Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative

Shramik Melas and Social Security Month being held across Bengal

With the inspiration of Chief Minister Mamata Banerjee, state-wide Shramik Melas and Social Security Month are being held across the State. The Labour Department is organising these fairs.

Each fair would be held over two days, from 2 pm to 7 pm. Entry to the fairs is free. They will continue for the whole of the month of January. The fairs would held at 67 locations, including Kolkata.

The principal activities at the fairs would relate to the presentation of benefits to beneficiaries of various schemes, enrolment of people in the State Government’s Social Security Yojana, payment of money payable by the West Bengal Labour Welfare Board, advising people regarding the various rules and regulations related to labour laws, adding beneficiaries to the Employment Bank and the Yuvashree Scheme and safety advisories related to working with boilers in factories.

Besides these, every day, there would be various cultural programmes.

 

শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন হচ্ছে রাজ্যজুড়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক আগ্রহ ও অনুপ্রেরণায় রাজ্যের সকল শ্রমিকদের জন্যও সারা মাস ব্যাপী শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০১৮ উদযাপিত হচ্ছে। এই মেলা প্রতি জেলায় পালিত হবে। কোনও কোনও জেলায় একাধিক স্থানে পালিত হবে।

এই অনুষ্ঠানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হবে এবং যথাসম্ভব সহায়তাও প্রদান করা হবে। এছাড়াও এবারের মেলায় উপভোক্তাদের সহায়তা প্রদান করা হবে, সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তিকরণ করা হবে।

শ্রমিক কল্যাণ পর্ষদ প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে এই মেলায়, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তি করা হবে এবং ‘যুবশ্রী’ প্রকল্পে ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বয়লারের নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শ প্রদান করা হবে মেলা প্রাঙ্গনে।

প্রতিদিন মেলা চলবে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত, থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

Unique Nature Interpretation Centre inaugurated in Tilabari in Jalpaiguri dist

A unique Nature Interpretation Centre was inaugurated on January 1 in Tilabari in Jalpaiguri district. The Centre will help tourists visiting the Gorumara National Park get information on the flora and fauna of the region.

A one-of-its-kind project in the entire state, the Interpretation Centre is expected to attract a large number of tourists. A digital information kiosk along with models disburses important information on the flora and fauna.

The Nature Interpretation Centre is an important component of a larger project, Gorumara Wildlife Tourism Centre. West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL) is landscaping the Wildlife Tourism Centre, including the Interpretation Centre.

The State Tourism Minister, while inaugurating the Centre, said that it is part of Chief Minister Mamata Banerjee’s plans for the development of tourism in north Bengal. She had earlier flagged off tourism projects for Tilabari, Batabari and Damdim; the Interpretation Centre is a part of those initiatives.

The State Government will develop a water body and a kids’ zone at the Centre; the latter will be informative and will also have facilities to test the skills and knowledge of those visiting the area. Along with this, a multi-purpose hall is under construction which will have conferencing facilities and a multi-gym.

 

জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে উদ্বোধন হল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের

নতুন বছরের প্রথম দিন এক অনন্য নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের উদ্বোধন হল জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে। গরুমারা জাতীয় উদ্যানগামী পর্যটকরা এই কেন্দ্র থেকে স্থানীয় উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে যাবতীয় তথ্য পাবেন।

রাজ্যে এই ধরনের কেন্দ্র এই প্রথম, আশা করা যায় এর ফলে পর্যটনের আরও বিকাশ ঘটবে এই অঞ্চলে। স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর ব্যাপারে যাবতীয় তথ্য সম্বলিত ডিজিটাল কিওস্কও আছে এই কেন্দ্রে।

এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি গরুমারা ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার প্রকল্পের অন্তর্গত। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটির রুপকার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার।

পর্যটন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের পর্যটন উন্নয়নের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হল এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার।

মুখ্যমন্ত্রী এর আগে তিলাবাড়ি, বাটাবাড়ি, ডামডিম অঞ্চলে পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছেন।

রাজ্য সরকার একটি জলাশয় ও বাচ্চাদের খেলার জায়গা তৈরী করবে এই কেন্দ্রে। এছাড়া ওখানে একটি মাল্টি-পারপাস হল তৈরী করা হচ্ছে। থাকবে একটি মাল্টি জিমও।

 

Source: Millennium Post

Image is representative

 

Trinamool plays role of a responsible Opposition in Parliament winter session

The session began with Members of Parliament (MP) staging a protest on December 18 inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another protest was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a summary of the happenings during the first week in Parliament

During the second week, on December 27, Trinamool MPs protested inside the Parliament premises against the silence of the Centre on the killing of innocents.

Sudip Bandyopadhyay spoke on the decrease in the interest rates of small savings schemes, castigating the Government for harassing the common man.

Here is a summary of the happenings during the second week in Parliament

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

Here is a summary of the happenings during the third week in Parliament

All in all, it was a fruitful three weeks of Winter Session for Trinamool Congress, with the party playing the role of a responsible Opposition.

 

Week 3: Trinamool speaks for empowerment of women

During the third week of Parliament, Trinamool Congress MPs spoke up for the empowerment of women and on the state of the economy.

LOK SABHA

Dinesh Trivedi spoke regarding the linking of Aadhaar to welfare schemes

Saugata Roy spoke on the caste-based violence in Bhima Koregaon

Sudip Bandyopadhyay earned the praise of Lok Sabha for innovative Standing Committee Report

Question Hour

Partha Pratim Roy asked Questions on crime and the criminal tracking network system

Dinesh Trivedi asked a Question regarding the new coal allocation policy

Ratna De Nag asked a Question on flexi-fare system

Dinesh Trivedi asked a Supplementary Question on alternative system of medicine

Saugata Roy asked a Supplementary Question on complaints against private companies

Zero Hour

Saugata Roy made a Zero Hour submission regarding the protest by doctors

Idris Ali spoke about various demands for his constituency

Bills

Kalyan Banerjee spoke on The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The Constitution (One Hundred and Twenty-third Amendment) Bill, 2017

Kalyan Banerjee spoke on The High Court And The Supreme Court Judges (Salaries And Conditions Of Service) Amendment Bill, 2017

Mumtaz Sanghamita spoke on Supplementary Demands for Grants – Third Batch for 2017-18

 

RAJYA SABHA

Sukhendu Sekhar Roy condemned the gruesome killing of a chamber attendance of the Rajya Sabha

Zero Hour

Vivek Gupta spoke regarding recognition for the Kurmis of Bengal

Question Hour

Nadimul Haque asked Questions on rules regarding the testing of drugs on humans

Dola Sen asked Questions regarding the implementation of the suggestions on clinical trials by the Standing Committee

Nadimul Haque asks a Supplementary Question on agricultural exports

Bills

Sukhendu Sekhar Roy spoke on The Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2017

Manish Gupta spoke on The National Bank for Agriculture and Rural Development (Amendment) Bill, 2017

Derek O’Brien made an intervention regarding the Triple Talaq Bill

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order regarding the Triple Talaq Bill

Derek O’Brien made a Point of Order on legislative business in Rajya Sabha

Sukhendu Sekhar Roy made a Point of Order on the Triple Talaq Bill

Short Duration Discussion

Sukhendu Sekhar Roy spoke during a Short Duration Discussion on the state of the economy

 

Bangla Matsya Utsab 2018 to begin today

The Bangla Matsya Utsav, also called Bengal Fish Festival, will be inaugurated today. It will continue till January 8, 2018.

The third edition of the fish festival is being held at Nalban Food Park on the northern outskirts of Kolkata. West Bengal Fisheries Development Corporation (WBFDC), part of the Bengal Government’s Fisheries Department, is organising the festival.

This time it is being organised as a national event. After the success that the state’s Fisheries Department achieved at the World Food India 2017 festival a few months back, be it in terms of the business agreements signed or the huge popularity of the stalls, this fish festival has achieved much more importance.

Here too, several memorandums of understanding (MoU) will be signed, among them with the governments of Jharkhand and the Andaman and Nicobar Islands. During the World Food India fest, the government had received interest from the Andaman and Nicobar Islands Government for tie-up for popular sea fishes like tuna, sardine and mackerel.

Other inaugurations include the State Government’s mobile-app based fish marketing service, mobile-based home delivery of fish on motorcycles and a fish processing unit at Nalban Food Park.

The government has been taking a lot of initiatives to develop fishery in Bengal – both inland and marine. New programmes and schemes are being routinely launched. High-quality exports are rapidly increasing, and the government is signing agreements for technical knowhow with various countries. As a result, livelihoods of fishing people and of everyone related to the fishing industry are being uplifted.

বাংলা মৎস্য উৎসব ২০১৮ শুরু আজ

বাংলা মৎস্য উৎসব ২০১৮-র উদ্বোধন হবে আজ। চলবে ৮ই জানুয়ারি পর্যন্ত। তৃতীয় বর্ষে পা দিল এই উৎসব। বিধাননগরের নলবন ফুড পার্কে এই উৎসবের আয়োজন করেছে মৎস্য দপ্তরের অধীনস্থ সংস্থা ডব্লিউবিএফডিসি।

এবছরের মৎস্য উৎসব হবে জাতীয় স্তরের। কয়েক মাস আগে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭তে জনপ্রিয় হয়েছিল বাংলার বিভিন্ন মাছের পদ।
এসেছিল প্রচুর লগ্নি প্রস্তাব।

এই উৎসবে বেশ কিছু মৌ স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ড ও আন্দামান সরকারের সঙ্গে মৌ। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭ চলাকালীন আন্দামান সরকারের থেকে রাজ্য সরকার টুনা ফিশের মতো সামুদ্রিক মাছের বিপণনের ব্যাপারে চুক্তি করার প্রস্তাব পেয়েছিল।

এই উৎসবে হবে বেশ কিছু পরিষেবা উদ্বোধনও। রাজ্য সরকারের অ্যাপ্লিকেশন নির্ভর মাছের বিপণন পরিষেবা, মোবাইল নির্ভর বাইকে করে মাছের হোম ডেলিভারি পরিষেবা, ও একটি মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রেরও উদ্বোধন হবে।

মৎস্য চাষের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য। রপ্তানির পরিমাণ বেড়েই চলেছে, ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি। এর ফলস্বরুপ, মৎস্যজীবীদের অবস্থার উন্নতিও হয়েছে গত ছয় বছরে।

Source: The Statesman

Kolkata Police to organise Safe Drive Save Life Half Marathon on Jan 7

To promote the Bengal Government’s Safe Drive Save Life traffic awareness campaign, a pet project of Chief Minister Mamata Banerjee, Kolkata Police is going to organise a half marathon on January 7 in Kolkata. Kolkata Police will also observe Road Safety Week 2018 from January 7 to 13.

The Safe Drive Save Life Half Marathon, as it will be called, will set the ball rolling for the Road Safety Week. There will be three races as part of the programme on January 7 – a 21 kilometre (km) run, a 10 km run and a 5 km run, the lower age limits for which are 18 years, 15 years and 12 years, respectively.

For the winners, there will be medals and cash prizes. The start timings for the 21 km, 10 km and 5 km races are 6 am, 6.30 am and 7 am, respectively. All the participants in all the categories will get race day and finisher T-shirts. Photographs of the runners will be posted on the Facebook page of the Kolkata Police Traffic Department.

 

পথ নিরাপত্তায় এবার হাফ ম্যারাথন হচ্ছে শহরে

কমেছে পথ দুর্ঘটনা, কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কিন্তু প্রয়োজন আরও সচেতনতার। এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে প্রচারের উদ্দেশ্যে এবং ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সাফল্যকে মাথায় রেখে এবার ‘হাফ ম্যারাথন’ এর আয়োজন করছে কলকাতা পুলিস।

এই নতুন বছরের পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে ৭ই জানুয়ারি থেকে। চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। তারই শুরুতে আগামী ৭ জানুয়ারি, রবিবার এই ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

বিজেতাদের জন্য থাকবে মেডেল ও আর্থিক পুরস্কার। ২১ কিঃমিঃ ম্যারাথন শুরু হবে সকাল ৬টায়। ১০ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। ৫ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাতটায়। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে রেসের টিশার্ট। তাদের ছবি পোস্ট করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে।

২০১৬ সালে পথ দুর্ঘটনায় শহরে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৭ জন। চলতি বছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১২-তে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ৮ই জুলাই যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ঘোষণা করেছিলেন, তার সাফল্য মিলতে শুরু করেছে।

Source: The Statesman