WB Govt bringing new Bill for the conservation of wetlands

In a bid to strengthen the regulatory framework for the conservation of the East Kolkata Wetlands, the Bengal Government is planning to introduce a Bill, titled ‘The East Kolkata Wetland (Conversion and Management) Amendment Bill, 2017’ during the ongoing Budget Session.

Chief Minister Mamata Banerjee has often highlighted the need for strict administrative vigilance regarding the protection of wetlands in the State, and this Bill is a result of that.

The conservation of the East Kolkata Wetlands is essential for preserving the balance of nature, as it acts, among other things, as a natural waste management system for the city of Kolkata. During the previous Left Front Government, significant portions of the East Kolkata Wetlands were filled up illegally for the construction of houses. This Bill would help in the safeguarding of this natural urban waste management system.

 

জলাজমি সংরক্ষণের ক্ষেত্রে নতুন বিল আনছে রাজ্য

জলাশয়গুলিকে সংরক্ষণ করার ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বিধানসভায় বাজেট অধিবেশনে জলাশয় সংরক্ষণ বিল এনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোগী হল রাজ্য সরকার।

এই বিলে ‘জলাশয় সংরক্ষণ কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে। ‘দি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭’ র মধ্যে দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করে রাজ্যবাসীর স্বার্থে সেগুলিকে সংরক্ষণ করা সরকারের মূল লক্ষ্য।

বাম আমলে যেখানে একের পর এক জলাশয় বুজিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে নির্মাণ কাজ চলেছিল, তার ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই দিকটি বিশেষভাবে নজর দেওয়া হয়।

 

Picture source: wikimapia.org

 

Bengal CM conducts her first administrative review meeting at new district Kalimpong

Bengal CM Mamata Banerjee conducted the first administrative review meeting at new district Kalimpong on Wednesday. On 14 February, Kalimpong was declared as the 21st district of the State. She said that her government would showcase it on the lines of Darjeeling.

“Everyone is very happy with the new district. All officials were present and participated at the meeting.” she told reporters after the administrative meeting.

“We had positive discussions regarding developmental projects that will be taken up in the new district,” she said.

She said that many tourists visit Darjeeling. But Kalimpong also has a number of tourist spots which would be showcased.

The CM had announced a slew of development projects for the newly-created district and said that a Rs 220 crore road link project would be taken up to connect Kalimpong with Sikkim via the old Silk Route.

She had said that a Rs 50 crore water supply project by the public health engineering department will be taken up soon to address Kalimpong’s water scarcity problem.

After the meeting the Bengal CM announced that the two existing task forces, the Terai-Dooars Unnayan Parishad and the Terai-Dooars Adivasi Unnayan Parishad, will be transformed into separate development boards.

 

নতুন জেলা কালিম্পঙে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বুধবার নতুন জেলা কালিম্পঙে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজ্যের ২১তম জেলা হিসাবে মানচিত্রে জায়গা করে নেয় কালিম্পং৷

নতুন ১৫টি বোর্ডের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হয় বুধবার৷ কীভাবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বোর্ডগুলি কাজ করবে, তার রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “সকলে নতুন জেলা পেয়ে খুব খুশি। সব কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন”।

তিনি আরও জানান, “নতুন জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ। দার্জিলিং-এ অনেক পর্যটক আসেন কিন্তু কালিম্পঙেও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে”।

ইতিমধ্যেই নতুন জেলার জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়নের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কালিম্পঙের জন্য একটি জল সরবরাহ প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

এছাড়া অতীতে গঠিত দুটি টাস্ক ফোর্সকে বোর্ডে রূপান্তরিত করা হবে। এগুলি হল – তরাই-ডুয়ার্স উন্নয়ন পরিষদ ও তরাই-ডুয়ার্স আদিবাসী উন্নয়ন পরিষদ।

 

 

Bengal CM declares Kalimpong as 21st district of the State

Today Bengal Chief Minister Mamata Banerjee announced Kalimpong as 21st district of the State.

“I am in the Hills because Kalimpong is becoming a new district. In April, Jhargram and Asansol will become districts,” she said on Monday.

The State Government recently created 15 development and cultural boards for different hill communities. The boards are to ensure all-round development of these communities.

On December 18, 2015, the West Bengal Cabinet gave a nod to the formation of Kalimpong district and Mirik sub-division.

At today’s public meeting, the CM laid the foundation stones several developmental projects including the development of Nature Interpretation Centre at Kalimpong, renovation of roads, Anjuman-E-Islamia Community Hall in Kurseong, Subhas Ghising Memorial Community Hall in Dow Hill, renovation of Raj Rajeshwari Hall in Kurseong, renovation of infrastructure in Naxalbari.

 

Excerpts of her speech:

  • Today is Kalimpong Day. I congratulate all of you
  • People of Kalimpong wanted a new ray of light. Valentine’s Day has become Kalimpong Day now
  • Five years ago when I started coming to the Hills, I wanted to develop the Hills. We formed the GTA
  • GTA and local municipalities have the power to carry out development in the Hills. I wanted to give extra support
  • We formed 15 developmental boards. We have taken initiatives to promote tourism
  • We developed Morgan House, Hill Top tourism circuit. We have done a lot of work and will continue to do so
  • Kalimpong did not have full administrative support. People had to go all the way to Darjeeling for work
  • We are proud of our students. They are our assets. They are our future
  • We will take up a new water supply project for Kalimpong
  • We will develop the Kalimpong-Sikkim Silk Route at a cost of Rs 220 crore
  • Those who indulge in violence do not want peace in the Hills
  • We don’t want violence in Hills.We believe unity is strength.Will not tolerate if someone tries to incite violence
  • Those who cannot fight us politically try to incite violence. We will not allow any violence between any community
  • Hum Kalimpong ka unnati chahanche. Hum Maa-Behen ka izzat chahanche. Hum naujawan ke liye naukri chahanche

 

২১তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল কালিম্পঙ

আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মঞ্চে দাঁড়িয়ে মমতা কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলেন। শহর আবেগে ভাসছে। চারদিকে পতাকা–‌ফেস্টুন যেন উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালিম্পঙে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী হাত নাড়িয়ে তাঁদেরও পাল্টা অভিনন্দন জানান। রাস্তার দু’‌ধারে ছিলেন অসংখ্য মানুষ। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।

মহকুমা শাসকের অফিসে বসেই আপাতত নতুন জেলার কাজ হবে। এই বাড়িটি সংস্কারের কাজ হচ্ছে। ২০১১–‌য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বহুবার কালিম্পঙে এসেছেন। চারিদিকে ঘুরেছেন। কালিম্পংকে আরও সাজিয়ে তোলার ইচ্ছে আছে তাঁর।

মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন তিনি পাহাড়কে কিছুতেই ভাগ হতে দেবেন না। ২০১১–‌র পর থেকে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫টি বোর্ড তৈরি করেছেন।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ কালিম্পং দিবস। আমি সকলকে অভিনন্দন জানাই
  • কালিম্পঙের মানুষ একটি নতুন আশার আলো চেয়েছিল। ভ্যালেনটাইনস ডে এখন কালিম্পং ডে
  • পাঁচ বছর আগে আমি পাহাড়ে আসা শুরু করেছিলাম, আমি পাহাড়ের উন্নয়ন চাই। আমরা জিটিএ তৈরি করেছি
  • জিটিএ এবং লোকাল কর্পোরেশনের হাতেই পাহাড়ের উন্নয়নের ক্ষমতা। রাজ্য সরকার যথাসাধ্য সাহায্য করেছে
  • আমরা ১৫টি উন্নয়ন পর্ষদ গঠন করেছি। পর্যটন বিকাশের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি
  • আমরা হিল টপ ট্যুরিজম সার্কিট, মরগ্যান হাউসের উন্নয়ন করেছি।আমরা অনেক কাজ করেছি আর ভবিষ্যতেও করব
  • কালিম্পঙের মানুষকে সব কাজের জন্য দার্জিলিং যেতে হত
  • আমরা আমদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। ওরা আমাদের সম্পদ, ওরাই দেশের ভবিষ্যৎ
  • কালিম্পঙে নতুন জল সরবরাহ প্রকল্প হবে
  • ২২০ কোটি টাকা খরচ করে আমরা কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়ন করব
  • যারা পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, তারা পাহাড়ে শান্তি চায় না
  • আমরা পাহাড়ে কোনরকম অশান্তি চাই না। আমরা বিশ্বাস করি একতাই বল
  • আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অশান্তি ছড়াচ্ছে। সরকার কোন অশান্তি বরদাস্ত করব না
  • আমরা কালিম্পঙের উন্নতি চাই, মা-বোনেদের সম্মান চাই, যুব সম্পদায়ের জন্য কর্মসংস্থান চাই

 

 

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।

 

 

Bengal to have special fund for note ban-hit workers, farmers

Criticising the central government’s demonetisation move, West Bengal Finance Minister Dr Amit Mitra on Friday proposed Rs 50 crore to assist workers who lost their jobs due to the note ban.

Dr Mitra, in his budget presentation, also proposed a Rs 100 crore special fund for farmers and agricultural workers who suffered due to the demonetisation.

“There are many workers who have lost their jobs due to demonetisation and came back to the state. They have been suffering a lot. I am proposing to give one-time financial assistance of Rs 50,000 each to 50,000 jobless workers so that they could start their own venture. For this, I allocate a fund of Rs 50 crore in this budget,” Dr Mitra said.

“Farmers and agricultural workers, who depend on cooperative loans, have suffered a lot after implementation of note ban. I propose a Rs 100 crore special fund in order to alleviate their hardships,” he said.

Terming the note ban as an ‘unprecedented’ move, he said scrapping of higher value notes have not only impacted the small and medium enterprises but also destroyed the entire supply chain across sectors. “It adversely impacted the growth prospect of the country’s as well as states’ economy,” the Minister said.

Mamata Banerjee has been a vocal critic of note-ban and she was the first leader in the country to strongly protest against the move.

 

কেন্দ্রের নোটবন্দির ক্ষতে প্রলেপ রাজ্য বাজেটে

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিক বিরোধিতা যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কখনও সামনে এসেছে, কখনও হতোদ্যম হয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু মানুষের স্বার্থে লড়াই ছাড়েননি মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য বাজেটে নোটবন্দিতে জর্জরিত মানুষের খানিকটা স্বস্তি আসতে পারে, এমন জল্পনা ছিলই। প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এদিনের বাজেটের গোড়াতেই কেন্দ্রীয় নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। স্বভাবসিদ্ধ নিচু গলাতেই তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের উপর বজ্র্পাতের উপর নেমে এসেছে। গোদের উপর বিষফোড়ার মতো আছে পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের ভার। সে সব সামলেই বাজেটে রাজ্যের মানুষকে নয়া দিশা দেখাতে বদ্ধপরিকর মমতা সরকার। আর তাই বেশ কয়েকটি অভিনব ঘোষণা পাওয়া গেল অর্থমন্ত্রীর থেকে।

কী কী ঘোষণা অর্থমন্ত্রীর?

১) নোটবন্দির জেরে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে বহু দক্ষ কারিগরকে। তাঁদের সুবিধার জন্য পঞ্চাশ হাজার কারিগরকে এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

২) নোট বাতিলের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাঁদের জন্য ১০০ কোটির তহবিল গঠন করা হয়েছে।

৩) নোটবন্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরাও। তাঁদের জন্য গঠন করা হয়েছে ৫০ কোটির তহবিল। এছাড়া ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে ২০ লক্ষ করা হয়েছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা তাঁদের নূন্যতম ভ্যাটের আওতায় আনা হয়েছে।

 

Mamata Banerjee’s support inspires districts to take up development schemes

Handing over a cheque worth Rs 15 lakh to Nadia district for the innovative idea of planting vetiver grass to stop soil erosion by the Chief Minister Mamata Banerjee at the two-day state Panchayat Conference has given a great boost to the districts to take up new schemes and complete them on time.

This is for the first time when the districts, gram panchayat and blocks that had performed well were awarded. The Bengal Chief Minister has asked Subrata Mukherjee, the minister for Panchayat and Rural Development department to hold such a conference every year.

Plantation of vetiver grass to stop soil erosion named Sabujayan project by Mamata Banerjee in an eye opener and has received global appreciation.

Two more districts and ten blocks have been awarded by the Chief Minister in different categories. Mamata Banerjee had said: “More innovative schemes should be implemented in the state and allotting fund for convergence through different state departments for overall development of the state through Mahatma Gandhi NREGA”.

Over 15,000 gathered to attend the conference including District Magistrates and Sabhadhipatis of the districts.

 

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ

মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ। ভুমিক্ষয় রোধ করতে নদীয়া জেলার উদ্যোগকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী; গত সপ্তাহে দুদিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনে নদীয়া জেলাকে পুরস্কৃত করেন তিনি। ভেটিভার ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করতেই এই সাফল্য। এইরকম প্রয়াস এর আগে কখনও হয়নি।
এই প্রথম বার যে সকল গ্রাম পঞ্চায়েত, জেলা ও ব্লক ভাল কাজ করেছে, তারা পঞ্চায়েত সম্মেলনে মুখ্যমন্ত্রীর দ্বারা পুরস্কৃত হয়। মুখ্যমন্ত্রীর দেখানো পথে জেলাগুলি বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ তুলে নিয়েছে এবং সময়মত শেষও করছে। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সম্মেলন প্রতি বছর আয়োজন করার।
ভেটিভার প্রজাতির ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করার প্রকল্পের পোশাকি নাম সবুজায়ন। এই নামকরন করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বিশ্বের দরবারেও আদৃত। নদীয়ার পাশাপাশি আরও দু’টি জেলা ও দশ’টি ব্লক পুরস্কৃত হয় বিভিন্ন বিভাগে। মুখ্যমন্ত্রী বলেছেন, আরও নিত্যনতুন উদ্যোগ নেওয়া উচিত যাতে করে এই রাজ্যের  উন্নতি হয় ও পাশাপাশি ১০০ দিনের কাজে নিযুক্ত মানুষরাও উপকৃত হন।
পঞ্চায়েত সম্মেলনে জেলাশাসক ও জেলা সভাপতি ছাড়াও প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।

From demonetisation to railways and online trolls – Trinamool MPs raise several issues of importance in Parliament

It was a busy and productive day for Trinamool MPs in Parliament today. The day began with dharna on the completion of 90 days since demonetisation. The MPs highlighted the sufferings of the common people due to restrictions on cash withdrawal and demanded all restrictions be removed immediately.

Trinamool had given a Notice of Suspension of Business under Rule 267 to discuss the limits on withdrawal of cash. Speaking on the issue, Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy said: “Three months have passed since the Government announced demonetisation.”

SS Roy reminded the House that the PM had asked for 50 days for situation to normalise but 90 days are over and cash crunch is still there. “Our party is against the restrictions on cash withdrawal. Govt must immediately remove these restrictions,” he added.

Read the full transcript of his speech

Dola Sen raised the issue of electoral reforms in her Zero Hour Mention in Rajya Sabha. She said, “The issue has been part of my party’s DNA, its very existence, since it was established on 1st January, 1998. In last 18 yrs, Trinamool has dedicated first section of every manifesto to electoral reforms.” She said solution to electoral reforms is state funding through Election Commission.

Read the full transcript of her speech

 

During Question Hour, Leader of the AITC Parliamentary Party in Rajya Sabha, Derek O’Brien raised the issue of online trolls. He said: “In today’s digital medium, everyone from civil society, every citizen can be a journalist because you can broadcast from your mobile phones.” He wanted to know if the government is planning to issue an advisory for high Constitutional authorities, including the Prime Minister of India, who are following unknown people on the digital medium.

Read the full transcript of his speech

MP Ahamed Hasan Imran raised the issue of job losses due to demonetisation during Question Hour. He asked the government, “what steps have been initiated for rehabilitation and compensation of the workers who have lost their jobs in the manufacturing sector due to demonetisation.”

Read the full transcript of his speech

During Question Hour in Lok Sabha, Mathurapur MP CM Jatua raised the issue of railway connectivity in Sunderbans. Arambagh MP Aparupa Poddar asked a question about railway safety mechanisms. Balurghat MP Arpita Ghosh raised the issue of internet penetration in rural areas.

Read the full transcript of CM Jatua’s speech

Read the full transcript of Aparupa Poddar’s speech

Read the full transcript of Arpita Ghosh’s speech

Restrictions & sufferings not over even after three months of demonetisation: Mamata Banerjee

Three months are over since demonetisation was announced by the Prime Minister on November 8, 2016. Bengal Chief Minister Mamata Banerjee today took to Twitter to say that restrictions and sufferings of people due to demonetisation is still not over.

“Citizens have lost economic freedom. When economic freedom is lost, main freedom is lost,” she said. The CM added, “Only few rich capitalists are not suffering. Commoners, middle class, downtrodden, poorest of the poor continue to suffer.”

“The economy has slowed down tremendously. The nation is facing acute economic crisis. How much longer?” she asked.

Calling “Demonetisation-Remonetisation” as “visionless, missionless, directionless” Mamata Banerjee said the step has derailed the nation.

 

নোট বাতিলের তিন মাস পরেও মানুষের দুর্ভোগ শেষ হয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৮ নভেম্বর, ২০১৬ নরেন্দ্র মোদি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আজ তার তিন মাস পূর্ণ হল। আজ আরও একবার এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের তিন মাস সম্পূর্ণ, তবু সাধারণ মানুষের দুর্ভোগ, ভোগান্তি এখনও শেষ হয়নি”।

“মানুষ আর্থিক স্বাধীনতা হারিয়েছে। আর্থিক স্বাধীনতা হারিয়ে গেলে মূল স্বাধীনতাও খর্ব হয়”। তিনি আরও বলেন, “শুধুমাত্র কিছু ব্যবসায়ীরাই এতে লাভবান হচ্ছেন ৷ গরিব-মধ্যবিত্ত-অতি গরিবরা এখনও নোট সমস্যায় ভুগছেন ৷”

তিনি আরও বলেন, “অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, দেশ প্রবল আর্থিক সংকটের মুখে। আর কতদিন এই যন্ত্রণা ভোগ করতে হবে?”

তাঁর কথায়, “ডিমনিটাইজেশন-রিমনিটাইজেশনের এই পরিকল্পনাহীন / গতিহীন , উদ্দেশ্যহীন, দিশাহীন পদক্ষেপে দেশকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে”।

 

Country facing financial emergency due to demonetisation: Kalyan Banerjee in LS

Chief Whip of Trinamool Congress in Lok Sabha, Kalyan Banerjee today cornered the government on the issue of demonetisation. During a discussion on the Motion of Thanks on President’s Address, he said the country is facing financial emergency due to demonetisation.

Kalyan Banerjee said that restrictions on withdrawing money violate Article 300 (A) of Constitution of India. Maintaining that Trinamool is not against curbing black money, Kalyan Banerjee demanded to know how much black money has been recovered after demonetisation and how much was brought back from abroad.

“Unemployment increased to 7% in the week following demonetisation and 25 crore daily wage workers lost their employment. 150 people have lost their lives. Cooperative banks were not allowed to exchange demonetised notes. The poorest of the poor take loans from cooperative banks not nationalised banks. Farmers do not have money to buy seeds and fertilizers. They are unable to sell their products. There has been 8% reduction in sales of two wheelers, 18.66% reduction in sales of four-wheelers,” he said.

On the issue of women empowerment, Kalyan Banerjee said that while the Centre allocated only Rs 200 crore for the entire country under Beti Bachao Beti Padhao scheme, Bengal government, under the leadership of Mamata Banerjee, allocated Rs 1000 crore for Kanyashree. He also urged the government to bring the Women’s Reservation Bill.

Kalyan Banerjee slammed the govt on the issue of federalism. He asked under what provisions of law was the Centre bypassing the States. He accused the present Prime Minister of India of acting as an autocrat and taking away powers of the States. He also wanted to know how much money is being spent by the government for publicity.

Calling ‘Digital India’ only a slogan, Kalyan Banerjee said most areas do not have proper mobile networks. He said the minister must prepare the infrastructure before coining slogans. He reminded the government that only slogan-baazi will not solve problems.

The MP also said that year after year tall promises are made in the President’s speech but they are not met.