Chinese envoy meets Bengal CM to explore business possibilities

Chinese Ambassador to India Luo Zhaohu on Thursday extended an invitation to West Bengal Chief Minister Mamata Banerjee to visit his country for exploring business possibilities in manufacturing and other key sectors of the two countries.

The Ambassador, heading a five-member delegation including Chinese Consul-Genral in Kolkata Ma Zhanwu, called on Banerjee at the state secretariat Nabanna.

“Ambassador of the People’s Republic of China to India and the Consul-General of China in Kolkata had a meeting with me at the state secretariat today (Thursday).

“He extended an invitation to us to visit China to explore Bengal-China business possibilities in manufacturing and other key sectors,” Banerjee said in a Facebook post.

Zhaohu and Banerjee had elaborate discussions about the business possibilities in many areas.

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত লিও জং হুই। পাঁচ সদস্যের এক চীনা প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী চীন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লেখেন, “আজ (বৃহস্পতিবার) নবান্নে চীনের রাষ্ট্রদূত লিও জং হুই আমার সঙ্গে দেখা করেন। বাংলা-চীনের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার জন্য উনি আমায় চীন সফরে যাওয়ার আমন্ত্রণ জানান”।

বিভিন্ন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে।

 

 

Bengal Govt puts emphasis on Green City Mission

After Chief Minister Mamata Banerjee’s special emphasis on increasing the green cover across the cities in the state, the Urban Development department has decided to spend Rs 650 crore to ensure the same. The schemes taken up under the Green City Mission include conservation of waterbodies, illumination through LED lights, installation of high mast lights, landscaping along historic buildings, development of parks and green spaces. Emphasis has also been given to improve IT-enabled citizen services and safe transportation system.

Firhad Hakim, the state Urban Development minister said: “Plans have been taken for comprehensive development of the areas. The areas should look nice and this is possible only if infrastructure is improved.”  On February 23, the Minister met the Mayors and Chairpersons of the urban local bodies at the Unnayan Bhavan and urged them to make schemes to increase the green cover.

Under Mission Nirmal Bangla, ten integrated solid waste management projects at an estimated cost of Rs 421.69 crore have been approved for 14 Urban Local Bodies (ULBs).  The department has allocated Rs 4.52  crore for all the 125 ULBs to create awareness against malaria and dengue. It has also taken the initiative to provide safe drinking water in all the ULBs. Safe Drinking Water Project has been commissioned in 34 ULBs and the work is in progress in 51 ULBs.

Museum on Mahasweta Debi inaugurated by Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday inaugurated an archive of Mahasweta Debi’s great works, personal collections and prestigious awards, made in her home by the government.

“Mahasweta Debi devoted her entire life in the service of the poor and the needy. We are indeed very proud of her,” the Chief Minister said during the inauguration function.

A stalwart of civil rights movement for the tribal people, after the 2006 Singur movement lead by Mamata Banerjee, Mahasweta Debi, over 80 years of age at the time, was always beside the Trinamool Chairperson, who turned to her regularly for guidance.

The writer was the prime face on the dais during the yearly July 21 Martyr’s Day programme organised by the Trinamool Congress.

Mahasweta Debi has won both the Sahitya Akademi and Jnanpith awards for literary excellence. She is also a recipient of the Ramon Magsaysay award and the Padma Vibhushan, the country’s second-highest civilian honour. On 2011, she was conferred with the State’s highest civilian honor, Banga Bibhushan.

 

মহাশ্বেতা দেবী স্মরণে একটি সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহাশ্বেতা দেবীর অসাধারন রচনা, ব্যাক্তিগত সংগ্রহ ও তাঁর প্রাপ্ত পুরষ্কারগুলি নিয়ে নির্মিত হল একটি সংগ্রহশালা। মঙ্গলবার মহাশ্বেতা দেবীর বাসস্থানে নির্মিত এই সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “মহাশ্বেতা দেবী তাঁর সারা জীবন দরিদ্র মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। আমরা ওনার জন্য খুব গর্ব অনুভব করি।”

আদিবাসীদের জন্য নাগরিক অধিকারের আন্দোলন, পরবর্তীকালে সিঙ্গুরের জমি আন্দোলন সহ বিভিন্ন জনআন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন। সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে তিনিই হতেন প্রধান বক্তা।

সাহিত্যের জন্য মহাশ্বেতা দেবী অ্যাকাদেমী ও জ্ঞ্যানপীঠ পুরষ্কার পেয়েছিলেন। তিনি রামন ম্যাগসেসে ও পদ্মবিভূষণ পুরষ্কারেও ভূষিত হন। ২০১১ সালে তাঁকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করা হয়।

 

 

Japanese Forest inaugurated at Newtown’s Eco Park

Bengal Chief Minister on Tuesday inaugurated yet another attraction at Newtown’s Eco Park – a Japanese Forest.

Eco Park renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee is the most sought after tourist destination of Kolkata in New Town. The footfall of visitors has been more than 53 lakh since its inception, four years ago.

Statues of laughing Buddha will welcome the visitors. There is a three layer pagoda along with a monastery, drawing inspiration from the Ryonji monastery. There is also be a meditation room. The forest will also house lanterns and lights to give the area the look of mini Japan.

The Eco Park which stands on 480 acre of land with a 104 acre of water body surrounding it was inaugurated by Mamata Banerjee on December 29, 2012. It is divided into three broad areas- ecological zone comprising wetlands, grassland and urban forest, theme garden and open space and urban recreation spaces.

 

ইকো পার্কে জাপানি উদ্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে একটি জাপানি ফরেস্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের উদ্যান এই দেশে একেবারেই প্রথম। কলকাতার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এই মুহূর্তে এক জনপ্রিয় কেন্দ্র হল ইকো পার্ক। মাত্র চার বছরে এখানে ৫৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে।

এই উদ্যানে লাফিং বুদ্ধর মূর্তি দ্বারা পর্যটকদের স্বাগত জানানো হবে। একটি মনাস্টেরী সহ ত্রিস্তরীও প্যাগোডা থাকবে যা রিওঞ্জি মনাস্টেরী আদলে তৈরি। এখানে একটি ধ্যান কক্ষও থাকবে। জায়গাটি ছোট ছোট লন্ঠন ও আলো দ্বারা সাজানো হবে জাপানের মত পরিবেশ তৈরি করতে।

মুখ্যমন্ত্রী ২৯সে ডিসেম্বর ২০১২ সালে ইকো পার্ক উদ্বোধন করেন। পুরো অঞ্চলটি তিন ভাগে বিভক্ত – বাস্তুসংস্থান সংক্রান্ত, থিম উদ্যান ও বিনোদনের জন্য একটি ভাগ রাখা হয়েছে।

No place for intolerance or riots in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today reiterated that there is no place for intolerance or riots in the State. Nobody has the right to incite people against each other, the Chief Minister said. She was speaking at a function of Bharat Sevasram Sangha.

“Everyone has the freedom of choice – which religion they want to follow, what they eat, what they wear. Hindu Muslim Sikh Isai, apas mein rehna bhai bhai. This is our motto,” she said adding that Ramakrishna Paramhansa taught us about Sarva Dharma Samannay and that there is no bigger Hindu than him.

Mamata Banerjee also said that true service does not discriminate on the basis of caste, creed or community. The CM commended Bharat Sevasram Sangha for their social work, specially during rescue operations after any disaster.

 

বাংলায় অসহিষ্ণুতা ও দাঙ্গার কোন জায়গা নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় অসহিষ্ণুতার কোন স্থান নেই, দাঙ্গার কোন জায়গা নেই। মানুষে মানুষে দাঙ্গা লাগানো চলবে না, ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “মানুষ কি করবে সেটা তার পছন্দ, কোন ধর্ম অনুসরণ করবে, কি খাবে, কি পরবে সেটা তাদের পছন্দ, হিন্দু-মুসলমান-শিখ সকলে ভাই ভাই”।  তিনি আরও বলেন, “রামকৃষ্ণ পরমহংস আমাদের সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দিয়েছেন। তাঁর চেয়ে বড় হিন্দু কেউ নয়”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সেবার কোনও জাত হয় না, এটাই প্রকৃত ধর্ম। যে কোনও বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবসময় ভারত সেবাশ্রম সঙ্ঘকে দেখা যায় বলে এই প্রতিষ্ঠানের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt allocates Rs 300 crore to aid demonetisation-hit workers

The state government has allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

It may be mentioned that state Finance Minister Amit Mitra had announced the unique step of providing financial assistance to “stand beside the skilled workers” while presenting the Budget in the Assembly on February 10. Bengal is the only State in the country to take such a step for demonetisation-hit workers.

On Monday, the state government has decided to allocate Rs 300 crore for the scheme initially in nine districts. Under the scheme, Rs 50,000 each will be given to 50,000 such workers to start their own business so that they can earn their livelihood and don’t have to suffer after losing their jobs due to the hasty decision of the Central government to demonetise high value notes.

 

নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নোটবন্দীর ফলে ভিন রাজ্যে কর্মচ্যুতদের নতুন ব্যবসা শুরু করার জন্য  আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘সমর্থন’।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অমিত মিত্র নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের জন্য ৯টি জেলা বেছে নেওয়া হয়েছে। সোমবার ৯ টি জেলায় এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বনিযুক্তিকরণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার যাতে তারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি জেলায় এই ধরনের কর্মহীনদের শনাক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

Bengal takes up 10 Solid Waste Management projects

Bengal government led by Mamata Banerjee has taken up 10 integrated solid waste management projects for 14 urban local bodies, at a cost of Rs 421.69 crore, under Mission Nirmal Bangla.

The urban local bodies are in Kolkata, Dum Dum, North and South Dum Dum, Baranagar, Bhatpara, Naihati, Ashoknagar-Kalyangarh and Habra, Asansol, Krishnanagar, Santipur, Nabadwip and Jalpaiguri.

Tender process of these projects has been initiated and all the urban local bodies have been instructed to create massive awareness.

Under the mission, four districts – Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore and its 55 urban local bodies – achieved open defecation free status by completing the construction of more than one lakh individual household laterine.

The government said that another 21 urban local bodies of Burdwan, South 24 Parganas and Coochbehar districts aim to construct more than 1.5 lakh household latrines to achieve open defecation free status by March 2017.

 

নির্মল বাংলা মিশনে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগ রাজ্যের

নির্মল বাংলা মিশনকে এক নতুন মাত্রা দিতে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আনুমানিক ৪২১.৬৯ কোটি টাকার এই প্রকল্প ১৪টি পৌরসভাকে কেন্দ্র করে হবে।

এই পৌরসভাগুলি হল কলকাতা, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, আসানসোল, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও জলপাইগুড়ি। নির্মল বাংলা মিশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পৌরসভাগুলিকে ।

ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী ও পূর্ব মেদিনীপুর নির্মল জেলার স্বীকৃতি পেয়েছে। মার্চ মাসের মধ্যে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার জেলার অন্তর্গত ২১টি পুরসভায় ১.৫ লক্ষের বেশি শৌচাগার নির্মিত করা হবে ও তাদের নির্মল জেলার স্বীকৃতি দেওয়া হবে।

 

Toy train and ropeway among numerous projects to attract more tourists to Digha

From toy train to ropeway, from water ATMs to making the region plastic-free, numerous projects are being launched to make Digha more attractive to tourists. Digha Sankarpur Development Authority is taking up 39 schemes at a cost of Rs 50 crore.

Neglected during the Left Front regime, the Mamata Banerjee Government has brought about large-scale developments to the region. The district and local administrations have also done a lot.

Now, Digha Sankarpur Development Authority has initiated a project to run a toy train from Digha to Udaypur, near the border with Odisha. The train would run along the casuarina tree-lined coastline of Digha and New Digha.

A ropeway is also being planned from Digha to Sankarpur, which would enable tourists to view the beautiful coastline from up above.

New initiatives are also being planned to keep Digha clean, recruitments for which are being planned. Digha has been declared a plastic-free zone, so tourist cars would be checked before they enter Digha to ensure that no such material is being taken inside the resort town. The control on plastic waster would improve the sewage system of the area.

To improve the garbage collection system, garbage trucks running on hydraulic system would be introduced.

All these measure would ensure that Digha becomes a much more attractive place for tourists.

দিঘার পর্যটনে নতুন চমকঃ টয়ট্রেন, রোপওয়ে

পর্যটকদের কাছে আরও আরও আকর্ষণীয় করে তুলতে টয় ট্রেন থেকে রোপওয়ে, ওয়াটার এটিএম মেশিন থেকে প্ল্যাস্টিক ব্যবহার রোধ সহ একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। মোট ৫০ কোটি টাকা খরচ করে ৩৯ টা নতুন প্রকল্প গ্রহণ করেছে পর্ষদ।

বাম আমলে অবহেলিত পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাকে ক্ষমতায় এসেই বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেজে উঠেছে দিঘা।

এবার পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে টয় ট্রেন। সমুদ্র উপকুলের ঝাউ বনের ভিতর দিয়ে নিউ দিঘার পিকনিক স্পট ধরে প্রতিবেশী রাজ্য উরিশার সীমান্তবর্তী উদয়পুর অবধি টয় ট্রেন চালানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে।

শুধু টয় ট্রেন নয়, পর্যটকদের আকর্ষণের আরও একটা নতুন ডেস্টিনেশন হতে চলেছে রোপওয়ে। দিঘা থেকে শংকরপুর অবধি প্রায় চার কিমি এলাকায় সমুদ্রের ওপর দিয়ে যাবে এই রোপওয়ে। ফলে এবার আর সমুদ্রে স্নান করে কিংবা টয় ট্রেনের ভিতরে বসে ঝাউ বনের মধ্যে যেতে যেতে সমুদ্র দেখার আনন্দ নয়, সঙ্গে জুড়তে চলেছে আকাশের ওপর থেকেও সমুদ্র দেখার আনন্দ।

এমন ৩৯টি প্রকল্প গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

দিঘাকে সাজানোর সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পর্যটকদের উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিঘায় ঢোকার আগেই পর্যটকদের গাড়ি পরীক্ষা করবে এই কর্মীরা। কারণ প্ল্যাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্ল্যাস্টিক মুক্ত হলে দিঘার জল নিকাশি ব্যবস্থা আরও বেশি আবর্জনামুক্ত হবে বলে জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী। দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাইড্রোলিক সিস্টেমের আবর্জনা বহনকারী গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Mamata Banerjee’s statement on the death of Indian engineer in Kansas, USA

Bengal Chief Minister Mamata Banerjee today reacted on the unfortunate and tragic death of an Indian engineer in Kansas, USA.

She posted on Twitter, “The world is one big family. People from different countries live in different nations. We must all understand this.”

She added, “Saddened and shocked at incident of Indian engineer in Kansas USA who was an unfortunate victim. We don’t support the politics of hate.”

 

আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুতে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোতলার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ টুইটারে তিনি বলেন, পৃথিবীটা এক বিরাট যৌথপরিবারের মত। পৃথিবী জুড়েই নানা মানুষ নানা দেশে থাকেন। আমেরিকার কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারের সাথে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। আমরা ঘৃণার রাজনীতি সমর্থন করি না।

Bengal Govt to set up Tourist Amenity Centres beside national highways

Ever since she became Chief Minister, Mamata Banerjee’s aim has been to make Bengal an ideal destination for tourists. She has taken various measures towards this goal.

One of them being taken up now is the construction of Tourist Amenity Centres besides the national highways crisscrossing the State. West Bengal Tourism Corporation Limited is in talks with the various petrol pump owners who have facilities on the national highways, to use vacant land around their setups to build Tourist Amenity Centres, in collaboration with private organisations.

Each Tourist Amenity Centre would be equipped with a cafeteria, a restaurant with an in-house kitchen, a small medicine shop and a stationery store. Ramps would be built for wheelchair-bound people. Each centre would also have a special room where mothers would have the privacy to breast-feed their children.

Bengal is quickly becoming a hot destination for tourists, both Indian and international. A massive advertising campaign is already on, where Bengal has been dubbed as the “Sweetest Part of India”. Shah Rukh Khan has been appointed as the State’s brand ambassador.

Bengal is unique in the sense that it is the only State which stretches from the high mountains to the sea. Chief Minister Mamata Banerjee is aiming to make the State with such a diversity of ecosystems the number one in the country in terms of tourist visits, from the current number five.

 

 

জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে ‘সুবন্দোবস্ত সেন্টার’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পর্যটনে বাংলা আগামী দিনে দেশের মধ্যে এক নম্বর স্থান দখল করবে। এই লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। এবার পর্যটক টানতে নয়া উদ্যোগ গ্রহণ করল পর্যটন দপ্তর। দেশ ও বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে তৈরি করছে ‘ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার’ বা ‘পর্যটক সুবন্দোবস্ত সেন্টার’।

মূলত বাংলার পর্যটনে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে পর্যটন বিভাগ। এর আগেই পর্যটন বিভাগ সারা বিশ্বের কাছে বাংলার পর্যটনকে তুলে ধরতে শাহরুখ খানকে বিজ্ঞাপনে ব্যবহার করেছে। পর্যটন দপ্তরের ট্যাগ লাইন ‘বেঙ্গল – দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’ ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে দেশে ও বিদেশের পর্যটকদের কাছে।

এবার রাজ্যের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর ‘সুবন্দোবস্ত সেন্টার’ তৈরি করে দেশ ও বিদেশের পর্যটকদের চমক দিতে চলেছে পর্যটন দপ্তর। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে ঝঞ্ঝাট মুক্ত ও নিশ্চিত যাত্রা তুলে ধরতে পর্যটন বিভাগ এই পরিকল্পনা নিয়েছে।

পর্যটকদের জন্য ‘সুবন্দোবস্ত সেন্টার’ গুলোর পরিকাঠামো কেমন হবে? প্রত্যেক ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টারে থাকছে একটি করে ক্যাফেটেরিয়া, একটি রান্নাঘর সহ রেস্টুরেন্ট, ছোট ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য জিনিসের একটি করে দোকান। প্রতিবন্ধীদের প্রবেশের জন্য থাকবে আলাদা ঢালু রাস্তা। শিশুদের স্তন দুগ্ধ পান করানোর জন্য মহিলাদের জন্য থাকবে আলাদা ঘর। এ ছাড়াও মহিলা ও পুরুষদের জন্য থাকবে আলাদা শৌচালয়। এই সমস্ত সুযোগ-সুবিধার বাইরেও প্রত্যেক সুবন্দোবস্ত সেন্টারের মধ্যে থাকবে বিনা খরচে ওয়াইফাই ব্যবস্থা। সেন্টারের বাইরে থাকবে গাড়ি পার্কিঙের জন্য পর্যাপ্ত জায়গা।

কলকাতা থেকে বকখালি পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ৪টি পর্যটকদের জন্য সুবন্দোবস্ত সেন্টার তৈরি করা হচ্ছে। বাকি ৩টে তৈরি হচ্ছে কলকাতা থেকে দিঘা রুটে।