Sunderbans farmers create seed bank – Bengal Govt pitches in with all possible help

The efforts of farmers in the Sundarbans region to bring back into reckoning varieties of rice of superior quality is bearing fruit, and the State Government’s Agriculture Department, realising the potential, is extending all manner of help.

The Agriculture Department, with the active encouragement of Chief Minister Mamata Banerjee, has been making a lot of efforts for reviving varieties of rice known for their taste or aroma or medicinal properties, which had almost become extinct due to pressure for commercially viable varieties. Proper marketing is enabling their fame to spread far and wide – both in India and around the world, be it in Europe, USA or the Gulf countries.

Now the farmers in the Sundarbans are taking personal initiatives to create a seed bank of these superior but almost-extinct varieties. Across the delta region, farmers are contributing to create the bank, and in the process, reviving the cultivation of these species. Most of these are hundreds of years old, and many are adapted for growing in soil types normally considered unsuitable for paddy.

The rule of building the seed bank is simple. Farmers need not pay to get the seeds. They get it for free. But what they have to do is, after cultivation is over, contribute one kilogram of rice grains back to the bank. Thus stocks keep getting replenished at little cost. Whatever the cost is, it is to do with the storage; the seeds are stored in clay containers – hnaris and kolshis.

The farmers have started selling the rice varieties online too, and as a result earnings are becoming viable to continue the cultivation of these species.

Among the varieties of rice being cultivated and stored in the seed bank are kalomota, sadamota, kumargarh, gopalbhog, nico, hogla, dheus, hamai, patnai, dudheswar, raniakanda, chamarmani, khara, kalabhat (black rice), talmugur, orashal, nonakshitish, uri, swarshal, lilabati, begunbichi, mohanbhog, badshahbhog, kabirajshal, bohurupi, kanakchur, and hundreds of others. A few are a slightly known, most are unknown, but one thing is common to them – their value, be it in terms of taste or aroma or quality or ease of cooking or medicinal value.

A few examples are being given here. Kalabhat or black rice is known for its taste and ease of cooking, kabirajshal is prescribed by ayurvedic doctors (or kabiraj) for getting back health after a long illness, bohurupi is rich in the mineral, iron, kanakshur is famous for being the main ingredient of Joynagarer moa (which recently got a geographical indication (GI) tag) while hamai and dheus are well-known for being able to be made into tasty muri (puffed rice, a staple of Bengalis).

 

হারানো ধান ফিরিয়ে সুন্দরবনের দ্বীপে সবুজ বিপ্লব

সুন্দরবনের মাটিতে কার্যত অসাধ্য সাধন করলেন স্থানীয় চাষীরা। নিঃশব্দে ঘটিয়ে ফেললেন আরও একটি ‘সবুজ বিপ্লব। কালের নিয়মে এ বাংলা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া ধানের বীজ সংগ্রহ করে ফের ফসল ফলিয়েছেন সুন্দরবনের চাষীরা। শুধু তাই নয়, কালোমোটা, সাদামোটা, কুমারগড়, গোপালভোগ, নিকো, হোগলার মতো বাংলার চিরাচরিত ধানের বীজ সংরক্ষণে ‘বীজ ব্যাঙ্ক-ও গড়ে তুলেছেন তাঁরা। চাষীদের এই উদ্যোগের তারিফ করেছে রাজ্য কৃষি দপ্তর।

বাঙালির প্রধান খাদ্য ভাত। তাই এ বঙ্গে যে হরেক প্রজাতির ধান চাষ হবে, তাতে আর আশ্চর্যের কি আছে! কিন্তু, ঘটনা হল, কনকচূড়া, কালাভাত, চামড়মণির মতো অনেক প্রকারের ধান হারিয়েও গিয়েছে। দীর্ঘদিনের চেষ্টায় বীজ সংগ্রহ করে সুন্দরবনে এমনই হারিয়ে যাওয়া ধানের চাষ শুরু করেছেন চাষীরা। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন ‘বীজ ব্যাঙ্ক’। এই বীজ ব্যাঙ্কে মিলবে হোগলা, ঢেউস, হামাই, পাটনাই, দুধেশ্বর, রানিআকন্দ, চামড়মনি, খাড়ার মতো নাম না জানা হরেক প্রকারের দেশি ধানের বীজ। মাটির হাঁড়ি, কলসিতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে বীজ।

সুন্দরবনের গোসাবা, দুলদুলি, হিঙ্গলগঞ্জ এলাকার কৃষকরা জানিয়েছেন, একসময় দুর্বলতা কাটাতে রোগীদের বিশেষ এক ধরনের চালের ভাত খাওয়ার পরামর্শ দিতেন কবিরাজরা। ওই ধানের প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার থাকার কারণে, দ্রুত সুস্থ হয়ে উঠতেন রোগীরা। এই চালটি কবিরাজশাল নামে পরিচিত ছিল। আবার জয়নগরের মোয়া তৈরির উপকরণ হিসেবে বিখ্যাত ছিল কনকচূড় ধান। কালাভাত ধান ক্যানসার প্রতিরোধক। বিদেশে এই প্রকারের চালের যথেষ্ট চাহিদা আছে। কিন্ত, এ রাজ্যে এখন আর সেভাবে চাষ হয় না। এরকমই নানা প্রকারের ধানের চাষ হচ্ছে সুন্দরবনে।

একসময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকারের দেশি ধানের চাষ হত। সাগরের নোনাজলেও সেইসব ধানের কোনও ক্ষতি হত না। উঁচু-নিচু যেকোনও জমিতে চাষও করা যেত। কিন্তু, পরবর্তীকালে বেশি লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিডের ধান চাষের রেওয়াজ চালু হয়। কিন্তু, চাষের মাত্রারিক্ত খরচ ও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামনে সেভাবে লাভের মুখে দেখতে পাচ্ছেন না চাষীরা। তাই বাংলার চিরাচরিত ধান চাষের দিকে ঝুঁকেছেন তাঁরা।

বস্তুত, চাষের খরচ কমাতে নিজেরাই ‘বীজ ব্যাঙ্ক’ তৈরি করেছে ফেলেছেন। চুক্তি মোতাবেক, এক বিঘা জমি চাষের জন্য কোনও কৃষক যদি বীজ ব্যাঙ্ক থেকে তিন কেজি বীজ নেন, তা হলে ফসল ওঠার পর তাঁকে ওই বীজ ব্যাঙ্কে এক কেজি বেশি অর্থাৎ চার কেজি বীজ ফেরত দিতে হবে। এভাবেই সংগৃহীত বীজের পরিমাণ বাড়ছে।

Source: Sangbad Pratidin

Kolkata Police Cyber Wing bags NASSCOM-DSCI Excellence Award

The cyber wing of Kolkata Police (KP) has received the NASSCOM-Data Security Council of India (DSCI) Excellence Award this year for ‘Capacity Building of Law Enforcement’. The award was handed over during an all-India seminar on cyber security in which police personnel from different districts were present.

As part of the application for the award, KP had put forward the cases it has handled covering different forms of cyber crime, and the equipment and technology used.

Kolkata Police also creates awareness among school students about the effect of different social networking sites and online activities on them.

 

কলকাতা পুলিশের সাইবার শাখা পেল উৎকর্ষের সম্মান

বিরল সম্মান পেল কলকাতা পুলিশের সাইবার সেল। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিলেন্স পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় গুড়গাঁওয়ে। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে সেরা হয় কলকাতা পুলিশের সাইবার সেল।

খবরটি কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে জানায়। সেখানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়: ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’

Source: Millennium Post

Image is representative 

KMC to install CCTV cams to enhance security in schools

To further bolster the students’ safety, Kolkata Municipal Corporation (KMC) has decided to instal closed-circuit television (CCTV) cameras in the schools run by it.

KMC already employs trained nursemaids (ayah) in its schools to take special care of small children. Then there are inspectors who tour the schools regularly. Now they have been inspected to visit the schools every day and submit reports to the mayoral officer in charge of education.

কলকাতা পৌরসভা এবার তাদের সব স্কুলে বসাবে সিসিটিভি

স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে পৌরসভা পরিচালিত স্কুলগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।

ইতিমধ্যেই ছোট শিশুদের যত্ন নিতে পৌরসভার স্কুলগুলিতে আয়া নিযুক্ত করেছে কলকাতা পৌরসভা। এছাড়া স্কুল মাঝে মধ্যে পরিদর্শনের জন্য থাকছে স্কুল ইন্সপেক্টর। এখন এই ইন্সপেক্টররা

Source: Khabar 365 Din

Modern technology to determine water levels in dams

The State Government, on the instructions of Chief Minister Mamata Banerjee, has decided to take the help of technology to determine the exact amount of water in the dams across the state.

The current system is manual. Now that will become easier with the help of technology. Through satellite images, CCTV system at dams and barrages, sensor systems and radio frequencies, it will be possible to determine the detailed data related to water flow in rivers and levels of water in reservoirs, which will be conveyed to a joint control room.

From this control room, accurate data will be communicated to officials of the Irrigation Department and other departments wherever required in the state, so that adequate relief measures can be taken in advance. Data on how much water has been released by dams in neighbouring states into rivers, which flow into Bengal, will also be shown on the giant monitors in the control room.

 

বাঁধে কত জল, বলবে প্রযুক্তিই

 

যথাসময়ে নদী ও বাঁধের জলস্তরের হালহকিকত জানতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্যের সেচ দপ্তর। এখন কাজ হয় মনুষ্যচালিত ব্যবস্থায়। এ বার স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে ওই দপ্তর।

কী ভাবে তথ্য দেবে নতুন প্রযুক্তি? এই ব্যবস্থায় উপগ্রহ-চিত্র, সিসিটিভি, সেন্সর সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন নদীতে জলপ্রবাহের গতিপ্রকৃতি, ব্যারাজে জল ওঠানামার ছবি ও তথ্য উঠে আসবে কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে। পড়শি রাজ্য কোনও বাঁধ থেকে জল ছাড়লে কোন নদ বা নদীর জলস্তর কতটা বাড়ছে, কোথায় লাল, কোথায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে— তা-ও দেখা যাবে ওই জায়ান্ট স্ক্রিনে। আবার নদীর পাড় কোথায় কতটা ভাঙছে, সেই ছবিও দেখা যাবে কন্ট্রোল রুমে বসে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব ব্যারাজ ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, বলেন সেচমন্ত্রী। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার জন্য প্রথম পর্যায়ে প্রায় ৩৫ বছরের পুরনো তিস্তা ব্যারাজে কাজ শুরু হয়েছে। এ বার তিস্তার পাশাপাশি দুর্গাপুর ও তিলপাড়া ব্যারাজ এবং কংসাবতী, তিলপাড়া বাঁধেও পর্যায়ক্রমে নতুন প্রযুক্তির মাধ্যমে যথাসময়ে যাবতীয় তথ্য সংগ্রহের বন্দোবস্ত হচ্ছে।

Source: Anandabazar Patrika

Winter Session Week 1: Trinamool plays constructive Opposition

During the first week of the Winter Session of Parliament, Trinamool Congress played the responsible Opposition by participating in debates, as well as cornering the government on issues of public importance.

The week began with MPs staging a dharna inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another dharna was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a brief summary of what Trinamool Congress MPs did all through the week:

 

LOK SABHA

Question Hour

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Aparupa Poddar asked Supplementary Questions on over-exploitation of groundwater, and cloud harvesting.

Sudip Bandyopadhyay asked a Supplementary Question on Air India.

Dinesh Trivedi asked Supplementary Questions on solar power generation.

Mumtaz Sanghamita asked Supplementary Questions on National Health Accounts.

Bills

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi.

Pratima Mondal spoke on the issue of manual scavenging.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Idrish Ali spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Kalyan Banerjee spoke on The Requisitioning and Acquisition of Immovable Property (Amendment) Bill, 2017.

Aparupa Poddar spoke on The Indian Forest (Amendment) Bill, 2017.

Saugata Roy spoke on Supplementary Demands for Grants – Second Batch for 2017-18.

Saugata Roy spoke during a discussion on natural calamities in various parts of the country.

Zero Hour

Aparupa Poddar spoke on cyber-security issues related to Aadhaar.

Ratna De Nag spoke on the demand for reducing the criteria to avail disability pension.

Tapas Mondal spoke on groundwater management.
RAJYA SABHA

Zero Hour

Sukhendu Sekhar Roy spoke on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta spoke on pollution due to stubble burning in north India.

Question Hour

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Bills

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Point of Order

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Derek O’Brien made a Point of Order on blacking out of RSTV on December 21.

Special Mention

Vivek Gupta spoke on privacy issues arising due to Aadhaar.

It turned out to be a productive week for the party. It raised various issues touch the common man’s life.

 

If music and culture grow, civility and society too grow: Mamata Banerjee

Music in all its forms is the unifying force, a means by which peace and harmony can prevail in diversity. Music has been behind many successful movements in the world. It awakens, unifies, and carries forward all struggles. It is the very breath, the very life of the people.

It was with these words that Bengal Chief Minister Mamata Banerjee set the mood of the eight-day Bangla Sangeet Mela and the Biswa Bangla Loksanskriti Utsav during their inaugurations today at Uttirno, the new open-air theatre in Alipore.

“The very name Uttirno means exemplary, as the many artists who will be awarded today and who will participate during the festival are in their skills. Rabindrasangeet, Nazrulgeeti, Bhawali, Bhatiyali, Kirtan … there are so many forms. All have their own types of songs and music, and all are good in their own respective fields,” she said. Musicians too play different types of instruments. “But all subscribe to melody and harmony,” she pointed out.

About 1,500 artists from all over Bengal will be performing at five venues – Rabindra Sadan, Madhusudan Mancha, Sisir Mancha, Fanibhushan Mancha and Rabindra Okakura Bhavan – during the festival. The State government has decided that this year, more people should be involved and enjoy the various forms of music. For three days (December 25, 29 and 30), the performances will begin at 9am, while on the other days, it will begin at 5 pm.

After the advent of the Trinamool Congress government, a large number of folk-singers and musicians and even those who make musical instruments have been given assistance in various ways, including monthly stipends and awards so that there songs continue to be in the mainstream. “We have increased the number of artists receiving assistance from 1 lakh to 1.94 lakh this year. These singers and musicians will get an opportunity to perform and be utilized by the Government in advertisements and other work where the message is through music,” she said.

“If music and culture grows, civility and society grows. Many instruments are needed for a successful song, for an artist to be created. And many people from different walks of life are needed for improvement and progress,” she pointed out.

But it is unfortunate that the harmony and unity that we wanted to portray in the Republic Day parade tableau was not accepted by the Central government. They did not approve of the harmony that we wanted to show through culture, she said.

সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার আয়োজন করেছে বার্ষিক সঙ্গীত মেলার। আজ থেকে শুরু হল এ’বছরের সঙ্গীত মেলা, চলবেআগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত। এই বার্ষিক গানের উৎসবের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য বছরের তুলনায় আরও বেশী মানুষকে এই উৎসবের মাধ্যমে আনন্দ দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩ দিন (২৫, ২৯ ও ৩০শেডিসেম্বর) এই উৎসব শুরু করা হবে সকাল ৯টা থেকে। অন্যান্য দিন এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

শিল্পীরা পাঁচটি প্রেক্ষাগৃহে সঙ্গীত পরিবেশন করবেন: রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, ফণীভূষণ মঞ্চ এবং রবীন্দ্র ওকাকুরা ভবন।সারা রাজ্যের সঙ্গীত শিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। এই আটদিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৫০০ শিল্পী অংশ নেবেন।
এছাড়া শহরের কোনায় কোনায় সঙ্গীতকে পৌঁছে দিতে থাকছে বিশেষ আকর্ষণ ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাংলার লোকশিল্পীদের সাহায্য করার জন্য নিয়েছে নানা পদক্ষেপ। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে২ লক্ষ শিল্পীকে দেওয়া হয় মাসিক ভাতা। সম্মানের সাথে গান গেয়ে এই শিল্পীরা এখন সমাজের মূলস্রোতে বিরাজমান।

এবার সঙ্গীত মহাসম্মান পেলেন, অভিজিৎ ভট্টাচার্য ও জিৎ গাঙ্গুলি। এছাড়া যারা সম্মান পেলেন, তারা হলেন, শুভঙ্কর ব্যানার্জি (তবলা), তরুন ভট্টাচার্য (সন্তুর), দেবাশিস ভট্টাচার্য (গিটার), স্বপন বসু (লোকগীতি), রেজওানা চৌধুরী (রবীন্দ্র সঙ্গীত), বিমলা দেবী (ঝুমুর), স্বর্ণ চিত্রকর (পটগান), খাইবার ফকীর (ফকীরি গান)।

সঙ্গীত সম্মানে ভূষিত হলেন, পরিমল ভট্টাচার্য, গৌতম মিত্র (রবীন্দ্র সঙ্গীত), অমিত চৌধুরী (ক্ল্যাসিকাল শিল্পী), স্বপন সেন (গিটার), ইমন চক্রবর্তী (আধুনিক গান), বাকুয়া লোধ (পারকিন্সন), অমিত ব্যানার্জি (সঙ্গীত পরিচালক), দুর্বাদল চ্যাটার্জি (ভায়োলিন), গৌতম দাস বাউল (বাউল গান), ক্ষুদিরাম দাস (কাঠি ঢোল), মায়ারানী পোদ্দার (কীর্তন), সুলেখা রায় (ভায় গান), নিমাই সোরেন (সাঁওতালি গান)।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • সঙ্গীত আমাদের প্রাণ, সঙ্গীত ছাড়া জীবন সাধনা সম্পূর্ণ হয় না, সঙ্গীত অফুরন্ত প্রাণের স্পন্দন, সঙ্গীত জীবনের উন্মাদনা, সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি।
  • মানুষের মধ্যে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সঙ্গীতেও তেমন রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী গান, রজনীকান্তের গান, লোকগান, ভাটিয়ালি গান। সমস্ত প্রাণ যদি একজায়গায় তৈরী হয়, তাকেই বলা হয় গান, এটাই সংস্কৃতি, সম্প্রীতি।
  • সঙ্গীতের মধ্যে দিয়ে আপনারা আগামীদিনে বিপ্লব আনুন। সঙ্গীতের মধ্যে দিয়ে পৃথিবীর অনেক বিপ্লব, ভালো কাজ, জাগরন, আন্দোলন, সংস্কৃতি চেতনা হয়েছে। সঙ্গীত যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। সঙ্গীত, কথা, সুর তৈরী করার মধ্যে দিয়ে তৈরী হয় স্রষ্টা। সঙ্গীত সাধনা সবচেয়ে বড় মুক্তির, জুক্তির, তর্ক-বিতর্কের পথ। সঙ্গীত পারে পুরো দেশকে, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে।
  • নতুন শিল্পীরা খুব খুশি হন যদি স্বর্ণযুগের শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়ে একটু কথা বলেন। নতুন পুরাতনের মেল্বন্ধনে সংহতি ফিরে আসে বাংলা মায়ের কাছে, বাংলা তীর্থে।
  • প্রায় ১লক্ষ লোকশিল্পী আছেন, লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যাদের আমরা মাসে ১হাজার টাকা করে ভাতা দিয়ি। গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তারা আরও রোজগার করতে পারে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও ৯৪ হাজার লোকশিল্পী আমরা নতুন করে যুক্ত করেছি। শুধু খবরের কাজে বা টিভি বিজ্ঞাপন না, এই শিল্পীরা গান বেঁধে বিভিন্ন গ্রামে গ্রামে চলে যান, সরকারি প্রোগ্রামগুলো গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এটা খুব বড় কাজ।
  • একতাই সম্প্রীতি, কেন্দ্রীয় সরকার আমাদের ট্যাবোলোতা বারন করে দিলেন, আমি কিন্তু, সংস্কৃতির মধ্যে সম্প্রীতি দেখাতে চেয়েছিলাম। সেটা তাদের পছন্দ হয়নি।

 

Trinamool hits the streets against FRDI Bill

Trinamool Youth Congress, under the leadership of TMYC National President and MP, Abhishek Banerjee, hit the streets today to protest against the FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill. A rally was held from Jadavpur to Hazra at 2 PM.

Trinamool has been vocal against this controversial Bill from the very beginning. Bengal Chief Minister Mamata Banerjee has written to the Union Finance Minister demanding that this Bill be withdrawn as it would take away the savings of common people entrusted to banks.

Trinamool MPs from both Houses held a dharna in Parliament premises on December 19, 2017, against the FRDI Bill. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said that this Bill must be sent to cold storage.

 

Salient points of his speech:

BJP has been wiped out of Bengal. It is a matter of time before they are wiped out of India. Narendra Modi, who once dreamt of becoming PM by selling his Gujarat model, has suffered a drubbing in his home state. BJP has recorded its worst performance in 22 years. They even lost in Narendra Modi’s hometown. This only shows BJP will be voted out in 2019; their death knell has been rung.

On December 15, Mamata Banerjee instructed us to hit the streets against the draconian FRDI Bill. We have to reach out to the people and make them aware of its dangers. We have agitated in Parliament on this issue earlier this week. As long as Trinamool is in existence, we will not allow FRDI Bill to be passed. The Bill has already been referred to a Select Committee. We will fight till the end.

From demonetisation to Aadhaar to the hasty implementation of GST – the Centre has taken a slew of anti-people decisions. Trinamool has not maintained silence on these issues. We cannot be intimidated by threats of CBI or ED. Our protests will continue, and will become more intense in the future.

Those who cannot compete with us on the plank of development, only indulge in big talk. They are trying to create fissures in Bengal on religious lines. We will lay down our lives but never allow communal poison to spread in Bengal.

Mamata Banerjee has fulfilled the promises she made before coming to power. Narendra Modi has failed to keep his word. They raised questions about Mamata Banerjee’s governance. Her dream project Kanyashree won laurels from the United Nations.

If FRDI Bill is passed, the hard-earned deposits of people in banks are liable to be lost. There is no security. There is no difference between chit funds and BJP. Narendra Modi and Amit Shah are trying to usurp the money of people, just like chit funds. If Sudipto Sen has been arrested, why not BJP leaders?

Who are they to decide what a person will wear, what they will eat or where they will live? In the name of love jihad, they are killing people. A member of Modi’s Cabinet is a Muslim but he married a Hindu. If that is acceptable, why was Malda’s Afrazul brutally murdered? Narendra Modi must answer.

They only give speeches; they do not want Bengal to prosper. They do not want people to get the benefits of Sabuj Sathi, Sabuj Shree, Baitarani, Samabyathi, Geetanjali, Gatidhara. They budget for Beti Bachao, Beti Padhao for the entire country is Rs 100 crore. In Bengal, for Kanyashree, Mamata Banerjee has allocated Rs 1200 crore. We want people to move past the dark days of Left rule. The infamous 34 years should not come back.

During CPI(M) rule, many leaders had anti-socials among their followers, like ‘haat kata Dilip’. Now, BJP has ‘jibh kata Dilip’ who has no control over what he says. Let them attack us, as much as they want. We will continue to work for the people of Bengal.

I am a Hindu and I believe Swami Vivekananda is an icon of Hinduism. He had advocated freedom in every sphere if the society has to progress.

In other States, the entire administrative machinery is used to win elections. That is not the case in Bengal. Those who are rejected by our party are joining BJP, and they are celebrating their induction. BJP has become Bharatiya Janjaal Party. Garbage is their asset. People of Bengal are our assets.

The CPI(M) used all its might and force but could not set up Nano factory in Singur. BJP will also not be able to bulldoze the anti-people FRDI Bill.

 

 

এফআরডিআই বিলের বিরোধিতায় পথে তৃণমূল

জনবিরোধী ব্যাঙ্কিং বিল – FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill – এর বিরোধিতায় আজ পথে নামলো তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ একটি মিছিলের আয়োজন করেয়া হয়েছিল যাদবপুর থেকে  হাজরা পর্যন্ত।

শুরু থেকেই এই বিলের বিরোধিতা করছে তৃণমূল। এফআরডিআই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে যে এই বিল আইন হলে ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের টাকা সুরক্ষিত থাকবে না। অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবিও জানান তিনি।

গত ১৯শে ডিসেম্বর এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

 

অভিষেকের বক্তব্যের কিছু অংশঃ 

বিজেপি এমনিতেই বাংলা থেকে মুছে গেছে, ভারত থেকে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে গুজরাতকে সামনে রেখে নরেন্দ্র মোদী ভারত দখল করার স্বপ্ন দেখেছিল, সেখানে বিগত ২২ বছরে সবচেয়ে খারাপ ফল করেছে ভারতীয় জনতা দল। নরেন্দ্র মোদীর জন্মস্থান বিব্জেপির নিজের হাতছাড়া হয়ে গেছে। এই ফলাফল এটাই প্রমাণ করে ২০১৯ এ বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে।

গত ১৫ তারিখে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকে আমাদের নেত্রী আদেশ নির্দেশ দিয়েছেন জনবিরোধি সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ব্যাঙ্কিং বিলের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের মানুষকে আন্দোলনমুখী হতে হবে। গত সপ্তাহে আমাদের সাংসদরা লোকসভা ও রাজ্যসভার বাইরে ও ভিতরে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমি কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস এফ আর ডি আই বিল পাস হতে দেবে না। ইতিমধ্যেই এটি সিলেক্ট কমিটিতে গেছে এবং আমরা এর শেষ দেখে ছাড়বো।

নোট বাতিল, আধার, জি এস টি থেকে শুরু করে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তৃণমূল কংগ্রেস চুপ করে থাকেনি। সিবিআই, ইডি দেখিয়ে আমাদের দমিয়ে করিয়ে রাখা যাবে না। মানুষের পেতে যদি আঘাত পরে আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। দরকার হলে জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই আন্দোলন চলবে। আগামী দিনে এই প্রতিবাদ বৃহত্তর আন্দোলনে পরিণত হবে।

যারা উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে পারে না, তারা শুধু বড় বড় কথা বলে, আর বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দ্বিখণ্ডিত করার চেষ্টা করে। আমাদের জীবন গেলে যাবে কিন্তু আমরা বাংলাকে অশান্ত হতে দেব না।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর যা কথা দিয়েছে সব কথা রেখেছে। নরেন্দ্র মোদীর সরকার একটা কথাও রাখেনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আজ বিশ্বের দরবারে প্রশংসিত।

এফ আর ডি আই বিল চালু হলে মানুষকে না জানিয়ে তার টাকা ব্যাঙ্ক জবরদখল করে নিতে পারে। সুদীপ্ত সেন আর বিজেপির নেতাদের মধ্যে কোন পার্থক্য নেই। চিট ফান্ডের প্রতারকদের মতো ব্যাঙ্কে টাকা রাখলে আজ অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নিয়ে যাচ্ছে। সুদীপ্ত সেন যদি গ্রেফতার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের বিরদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হবে না?

কে কি খাবে? কে কি পরবে? কে কোথায় থাকবে? লাভ জিহাদের নাম করে মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। বিজেপির মন্ত্রীসভার এক মুসলমান সদস্য যাকে বিয়ে করেছেন, তিনি একজন হিন্দু। তিনি যদি একজন হিন্দুকে বিয়ে করতে পারেন, মালদার আফরাজুলকে তাহলে কেন নৃশংস ভাবে কুপিয়া হত্যা করা হল? এর জবাব নরেন্দ্র মোদীর সরকারকে দিতে হবে।

যারা বড় বড় কথা বলে, তারা কোনোদিন বাংলার উন্নতি চায় না। তারা চায় না সবুজসাথী, সবুজশ্রী, বৈতরণী, সমব্যাথী, গীতাঞ্জলী, গতিধারার মাধ্যমে বাংলা অগ্রগতির পথে এগিয়ে যাক। বেটি বাঁচাও বেটি পড়াও-এর বাজেট সারা দেশে ১০০ কোটি, আমাদের কন্যাশ্রীর বাজেট শুধু পশ্চিমবঙ্গে ১২০০ কোটি। আমরা চাই বাংলার মানুষ এগিয়ে যাক, আমরা চাই ৩৪ বছরের কলঙ্কিত দিনগুলো যেন বাংলার মানচিত্রে আর ফিরে না আসে।

আগে সিপিআইএম আমলে নেতাদের ছত্রছায়ায় থাকত দুষ্কৃতি, হাত কাটা দিলীপ, আজ দেখছি বিজেপির জিভ কাটা দিলীপ। আগের দিলীপের হাতের ওপর নিয়ন্ত্রণ ছিল না, আজকের দিলীপের জিভের ওপর নেই। তারা আক্রমণ করলে করুক, আমরা এগিয়ে যাব। ওরা যত আক্রমণ করেছে, তৃণমূল তত উন্নয়ন করেছে।

আমি হিন্দু, আমি মনে করি এই ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারকের নাম স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের শিখিয়েছেন, সমাজকে শক্তিশালী করতে হলে সর্বক্ষেত্রে আমাদের স্বাধীনতার প্রয়োজন।

অন্য রাজ্যে সব কিছু জবরদখল করে, সব মেশিনারি কাজে লাগিয়ে ভোট করতে পারে, কিন্তু, বাংলায় তারা করতে পারবে না। আমরা যাদের উচ্ছিস্ট করে এদিক ওদিকে ফেলে দিচ্ছি, বিজেপি সেগুলোকে নিয়েই নাচানাচি করছে। বিজেপি এখন ভারতের জঞ্জাল পার্টিতে পরিণত হয়েছে। এই জঞ্জল নিয়ে এরা দল করুক, আমরা বাংলার মানুষকে নিয়ে দল করি।

আমাদের নেত্রী ২৬ দিন অনশন করে আমাদের গণআন্দোলনের পথ দেখিয়েছে। কোনভাবেই যাতে এই জনবিরোধী বিল পাস না হয়, সেই আন্দোলন আমাদের করতে হবে। সিঙ্গুরে যেমন সিপিআইএম গায়ের জোরে ন্যানো কারখানা করতে পারে নি, বিজেপিও গায়ের জোরে FRDI Bill পাস করতে পারবে না।

 

Bengal CM inaugurates Kolkata Christmas Festival

Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Christmas Festival today at Allen Park on Park Street. The festival will continue till December 30.

The festival was inaugurated through the lighting of the Christmas tree. It was followed by the Blessing of the Crib by the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata.

Present with the Chief Minister on stage were prominent members of the Christian community – the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata, the Right Rev Ashoke Biswas, Bishop of Kolkata and the MLA representing the community in the State Assembly, Michael Shane Calvert.

The inauguration was followed by Christmas carols by two choirs and live music.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খাবারের স্টলও থাকবে এই উৎসবে। উৎসব চলবে ৩০সে ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

প্রতিদিন বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত থাকবেন এই উৎসব প্রাঙ্গনে।

Farmers got modern equipment worth Rs 225.8 cr, thanks to Bengal CM

Farmers in Bengal are getting modern equipment thanks to ample help provided by the State Government.

Following Chief Minister Mamata Banerjee’s special instructions, the government took up the Financial Support Scheme for Farm Mechanisation (FSSFM). Till the financial year 2016-17, under this scheme, financial support worth Rs 225.8 crore has been given to 1.82 lakh farmers to buy modern small or medium-sized tools for farming.

It is not always possible for farmers to make such huge investments to buy the different types of heavy tools that are also necessary for farming. To ensure their availability for farmers, Custom Hiring Centres (CHC) have been set up across the state, from where heavy agricultural tools can be had on rent at a much subsidised rate. From 2014 to 2017, as many as 586 CHCs have been set up.

Besides financial assistance, the department has also helped farmers in gathering knowledge about modern and updated technology for farming. It has ensured an increase in production of crops. Moreover, the farmers have started getting the right price for their yield.

Soon after coming to power, the Chief Minister had directed all concerned departments to take necessary steps to ensure farmers can make a profit. It may be mentioned that average yearly income of farmers in Bengal has gone up to Rs 2.39 lakh during the 2016-17 fiscal, from Rs 91,011 during 2010-11. Moreover, 16.55 lakh hectares of agricultural land have been brought under crop insurance over the past six years; the total area has gone up to 21 lakh hectares currently, from 4.45 lakh hectares during the 2011-12 fiscal.

মুখ্যমন্ত্রীর সহায়তায় বাংলার কৃষকরা পাচ্ছেন আধুনিক যন্ত্রপাতি

রাজ্য সরকারের ঐকান্তিক সহায়তার জন্য রাজ্যের কৃষকেরা পাচ্ছেন কৃষির আধুনিক যন্ত্রপাতি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার কৃষকদের সহায়তার জন্য বিশেষ প্রকল্প চালু হয়েছে রাজ্যে, যার পোশাকি নাম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮২লক্ষ কৃষককে ২২৫.৮ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে কৃষি কাজের জন্য ছোট ও মাঝারি মাপের আধুনিক যন্ত্রপাতি কিনতে।

কৃষিকাজের প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি কেনা সবসময় সকল চাষির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই কৃষকরা যাতে সহজে এগুলি পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য জুড়ে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে চাষিরা তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন, তাও আবার ভর্তুকি দেওয়া দরে। ২০১৪-১৭ সালের মধ্যে ৫৮৬টি কেন্দ্র তৈরী করা হয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি দপ্তর কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও সেগুলি ব্যবহার করার প্রশিক্ষণও প্রদান করছে। এর ফলে বেড়েছে ফলন। এছাড়া চাষিরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্যও পাচ্ছেন।

২০১১ সালে শাসনভার গ্রহনের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কৃষি সম্বন্ধিত সকল দপ্তরকে নির্দেশ দেন কৃষকদের আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। রাজ্যের কৃষকদের গড় আয় ২০১৬-১৭ অর্থবর্ষে বেড়ে হয়েছে ২.৩৯ লক্ষ টাকা, যা ২০১০-১১ সালে ছিল মাত্র ৯১,০১১ টাকা। এছাড়া ১৬.৫৫ লক্ষ হেক্টর কৃষি জমিকে ফসল বীমার আওতায় আনা হয়েছে গত ৬বছরে। এই মুহূর্তে ফসল বীমার আওতায় রাজ্যে কৃষি জমির আয়তন ২১ লক্ষ হেক্টর, যা ২০১১-১২ সাল পর্যন্ত ছিল মাত্র ৪.৪৫ লক্ষ হেক্টর।

Source: Millennium Post

State Govt to renovate 7 ghats along the Hooghly

Seven ghats in Dakshineswar and Belur, along the river Hooghly, are going to be renovated by the State Government at a cost of Rs 34 crore.

Among the seven are three in Dakshineswar – Chandni Ghat, Panchabati Ghat and Ferry Ghat – and four in Belur – three at Belur Math and Mayer Ghat on the opposite bank.

There will be an investment of Rs 17 crore for the projects in Dakshineswar and another Rs 17 crore for the projects in Belur. An iron fencing will also be constructed on the bank of the river at Belur Math.

 

বেলুড়-দক্ষিণেশ্বর ঘাট সংস্কারে ৩৪ কোটি রাজ্য সরকারের

দক্ষিণেশ্বর ঘাট সাজানোর জন্য টেন্ডার ডাকা তো হয়েই গেছে, এবার বেলুড় ঘাটও সাজানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বেলুড়ের চারটি ঘাট সাজাতে খরচ হবে ১৭ কোটি টাকা। পাশাপাশি বাবুঘাট সাজানোর বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রিন্সেপ ঘাটের মত করে সাজানো হবে সমস্ত হেরিটেজ নির্মাণ বাঁচিয়ে। এর জন্য ডিপিআর তৈরী করা হচ্ছে। এই কাজ করবে কলকাতা পুরসভা।

বেলুড় ঘাটের কাজ করবে কেএমডিএ ও নগরোন্নয়ন দপ্তর। দক্ষিণেশ্বরে তিনটি ঘাট আছে, চাঁদনি, পঞ্চবটি ও ফেরিঘাট। বেলুড়ে আছে মায়ের ঘাট, এক ও দুই নম্বর ঘাট এবং ফেরি ঘাটের পরিকাঠামো উন্নয়নেও সমপরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে। এছাড়া বেলুড় ঘাটের উল্টো পাড়ে একটি শ্মশানঘাট নির্মাণ করা হবে।

Source: Millennium Post

Image is representative