Kestopur Canal gets a facelift

Children’s parks, a paved walkway, gazebos, mini hillocks, fountains and a palm tree nursery – these would soon completely replace a 3.5 km sliver of land on the western bank of Kestopur Canal, between Ultadanga and Kestopur, that was a garbage-littered stretch till recently. The work has been going on for the last two months, and would be over soon.

The Rs 30-crore project of the Bengal Government began by fresh soil being dumped on the garbage-filled land. Then, gradually, grass was planted all over the area – a carpet of soft Mexican grass. Vegetation planted includes several varieties of palm trees, ornamental plants and flowering plants.

The entire area is being divided up into two children’s parks with swings and multiple gazebos. Installation art, similar to those at Eco Park, will adorn the stretch at regular intervals. These would be illuminated with multi-coloured lights in the evenings.

A 1.8 m-wide paved walkway will skirt the entire stretch of the parks. It would act as a walking and jogging as well as a cycling track.

Two illuminated fountains are being planned – one with a pool with a rock fountain as its base, and the other, a football-shaped one. Grass-topped hillocks are being built to break the monotony of the landscape.

Not just the fountains, but the entire bank of the Kestopur Canal that is part of the park would be illuminated with different types of lights.

Ever since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has been taking up urban beautification projects with gusto across Bengal, to increase the green cover and thus improve the environment. Development and governance have been two of the cornerstones of the Chief Minister’s planning towards bringing back the lost glory of Bengal. The Kolkata Municipal Corporation has also placed a lot of budgetary emphasis on the creation of parks and maintenance of the existing ones.

 

কেষ্টপুরের খালপাড় সাজছে নতুনভাবে 

 ভিআইপি রোডের পাশে সৌন্দর্যায়নের পর এ বার উল্টোডাঙা থেকে দমদম পার্ক পর্যন্ত কেষ্টপুর খালের দু’পাশে জগিং ট্র্যাক করা হচ্ছে।

প্রাতর্ভ্রমণকারীদের সুবিধার্থে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে রাস্তা তৈরি করে তার উপর টালি পাতার কাজ শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর। সেই সঙ্গে খালের দু’পাড় সাজানো হচ্ছে পার্ক, বসার জায়গা, ফোয়ারা, ঘাস এবং আলো দিয়ে।

সল্টলেকের দিকে রাস্তার কাজ প্রায় শেষের দিকে। লেক টাউনের দিকেও কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। সার দিয়ে লাগানো হয়েছে পাম গাছ। পাতা হয়েছে ঘাস। পাথর দিয়ে তৈরি হয়েছে ছোট ছোট টিলা। শিশুদের জন্য রয়েছে দোলনা।

 

Bengal Govt begins procuring potatoes at minimum support price from farmers

Giving much relief to potato cultivators, the state government has started procuring the staple food at the minimum support price from farmers in different potato cultivating areas.

It may be recalled that Chief Minister Mamata Banerjee had extended all support so that farmers do not incur losses due to excessive production of potatoes. She had announced that the state government will buy potatoes at minimum support price from farmers for midday meals.

The process of procuring potatoes directly from farmers at minimum support price started on Sunday at areas including Tarakeswar, Balagarh, Polba and Dhaniakhali in Hooghly district which is the highest producer of potatoes in the state.

The state government has decided to buy a total of 28,000 metric tonne potato for midday meals. Potatoes will also be exported to Nepal and Bhutan. Some quantity of the staple food will also be sent to Assam and Odisha.

 

সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য

আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। সেইমত পদক্ষেপ নিল সরকার। আলুচাষীদের কাছ থেকে শুরু হল সহায়ক মূল্যে আলু কেনার কাজ।

রবিবার হুগলির বলাগড়ে যান কলকাতার মিড ডে মিল বিভাগের আধিকারিকরা। সমবায় সমিতির মাধ্যমে চাষীদের কাছ থেকে আলু কেনা হয়।

ক’দিন আগে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষীদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার।

এর পাশাপাশি, আলুর রপ্তানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।

 

Bengal CM on a five-day visit to north Bengal

Chief Minister Mamata Banerjee began her north Bengal tour today.

On Tuesday, the Chief Minister will hold the administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra. The CM will inaugurate several projects and lay the foundation stones of some new projects.  She will also be distributing benefits among people of the district.

The CM will attend the administrative review meeting for Darjeeling and Kalimpong districts on Wednesday. On Thursday she will declare Mirik as a new sub-division.

 

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ থেকে পাঁচ দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছলেন উত্তরবঙ্গে।

মঙ্গলবার জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

আগামী ৩০ মার্চ মিরিকের মেলা গ্রাউন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরিককে মহকুমা হিসেবে ঘোষণা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগের দিন পাহাড়ের উন্নয়নমূলক বিষয় নিয়ে শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। ‌‌

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

 

State Govt to set up state-of-the-art Emergency Operation Cell

A state-of-the-art Emergency Operation Cell is being set up on the second floor of the Bengal State Secretariat, Nabanna, at the Disaster Management Department.

The cell would work during any emergency situation – be it floods, earthquakes or any other emergency – and would maintain co-ordination with officials in all the districts of the State. All decisions on matters related to disaster management would be taken by this unit.

The cell would be set up within the next six months.

 

নবান্নে অত্যাধুনিক এমারজেন্সি অপারেশন সেল তৈরী করছে রাজ্য সরকার

বিপর্যয় মোকাবিলার জন্য নবান্নে তৈরী হচ্ছে এমারজেন্সি অপারেশন সেল। নবান্নের তিনতলায় বিপর্যয় মোকাবিলা দফতরে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই সেল।

বন্যা, ভুমিকম্প বা অন্য যে কোন বিপর্যয়ের সময়  কাজ করবে এই এমারজেন্সি সেল। অন্যান্য জেলার কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখবে এই সেল। বিপর্যয় মোকাবিলার জন্য সব সিদ্ধান্ত এই সেলেই নেওয়া হবে।

আগামী ৬ মাসের মধ্যেই এই সেল তৈরী হয়ে যাবে।

 

 

Week 3: Discussions on Bills and important issues made by Trinamool

The third week of the second part of the Budget Session saw Trinamool Congress MPs speaking on important Bills like the Finance Bill and the HIV AIDS (Prevention and Control) Bill, 2014. The party also put forth its views on electoral reforms during a Short Duration Discussion. The party also took part during the discussion on the Supplementary Demand for Grants for the General Budget.

The party also raised issues of public importance during the Zero Hours and Question Hours all through the week.

LOK SABHA

March 20, 2017

Bills
Saugata Roy spoke on the Supplementary Demand for Grants (General Budget).

Question Hour
Saugata Roy asked Supplementary Questions about closed oil wells.
Arpita Ghosh asked Supplementary Questions about attacks on Indians in USA.

Zero Hour
Arpita Ghosh made a Zero Hour mention on the need for increasing the salary of artistes.

March 21, 2017

Bills
Saugata Roy spoke on the Finance Bill.

Question Hour
Sunil Mandal asked Supplementary Questions about misleading advertisements.

March 22, 2017

Bills
Idris Ali spoke on the Finance Bill.

Question Hour
Kalyan Banerjee asked Supplementary Questions about the speedy disposal of cases.

Zero Hour
Aparupa Poddar made a Zero Hour mention on the problems faced by jute farmers.
Partha Pratim Ray made a Zero Hour mention on the problems faced by people in the border enclaves.

March 23, 2017

Bills
Pratima Mandal spoke on The Constitution (Schedules Castes) Order (Amendment) Bill, 2017.

Question Hour
Bijoy Chandra Barman asked Supplementary Questions about drinking water problems in north Bengal.

Zero Hour
Mriganka Mahato made a Zero Hour mention on the need for cold storages to help farmers.

March 24, 2017

Question Hour
Mumtaz Sanghamita asked a Supplementary Question on birth control drugs.

Zero Hour
Saugata Roy made a Zero Hour mention on the Supreme Court notice to the Centre regarding allowances of MPs.
Partha Pratim Ray made a Zero Hour mention demanding immediate air services at Cooch Behar airport.
Idrish Ali made a Zero Hour mention on the problems in his constituency.

RAJYA SABHA

March 20, 2017

Zero Hour
Vivek Gupta made a Zero Hour Mention on the welfare of drivers of app-based cabs.

March 21, 2017

Bills
Debabrata Bandyopadhyay spoke on The Human Immunodeficiency Virus and Acquired Immune Deficiency Syndrome (Prevention and Control) Bill, 2014.

March 22, 2017

Question Hour
Manish Gupta asked a Supplementary Question on attacks on railway tracks.

March 23, 2017

Zero Hour
Derek O’Brien made a Point of Order on the Finance Bill.
Dola Sen made a Zero Hour mention on compensation for the Sardar Sarovar Project.
It was a fruitful week for the party as it could take part during important discussions as well as bring important topics to the notice of the Central Government.

 

Herbal organic restaurant at Eco Park

On Thursday, March 16, a herbal restaurant was inaugurated at Eco Park in Kolkata. The concept consists of a restaurant with a rooftop organic garden, where the foods would be prepared solely from the vegetables grown in the garden. It has been named Roof-Katha.

Organic fertilizers, rain water and sunlight – these are the ingredients for the vegetable being grown in the garden. A portion of the vegetables would also be sold in markets. This innovative restaurant is being run by the Bengal Agriculture Department.

Recently, the Agriculture Department had approved the idea of encouraging residents of Kolkata to grow vegetables and fruits in their gardens using organic fertilizers. The restaurant is an effort in that direction. The Department is also thinking of incentivizing the scheme by giving such buildings the green building certifications.

Another idea being considered is setting up of organic fertilizer selling centres, where the fertilizers would be sourced from residences which would make them using everyday waste products like peels of vegetables and fruits, and soaked tea leaves.

 

ইকো পার্কে চালু হবে হার্বাল রেস্টুরেন্ট

‘রুফ–কথা’–র পর এবার ‘হার্বাল রেস্তোরাঁ’। নিউ টাউনের আই সি মার্কেটে বৃহস্পতিবার উদ্বোধন হল রুফ–কথার। জৈব সার, বৃষ্টির জল এবং সূর্ষের আলো-এই তিনের মাধ্যমে ওই বাড়ির ছাদেই ফলানো হবে ফসল। সেখান থেকে তা বিক্রিও করা হবে। সেই ফসল থেকে প্রস্তুত নানান স্বাদের খাবার পাওয়া যাবে হার্বাল রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁর জন্য ইকো পার্কে কৃষি দপ্তরকে জমিও দেবে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

শহরের বিভিন্ন বাড়ির বাগানে ও ছাদে কোনওরকম রাসায়নিক ছাড়াই হোক ফসল চাষ। সম্প্রতি এই উদ্যোগ নিয়েছিল কৃষি দপ্তর। এদিন তারই প্রথম উৎপাদন ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হল। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কলকাতা ও বিধাননগরের বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে। সেই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ হয়।’ কৃষি দপ্তরের কাছে তাঁর প্রস্তাব, ‘এই বাড়ির ছাদগুলি নিয়ে চাষ করুন তাঁরা। ফসল বিক্রি করে যা আয় হবে, সেই দিয়েই বাড়িগুলির রক্ষণাবেক্ষণ হবে।’ তাঁর বক্তব্য, বিভিন্ন আবাসনকেও আমরা বলেছি, আপনারা চাইলেই ছাদে এই পদ্ধতিতে ফসল ফলাতে পারবেন। ফসল বিক্রি করে বাড়ির রক্ষণাবেক্ষণের খরচও উঠে যাবে।’

তিনি জানিয়েছেন, ছাদে এই পদ্ধতিতে চাষ করলে সেই বাড়িগুলিকে গ্রিন ব্লিডিংয়ের তকমাও দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কৃষি দপ্তরের কাছে তাঁর প্রস্তাব, রাজ্য জৈব সার বিক্রয় করার কেন্দ্র হোক। শেখানো হোক জৈব সার বিক্রয়ের পদ্ধতি। তাহলে প্রত্যেক বাড়িতেই চায়ের পাতা, সবজি ও ফলের খোসা দিয়ে কীভাবে সার তৈরি হয় তা শিখে উপার্জন করতে পারবেন মহিলারা। পূর্ণেন্দু বসু জানিয়েছেন, কোনওরকম রাসায়নিক ছাড়া এই ফসল উৎপাদন করলে মাটিরও কোনও ক্ষতি হয় না। তেমনই ক্ষতি হয় না মানুষের স্বাস্থ্যের।’

Saugata Roy speaks on SC notice to Centre regarding allowances of MPs

FULL TRANSCRIPT

Madam, I bring to your attention something which concerns the honour and prestige of the MPs of the Indian Parliament. The Supreme Court on Wednesday issued a notice to the Central Government and the Election Commission on a petition moved by an NGO, Lok Prahari, as to why the cost of MPs’ perks and pensions should be borne by the taxpayers.

As you know, Madam, the MPs’ allowances and pensions are covered by a 1954 Act which was amended in 2006. By issuing and accepting a notice on MPs’ perks and pensions, the Supreme Court is actually transgressing into the area of parliamentary privileges and the MPs’ rights. We are not asking why the Supreme Court judges are being paid pensions. Why should the Supreme Court ask that why MPs are being paid pensions? They are asking why ex-MPs are being paid pensions, when that is guaranteed by law.

This is not the first example, though, of the Supreme Court interfering in the affairs of Parliament. You are the custodian of our rights in Parliament. I bring to your notice and, through you, to that of the Government, that such transgressions by the Supreme Court into the exclusive area of MPs’ privileges, perks and pensions, which are part of the laws of the land, should not be allowed and as a House, as a whole, we should take a stand against this attitude of the Supreme Court.

Dola Sen makes a Zero Hour Mention on compensation for Sardar Sarovar Project

Deputy Chairman Sir, my subject today is regarding families affected by the Sardar Sarovar project; many of whom are Adivasis. Sir, as of today, many families affected by the project are still residing in the submerged areas spread over 214 sq km. Many schools, dispensaries, dharamshalas, ration shops, temples, mosques and other public amenities, cultural and market centres, shops and panchayats are yet to be shifted from the submerged areas to new sites.

Many families from Madhya Pradesh who were declared affected in the 1980s have been excluded from the backwater-affected category. Most of their properties have already been acquired and transferred in the name of the Narmada project authority. Not only that, a number of affected Adivasi families from Maharashtra are also yet to get any or all of the agricultural lands, house plots allotted with titles and amenities in place of the RR (remediation and redevelopment) sites in their possession and are yet to shift to new sites. Thousands of the Sardar Sarovar Dam-affected families from hamlets in Madhya Pradesh, including fishermen, porters, labourers, shopkeepers and artisans have reportedly not been granted rehabilitation benefits.

It is also ironical that no concrete action has been taken against middlemen and officials who are held responsible for more than 1,500 fake sale deeds and against the massive corruption in other aspects of rehabilitation. Their offences have been recorded by the Justice Jha Commission after a seven year-long enquiry.

Sir, an alarming fact is that a huge amount of water from the Sardar Sarovar Reservoir has been allocated to a Coca-Cola factory and to car industries like Nano and Ford, depriving the people – living in vast municipal areas of Gujarat, particularly in Kutch and Saurashtra – from adequate drinking water,. I demand that a White Paper be published regarding the Sardar Sarovar Project. Thank you, Sir.

Trinamool’s Derek O’Brien makes a Point of Order in Rajya Sabha on the Finance Bill

FULL TRANSCRIPT

Sir, today there are 11 Private Members’ Bills. The spirit of the House is NOT to take up legislations after Private Members’ Bills. This is the understanding we have. The Finance Bill should not be taken up at 5 PM after Private Members’ Bills. This is not about the Finance Bill alone. After Private Members’ Bills, collapsed or not collapsed, no legislation should be taken up.