Preparation for Singur Diwas programme on in full swing

The preparations for celebrating the Singur Diwas on September 14 are going on in full swing.

The state government has been working on the land survey work on a war footing following the order of the Chief Minister, who before undertaking her Europe tour had instructed the senior ministers to visit the place to inspect the progress in work.

During her absence, senior ministers had visited the spot and inspected the progress of land survey. They also reviewed the arrangements for the victory day celebration on September 14 when the Chief Minister is scheduled to take part in rally in Singur.

It may be mentioned here that Chief Minister Mamata Banerjee will hold a high level meeting with the senior ministers and the officials of the government at Nabanna to take a stock of the progress in the work.

 

সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী ১৪ তারিখ সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় জমি পর্যবেক্ষণের কাজ চলছে, উনি ইউরোপ যাওয়ার পূর্বেই মন্ত্রিদের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর গিয়ে কাজের গতি সরেজমিনে পরিদর্শন করতে।

গত এক সপ্তাহে বিভিন্ন মন্ত্রীরা সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতিও তদারকি করে এসেছেন।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন। সেই বৈঠকে সিঙ্গুরে জমি জরিপের কাজের অগ্রগতির খতিয়ান দেবেন আধিকারিকরা।

‘Banglar Taanter Haat’ to be inaugurated on 11 Sep

Just before the Durga Puja, the state government is all set to organise another edition of ‘Banglar Tanter Haat’ – a fair, where the weavers of Bengal will showcase their amazing creations.

The organiser is the state micro, small and medium enterprise and textiles department. The minister of micro, small and medium enterprise, will inaugurate the fair on Sunday.

The fair has been the centre of attraction for women, as various varieties of Saaris and Salwar and other traditional apparels are showcased here. Milan Mela – the state government’s designated fair zone just off to Eastern Metropolitan Bypass – is the venue of Banglar Tanter Haat.

The weavers across the state will participate in the Haat and will sell their product. The urban population is in love with their production. A huge turnout in the fair is expected this year as it is being held just before the festive season.

But not only the woman but the men would also be happy with variety of the clothes in the haat. Various men apparels including Dhuti, Punjabi and wide variety of Fotua will be displayed.

 

পুজোর আগে শুরু হচ্ছে ‘বাংলার তাঁতের হাট’

পুজোর আগে সুখবর। রাজ্য সরকারের উদ্যোগে এ বছর দুর্গা পুজোর আগেই আবারও আয়োজন করা হচ্ছে “বাংলার তাঁতের হাট” মেলার।

বাংলার তাঁত শিল্পীরা যাতে নিজেদের শিল্পশৈলী দেখানোর সুযোগ পায়, তাই এই মেলার উদ্যোগ ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতর ও বস্ত্রশিল্প দফতর। রবিবার ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন।

মেলাতে থাকবে বিভিন্ন ধরণের শাড়ি, সালোয়ার ও ঐতিহ্যবাহী বস্ত্রসমূহ। ই এম বাইপাসের ধারে অবস্থিত মিলন মেলা প্রাঙ্গনে এই মেলাটি অনুষ্ঠিত হবে।

সারা রাজ্যের সমস্ত তাঁত শিল্পী এই মেলায় অংশ নেবেন ও নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পারবেন। বিগত কয়েক বছরে দেখা গেছে শহরের মানুষ ওনাদের কাজকে খুব পছন্দ করছেন, তাই, আশা করা যায় পুজোর আগেই এই মেলাকে কেন্দ্র করে ভালো সাড়া পাওয়া যাবে।

শুধু মহিলা নন, পুরুষদের জন্যও মেলাতে থাকবে নানা সমাহার। যেমন ধুতি, পাঞ্জাবি ও প্রচুর ধরণের ফতুয়া মেলায় পাওয়া যাবে।

Bengal to train prisoners in correctional homes to become self reliant

The state correctional home department has taken a unique move to train the prisoners in producing bakery and food items to make them self reliant. This move will reduce the huge expenditure of maintaining the kitchens.

The department has a plan to train the prisoners on how to prepare mustard oil, bakery items, candles, textiles, umbrellas, phenols and other items. The department is also looking at how the prisoners could be used for farming for which they would be handed over various modern equipments and manure to increase the productivity.

Under this current project, around 378 prisoners have already been employed. Profit has been made by the departments by running the schemes at Presidency Correctional Homes, Alipore Correctional Homes, Behrampore Correctional Homes, Midnapore Central Correctional Home.

Bengal to undertake drive to achieve 100 per cent literacy

The state mass education department is going to undertake a literacy drive in the city in order to achieve 100 per cent literacy rate.

Around 12 lakh men and women have registered their names in the 9 districts where literacy rate is comparatively low. Among the total 12 lakh, around 11.27 lakh people have appeared in the examination, of which around 60 per cent are women.

The state government is planning to cover around 12 lakh people under the literacy drive within March next year.

Around 1,364 Lok Siksha Kendra was set up at 9 districts to spread awareness and make the programme a success.

The state government is giving an emphasis on a special literacy drive among the physically challenged and backward classes.

 

সাক্ষরতার হার ১০০ শতাংশ করার উদ্যোগ রাজ্য সরকারের

সাক্ষরতা হার ১০০ শতাংশ করার জন্য রাজ্য গণশিক্ষা বিভাগ উদ্যোগ নিতে চলেছে। আগামী বছর মার্চ মাসের রাজ্যের প্রায় ১২ লক্ষ মানুষকে সাক্ষর করে তোলার একটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২ লক্ষ লোক ৯ টি জেলায় (যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম) তাদের নাম নথিভুক্ত করেছেন। মোট ১২ লাখের মধ্যে প্রায় ১১.২৭ লক্ষ মানুষ পরীক্ষায় বসেছেন যার মধ্যে ৬০ শতাংশ মহিলা।

এই পরিকল্পনাকে সফল করতে ও মানুষকে এব্যাপারে আরও সচেতন করতে ৯ টি জেলায় মোট ১,৩৬৪ টি লোক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।

রাজ্য সরকার প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর ওপরও বিশেষভাবে জোর দিচ্ছে।

 

 

In a first, sanction plans to be handed over along with plots in Gitabitan township

Setting a precedent in the country, the Urban Development department of Bengal has decided to hand over plots – along with the sanction plan – to set up structures on them at Gitabitan in Santiniketan.

Gitabitan project, named by Chief Minister Mamata Banerjee, is coming up on 127 acre of land. Necessary amendments to the Building Rules will be made to facilitate the project. A tender will be floated after the Puja to find out the buyers.

The state government has decided to set up six townships in Santiniketan (Gitabitan on 127 acre), Baruipur (Uttam City on 86 acre), Asansol (Agnibina on 59 acre), Kalyani (Samriddhi on 51.4 acre) Howrah (Dumurjala on 51.4 acre) and Siliguri (Teesta on 84 acres).

The state government has also come up with a township policy. All the modern townships will have specific themes.

The image is representative

 

স্যানক্শন প্ল্যানও দেওয়া হবে গীতবিতান থিম সিটি প্রকল্পে 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের গীতবিতান থিম সিটিতে জমির সাথে স্যানক্শন প্ল্যান ও দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হবে আবাসন আইনে। পুজোর পর বিজ্ঞপ্তি জারি করা হবে।

১২৭ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামকরণ করা গীতবিতান প্রকল্প।

রাজ্য সরকার ছয়টি থিম উপনগরী গড়ে তুলতে চায়: শান্তিনিকেতনে গীতবিতান (১২৭ একর), বারুইপুরে উত্তম নগরী (৮৬ একর), আসানসোলে অগ্নিবীণা (৫৯ একর), কল্যাণীতে সমৃধ্ধি (৫১.৪ একর), হাওড়াতে ডুমুরজালা (৫১.৪ একর) ও শিলিগুড়িতে তিস্তা (৮৪ একর)।

গীতবিতান এমন ভাবে তৈরী করা হবে যাতে শান্তিনিকেতনের পরিবেশ আরও সমৃদ্ধ হয়। এই উপনাগরিতে অত্যাধুনিক সব বন্দোবস্ত থাকবে পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধন ঘটে।

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।

 

Even in Germany, Bengal CM keeps close watch on State weather situation

She may be away but her heart is in Bengal. In the midst of her busy schedule at Munich in Germany to showcase Bengal as an investment destination, Chief Minister Mamata Banerjee did not forget her responsibility in managing coordination with her cabinet colleagues in Kolkata in view of the flood threat in the state in the backdrop of heavy rain in the last 24 hours.

The Chief Minister called up State irrigation minister Rajib Banerjee on Tuesday morning from Munich and instructed him to interact with Damodar Valley Corporation (DVC) authorities to prevent excessive water release from DVC dams in the state that might worsen the situation.

Within minutes of the Chief Minister’s call from Munich the entire state secretariat of Nabanna got transformed into a virtual war room. The Minister instructed officials of his department to ensure constant watch on the river embankments round the clock till the time the flood threat is completely averted.

“The situation is not that alarming yet. But we are maintaining constant vigil. Now, everything will depend on how far DVC cooperates by showing restraint about water release,” the Minister said.

Besides the state irrigation department, the state disaster management department was also kept on high alert. Department officials were instructed to ensure that different rescue teams be ready for emergency. Relief items like tarpaulin, dry food and medicines have been kept ready in adequate amount, confirmed an officer of the state disaster management department. Leave for the staff and officers of both the state irrigation and disaster management departments have been cancelled till further orders.

 

জার্মানিতে বসেও বাংলার বন্যার খবর নিলেন মুখ্যমন্ত্রী

সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর মন সারাক্ষণ বাংলাতেই পড়ে থাকে, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানির মিউনিখে শিল্প সম্মেলনে ব্যস্ত কর্মসূচীর মধ্যেও তিনি তাঁর দাওিত্ব ভুলে যাননি। প্রতিনিয়ত তিনি গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যা সংক্রান্ত সব রকম পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং কলকাতার মন্ত্রীসভার সব মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সব খোঁজ-খবর নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মিউনিখ থেকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।

মিউনিখ থেকে মুখ্যমন্ত্রীর ফোন আসার কিছু সময়ের মধ্যেই জেলা শাসক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বন্যা সংক্রান্ত সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “পরিস্থিতি এখনোও তেমন ভয়ংকর নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত সতর্ক থাকছি।  ডিভিসি কতটা জল ছাড়ছে তাঁর ওপর পরিস্থিতি নির্ভর করছে”।

রাজ্যের সেচ বিভাগের পাশাপাশি, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও উচ্চ সতর্ক ব্যবস্থায় বজায় রাখছে। বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্ধারকারী দলগুলিকে সবরকম জরুরী অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত পরিমানে ত্রিপল, শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

 

All options open for BMW to invest in Bengal: Amit Mitra

All options open for BMW to invest in Bengal, State Finance, Industries and Commerce Minister Dr Amit Mitra said today. He was addressing the press after a three-hour long meeting with top officials of BMW.

“The officials of BMW made several presentations. The meeting was productive. We will carry the talks forward,” he said. The minister added that Bengal wants a ‘sustained relationship’ with BMW. Stressing the green mobility is the future, Dr Mitra said BMW made presentation on electric cars and bikes.

The minister was accompanied by Chief Secretary, Finance Secretary, Mayor of Kolkata, Lok Sabha MP Sudip Bandyopadhyay and other delegates.

The minister invited his counterpart in the German state of North Rhine-Westphalia to Bengal Global Business Summit, 2017.

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা: অমিত মিত্র

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা, আজ বললেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। বিএমডবলুর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিন ঘন্টার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বিএমডবলুর আধিকারিক অনেকগুলি প্রেসেন্টেশন দেখান। আজকের বৈঠক ফলপ্রসূ, বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও জানান যে বাংলা বিএমডাবলুর সাথে ‘সাস্টেন্ড রিলেশনশিপ’ চায়।

ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পে আগ্রহী বি এম ডবলু, বলেন অমিত মিত্র। অর্থমন্ত্রী ছাড়াও বৈঠকে আজ ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব, কলকাতার মেয়র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

২০১৭র বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য জার্মানির রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফিলিয়ার অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান অমিত মিত্র।

From Mother Dairy comes another winner – payesh

Under the leadership of West Bengal Chief Minister Mamata Banerjee, Mother Dairy’s milk and milk products have become a grand success.

Now Mother Dairy has come up with another winning product: that sweet dish for all occasions for Bengalis – payesh, or rice pudding.

 

Payesh kiosks

One such payesh-selling kiosk was inaugurated on Ironside Road in Kolkata few weeks ago. The Chief Secretary of the State, the Home Secretary and other senior officials who inaugurated it were all praise for the payesh after tasting it. This kiosk is also the first integrated Mother Dairy kiosk – where rice, vegetables, meat and eggs would be available too. At least 400 such integrated kiosks will be opened in the State in the near future.

CM’s Brainchild

The idea for selling payesh at Mother Dairy kiosks came from Mamata Banerjee herself, and the recipe too. As per her instruction, gobindabhog rice, nalen gur, raisins and kheer go into the making of the payesh.

Over the past few years, it was mainly due to the efforts of the Chief Minister that Mother Dairy has become a profitable company. The current working capital of the organisation has crossed Rs 50 crore.

The budget of the Animal Husbandry Department, under which Mother Dairy falls, has taken a huge leap, from Rs 82.02 crore during financial year 2011-12 to Rs 495 crore for 2016-17. Till five years back, the number of booths was 3,200.

Under the Trinamool Congress Government, the number has steadily gone up and is going to touch 5,000 during the current financial year.

পায়েস বিপণনের উদ্যোগ মাদার ডেয়ারির

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাদার ডেয়ারির দুধ ও দুগ্ধজাত পণ্যগুলি এক অভিনব সাফল্য পেয়েছে। দুধ, দই, পনির, ঘি এই লিস্টে নতুন প্রোডাক্ট পায়েস যোগ করল মাদার ডেয়ারি।  পায়েসের এই রেডিমেড প্যাক এখন মাদার ডেয়ারির সব প্রোডাক্ট গুলির মধ্যে আকর্ষণীয় তাতে কোন সন্দেহ নেই।

জাতীয় ক্ষেত্রে সার্বিক পরিচিতি ও বিপণনকে সমৃদ্ধ করতে উদ্যোগ হয়েছে বাংলার ডেয়ারি, যার পূর্ব নাম ছিল মাদার ডেয়ারি। মুখ্যমন্ত্রীর দেওয়া এই নতুন নাম সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও অনুমোদিত হয়েছে। রাজ্যের চাহিদা মিটিয়ে এখন ভিন রাজ্যেও বিপণনের পরিকল্পনা করছে এই সংস্থা।

গত কয়েক বছর ধরে,  আর্থিক ভাবে পিছিয়ে পড়া এই সরকারি সংস্থা স্বনির্ভর হয়ে এখন মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় স্বনির্ভর হয়ে লাভের মুখ দেখছে। সংগঠনের বর্তমান মূলধন ৫০ কোটি ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১০-২০১১ আর্থিক বছরে প্রাণী সম্পদ দপ্তরের বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৮২.০২ কোটি। চলতি বছরে এই বরাদ্দের পরিমাণ করা হয়েছে ৪৯৫ কোটি। ৫ বছর আগে রাজ্যে মাদার ডেয়ারির বুথের সংখ্যা ছিল ৩২০০, চলতি বছরে এই সংখ্যা ৫০০০ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই স্টল থেকে বিক্রি করা হচ্ছে মাংস, দিম এমনকি প্যাকেটবন্দী পায়েস। পায়েসের এই অভিনব আইডিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোবিন্দভোগ চাল, নলেন গুড়, কিসমিস আর ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে এই পায়েস যা এখন গ্র্যান্ড সাকসেস অর্জন করেছে।

আয়রন সাইড রোডে ইতিমধ্যেই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর একটি কিয়স্কের উদ্বোধন করে। এখান থেকে চাল, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত সব জিনিস বিক্রি করা হয়। আগামীদিনে রাজ্যে এরকম আরও ৪০০টি কিয়স্ক তৈরির পরিকল্পনা রয়েছে।

 

Bengal CM arrives in Germany, to explore investment opportunities

A high powered official and business delegation from West Bengal, led by Chief Minister Mamata Banerjee is in Germany to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between Germany and Bengal.

The Bengal Chief Minister arrived in Germany on Monday night and she would be addressing an exclusive Interactive Session on September 7 in Munich and a series of meetings with German business leaders are on the cards during her visit between September 5 -9.

State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.

Dr Mitra said that the past two editions were particularly successful and had attracted participation from 31 countries while he was addressing a seminar on Business Opportunities in Bengal in  Dusseldorf on Monday.

Gunther Horzetzky, state secretary, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia said that a working group might be formed to take forward the discussions and chalk out a roadmap for closer engagement between the two regions.

Dr Amit Mitra and Kolkata Mayor Sovan Chatterjee along with a 29-member business delegation reached Duesseldorf on Monday where Mitra held a meeting with Norbert Walter Borjans, Finance Minister of North Rhine-Westphalia discussing bilateral issues.

 

 

মিউনিখে মুখ্যমন্ত্রী, আজ শিল্প বৈঠক

রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি বাণিজ্য দল জার্মানি এসেছেন।

সোমবার রাতে জার্মানি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭ সেপ্টেম্বর মিউনিখে তিনি জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক একটি বৈঠক করবেন।

বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷

বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷

এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প  সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷

মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷

ডাঃ অমিত মিত্র এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ ২৯ জন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ডুসেলডর্ফ পৌঁছে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷