Aadhaar card impasse: TMC Parliamentary team will meet PM, says Mamata Banerjee

A Trinamool Congress Parliamentary team will meet the Prime Minister Narendra Modi and will urge him to resolve the impasse over issuing of Aadhaar cards, party Chairperson Mamata Banerjee said on Tuesday.

She said despite repeated requests, the Centre did not resolve the problem. Of 9 crore people in the state, more than 2.5 crore people have not received their Aadhaar cards. The problem started after the Centre decided to complete the procedure of issuing Aadhaar cards by August 31.

She said the state government would launch massive campaign involving all sections of people including students urging the people to maintain cool.

“The Centre has failed to resolve the issue and on the contrary has made Aadhaar cards mandatory for many of its projects,” the Chairperson said.

She had raised the issue during her meeting with the Prime Minister in Delhi recently. She maintained that non availability of Aadhaar cards was creating serious law and order problem.

 

Image Source: India Today

 

আধার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তৃণমূলের সংসদীয় দল

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এবং আধার কার্ড সংক্রান্ত সবরকম সমস্যা সমাধান করার আর্জি জানাবে, মঙ্গলবার একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আধার কার্ড নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিয়েছে”।

তিনি বলেন, বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রে আধার কার্ড  সমস্যা সমাধান করেনি। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ২.৫ কোটির বেশি মানুষ তাদের আধার কার্ড পান নি। কেন্দ্র নিজের মত সময়সীমা ঠিক করেছে ৩১শে আগস্ট আর তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র আধার কার্ড সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে এই   কার্ড বাধ্যতামূলক করেছে”।

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন যে আধার কার্ডের অপর্যাপ্ততা গুরুতর আইন-শৃঙ্খলা সমস্যা তৈরি করছে।

 

 

City livelihood centres launched to help urban poor, self-help groups

In a bid to generate employment opportunities and uplift the livelihood of the underprivileged people in the urban parts, the state government has decided to set up city livelihood centres (CLC) or Nagar Jibika Kendra.

With the setting up of the CLCs, members of self help groups (SHGs) will get information that will help them in marketing their products in a better way and as a result increase the chances of getting better prices for their products.
At the same time, unemployed youths in different districts can visit the CLCs in their respective areas to get job related information.
In the first phase, 28 such centres will come up at different places including Asansol in Burdwan; Krishnanagar, Nawadip and Kalyani in Nadia; Madhayamgram, Naihati, Barrackpore, Bongaon, Barasat, Basirhat, Kamarhati and Bhatpara in North 24 Parganas; Chinsurah, Uttarpara and Serampore in Hooghly; Haldia and Tamralipta in East Midnapore; Alipurduar; Englishbazar in Malda; Bankura and Uluberia in Howrah; Behrampore in Murshidabad; Kharagpur in West Midnapore; Purulia; and Jalpaiguri.
The centres will come up under the West Bengal State Urban Livelihood Mission.

দরিদ্র ও স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করার জন্য চালু হবে নগর জীবিকা কেন্দ্র

কর্মসংস্থানের সুযোগ তৈরী করার জন্য এবং গ্রামীণ অঞ্চলের সব রকম সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানুষের জীবিকা উন্নয়নের জন্য, রাজ্য সরকার সিটি লাইভলিহুড সেন্টার বা নগর জীবিকা কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সিটি লাইভলিহুড সেন্টার তৈরির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) সদস্যরা প্রয়োজনীয় তথ্য পাবেন যার মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য বাজারজাত করতে পারবেন এবং এর ফলস্বরূপ তাদের পণ্যের জন্য ভালো দাম পাবার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

একই সময়ে, বিভিন্ন জেলায় বেকার যুবকরা তাদের নিজ নিজ এলাকার সিটি লাইভলিহুড সেন্টার পরিদর্শন করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন।

প্রথম দফায়, বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন স্থানে ২৮ টি কেন্দ্র তৈরি হবে; কৃষ্ণনগর, নবদ্বীপ ও নদীয়াতে কল্যাণী; মধ্যমগ্রাম, নৈহাটি, ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, বসিরহাট, কামারহাটি ও উত্তর ২৪ পরগনা ভাটপাড়ায়; চুঁচুড়া, উত্তরপাড়া ও হুগলির মধ্যে শ্রীরামপুর; হলদিয়া ও পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত; আলিপুরদুয়ার; মালদহের ইংলিশবাজার; বাঁকুড়া এবং হাওড়ার উলুবেড়িয়া; মুর্শিদাবাদের বহরমপুর; পশ্চিম মেদিনীপুরের খড়গপুর; পুরুলিয়া ও জলপাইগুড়ি।

এই কেন্দ্রগুলি ওয়েস্ট বেঙ্গল আরবান লাইভলিহুড মিশনের অধীনে আসবে কেন্দ্রগুলি।

 

 

Development in Bengal highlighted at Independence Day parade

West Bengal Chief Minister Mamata Banerjee unfurled the Tricolour as the state celebrated the 70th Independence Day on Monday. Mamata Banerjee unfurled the tricolour on Red Road, Kolkata and received a guard of honour from the Kolkata Police and other security personnel.

On this occasion, Chief Minister’s police medals for outstanding and commendable service were given away. Cultural programmes were held by school children and various artistes at venue showcasing the cultural heritage of the country.

As the colourful contingents went past, a helicopter showered flower petals on people gathered to witness the celebrations.

After Mamata Banerjee became Chief Minister in 2011, she started the Independence Day event at the Red Road with parades and colourful programmes.

Here are some pictures from the event:

M 11

WB CM receives Guard of Honour

M 38

Khadya Sathi beneficiaries

M 31

Beneficiaries of Lok Prasar Prakalpa

M 54

Adivasis at Red Road

M 56

Bauls performing at the event

M 39

Sabuj Sathi

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে উদযাপিত হল স্বাধীনতা দিবস

সোমবার ৭০তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

এই অনুষ্ঠান উপলক্ষে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা ও বিশেষ কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশকে সম্মানিত করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রথমে শুভেচ্ছা জানানো হয়৷ পাশাপাশি এদিন নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালেও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ এরপর চলে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

সরকারি বিভিন্ন প্রকল্প উঠে এল সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে৷ খাদ্য সাথী থেকে সবুজায়ন, বিশ্ববাংলার মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিকে তুলে ধরা হল কুচকাওয়াজ ও অনুষ্ঠানের মাধ্যমে৷ জাতীয় সংগীতের মাধ্যমেই শেষ হয় রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠান৷

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্যারেড ও বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন।

Centre owes Bengal Rs 1700 Cr as MGNREGA wage dues: Sudip Bandyopadhyay

Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay today raised a very important issue during Zero Hour in the presence of the Hon’ble Prime Minister.

Centre owes Bengal Rs 1700 crore towards wages under the MGNREGA scheme. The Centre pays wages to those who work for the scheme. Large number of wagers in Bengal have not been paid, Sudip Banerjee said.

He demanded that the dues be cleared immediately.

This was the only issue raised during Zero Hour today in Lok Sabha, Sudip Banerjee spoke amid the din.

 

১০০ দিনের কাজের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জিরো আওয়ারে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন।

“১০০ দিনের কাজের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, এই প্রকল্পের অধীনে যারা কাজ করেন তাদেরকে কেন্দ্রের টাকা দেওয়ার কথা। এছাড়া  আরও অনেক প্রকল্পের ক্ষেত্রে বাংলার টাকা বাকি রেখেছে কেন্দ্র”, বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন যে তাদের এই বকেয়া যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়।

আজ জিরো আওয়ারে শুধুমাত্র এই একটি ইস্যুই লোকসভায় উত্থাপিত হয়, তৃণমূলের পক্ষ থেকে বক্তা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

 

West Bengal Govt takes steps for passenger safety in water transport

West Bengal Government is taking massive steps to provide passenger safety in waterways transport. After successfully taking up the Safe Drive Save Life campaign for road safety, the State Government is taking up measures to improve infrastructure of the 50 important ferryghats which are used by thousands of passengers to avail water transport.

After a recent meeting at the State Secretariat, Nabanna, it was decided that there should be proper manning by the authorities and maintenance of the ferryghats at regular interval has been made mandatory. It will be also seen that the boats are not overloaded and time is maintained for the service. Also, lighting up the ferryghats has also been taken in account.

State Transport Minister Suvendu Adhikari has given strict instructions to follow the decisions made. The Transport department will now keep a strict vigil on all the ferryghats which are generally run by municipalities, Zilla Parishads or panchayats.

 

জলপথ পরিবহণে যাত্রী নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার

সড়ক পরিবহণের পর জলপথ পরিবহণেও যাত্রী নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সড়ক নিরাপত্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারের সফল কর্মসূচির পর রাজ্যের ৫০ টি ফেরিঘাটের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ফেরিঘাটগুলি রোজ হাজার হাজার যাত্রী পারাপার করে।

নবান্নে একটি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, ফেরিঘাটের রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত লোক রাখা হবে, যাত্রী ওঠানামার সময় নজরদারি চালাতে হবে, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা যাবে না, নির্দিষ্ট সময় মেনে পরিষেবা চালু ও বন্ধ করতে হবে, অতিবৃষ্টির সময় পরিষেবা বন্ধ রাখতে হবে। প্রতিটি ঘাটে বিশেষ আলোর ব্যবস্থা করতে হবে।

যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেনে চলার নির্দেশ দেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  এখন থেকে পৌরসভা, জেলা পরিষদ বা পঞ্চায়েত দ্বারা পরিচালিত সব খেয়া ঘাট গুলির ওপর নজর রাখবে পরিবহন বিভাগ।

 

Centre delaying funds for State: WB CM at South 24 Parganas

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a land bank in South 24 Parganas district today. She helmed the administrative review meeting of the district where she took stock of the ongoing projects. Senior officials of the State administration accompanied her.

During a survey, the South 24 Parganas district administration found that in Sonarpur, Baruipur, Bhangar, Budge Budge and Maheshtala, vast areas of vested land had remained untapped. The total quantum of such land is around 140 acres.

The Chief Minister had launched a project, which she named Sundarini, in South 24 Parganas last year, where the campaign to make the district Open Defecation Free (ODF), increase institutional delivery, drive against malnutrition among children, and showcase some products of the district like honey and Joynagarer Moa were taken up. Today, she inaugurated Anandi, a mother-and-child-care programme under Sundarini. The percentage of institutional delivery has gone up from 65 to 83. This remarkable growth has been possible because of the intense campaign launched as part of Sundarini.

The Chief Minister also launched a mobile app, Paramanna, by means of which one would be able to get all information regarding mid-day meals, and lodge complaints about mid-day meals too. In South 24 Parganas, 13.5 lakh children have been brought under the coverage of mid-day meals. Around 10,000 schools serve mid-day meal every day.

 

Main points of the Chief Minister’s press conference

  • The Centre is delaying fund allocation for various projects.
  • The Centre owes Rs 1,700 crore to the State for 100 Days’ Work Scheme.
  • The Centre has not disbursed funds for various projects including the building of roads.
  • The Centre is unfairly interfering in the State’s jurisdiction.
  • The State is taking all measures to combat dengue; we must maintain cleanliness.
  • DVC has released 50,000 cusec water today; we have asked DVC not to release more water.
  • We have asked the district administration to expedite relief work in Cyclone Aila-affected regions.
  • South 24 Parganas was the best performing district in Bengal in the 100 Days’ Work Scheme.
  • Institutional delivery centres have increased from 60-65% to 84%.
  • We have started mobile camps for the healthcare needs of mothers.
  • We have launched three new projects today.
  • We have had a positive discussion with all Departments regarding all respects of development.
  • We will hold an administrative review meeting in Nadia district tomorrow.
  • We will hold administrative review meetings in North and South Dinajpur, and Malda districts this month.
  • The new districts of Sunderbans, Asansol and Kalimpong will be created soon

 

 

সময়মত টাকা দিচ্ছে না কেন্দ্র: দক্ষিণ ২৪ পরগনায় বললেন মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সেখানে ল্যান্ড ব্যাঙ্কের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলাশাসক ও উচ্চ পর্যায়ের কর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন তিনি। সোনারপুরের মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে এই সভা হয়। জেলার নানা সরকারি প্রকল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

একটি সমীক্ষায় জানা গেছে,  দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর, ভাঙর, বজবজ এবং মহেশতলা এলাকায় অনেক বিস্তীর্ণ জমি রয়েছে। এই জমির মোট পরিমাণ ১৪০ একর। গত বছর মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনায় ‘সুন্দরিনি’ প্রকল্প চালু করেন। এর মাধ্যমে নির্মল মিশন বাংলা,  শিশুদের পুষ্টিকরন ইত্যাদি বিষয়ে প্রচার চালানো হয় এবং জেলার বিভিন্ন পণ্যদ্রব্য যেমন- মধু, জয়নগরের মোয়া ইতাদিকে তুলে ধরা হয়। বৃহস্পতিবার ‘সুন্দরিনি’ –র আওতায় একটি মাদার ও চাইল্ড কেয়ার প্রোগ্রাম ‘আনন্দী’-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ‘পরমান্ন’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেন। ‘এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মিড ডে মিল সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এছাড়াও, এর মাধ্যমে তারা খাবার সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৩.৫ লক্ষ শিশুকে মিড ডে মিলের আওতায় আনা হয়েছে। প্রতিদিন ৫০০০-১০০০০ বিদ্যালয় মিড ডে মিল দেয়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” কেন্দ্র অর্থ বরাদ্দ নিয়ে টালবাহানা করছে। ১০০ দিনের কাজে যে ১৭০০ কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্র এখনও তা দেয়নি। রাস্তা থেকে শুরু করে অনেক যোজনার টাকা দেয়নি কেন্দ্র। রাজ্য হস্তক্ষেপ ও রাজনৈতিক বৈষম্যের শিকার।”

ডেঙ্গি নিয়ে সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, “চারদিকে খুব বৃষ্টি হচ্ছে। এই সময় রোগের প্রাদুর্ভাব হয়, ভয়ের কোন কারণ নেই। ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে সরকার, সকলের কাছে আমার আবেদন পরিচ্ছন্নতা বজায় রাখুন।”

তিনি আরও বলেন, “গত বছর ১০০ দিনের কাজে দক্ষিণ ২৪ পরগনা জেলা বাংলায় প্রথম ছিল এই জেলা। আমরা ক্ষমতায় আসার আগে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় ডেলিভারি সেন্টার ছিল ৬০-৬৫ শতাংশ এখন তা বেড়ে ৮৫-৮৭ শতাংশ হয়ে গেছে।”

এছাড়া সরকার সম্প্রতি তিনটি নতুন প্রকল্প চালু করেছে। বন দপ্তরের উদ্যোগে নতুন প্রকল্প চালু হয়েছে – ‘গাছের চারা লাগানো’। প্রত্যেক শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তাদের একটি করে গাছের চারা দেওয়া হবে। ১৮ বছর বয়স হলে তারা ওই গাছ বিক্রি করে তাদের প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবে। শাল, মেহগনি এই জাতীয় গাছের চারা দেওয়া হবে তাদেরকে।

৩০০০ কবরস্থানে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে। সরকারি জমি গুলি নিয়ে একটি সমীক্ষা হচ্ছে। যেসব শ্মশান সরকারি জমিতে রয়েছে সেগুলিকে প্রাচীর দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের নাম ‘বৈতরণী’।

গরীব মানুষদের সৎকারের জন্য রাজ্য থেকে ২০০০ টাকা দেওয়া হবে, এই প্রকল্পের নাম ‘সমব্যাথী’।এরকম অনেক নতুন প্রকল্প যেমন খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী ইতাদি চালু হয়েছে।

“সব দপ্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, খুব পজিটিভ আলোচনা হয়েছে।আজ ৫০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি। বেশি জল ছাড়তে বারণ করেছি। এছাড়া, আয়লা অধ্যুষিত এলাকায় যেটুকু কাজ বাকি তা তরান্বিত করার কথা বলেছি” , জানান মুখ্যমন্ত্রী।

 

 

Kalyan Banerjee speaks on The Factories (Amendment) Bill, 2016

Thank You, Deputy Speaker, Sir.

I am really sorry to inform this august House that this is an anti-labour Bill and slowly, and very intelligently, this government is interfering the federal structure of this country.

Sir, if you see sections 64 and 65, the entire power is rested with the State government to frame rules and the mechanism which is there under the Factories Act will be implemented through the state government officers.

Now see Sir, by this proposed amendment, under clause 3, sub-clause A, for the words ‘state government’ wherever they occur, the words ‘central government or as the case may be’ state government shall be substituted.

Therefore the primacies have been given to the central government and state government is coming later on. Earlier it was not there. Even in the Bill brought in 2014 it was not there. A new procedure is being adopted and this is an attempt to interfere with the federal structure. The Hon’ble Prime Minister speaks about cooperative federalism and here the central government is interfering with the federal structure.

Now ‘as the case may be’ has not been defining. Therefore if one day the central government feels that it will frame rules for a particular industry, they can do so; the powers of the state government will be diluted.

But the implementing agency will be all the chief inspectors. Responsibilities will be with all the inspectors. In case of any violation, the officers of the state government will have to face it. The sections 64 and 65, clause 3 sub-clause A hit the basic structure of the Factories Act itself.

Now I come to the second point regarding the increase of the overtime period, that is 50-100, and sections 65, 75-115. Therefore the overtime will be increased. At whose insistence it has been done? Who is asking for this? Who has said so?

We must not forget when the Factories Act came into force, the original Act passed in 1948, in the second paragraph of the object and reasons, says: “Scope: The proposed legislation differs materially from the existing law and several respects. Some of the important features are herein mentioned. Under that definition of factory in the Act of 1934, several undertakings are excluded from its scope but it is essential that important basic provisions relating to health, working hours, holidays, lighting and ventilation should be extended to all workplaces.”

Sir, let me give an example of a legislation about security measure, social measures – the Provident Fund Act. Nobody knows what is that amount of money that would be deducted. No worker wants it. Why has it been done? After retirement, he should lead a good life, he should get a lump sum amount.

If we read Section 51 of the Factories Act, it has been said there regarding working hours that ‘no adult shall be required or allowed to work more than 48 hours in any week.’ Why? To protect his health. A man may need money but the State is the guardian of the citizens. He has to bring social security laws to protect him. If overtime is allowed, it will adversely affect the health condition of workers.

Who has demanded this? Not a single worker has demanded this. This is a demand from industrialists who have access to the Honourable Ministers of the Central Government. Why so much work time? If indeed overtime is needed, why not create scope for new employment? Then overtime is not needed. Even overtime is needed for workers, which is perennial in character, then employment created, Sir. Give new employment.

Sir, I’ll give an example. In 1981, my second appointment was as a trainee labour employment officer in West Bengal. Sir, every day I used to see, a worker used to come to me and wanted to have overtime. But he was not in a position to do extra work. I said, how can you do more work after working eight to ten hours? Even one extra hour would affect your health. The question is not about giving them money for overtime. The State is the guardian. Parliament as a legislature must see that health conditions are protected.

The Honourable Labour Minister has referred to the International Labour Organisation’s (ILO) recommendations. I agree with you. But tell me, is the condition of any factory in Britain, America, Canada or Switzerland the same as here? Certainly the conditions are not the same. There a factory is like a corporate office. Here if you want to walk into a factory, you need to cover your nose with a handkerchief. Therefore ILO’s recommendations, which are not mandatory, differ from country to country. Our country doesn’t permit that. The factories in our country are not in that condition. Sir, in my constituency, there are so many jute mills. If anyone goes there, they would see the hazardous health conditions of the workers. ILO’s recommendations should not be extended to factories which are in this condition.

Sir, in the 3rd report of the Ministry of Labour Standing Committee in the Factories Amendment Bill, 2014, there was an observation in Part 2 (VI) regarding the overtime, in the second paragraph. I read it: “they therefore desire the Ministry to distinguish those industries/seasonal practice where increasing the overtime is inevitable and make necessary amendment in the related clause with adequate safeguards so that unemployment problems is not aggravated.”

So our Standing Committee has taken care of distinguish those industries. First you identify the industries, it is inevitable, you cannot do it. Adequate safeguards are necessary, so that the problem of unemployment is not aggravated. If you continue with overtime, then new employment scope will not be there.

Therefore this is a Bill, which I oppose. It is anti-labour and is hitting the basic federal structure. Sir, I have a real question, at whose pressure are you bringing this Bill? Why are you in a hurry? This Bill was pending since 2014 Bill. Now in our country, a group of industrialists have become very powerful. Under their pressure so many Bills are being brought. Is it the pressure of industrialists from Gujarat? Is it the pressure of industrialists in Maharashtra? Is it the pressure of industrialists from Madhya Pradesh? Not a single worker or trade union of West Bengal speaks of the increase in overtime in this way.

I am shocked. I have 35 years experience working in labour and service matters. And I go to other states like Jharkhand; nobody wants this Bill. So under whose pressure are they working? Sir, MPs are asked to work till nine o’clock everyday, after three days, you will see that 50% MPs are not here.

Therefore by this process kindly do not bring in Bill. This Bill signifies a new process, a new idea, a new innovation of the Modi Government to interfere with the federal structure of this country. Therefore, I say this is an anti-labour Bill.

Thank you Sir, for giving me time to speak.

Bengal to expand ISGP scheme to cover all districts

After the unprecedented success of the first stage of the Institutional Strengthening of Gram Panchayats (ISGP) programme, covering nine districts, the Bengal Government is expanding the programme to 19 districts. In terms of the number of gram panchayats being included, from 1,000, the number would rise to 3,342, covering all of Bengal.

Under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, whose vision has transformed rural Bengal, this programme has had an exemplary performance, receiving very satisfactory ratings from World Bank, which provides the financial aid.

Excellence in rural development

In the first stage, the project managed to spend the highest percentage of the funds allotted among all the projects run by World Bank in the Asia Pacific region. During this stage, for civic projects in the 1,000 gram panchayats, Rs 1,038 crore was spent by the Bengal Government.

For excellence in project implementation and in innovative usage of information technology, the project received the Skoch Award for being the best in the country for three consecutive financial years – 2013-14, 2014-15 and 2015-16.

Also, the Fourth State Finance Commission report recommended the ISGP project of the State Government to be taken as a model for gram panchayat-centric developmental work.

Hope for the future

Keeping the all-round success of the first phase in mind, it is hoped that the second phase of ISGP too would be an unqualified success, bringing massive development to villages across the length and breadth of Bengal.

 

বাংলার সব জেলায় আই.এস.জি.পি কর্মসূচি চালু হচ্ছে

গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ (আই.এস.জি.পি) কর্মসূচির প্রথম পর্যায়ের অভূতপূর্ব সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ের কাজ সারা পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় কাজ শুরু হচ্ছে। ১০০০ থেকে ৩৩৪২টি গ্রাম পঞ্চায়ে কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলার চেহারা এখন পুরোপুরি বদলে গেছে। এই কর্মসূচি অনেক সাফল্য অর্জন করেছে।

এই কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য কাজ

এই কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০০০ টি গ্রাম পঞ্চায়েতকে কাজের অগ্রগতির বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে মোট ১০৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে যা এলাকার নাগরিক পরিষেবার মনোন্নয়নের উদ্দেশ্যে পরিকাঠামো নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে।

এই কর্মসূচী সুশাসন এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ সালে দেশের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে।

এছাড়াও, চতুর্থ রাজ্য অর্থ কমিশন রিপোর্টে এই কর্মসূচির বিভিন্ন উদ্যোগকে গ্রাম পঞ্চায়েত কেন্দ্রীক উন্নয়নের একটি মডেল হিসাবে রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

 

আগামী সংকল্প

এই কর্মসূচির প্রথম পর্যায়ের সাফল্যের কথা মাথায় রেখে এটা আশা করা যায় যে, দ্বিতীয় পর্যায়ে যথেষ্ট সফল হবে এবং সব গ্রামসহ সারা বাংলার জুড়ে ব্যাপক উন্নয়ন হবে।

 

SS Roy speaks during a Calling Attention Motion on the impasse regarding appointment of judges

Sir, presently in the High Courts of our country there are 477 vacancies; and we all know how it has been caused. After this Parliament and the State legislatures passed the 99th Constitutional Amendment Bill, the Constitution Amendment Act and the NJAC Bill, the Supreme Court set it aside, calling it unconstitutional and void; the Minister’s statement is also on record in this regard.

Sir, over a period of time it has been held that the word ‘consultation’ in Article 366 has been understood as ‘concurrence.’ A new meaning has been imported into our Constitution. Not only under Article 366, there are several articles of our Constitution – like 124, 217, 127, 222 – where the word ‘consultation’ is there. And in all those cases, consultation is binding and the ordinary dictionary meaning is accepted. But only in the case of Article 366, ‘consultation’ has become ‘concurrence.’ So kabhi ha, kabhi na, ye dono jagah change kiya jaa raha hai. Arising out of this situation, the entire system of appointment of High Court judges has come to a standstill.

Now the Minister says in his statement, in para 6, that ‘it has been decided that the Government of India may finalise the existing MoP (Memorandum of Procedure) in consultation with the Chief Justice of India.’ So again, consultation will be interpreted as concurrence with respect to the Chief Justice of India. So it is not a consultation, it is concurrence. Hence it would have been better had the Minister used that term.

We have been reduced to that level and the Parliament has been ignored like anything. When the Parliament is in session, why isn’t the MoP discussed here? Why does the Government discuss it only with the Supreme Court and others? If suggestions have been invited from the public in general through the website of the Ministry of Law and Justice, why are the parliamentarians left in the dark? According to me this is an effort to ignore and undermine the existence of Parliament. This is why I am asking, why should the members not discuss? When the Parliament is in session, it is incumbent on the Minister to discuss the matter on the floor of the House. Otherwise, I think, as per my party’s point of view, the Government will bid goodbye to the greatest tradition of Parliament if we are kept in dark about the MoP.

This is a very serious issue, Sir. This is not a one-time affair, Sir. Once this MoP is accepted in some form or the other, this will continue to be in force for years together, nobody knows for how long.

Lastly, regarding the word ‘consultation’ – there should be an interpretation to the effect whether consultation means concurrence or not in each and every article of our Constitution. For that the Government should move a Bill defining the word ‘consultation.’

Thank you.

Time has come for Poriborton in Tripura: Mamata Banerjee

With an aim to expand the base of the party, Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed a public rally in Tripura at Vivekananda Stadium, commonly known as Astabal ground, in Agartala.

A huge crowd cheered Mamata Banerjee as she called for ‘Poriborton’ in Tripura. She said that after 34 years of misrule in Bengal, there is a surge of development in the State; time has come for Tripura to say goodbye to the CPI(M).

The Assembly election in Tripura is scheduled for 2018. The All India Trinamool Congress is currently the main Opposition party in the state.

Highlights of Mamata Banerjee’s speech:

On Bengal verdict

In Bengal we have the Government of Maa-Mati-Manush; now let there be a Maa-Mati-Manush Government in Tripura also. During the elections in Bengal, a slander campaign was launched by some leaders. People hit the Opposition for a sixer through their mandate. Trinamool stands development, progress and moving ahead. Trinamool fulfills the promises it makes.

On CPI(M)-Congress alliance

The CPI(M) does not understand anything but torture, and the Congress is in cahoots with them. We came out of the Congress the day they sold their ideology to the CPI(M). We were able to establish Trinamool because we walked out of the Congress. The CPI(M) was responsible for the birth of chit funds.

On BJP

The BJP Government does not do any work; it blows its own trumpets during elections. The BJP only interferes in the business of the State; it is not following the federal structure. BJP wants to scare us but we will keep marching forward fearlessly.

On development in Bengal

We have distributed 40 lakh bicycles under Sabuj Sathi. We get only 10% of Central funds whereas Tripura gets 90%. We have been giving rice at Rs 2 per kg since we came to power. The people of Jangalmahal get these advantages too. We have worked for the welfare of tribal people. We have set up 41 multi super-speciality hospitals in Bengal.

We have started Kanyashree scholarships for girls. We have instituted the Sikshashree Scheme for tribal students. In Bengal we have started Fair Price Medicine Shops, free heart operation for children. We can do the same for you. Fifteen thousand children have got cardiac surgery free of cost in Bengal.

On misrule in Tripura

What have the comrades done for Tripura? Is there any good hospital here? Do the people of Tripura get free healthcare in Government hospitals? People go to Delhi or Assam for treatment. There is only loot and plunder here. FIRs are rejected. The police force is controlled by the CPI(M).

Potatoes cost Rs 35-40 per kg in Tripura but in Bengal, we have set up fair price shops selling potatoes at Rs 14.

Comrades, you can always call me names; work for the people before you criticise me. We have witnessed violence in Netai, Nandigram and Singur. We have witnessed a lot of violence in Udaypur (in Tripura). We cannot be scared by fear tactics. Trinamool cannot be stopped by taking cable TV channels off air.

Slogan for change

The time has come for the CPI(M) to leave Tripura; the time has come for Poriborton. We will launch all the successful Bengal initiatives in Tripura. We will achieve victory; Trinamool will emerge victorious here. Rabindranath Tagore wrote Bisarjan; let today’s meeting be the call for CPM’s ‘bisarjan.’ Trinamool doesn’t want to just come to power in Tripura, it wants to work for the people.

 

ত্রিপুরায় পরিবর্তনের সময় এসেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলকে জাতীয় স্তরে আরও বিস্তার করার লক্ষ্যে ত্রিপুরা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আগরতলার আস্তাবল মাঠে  তিনি একটি জনসভা করেন।

সভামঞ্চ থেকে যখন তিনি ত্রিপুরার পরিবর্তনের ডাক দেন তখন উল্লাসে চিৎকার করে জনতার ভিড়। তিনি বলেন, ৩৪ বছর অপশাসনের পর বাংলায় যেমন উন্নয়নের জোয়ার এসেছে তেমনই ত্রিপুরাতেও সিপিএমের বিদায়ের সময় এসে গেছে।

২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বর্তমানে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল।

ত্রিপুরায় জননেত্রীর বক্তব্যের কিছু অংশ

বাংলায় বিপুল জয় সম্বন্ধে

বাংলায় এখন মা-মাটি-মানুষের সরকার, এবার ত্রিপুরাতেও মা-মাটি-মানুষ সরকার গঠন করবে। বাংলায় নির্বাচনের সময় বেশ কিছু নেতারা অপপ্রচার করে বেরিয়েছেন। শেষমেশ মানুষের রায়ে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। তৃণমূল মানুষের দল, সাধারণ মানুষের জন্য কাজ করে তৃণমূল। তৃণমূল মানে উন্নয়ন, প্রগতি এবং এগিয়ে চলা। তৃণমূল যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে।

সিপিএম-কংগ্রেস আঁতাত সম্বন্ধে

সিপিএম অত্যাচার ছাড়া কিছু জানে না। চিট ফান্ডের জন্মদাতা সিপিএম। এখন বাংলায় সিপিএম-কংগ্রেস বন্ধু হয়েছে। কংগ্রেস সিপিএমের কাছে নিজেদের আদর্শ বিক্রি করে দেওয়ার পর আমি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলাম।

বিজেপি সম্বন্ধে

বিজেপির সরকারের কোনও কাজ নেই, নির্বাচন এলেই ঢাক -ঢোল নিয়ে বেরিয়ে পরে। ওদের কাজ যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করা। ওরা আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু আমরা ভয় না পেয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব।

বাংলার উন্নয়ন সম্বন্ধে

আমরা বাংলায় ৪০ লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল দিয়েছি। আমরা কেন্দ্র থেকে মাত্র ১০ শতাংশ টাকা পাই কিন্তু ত্রিপুরা ৯০ শতাংশ টাকা পায়। ক্ষমতায় আসার পর আমরা ২ টাকা কিলো দরে চাল দিয়েছি। জঙ্গলমহলও আজ এই সুবিধা পাচ্ছে। আদিবাসীদের জন্য আমরা অনেক কাজ করেছি। বাংলায় ৪১টি মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি হয়েছে।

মেয়েদের জন্য আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করেছি। তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের জন্য আমরা শিক্ষাশ্রী চালু করেছি। যুবশ্রী, লোক প্রসার প্রকল্পসহ আরও অনেক স্কিম আমরা চালু করেছি। বাংলায় সরকারি হাসপাতালে এখন বিনামূল্যে চিকিৎসা হয়। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে। ১৫০০০ শিশুদের বিনা পয়সায় হার্ট অপারেশনের ব্যবস্থা করে দিয়েছি আমরা।

ত্রিপুরার অপশাসন সম্বন্ধে

ত্রিপুরার জন্য কি করেছেন কমরেডরা? কোন ভাল হাসপাতাল তৈরি করেছেন? ত্রিপুরার লকেরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিতসার সুযোগ পায়? তাদের চিকিতসার জন্য আসাম-দিল্লি যেতে হয়। এখানে শুধু লুঠ আর অত্যাচার। এফআইআর নেওয়া হয় না। সিপিএম পুলিশকে কন্ট্রোল করে।

ত্রিপুরায় আলুর দাম ৩৫-৪০ টাকা। আমরা বাংলায় ন্যায্য মূল্যের দোকান থেকে  ১৪ টাকায় আলু বিক্রি করি।

আমার বিরুদ্ধে কথা বলার আগে মানুষের জন্য কাজ করুন। আমি নেতাই, সিঙ্গুর, নন্দীগ্রাম যেমন দেখেছি তেমন উদয়পুরের অত্যাচারের সাক্ষী আমি। আমাদের ভয় দেখিয়ে কোন লাভ নেই। কেবল টিভি বন্ধ করে তৃণমূলকে থামানো যাবে না।

পরিবর্তনের স্লোগান

ত্রিপুরা থেকে সিপিএমের বিদায়ের সময় এসে গেছে। ত্রিপুরায় এখন পরিবর্তনের সময় এসেছে। আমরা বাংলায় যা যা উন্নয়ন করেছি তা ত্রিপুরাতেও করব। আমরাই জয়ী হব, তৃণমূলই জয়লাভ করবে। রবীন্দ্রনাথ  ঠাকুর ‘বিসর্জন’ লিখেছিলেন। আজকের এই সভা থেকে সিপিএমের ‘বিসর্জন’ শুরু হল। শুধু ত্রিপুরায় সরকার গঠন আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য মানুষের জন্য কাজ করা। কাজ করাটাই আমাদের ধর্ম।