্মীদের বেতন বর্তমানে বৃদ্ধি পেয়ে হল ১০০০০ টাকা। ৫ থেকে ১০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১২০০০ টাকা। ১০ থেকে ১৫ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৪,৫০০ টাকা। ১৫ থেকে ২০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৭০০০ টাকা।আর ২০ বছরের বেশি যারা চাকরি করছেন তাদের মূল বেতন হল ২০০০০ টাকা।

গ্রুপ সি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।তাদের বেতন দ্বিগুন বৃদ্ধি পাবে।

প্রতি বছর এইসব কর্মীদের বেতন ৩% বৃদ্ধি পাবে।৬০ বছর বয়সের পর তারা এককালীন ২ লক্ষ টাকা নগদ পাবেন।

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাবে। একই সঙ্গে বছরে ৩০ দিনের বদলে ৪০ দিন ছুটি পাবেন চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা।

 

New police station for Rabindra Sarovar

A new police station will be set up for Rabindra Sarovar and its adjoining areas, Mamata Banerjee said on Wednesday. “People go for morning walk there … we need a police station,” she said while announcing the government’s decision at Nabanna.

The police station would primarily cover the 7,77,000 sq m lake and the areas surrounding it. The location has not been decided on yet. Thousands of people visit the Sarobar premises every day for morning and evening walks.

With the setting up of Rabindra Sarovar police station, the number of police stations in Kolkata goes up to 70.

 

রবীন্দ্র সরোবরে নতুন পুলিশ স্টেশন

রবীন্দ্র সরোবর ও তার সংলগ্ন এলাকাগুলির জন্য তৈরি হচ্ছে নতুন পুলিশ স্টেশন। সোমবার নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “রবীন্দ্র সরোবর কলকাতার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে সাধারণ মানুষ রোজ মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াকে যান, ওখানে খেলাধুলো হয় তাই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রবীন্দ্র সরোবর একটি নতুন থানা হচ্ছে”।

প্রাথমিক ভাবে এই পুলিশ স্টেশনটি লেক ও তার চারপাশ মিলিয়ে প্রায় ৭,৭৭,০০০ স্কোয়ার মিটার জায়গা জুড়ে হবে। তবে থানাটি কোথায় হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

রবীন্দ্র সরোবর থানা নিয়ে কলকাতায় মোট পুলিশ স্টেশনের সংখ্যা ৭০।

Bengal tourism

WB Govt plans to hold mega travel mart in North Bengal

The state government has planned a travel mart from February 26 to February 28 to bring tourism stakeholders from across the country to West Bengal for the first time.

This will be the first time such a tourism event will be organised in the state, where industry officials, businessmen and tour operators would gather for business-to-business meetings, seminars, sessions, cultural dos and familiarisation trips so that people coming from outside the state – most of them being prominent tour operators who send tourists to Bengal – can know more about the region.

The event, which is expected to bring around 100 delegates – both from across the country and some from other countries too – is being organised by the Tourism and the North Bengal Development Departments of the state.

The Eastern Himalayan Travel and Tour Operators’ Association, which is the largest body of travel industry agents in North Bengal, is in charge of the legwork for the mart.

North Bengal Development Minister Gautam Deb said, “Our principal aim is to showcase Bengal as an ideal tourist destination before domestic and international tourists. Those working in the tourism sector will participate in the travel mart and would be apprised of the tourist destinations, cultural heritage, unique features, and culinary and other attractions of our state.”

 

উত্তরবঙ্গে রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট

পর্যটন শিল্পকে দেশের কাছে তুলে ধরতে এই প্রথম রাজ্য সরকার ‘বেঙ্গল ট্রাভেল মার্ট’ আয়োজন করছে।

শিলিগুড়ির মৈনাক হোটেল কমপ্লেক্সে বসছে এই ট্রাভেল মার্ট। এটি শুরু হচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি এবং চলবে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের ২০টি শহর থেকে ১০০টি পর্যটন সংস্থা এই ট্রাভেল মার্টে অংশগ্রহণ করছে।

নেপাল, ভুটান,বাংলাদেশ, রাশিয়া ও জাপানের বাণিজ্যিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। প্রায় ১০০ জন ট্যুর অপারেটর উপস্থিত থাকবেন এই ট্রাভেল মার্টে। ১২টি রাজ্যের প্রায় ২০টি শহরের ১০০ জন ট্যুর অপারেটর উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পূর্ব হিমালয় ট্র্যাভেল ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন যৌথভাবে শিলিগুড়িতেই রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট উদযাপন করবে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, বিশ্বের কাছে উত্তরবঙ্গের পর্যটনকে তুলে ধরার সমস্ত প্রয়াস নেওয়া হয়েছে এই বেঙ্গল ট্রাভেল মার্টে। এর ফলে বাংলার পর্যটন কেন্দ্রগুলির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

WB CM announces several benefits for the common people

West Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference today at Nabanna in which she announced a host of steps taken by the State Government for the benefit of the people – State Government employees, including all teachers, and journalists.

The bill for creating the Sanskrit University announced earlier was passed in the State Cabinet today. A Sanskrit college-cum-research centre is coming up in Nabadwip, Nadia district.

A new police station is being set up at Rabindra Sarovar, as the lake and the surrounding area is frequented by a lot of people.

In the West Bengal Public Service Commission (WBPSC) examination, Nepali has been included as one of the languages for answering questions, for the benefit of the Gorkhas and others (the Chief Minister mentioned the fact that Ol Chiki had been included earlier for the benefit of the Santhals).

A health insurance scheme called Swasthya Sathi has been started for the benefit of civic police volunteers, green police volunteers, civil defence volunteers, disaster management workers, ASHA social health workers, self-help groups, national volunteers, Home Guards, ICDS workers, and contractual and casual workers, together numbering about 80 lakh.

This group insurance scheme would entail a coverage of Rs 1.5 lakh to 5 lakh, and there no cap on family size. The full premiums would be paid by the State Government. Swasthya Sathi Scheme would cost the Government Rs 1,000 crore.

Next, Chief Minister Mamata Banerjee announced a scheme for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired. She has named it Mabhoi, the formal name being West Bengal Health Scheme for Journalists, 2016. Like rhe Swasthya Sathi Scheme, this scheme would also cover all family members. Those covered under this scheme would be able to get admitted to all State Government hospitals and health centres, and all hospitals accredited under West Bengal Health Scheme.

Both the above schemes would run from April 1, 2016.

After enhancing the maternity-cum-child care leave to 731 days from 180 days, the State Government has now created a new leave scheme, paternity-cum-child care leave, comprising 30 days. These are applicable for all State Government employees and teachers of state and state-aided schools, colleges and universities.

Chief Minister Mamata Banerjee also announced measures to make the lives of contractual and casual daily-rated workers of all State Government departments, agencies and institutions easier. The services of all such workers would not be terminated till 60 years of age. The salary of all such workers of Group D has been increased, from a minimum of Rs 10,000 per month to those who’ve been working for less than five years, to a minimum of Rs 20,000 to those who’ve worked more than 20 years. The salaries of casual and contractual Group C workers have been almost doubled; their salaries would be revised upward by 3% every year. Also, after crossing 60 years, they would get a one-time retirement benefit of Rs 2 lakh.

Other benefits announced for contractual and casual workers include insurance coverage of up to Rs 5 lakh and leave benefit of 40 days (increased from the earlier 30 days). Besides, a high-powered committee comprising the chief secretary, finance secretary and others would be formed to look into what other benefits could be extended to the contractual and casual workers. It would submit its report by August 30.

The final measure announced by the Chief Minister at the press conference was the reservation of 10% of recruitment of constables for Home Guards for civic volunteers and green police.

 

সাধারণ মানুষের জন্য সরকারের কিছু মানবিক সিদ্ধান্ত: মুখ্যমন্ত্রী

আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনে তিনি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন।

রাজ্যে একটি নতুন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে। রবীন্দ্র সরোবর একটি নতুন থানা হচ্ছে।

পিএসসি পরীক্ষায় আলচিকি ভাষার সাথে সাথে নেপালি ভাষাকেও স্থান দেওয়া হল। হকারদের জন্য হকার সাথী প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।

ভলেনটিয়ারদের জন্য নতুন স্বাস্থ্য বীমা – এর নাম ‘স্বাস্থ্য সাথী’। সিভিক পুলিশ ভলেনটিয়ার,গ্রিন পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, হোমগার্ড, আশা কর্মী এদের জন্যও চালু হচ্ছে এই নতুন স্বাস্থ্য বীমা। এর জন্য সরকারের খরচ হয়েছে ১০০০ কোটি টাকা।

সাংবাদিকদের জন্য রাজ্য সরকারের নতুন স্বাস্থ্য বিমা ‘মাভৈ’। ৬৫ বছর বয়স পর্যন্ত এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও এই সুযোগ পাবে।

উপরোক্ত ২ টি প্রকল্পই শুরু হবে ১লা এপ্রিল ২০১৬ থেকে।

ছেলেদের জন্যও ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, ১লা এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

ক্যাসুয়াল ও কনট্র্যাকচুয়ালদের জন্য একটি প্রকল্প শুরু করছে রাজ্য সরকার। ৬০ বছর পর্যন্ত তাদের চাকরির নিওরাপত্তা দেবে রাজ্য সরকার। এর মাধ্যমে তাদের জীবন জীবিকা সুরক্ষিত করা হল, এটি নিঃসন্দেহে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত।

আমরা গ্রুপ ডি কর্মীদের মাইনে আগে ৫০০০ থেকে বাড়িয়ে ৭০০০ করা হয়েছিল। যারা ৫ বছরের কম সময় চাকরি করছে তাদের মাইনে ৭০০০ থেকে বেড়ে ১০০০০ করা হল। যারা ৫-১০ বছরের মধ্যে আছে তাদের মাইনে ১০০০০ থেকে  বেড়ে ১২০০০ করা হল। এখন থেকে প্রতি বছর এদের ৩% করে মাইনে বৃদ্ধি পাবে। ৬০ বছর পর তারা ২ লাখ টাকা পাবেন। এখন থেকে এইসব ভলেনটিয়াররা ৩০ দিনের বদলে ৪০ দিন ছুটি পাবে।

সব শেষে তিনি জানান সিভিক পুলিশ ভলেনটিয়ার ও গ্রিন পুলিশ থেকে ১০% শতাংশ কনস্টেবল নেওয়া হবে।

West Bengal’s first fair price vegetable market coming up in Behala

The West Bengal Government is setting up the State’s first fair price vegetable market in Behala. This is yet another of Chief Minister Mamata Banerjee’s projects for easing the lives of the common people.

This comes after the huge success of her concepts of fair price medicine shops and diagnostic centres, and the temporary fair price stalls for selling potatoes and other vegetables.

The market is being set up by the State’s Agricultural Marketing Department, with the assistance of Kolkata Municipal Corporation. It would be located on a 7-8 cottahs parcel of land on Rajani Mukherjee Road in ward number 118 (which is in Behala).

Vegetables, fish, eggs and meat would be sold in the market. Rs 30 lakh has been spent on the construction. Forty-one shops, and 18 slabs for fish and small vegetable-sellers, have been built.

 

পশ্চিমবঙ্গের প্রথম ন্যায্য মূল্যের বাজার তৈরি হচ্ছে বেহালায়

বেহালায় প্রথম করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সাধারণ মানুষের জীবনযাত্রার পদ্ধতিকে আরও সহজ করার জন্যও এটি মুখ্যমন্ত্রীর আর একটি প্রয়াস।

ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বিপুল সাফল্যের পর কয়েকটি ন্যায্য মূল্যের অস্থায়ী সব্জির দোকান তৈরি করা হয়েছে।

খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, কৃষি বিপণন ও কলকাতা পুরসভার যৌথ সহায়তায় এই ন্যায্য মূল্যের সবজি বাজার তৈরি করা হচ্ছে। কলকাতার ১১৮ নং ওয়ার্ডের (বেহালায়) রজনী মুখার্জি রোডের ওপর ৭-৮ কাঠা জমির ওপর এই বাজার তৈরি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এখানে ন্যায্য মূল্যের সবজি, মাছ-মাংস-ডিম বিক্রি হবে। এই বাজারের পরিকাঠামো তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। বাজারের মধ্যে ৪১টি দোকান ও ১৮টি স্ল্যাব তৈরি করা হয়েছে।

Rural Development: World Bank to aid West Bengal Govt

The West Bengal Government is soon to get financial aid worth Rs 3,000 crore from the World Bank for panchayati raj development schemes. This would cover a thousand more panchayats.

This comes after the earlier tranche of $200 million for the same purpose. According to the World Bank, the state has completed 98% of the projected work, in lieu of the earlier tranche, on certain parameters, against a target of 80%, by the end of last year.

The World Bank has heaped praise on the Chief Minister Mamata Banerjee-led State Government for the successful developmental work done in the panchayats. The work has been held up as a model for other States to follow.

With the new aid, the State Government would execute projects in the districts of Purulia, Bankura and Paschim Medinipur.

The earlier projects have helped the gram panchayats in generating more revenue, in increasing the revenue of panchayats by around 24%.

 

গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারকে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

গ্রামোন্নয়ন প্রকল্পের জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ৩০০০ কোটি টাকা সাহায্য পেতে চলেছে। এক হাজারেরও বেশি পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী রাজ্য প্রকল্পের ৯৮% কাজ সম্পূর্ণ করে ফেলেছে।

পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করেছে বিশ্ব ব্যাঙ্ক। নিঃসন্দেহে রাজ্যের এই কাজ অন্যান্য রাজ্যের কাছে একটি মডেল।

এই নতুন আর্থিক সাহায্যের মাধ্যমে রাজ্য সরকার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্প শুরু করবে।

এই প্রকল্প গুলি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, পঞ্চায়েতের প্রায় ২৪% রাজস্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে।

Bengal is lucky that they have their Didi to take care of them

Prasenjit Kundu, a resident of Entally, would be grateful forever to at least one person, the person being none other than Didi.

Mamata Banerjee,  the West Bengal Chief Minister, was passing by Akashvani Bhavan in the Esplanade area, when she saw the youth lying beside the road and being tended to by passersby, after his motorbike had collided with a taxi.

Didi got down from her car immediately, in spite of her ever-busy schedule, and arranged for the injured man to be sent to SSKM Hospital with the help of her security personnel.

Time and again the city as well as the rest of Bengal has seen the humane side of the Chief Minister.

Primary school students are now being given shoes after Didi, in one of her trips to the districts, saw a few school students trudging to school on bare feet.

Even the bicycles for Sabuj Sathi, which are being distributed to students all over the State, became a reality when Didi was informed that girls and boys had to walk for miles to attend their schools.

 

মমতাময়ী মমতা

প্রসেনজিত কুণ্ডু এণ্টালির বাসিন্দা সাড়া জীবন অন্তত একটি মানুষের কাছে কৃতজ্ঞ থাকবেন, তিনি আরও কেউ নয় তিনি আমাদের ‘দিদি’।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তখন আকাশবাণীর কাছে তিনি একজন পথচারীকে আহত অবস্থায় রাস্তায় দেখতে পান।সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তিনি সেই আহত প্রসেনজিত কুণ্ডুকে এস এস কে এম হাসপাতালে পাঠানোর সমস্ত রকম বন্দোবস্ত করেন, নিজের দেহরক্ষীদের দিয়ে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক মুখটি রাজ্যবাসীর কাছে একেবারেই অচেনা নয়।

এর আগে ও জেলা সফরে গিয়ে খালি পায়ে ছেলে মেয়েদের স্কুলে যেতে দেখে তাদের জন্যও নিখরচায় জুতোর ব্যবস্থা করেন তিনি।

এর আগে যখন জানতে পারেন যে দূরত্বের জন্যও ছাত্রছাত্রীরা স্কুলে অনেক মাইল হেঁটে যায় তখন তিনি সকল স্কুল পড়ুয়াদের জন্য সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা করেন।