Do not pay heed to rumours: Mamata Banerjee tells farmers in Bhangor

Chief Minister Mamata Banerjee spoke at a public meeting in Bhangor in South 24 Parganas district, where she criticised the way the locals were fed wrong facts about an upcoming power grid in the area.

She said, “You can always come to us for your problems. Do not pay heed to outsiders. Do not fall in their trap. Electricity is essential for daily life, industry. A power grid will generate employment. Power transmission lines do not affect the womb of women, it does not destroy crops. Do not believe in rumours”.

She warned, “A few promoting companies want to convert farmland into housing projects. If power grid comes up they cannot do that. These promoting companies have brought outsiders to mislead people. They want to deprive you of electricity”.

“We have brought a law to forbid conversion of agricultural land for promoting business. These promoting companies are trying to cheat farmers and grab their land. We will recover all arms that have been brought to Bhangar by outsiders. If you have grievances against any political leaders in Bhangar, let us know”.

“I cannot be intimidated with threats. Some people said they’ll not let me enter Darjeeling. But I did. You have nothing to worry. Your Didi is here,” Mamata Banerjee reassured the people.

 

বহিরাগতদের ফাঁদে পা দেবেন না: ভাঙড়ে বললেন দিদি

আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পাওয়ার গ্রিডের প্রকল্প কিছুদিন আগে বন্ধ হয় ওই অঞ্চলে। সেই ব্যাপারে তিনি বলেন, আপনাদের সমস্যা হলে আমাদের কাছে আসুন। ভাঙড়ের কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের জানান। কিন্তু বহিরাগতদের ফাঁদে পা দেবেন না।”

মুখ্যমন্ত্রী বলেন, “রোজকার জীবনে, শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজনীয়। বিদ্যুৎ হলে কর্মসংস্থান হবে। কেউ কেউ ভুল বোঝাচ্ছে যে বিদ্যুতের তার গেলে নাকি বাচ্চা নষ্ট হয়ে যায়, জমি নষ্ট হয়ে যায়।”

যারা ভুল বুঝিয়ে গ্রামবাসীকে উস্কানি দিয়েছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু প্রমোটিং কোম্পানি আছে যারা চাষের জমি কম দামে কিনে সেখানে বড় বিল্ডিং তৈরী করবে,পাওয়ার গ্রিড হলে ওরা এসব করতে পারবে না। কিছু লোক টাকা দিয়ে এসব বাইরের লোকেদের নিয়ে এসেছে, যাতে এখানে প্রমোটিং করতে পারে, যাতে এখানে বিদ্যুৎ না আসে।”

জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা আলোয় থাকবেন না অন্ধকারে? ভাঙড়ের মানুষ সমবেত ভাবে উত্তর দেন, তারা আলোয় থাকতে চান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আইন এনেছি যাতে কৃষিজমিতে কৃষিকাজই করা হয়, প্রোমোটিং না করা যায়। এই প্রোমোটাররা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে ওদের জমি দখল করতে চায়। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে জানান, বাইরে থেকে ভাঙড়ে যত অস্ত্র আনা হয়েছে আমরা সব বাজেয়াপ্ত করব।

সমগ্র গ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের দিদি থাকতে কোনো চিন্তার কারণ নেই।

 

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

Malda mangoes to be exported under Bengal Govt patronage

The famous mangoes of Malda are soon going to be exported, from June 10, in fact. The Malda District Horticulture Department has made all the preparations for the fruits to be exported.

Dubai would be the first destination, followed by Abu Dhabi, South Korea, Australia, etc. – to seven countries in all. Some European countries are also included in list of exporting destinations.

It should be mentioned that Chief Minister Mamata Banerjee, during an earlier visit to Malda, had announced that mangoes from the district would be exported. The efforts have now come to fruition.

Among the varieties of mango to be exported are laxman bhog, gopal bhog, himsagar and fajli. According to district officials involved in the process, because there has been a good crop this year, at least 3 lakh metric tonnes would be exported.

 

রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশ

জুন মাসের ১০ তারিখ থেকে রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশে। মালদা জেলা উদ্যানপালন দপ্তর এই জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত কাজ করে নিয়েছে।

প্রথমে যাবে দুবাই, তার পর ক্রমে আবুধাবি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে মোট সাত’টি দেশে রপ্তানি করা হবে আম। কয়েকটি ইউরোপীয় দেশেও পাঠানো হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এর আগে তাঁর মালদা পরিদর্শনে এই রপ্তানির কথা ঘোষণা করেন। তাঁর উদ্যোগ ইতিমধ্যেই ফলপ্রসু হয়েছে।
যেসব ধরনের আম রপ্তানি করা হবে, সেগুলি হল, লক্ষণ ভোগ, গোপাল ভোগ, হিমসাগর ও ফজলি। এই রপ্তানিতে জড়িত দপ্তরগুলির জেলা আধিকারিকরা জানিয়েছে, যেহেতু এবছর আমের ফলন ভালো হয়েছে, এবার রপ্তানি করা হবে ৩ লাখ মেট্রিক টন।

 

 

 

 

Bengal CM inaugurates construction of 18,000 rural roads from Bhangor

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the construction of 18,000 rural roads covering 25000 km across the State from Bhangar in South 24 Parganas today. The Bengal CM had earlier announced this at the administrative review meeting of South 24 Parganas held in Pailan last Friday.

The Chief Minister also inaugurated a host of developmental projects like State Government offices, bridges, parks, hostels, irrigation projects, etc. and State Government services like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabujsathi, Khadyasathi and Swasthyasathi. She laid the foundation stones of numerous projects.

Another important announcement by the Chief Minister would be the declaration of South 24 Parganas as an open defecation-free (ODF) district.This is the sixth district in Bengal to be declared an ODF district. Nadia was India’s first district to be declared as such. Since then, four other districts have joined the list – North 24 Parganas, Hooghly, Purba Medinipur and Cooch Behar.

The State Government has decided to construct toilets in all rural homes in the state by 2019.

This declaration is another step in the campaign to make Bengal free from open defecation – Mission Nirmal Bangla. Mission Nirmal Bangla has been one of the pet projects of Mamata Banerjee, another endeavour towards making Bengal stand out in the world. Stopping defecation in the open is one of the essential aspects of a clean, healthy environment.

To celebrate the achievements of the project, April 30 is celebrated as Nirmal Bangla Dibas (Nirmal Bangla Day) in Bengal – the date in 2015 when the Chief Minister declared Nadia the country’s first ODF district.

 

Excerpts of her speech:

  • We have inaugurated 18000 km of roads today across every block in Bengal
  • Today I am in Bhangor. Last time, we launched 10000 km of rural road. I was present in Jangalmahal then
  • We are setting up a medical college in Bhangor
  • South 24 Parganas has been declared OFD today. This is the 6th district to be declared ODF in Bengal
  • We are the only State in to waive off any tax on agricultural land
  • Our Govt is always with the farmers. We give away Krishi Ratna awards
  • Bengal has received Krishi Karman awards five years in a row. Credit goes to farmers
  • Rath Yatra is approaching. Eid is around the corner. I extend my greetings
  • All communities, castes and creed are our family. Unity is harmony. We are all one

 

আজ ভাঙড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ভাঙড়ে রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তা উদ্বোধনের পাশাপাশি পুলিশের জনসংযোগ বাড়াতে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন কাপ ও সম্প্রীতি কাপ পুরস্কার তুলে দেন।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণাকে নির্মল জেলা হিসেবেও ঘোষণা করেন। এই জেলা নিয়ে রাজ্যের ষষ্ঠ জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হল। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ছিল দেশের প্রথম নির্মল জেলা। এর পর আরও চারটি জেলা ঘোষিত হয় নির্মল জেলা হিসেবে উত্তর ২৪ পরগণা, হুগলী, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামে শৌচালয় নির্মাণ করার। নির্মল বাংলা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে তুলে ধরতে চান বিশ্বের দরবারে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য উন্মুক্ত শৌচকর্ম পরিপন্থী।

এই সাফল্য উদযাপনের জন্য প্রতি বছর রাজ্যে ৩০শে এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করা হয়-২০১৫ সালের যেদিন মুখ্যমন্ত্রী নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিলেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনটি ঐতিহাসিক দিন, আজ বাংলার ব্লকে ব্লকে ১৮০০০ কিমি রাস্তা উদ্বোধন করা হল
  • আজ আমি ভাঙড়ে। গতবার আমরা রাজ্যজুড়ে ১০০০০ কিমি রাস্তা উদ্বোধন করেছিলাম। আমি জঙ্গলমহলে ছিলাম
  • ভাঙড়ে আমরা একটি মেডিকেল কলেজ তৈরী করছি
  • আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হল। এটি রাজ্যের ষষ্ঠ নির্মল জেলা
  • কৃষিজমির ওপর ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
  • আমাদের সরকার কৃষকদের যথাসাধ্য সাহায্য করে, আমরা কৃষকদের কৃষি রত্ন পুরস্কার দিই
  • পরপর ৫ বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য, এর কৃতিত্ব কৃষকদের
  • সামনেই রথ যাত্রা। ঈদও আসছে। সবাইকে শুভেচ্ছা জানাই
  • সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ এক বিরাট পরিবার। একতাই সম্প্ৰীতি

 

 

 

The law will take its own course: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee spoke to the media today at Uttarkanya, the secretariat for North Bengal in Siliguri.

She reiterated that peace has returned to the Hills, and said, “Let the Hills people be happy”.

About bringing the situation in Darjeeling under control, Mamata Banerjee said, “The law will take its own course”.

Heeding a long-standing demand of transporters and tourists, the Chief Minister said, the State Government has decided to allow cars registered in Darjeeling to be driven to the other districts in North Bengal, which was not the case till now

She said, for the sake of the stranded tourists, “we are continuing with the free bus services from Darjeeling for another 24 hours”.

Since tourism is the main industry in the Hills, it should never be affected by any untoward incidents, she said. “Trade, commerce and tourism need to be strengthened”

She reassured everyone that “I am continuing to monitor the situation from here”.

She said, “Bandh has been declared illegal by the court. Only those who can’t do anything else take recourse to bandhs; it is simply harassment of the people. Hope they realise their mistakes”. Later, on the same topic, she said, “We are not in favour of bandhs; during CPI(M) rule, 78 lakh man-days were lost”. Further, “We will declare the bandh called on June 13 by the tea workers illegal”.

About dealing with the situation through negotiations, Mamata Banerjee said, “There have been enough compromises; enough is enough. Compromise can happen for the sake of living a peaceful life, for the sake of negotiations. But compromise can’t happen when threatened with bombs and lathis”.

“We will bring complete peace and normalcy. In politics, you have to take the people along with you, not deceive them”. “There may be a few bad apples, but most are good”.

About the GTA elections, she said, “GTA elections can be held any time now; the new Board has to take oath before August 2. What work has been done during the last five years, the people will give their opinion on them”.

She reiterated, “I love the Hills, so I will come here again and again, whatever anyone says”; the reason also being that she has to “think about the whole State”. “I come to the Hills every month to know the situation first-hand, which never happened before”.

She said, “The CPI(M), Congress and BJP are doing negative politics”.

About the tea gardens, she criticised the BJP, saying, “Before the elections, the BJP had said the Centre would take over seven tea gardens, but even after one year, nothing has been done”.

On the other hand, she said, “Our Government has provided a lot of benefits to the tea gardens. We have helped the tea workers by giving them three months’ wages, rice at Rs 2 per kg and mobile ambulances. What we have done for the tea gardens, none had done before us”.

She warned that “if the tea industry closes down due to politics of hate, the CPI(M), Congress and BJP have to take responsibility. The State Government wants to negotiate while keeping the tea gardens working open”.

“I am in favour of trade unions in general, not for any particular union”.

About the army’s presence in Darjeeling, she said, “How long the Army stays, the administration will decide”

She also announced the dates of a few administrative review meetings – “for Bardhaman on June 30 and for Medinipur, on July 2 or 3”

 

 

আইন আইনের মতো চলবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা বারবার বলছি, পাহাড়ে শান্তি ফিরে এসছে, পাহাড় শান্ত থাকুক, ভালো থাকুক। যারা দোষ করেছে, তারা শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের কর্তব্য পালন করবে।

আটকে পড়া পর্যটকদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু অনেক রাস আছে, আগামী ২৪ ঘন্টা আরও ফ্রি বাস সার্ভিস থাকবে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ ওখানের এসপি চেঞ্জ হয়েছে, অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রওনা হয়েছেন। এ ছাড়া হাইয়ার অফিসিয়াল জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা ওখানেই দায়িত্বে আছেন। বরুন রায়কে অ্যাডিশানাল চার্জ দিয়ে জিটিএ’র দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছি। সেনা কতদিন মোতায়েন থাকবে, তা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উন্নয়নের স্বার্থে ও পাহাড়বাসি ও পর্যটক, পর্যটন শিল্পে যুক্ত মানুষদের সুবিধার্থে তিনি বলেন, বাম আমলের জারি করা বিধি নিষেধ ছিল, ওখানকার ট্রান্সপোর্টার ও পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ মেনে ওখানকার গাড়ি সব জায়গায় যাওয়ার আনুমাতি দেওয়া হলো।

পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুরিসম একটি বড় শিল্প, পাহাড়ে ট্যুরিসম মূল শিল্প। ট্রেড, কমার্স, ট্যুরিসম এই জায়গাটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। কয়েকজন খারাপ হতে পারে, কিন্তু, ভালো মানুষের ওপর ভরসা রাখতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে বলেন, নিজে কিছু করতে পারছি না বলে, বার বার বনধ ডেকে মানুষের ক্ষতি করব, এটা ঠিক নয়। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। কম্প্রোমাইসের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইস হয় শান্তির স্বার্থে, নেগসিয়েসানের স্বার্থে, ভালো থাকার স্বার্থে। কিন্তু, কম্প্রোমাইস সবসময় হয় না, কম্প্রোমাইস কখনও বোমা দিয়ে লাঠি দিয়ে হয় না। সম্পূর্ণ শান্তি রক্ষা করেই আমরা সবাই চলব। রাজনীতিতে মানুষকে ভুল বুঝিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে চলতে হয়। ওরা ব্লক নিয়ে চিন্তা করে, আমি পুরো বাংলা নিয়ে চিন্তা করি। আমি পাহাড়ে রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালবাসি, পাহাড়ে আমরা সিএমও-ও করছি। পাহাড়ও আমার প্রিয়, জঙ্গলও প্রিয়, পুরো বাংলাই আমার প্রিয়। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, তাতে অনেকের রাগ, আগে কেউ যেত না, লুটেপুটে খেত।

জিটিএ নির্বাচন নিয়ে তিনি বলেন, ৫বছরে কি কাজ করেছে, এটা জনতা ঠিক করবে। ২রা অগস্ট-এর মধ্যে নতুন বোর্ডকে শপথ নিতে হবে, তার আগে নির্বাচন হয়ে যাবে। পাহাড় হাস্তে রহে, পাহাড় মে শান্তি রহে।

অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ ভাবে পাহাড়কে অশান্ত করতে চাইছে, তাদের ব্যাপারে বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি নোংরা রাজনীতি করছে। ইলেকশনের আগে বিজেপি বলেছিল সাতটা চা বাগান অধিগ্রহণ করবে, এক বছর হয়ে গেছে, একটাও করেনি। নোংরা রাজনীতিতে চা শিল্প বন্ধ হলে তার দায়িত্ব সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায়, চা বাগান শ্রমিকরা ছেড়ে কথা বলবে না।

চা শিল্পের ব্যাপারে বলেন, আমরা চা শিল্পে সাহায্য করছি, তারা তিন মাসে টাকা পায়, দু’টাকা কিলো চাল পায়, মোবাইল আম্বুলেন্স দিয়ি। এই সরকার অনেক সুবিধে বাড়িয়েছে। আমরা চা বাগানের জন্য যা করেছি, কেউ এর আগে করেনি।

আগামী ১৩ তারিখের বন্ধের ব্যাপারে বলেন, সরকার বন্ধের পক্ষে নয়, খোলা রেখে আলোচনা করতে পারে। সিপিএম আমলে ৭৮ লক্ষ ম্যানডেজ নষ্ট হয়েছে। আমরা ১৩তারিখের বনধকে সাপোর্ট করব না ও বেআইনি ঘোষণা করব। হাই কোর্টও বনধকে বেআইনি ঘোষণা করেছেন।

তবে ট্রেড ইউনিয়নগুলিকে আশ্বস্ত করে বলেন, আমি ট্রেড ইউনিওনের পক্ষে কিন্তু কাউর একার ট্রেডের পক্ষে না। আমি ক্ষমতায় আছি বলেই নিজেকে সুপারপাওয়ার ভাবা উচিত না।

বৈঠকের শেষে তিনি ঘোষণা করেন, বর্ধমানে প্রশাসনিক বৈঠক হবে ৩০সে জুন, মেদিনীপুরে হবে ২রা বা ৩রা জুলাই।

 

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

Chief Minister Mamata Banerjee today interacted with the media in Darjeeling, in the aftermath of the senselessly violent protests in Darjeeling yesterday.

Mamata Banerjee told the press that the bandh has not had much effect in the Government offices. Attendance in the SDO and BDO offices in Kalimpong, Kurseong, Darjeeling and Mirik were 98-99 per cent.

She said, “Some shops are closed because of fears of damages being caused by miscreants”; however, “the situation is under control and it’s peaceful now” and wished “the people of the Hills remain happy and peaceful”.

Many tourists are still enjoying here the sights of Darjeeling

She loathed the incidents that happened yesterday: “What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words. One can only stage such protests during the prime tourist season if one is bereft of good ideas”. Yesterday, for one-and-a-half to two hours, there was senseless destruction; the protesters had illegally accumulated arms and stones.

This year more than a lakh tourists have come to Darjeeling – both from other States and other countries. The Chief Minister said, “The protesters don’t realise that if anything happens to a foreign tourist, it is India that would get a bad name”.

For this reason, people are very angry with such protests, she said.

Tourism is the mainstay here. “Without tourism, there would be no income for the people, and without vehicles (many of which were burnt down), no trade or tourism”.

“Those who are doing this cannot do anything themselves, so create trouble whenever elections come every five years”. She said that the real reason for the protests was “the loss suffered by GJM in the recent municipal polls”, and that “Bengali being made a compulsory subject in schools was a complete non-issue”.

Mamata Banerjee said that all arrangement have been made to help stranded tourists. The State Government has set up a helpline for tourists as well as for others. It has arranged, at its own cost, special AC buses and Tata Sumos for transporting tourists back. The Government has also requested the Railways to provide additional trains and additional coaches. Airlines have also been requested to provide additional flights since many tourists are stranded in Bagdogra Airport.

The protesters didn’t even spare women, the Chief Minister said. Sixty to 70 police personnel were beaten up; tourists and media personnel were harassed too.

However, Mamata Banerjee said, “the Hills are peaceful now”. “We have shown a lot of restraint since we want peace to reign in the Hills”.

She further said, “We don’t want to encourage any separatist movements; those who do, do not love the State. For us, the whole State is like a family”.

The people of Bengal attach a lot of sentiment is the Hills; the people of the Hills too work all over the State. So everyone should live together happily.

“Hence, I appeal to everyone to maintain peace”

She made another important point, “Let politics have its own place, let people not link personal issues with politics”

Mamata Banerjee warned that “both the Left Front Government and the Centre had compromised, but there is a laxman rekha to compromising too”. “We will take suitable measures to bring the law and order situation under control; the law will take its own course”.

She also stressed that Trinamool supporters were not involved in any untoward activity.

About the CPI(M)’s criticism of the Government’s actions, she said, “The CPI(M) should look at themselves first before criticising us – how they neglected the Hills during their rule”

“The Government’s job is to protect the common people of the Hills, and not to encourage protesters. The police and the Army are now in control of the situation”.

She also thanked the media for portraying the reality.

 

 

কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি তথ্যও তুলে ধরে জানান, এই বনধ-এ সরকারি দপ্তরে কোনও সাড়া মেলেনি। কালিম্পঙ এসডিও-বিডিও অফিসে উপস্থিতির হার ছিল ৯৮%, কার্শিয়ং এসডিও অফিসে উপস্থিতি ৯৯%, দার্জিলিঙে ৯৯%, মিরিকে ১০০%।

তিনি বলেন, এখানের বেশির ভাগ দোকান যাদের তাঁরা লিঙ্গুইস্টিক মাইনোরিটি, তারা মূলত ইট, ঢিল ছোঁড়া বা আগুন লাগিয়ে দেওয়ার ভয়ে দোকান বন্ধ রেখেছে। পাহাড়বাসী ও পর্যটক কেউ অশান্তি চায় না, মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ রাখে।

এক পর্যটকের পরিবার, যারা রাজস্থান থেকে এসেছেন তাদের এক শিশুর পা ভেঙ্গেছে খাট থেকে পড়ে, তারা ওই শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। তাদের দেখামাত্র গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

গতকালের দার্জিলিঙের অশান্তি সম্পর্কে তিনি বলেন, মহিলা পুলিশকর্মীদের জামা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা জানি কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই। তা সত্ত্বেও দার্জিলিং ভালো আছে, দার্জিলিং ভালো থাক, বাংলা ভালো থাক, দেশ ভালো থাক।

জনগণকে বিশেষ করে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা হেল্পলাইন খুলেছি, আমরা এসি বাস ও টাটা সুমো করে মানুষদের পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ বিনামুল্যে, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতিরিক্ত বগি ও ট্রেন দেওয়ার জন্য। বাগডোগরায় প্রচুর মানুষ আটকে আছেন, তাই কিছু প্লেন কোম্পানিকে অনুরোধ করেছি অতিরিক্ত প্লেন দিতে। পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আছে, অনেক পর্যটক এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাজ্য থেকে লক্ষাধিক পর্যটক এবার দার্জিলিং এসেছে, এইরকম পরিস্থিতি তৈরি করে যারা মানুষকে বিপদে ফেলছে তারা নিজেকেই দেউলিয়া করা ছাড়া কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষ ও পাহাড়ের মানুষ খুব রেগে আছেন। পর্যটকরা লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আয় হবে কোথা থেকে? ট্রেড না থাকলে ট্রেড অ্যান্ড কমার্স চলবে কোথা থেকে? পর্যটক না থাকলে ট্রেড, কমার্স, ট্রান্সপোর্ট চলবে কি করে?

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলে বাংলা ভাষাটা কোনও ইস্যুই নয়, পাঁচ বছরে যারা কিচ্ছু করতে পারে নি, তাই ভোটের আগে মনে পড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিই। কাল ঘণ্টা দেড় দুই যাচ্ছেতাই করেছে হঠাত করে, আগের থেকে বন্দুক বোমা, পাথর জমায়েত করে রেখেছিল। পুলিশের প্রায় ৬০-৭০ জন গুরুতর আহত, মেয়েদের পিটিয়েছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদেরও তেড়ে যাওয়া হয়েছে। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। ৯ লক্ষ পাহাড়বাসী ও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, কোনও চোর, গুণ্ডাকে নয়। এই নির্বাচনে মানুষের রায় দেখে ভয় পেয়ে গেছে, ৫ বছর কিছু করে নি। রাজনীতি রাজনীতির কারনে হোক, কোনও হঠকারী রাজনীতি নয়। আগের সরকার ও দিল্লীর সরকার কম্প্রমাইস করে এদের এত বাড়িয়েছে, লক্ষণ রেখা অতিক্রম করলে আইন আইনের পথে চলবে। আইনের যা যা সিদ্ধান্ত নেওয়ার শান্তির স্বার্থে মানুষের স্বার্থে যা যা করার সরকার করবে। যারা সাপোর্ট করছে তাদের বোঝা উচিত বিদেশী পর্যটকদের গায়ে একটু টাচ লাগলেও বাংলা নয় ইন্ডিয়া হিসেবে গ্রাহ্য হবে। যে সকল রাজনৈতিক দল পরোক্ষ ভাবে উস্কানি দিচ্ছে, তাদের তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের কেউ ছিল না। ঘোলা জলে মাছ ধরতে না নেমে নিজেদের দিকে তাকান একটু, ৩৪ বছর কিছু উন্নয়ন করেনি পাহাড়ে শুধু কম্প্রমাইস করা ছাড়া।

পুলিশ, সেনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাল এত কিছুর পরেও পুলিশ অনেক সহনশীলতা দেখিয়েছে, পুলিশ ও আর্মিকে ধন্যবাদ পরিস্থিতি ২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য। মিডিয়াকে থ্যাংকস জানাই নিজের চোখে দেখে সব করেছে বলে।

সবশেষে তিনি বলেন, আমি চাই পাহাড় শান্তিপূর্ণ থাকুক, ভালো থাকুক। সারা পৃথিবীটাই সবার জন্য এক বাংলার মানুষ পাহাড়কে খুব ভালবাসে; পাহাড়ের মানুষও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন। সবটাই সবার দেশ, সবাই ভালো থাকুক। সমস্ত জায়গা শান্ত আছে, সবাই ভালো আছে ও সবাইকে শান্তি রক্ষা করার জন্য আবেদন করছি।

Economy in one big mess due to demonetisation – Hard numbers tell the story

Bengal Chief Minister Mamata Banerjee had voiced her concern within an hour of the announcement of ‘demonetisation’ on November 8, 2016, that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation. She had been leading the protest ever since. The recent figures announced by the RBI on Wednesday, June 7 are clear indicators that the Bengal Chief Minister had been right:

Here are the figures:

  • Real GVA pegged at 6.6% for 2016-17, lower than second advance estimates released in February 2017. This despite good monsoon and record foodgrain production.
  • Fall in GVA due to underperformance in construction, financial and professional services, and real estate during Q4 (Oct-Dec ’16).
  • Slowdown in activity in both industry and services set in as early as Q1 of 2016-17 and became pronounced in Q4.
  • Components of aggregate demand reflect a contraction in gross fixed investment, and production of capital goods in Q4.
  • Prices of vegetables fell markedly from July and bottomed out in January 2017, with fire sales during the demonetisation period accentuating the fall. RBI is admitting that demonetisation was behind the hardship faced by farmers.
  • All Mandis have reverted back to cash transactions. So what was the point in forcing people to go digital?
  • Monetary Policy Committee noted that effects of demonetisation have lingered on in price formations with respect to fruits and vegetables, pulses and cereals. Farmers not getting proper value for their produce.
  • Manufacturing purchasing managers’ index (PMI) moderated sequentially in May ’17 as employment contracted and new orders, both domestic and exports, slowed down.
  • Sales of commercial vehicles, two-wheelers and three-wheelers contracted.
  • Both steel consumption and cement production sluggish, pointing to continuing weakness in construction activity.

 

 

Bengal Global Business Summit a success story for the State

The Bengal Global Business Summits have been a big success story for the State. The book, Let’s Unite to Grow Together, published by the Trinamool Congress Government on the occasion of its sixth anniversary, has published data proving the success of the summits.

Combining the 2015 and 2016 summits, Rs 1,87,441.63 crore worth investment is being implemented – Rs 1,08,837 crore of the investment committed to in 2015 and Rs 78,604.63 crore of the amount committed to in 2016. This makes up 38 per cent of the investments promised combining the two years.

At the 2017 Bengal Global Business Summit, investment proposals worth Rs 2,35,290.03 crore came to the State Government. This was despite the draconian policy of demonetisation implemented by the Central Government.

Japan, Italy, Poland and Germany were partner countries. Besides from these countries, big business delegations also came from South Africa, Russia and China.

Companies in the sectors of cement, footwear, chemicals, spirits, fertilisers, etc. are already following up on their investment decisions presented at the 2017 summit. Among the companies are Mahindra and Mahindra, Matix Fertilisers Limited, OCL Cement, Farida Group, ITC, Future Group, Exide Limited, Globus Spirits, etc.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের একটি সফল অধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ষষ্ঠ বর্ষপূর্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত বইয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শিল্পায়নের প্রস্তাব ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালের ৮ এবং ৯ জানুয়ারি মিলনমেলায় বিশ্ববঙ্গ গ্লোবাল সামিট হয়েছিল। যেখানে ২০টি দেশ অংশগ্রহণ করেছিল। হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন শিল্পসংস্থার প্রধানরা। শিল্প বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটি টাকার। তার মধ্যে ১ লক্ষ ৮ হাজার ৮৩৭ কোটি টাকার শিল্পস্থাপনের প্রস্তাব এখন বাস্তবায়নের পথে।

পরের বছর ১৬ এবং ১৭ জানুয়ারি মিলনমেলা প্রাঙ্গণে অনুরূপ শিল্প সম্মেলন হয়। সেই সম্মেলনে হাজির হয়েছিলেন ২৬টি দেশের প্রতিনিধিরা। সেই শিল্প সম্মেলনে ২ লক্ষ ৫০ হাজার ২৫৩ কোটি ৭৪ লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। যার মধ্যে ৭৮ হাজার ৬০৪ কোটি ৬৩ লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের পথে।

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৩৫ হাজার ২৯০ কোটি ৩ লক্ষ টাকা। এবারের সম্মেলনে জাপান, ইতালি, পোলান্ড, জার্মানি পার্টনার দেশ ছিল। রাশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন থেকে বড় বাণিজ্য প্রতিনিধিদল এসেছিল। এবারের প্রস্তাব নিয়ে এখনও সেভাবে না এগোলেও ২০১৫ এবং ২০১৬ সালে বিনিয়োগের প্রস্তাবের মধ্যে প্রায় ৪০ শতাংশ বাস্তবায়িত হতে চলেছে। বাস্তবায়িত হওয়া শিল্পসংস্থাগুলির মধ্যে সিমেন্ট, জুতো, কেমিকেলস, স্পিরিট, ফার্টিলাইজার প্রভৃতি সেক্টর রয়েছে।

 

Bengal again no. 1 in 100-Days’ Work

Another feather has been added to the cap of Bengal as the State has recently been declared the country’s number one in 100-Days’ Work, in the aspect of convergence and livelihood augmentation, for financial year 2015-16.

This was conveyed to the State Government by the Union Ministry of Rural Development on June 2. The fact was announced to by Chief Minister Mamata Banerjee in a Facebook post.

This is not the first time though. Bengal has consistently performed very well in the 100-Days’ Work Scheme, formally known as Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

Another achievement, along with being overall number one, is that the districts of Nadia and Cooch Behar have won awards under different categories for performing especially well.

The way Mamata Banerjee and her Government has driven the scheme forward in the State and, as a result, brought a huge change to the rural landscape of Bengal has been acknowledged as exemplary across the country.

 
The full text of the Facebook post is given below:

Bengal does it again!

We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

Also among the districts in the country for awards under various categories of 100-days work are our Nadia and Cooch Behar districts.

Congratulations and best wishes to all.

Click here to visit the page

 

১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০০ দিনের কাজে আর একবার সাফল্য অর্জন করল রাজ্য। ২০১৫-১৬ অর্থবর্ষে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থসম্পদের যথোপযুক্ত ব্যবহার ও সম্পদ বৃদ্ধির হিসাবে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নম্বরে পশ্চিমবঙ্গ। শুক্রবার এ বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বরাবরই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থ যথোপযুক্ত ব্যবহার করায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আবারও এই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, “আর একবার আমরা এক নম্বরে”।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Conservation of forests: A story of success for the Bengal Govt

The Bengal Department of Forests manages 11,879 sq km of forests in the State, which is 13.38% of the total geographical area.

Some of the notable achievements between 2011 and 2017 are:

 

 

 

  • The forest cover of the State has been on the increase – it has gone up by 3810 sq km, or 4.29%, which is the highest in the country. Incidentally, the forestry management in Bengal is 150 years old; the Directorate of Forests came out with a commemorative volume, 150 years of Forestry – 1864-2014 in December 2014.

 

  • Between 2011 and 2017, the department has afforested 72,697 ha of forest area, besides doing extensive soil and moisture conservation work. It has also created a production capacity of 2 crore planting stock through modern nurseries, thereby replacing almost the entire capacity of conventional nurseries.

 

  • Under the Joint Forest Management initiative, the Directorate has distributed Rs 114.03 crore of Forest Protection Committee (FPC) shares to members of these committees during the period of 2011 to 2017, and has come out with the most progressive Joint Forest Management Committee (JFMC) notification in the country.

 

  • Inspired by Chief Minister Mamata Banerjee, the Sabujshree programme was launched with effect from May 27, 2011 to provide a sapling to every new born child in the State to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit for the future. It is being implemented at the block level throughout the State. Up to March 2017, more than 2 lakh seedlings were distributed.

 

  • Forestry intervention programmes worth Rs 534 crore have been sanctioned for the Clean Ganga project for the State, which was launched towards the end of 2016.

 

  • The Wildlife Wing of the Forest Directorate manages a network of 4,692 sq km of protected areas, or 5.28% of the geographical area of the State, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created – West Sunderbans Wildlife Sanctuary in 2013, over an area of 556 sq km in South 24 Parganas district for protection of the keystone species of the Sunderbans, and Pakhibitan Wildlife Sanctuary, over the 14.09 sq km water body in Gajaldobha in Jalpaiguri district in North Bengal, for protection of aquatic and migratory birds.

 

  • The biggest success story is the conservation of rhinoceros and elephant habitats. The rhinoceros population has reached 255 (2015 estimate) and the elephant population has reached 708 (2014 estimate), the highest in the last few decades. Camera trap technology introduced in recent years has showed a healthy population of tigers in the wild. For the first time in the State, a census of crocodiles was done in 2012.

 

  • The Japan International Cooperation Agency (JICA)-assisted West Bengal Forest and Biodiversity Conservation Project (WBFBCP) commenced on August 24, 2012 with an outlay of Rs 406 crore. The Project Management Unit (PMU) of the project is implementing the project in 600 JFMCs. Till financial year 2016-17, the total plantation raised is 12,358 ha of forest and 934 ha under social forestry. Under this project, the Forest Directorate has expanded and renovated the West Bengal Forest School in Dow Hill in Kurseong town, and the West Bengal State Forest Training Institute in Hijli was inaugurated on February 11, 2016 with the intention of creating infrastructure facilities for human resource development.

 

  • The West Bengal Forest Development Corporation Limited (WBFDCL) has achieved new heights of physical and financial parameters. Online booking of eco-tourism facilities under WBFDCL was started in 2014. E-auction of forest produce, a major initiative, was started in 2017.

 

  • The West Bengal Zoo Authority (WBZA) was institutionalised in April 2012 with the transfer of the management of 11 zoos of the State. It started modernisation of animal housings at Alipore Zoo and transformed Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling, considered the best zoological parks in the country. Rebuilding of Bengal Natural History Museum in Darjeeling was completed and Bengal Safari, Siliguri was inaugurated on January 21, 2016. New enclosures for the conservation and breeding of red panda and snow leopard were commissioned in Topkey Dara in Darjeeling district. The Sunderbans Wild Animals Park and Tiger Rescue Centre was commissioned in Jharkhali in South 24 Parganas.

 

  • The West Bengal State Forest Development Agency (WBSFDA) was institutionalised in 2014. Along with others, it is implementing the plantation programme of West Bengal Pollution Control Board and the MPLAD (Members of Parliament Local Area Development Scheme) funding programme in the forestry sector. Online reservation and payment gateway for 20 eco-tourism centres in the State was started in May 2015. Eco-tourism units have been commissioned in Takdha, Pokhriatar and Chimney in Darjeeling district.

 

  • The West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL), has, over the last few years, taken up landscaping works for Eastern Coalfields Limited (ECL), Raghunathpur Power Station, Department of Sports and Youth Affairs, Howrah Road and Bridge Corporation, Department of Technical Education, Kolkata Municipal Development Authority (KMDA), Land Port Authority, Swami Vivekananda Yuva Bharati Krirangan (Salt lake Stadium), Coal India Complex office in Rajarhat and the Coast Guard. It has also contributed towards the development of Eco Park in Rajarhat as well as the Harinalaya Park inside, and conducted the livelihood generation programme under Paschimanchal Unnayan Parishad in Garbeta in Paschim Medinipur distirct.