Entrepreneurs, industry leaders shower praises on Bengal

Ever since attending the first Bengal Global Business Summits a few years back, entrepreneurs and leaders of industry have showered praises on Bengal and its and its industrial climate. They have reacted with a lot of positivity to the Bengal Government’s attitude and have highly appreciated Chief Minister Mamata Banerjee’s honest efforts to bring industry back to the state. They have enthusiastically participated in the Bengal Global Business Summits.

Here are a few samples of comments after the successful 2017 summit (held in January):

It (Bengal) is an incredible success story. (Lord Davies of Abersoch, Chair, UK India Business Council)

This Summit is an excellent platform to not just showcase Bengal’s potential but to understand the vast opportunities that lie in the region as well. I’ve been struck by the many similarities between Bengal’s vision for its eco-system and Bhutan’s vision of development that is guided by its philosophy of Gross National Happiness. (His Excellency Tshering Tobgay, the Honourable Prime Minister of Bhutan)

It (Bengal Global Business Summit) is a platform to bring together all of us who have a stake in the development of the state. The platform is to build a true partnership to serve all the people of Bengal. Bengal has achieved significant all-round economic and social progress and has focussed on improving the quality of life of over 90 million citizens. (Mukesh Ambani, CMD, Reliance Industries Ltd.)

Bengal is a very attractive market with skilled manpower – the reform process is led with a great degree of vision. (YC Deveshwar, Chairman, ITC Ltd.)

The last six years have seen a sea-change, the leadership has been dynamic and decisive and the government machinery has been completely professional; they are quick to respond. (Sanjiv Goenka, Chairman, RP-Sanjiv Goenka Group)

Bengal is our ‘karmabhoomi’. It is the love and affection of the people of Bengal, and the encouragement of the government which have helped us to grow and prosper in the state. In Bengal we have found a very sensitive and supportive government. (Kishore Biyani, MD, Future Group)

I feel optimistic that Bengal will play a part in the resurgence of the Indian economy. (Harshvardhan Neotia
Chairman, Ambuja Neotia Group)

The Bengal Global Business Summit has evolved as an annual flagship event for the State Government for showcasing Bengal’s potential and inviting investment proposals. Apart from highlighting all the achievements, the State Government should also utilise this platform to initiate a regular dialogue with the business community in order to improve the ‘ease of doing business’ in the state so that a cadre of empowered entrepreneurs can be groomed for the future, which can guarantee job creation. (Sunil Kanoria, Vice-Chairman, Srei Infrastructure Finance Ltd.)

We have a large presence in Bengal and the total investment in the state is about Rs 20,000 crore. We have been in this state for a number of years and we continue to invest in this state. (Bikram Dasgupta
Founder and Executive Chairman, Globsyn Group)

Bengal Global Business Summit 2015 was a milestone event which gathered a very positive response from the investors and we are looking forward to the next Summit to carry this momentum forward. (Gaurav Swarup, Chairman, FICCI West Bengal State Council and MD, Paharpur Cooling Towers)

Bengal’s economy has impressively withstood the continuing slowdown in economic growth in previous years and currently is on a high-growth trajectory. We want to grow in Bengal to create a market-enduring goodwill by benefitting both our buyers and investors. The current boost in industrialisation in the state has prompted us to replicate our success of Rajgangpur and Cuttack, in Salboni. We plan to scale up our presence in the Bengal market by completing the first phase of investment in the plant. Our high-capacity plant located strategically will ensure timely and faster delivery of cement across the state, a significant emerging market for infrastructure development and thereby, the cement industry. (Puneet Dalmia, MD, Dalmia Bharat and Group Director, OCL India Ltd.)

Bengal really offers tremendous opportunities in manufacturing – we have an abundance of natural resources, skilled manpower and advantages of location. (Sumit Mazumder, CMD, TIL Ltd.)

We are in this state for the last 12 years and have invested around Rs 1,600 crore. Looking at the ease of doing business here, both the political and administrative systems are extremely quick to resolve issues. (YK Modi, Executive Chairman, Great Eastern Energy Corporation Ltd.)

I am confident that the Bengal Global Business Summit will presage a new era of entrepreneurship and development in West Bengal. The overall spirit is positive and I am optimistic. (Viresh Oberoi, Former CEO and MD, Mjunction Services Ltd.)

The dynamic Chief Minister supported by her extremely able team has brought a transformational change in the state which is attracting investors like never before. (Dr Jyotsna Suri, CMD, Bharat Hotels Ltd.)

In the context to competitive agility, I want to talk about why Bengal matters today. Three major reasons why Bengal matters the most in location decisions – speed (that means distance and logistics), competitive access to talent and support of government machineries. (Dr Purnendu Chatterjee, Founder and Chairman, The Chatterjee Group)

It was a landmark event. We have signed some major investment proposals, including the MRTS hub. It will add to the rejuvenation of manufacturing in Bengal.This will also bring additional foreign direct investment in the state that we already got through the airport. (Partho Ghosh, MD, Bengal Aerotropolis Projects Ltd.)

It was a splendid effort by the state and my compliments to the Chief Minister and her team. This has sent a very positive message to the world and has also shown that the Indian leaders are giving priority to economic development over political ideologies. (Umesh Chowdhary, Vice-Chairman and MD, Titagarh Wagons Ltd.)

 

বিনিয়োগকারী ও শিল্পপতিদের দ্বারা প্রশংসিত বাংলা

প্রথম বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহনের সময় থেকেই শিল্পপতিরা বাংলার তথা বাংলার শিল্পমুখী বাতাবরণের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনিয়োগ আনার প্রয়াসের প্রশংসা করেছেন। তাঁরা খুব আগ্রহের সঙ্গে সম্মেলনে অংশগ্রহণও করেছেন।

২০১৭ সালের সম্মেলনের পর কিছু শিল্পপতির মন্তব্য তুলে ধরা হলঃ-

এ এক অনবদ্য সাফল্যের কাহিনী (লর্ড ডেভিস অফ এবারসোচ, চেয়ার, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল)

এই মঞ্চে শুধু বাংলার সম্ভাবনা নয়, পাশাপাশি এ রাজ্যে আর কি কি বিশাল সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তাও দেখানো হয় । ভুটানের উন্নয়ন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দর্শনের দ্বারা পরিচালিত হয়। আমি বাংলা এবং ভুটানের উন্নয়নের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি (হিজ এক্সেলেন্সি শেরিং তোবগে, ভুটানের প্রধান মন্ত্রী)

এই সম্মেলন একটি মঞ্চ যেখানে এই রাজ্যের উন্নতির জন্য বিভিন্ন কাণ্ডারিদের ডাকা হয়। এই সম্মেলনে একটি সফল অংশীদারিত্বের মাধ্যমে বাংলার উন্নয়নের প্রচেষ্টা করা হয়। বাংলা উল্লেখযোগ্য ভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করেছে ও সর্বতোভাবে প্রচেষ্টা করছে ৯ কোটি মানুষের জীবনধারার উন্নয়নের জন্য (মুকেশ আম্বানি, সিএমডি, রিলায়েন্স ইন্ডাস্ত্রিজ)

দক্ষ শ্রমিক সমৃদ্ধ বাংলা একটি আকর্ষণীয় স্থান, এখানে সংস্কার প্রক্রিয়া একটি মহান দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয় (ওয়াই সি দেভেশ্বর,আইটিসি লিমিটেড)

গত ছয় বছরে আমূল পরিবর্তন হয়েছে,প্রগতিশীল নেতৃত্বের জন্য সরকারি সংস্থাগুলি আরো পেশাদারিত্বের ও দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে (সঞ্জীব গোয়েঙ্কা, চেয়ারম্যান, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ)

বাংলা আমাদের কর্মভূমি। বাংলার মানুষের ভালোবাসা ও সরকারের উৎসাহ, এ রাজ্যে আমাদের সমৃদ্ধিতে সাহায্য করেছে। বাংলায় আমরা খুব সংবেদনশীল এবং সহায়ক সরকার পেয়েছি (কিশোর বিয়ানি, এমডি, ফিউচার গ্রুপ)

আমি আশাবাদী যে বাংলা ভারতীয় অর্থনীতির পুনরূত্থানে কান্ডারি হবে (হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান,অম্বুজা নেওটিয়া গ্রুপ)

বার্ষিক বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সরকার বাংলার সম্ভাবনার কথা তুলে ধরে বিনিয়োগ আনতে চায়। সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজ্যের উচিত এই মঞ্চের মাধ্যমে বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে নিয়মিত বার্তালাপ করা যার ফলে “শিল্প গড়ার সুবিধা” আরও সহজ হয়, যাতে একজন বিনিয়োগকারী এমনভাবে নিজেকে তৈরী করতে পারে যাতে কর্মসংস্থান হবে (সুনিল কানোরিয়া, ভাইস চেয়ারম্যান, শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স লিমিটেড)

আমাদের এ রাজ্যে মোট বিনিয়োগ ২০০০০ কোটি টাকার মত। আমরা অনেক বছর এ রাজ্যে আছি ও বিনিয়োগ করে চলেছি (বিক্রম দাসগুপ্ত, ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্লোবসিন গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫ ছিল একটি মাইলস্টোন অনুষ্ঠান যেখানে বিনিয়োগকারীদের থেকে খুব আশাপ্রদ প্রতিক্রিয়া পাওয়া গেছে, আমরা আগামী সম্মেলনে যোগদান করার জন্য আগ্রহী (গৌরব স্বরুপ, চেয়ারম্যান, ফিকি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড এমডি, পাহাড়পুর কুলিং টাওয়ার্স)

বাংলার অর্থনীতি পূর্ববর্তী বছরের ক্রমবর্ধমান মন্দার সফল ভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ও আজ বাংলা উন্নতির মুখে। আমরা বাংলায় উন্নতি করতে চাই যার ফলে ক্রেতা ও বিনিয়োগকারী উভয়ই সমৃদ্ধ হবে। এই রাজ্যের শিল্পায়নের গতির সাফল্যকে আমরা কটক ও রাজগঙ্গাপুরে অনুকরন করেছি, প্রথম দফার কাজ শেষ করে শালবনিতে আমরা আমাদের উপস্থিতি আরও বাড়াতে চাই, আমাদের উন্নত মেশিনের মাধ্যমে সারা রাজ্যে সিমেন্ট পৌঁছে যাবে, পরিকাঠামো উন্নয়নে উন্নতি আসবে (পুনিত ডালমিয়া, এমডি, ডালমিয়া ভারত অ্যান্ড গ্রুপ ডিরেক্টর, ওসিএল ইন্ডিয়া লিমিটেড)

নির্মাণক্ষেত্রে বাংলায় প্রচুর সুযোগ আছে-আমাদের ভৌগলিক সুবিধা, দক্ষ শ্রমিক ও প্রাকৃতিক সম্পদের সুবিধা আছে (সুমিত মজুমদার, সিএমডি, টিআইএল লিমিটেড)

আমরা ১২ বছর এ রাজ্যে আছি ও ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। এখানে শিল্প গড়ার সুবিধা আছে, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় যেকোনো সমস্যার সহজে সমাধান হয় (ওয়াইকে মোদী,এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড)

আমি নিশ্চিত রাজ্যের উন্নয়নের পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগের এক নতুন যুগের সুচনা করবে।এখানকার বাতাবরন আশাপ্রদ এবং আমি আশাবাদী (ভিরেশ ওবেরয়, ফর্মার সিইও অ্যান্ড এমডি, এমজাঙ্কশন সার্ভিসেস লিমিটেড)

উন্নয়নশীল মুখ্যমন্ত্রী ও তাঁর দল রাজ্যে একটি রূপান্তরমূলক পরিবর্তন এনেছেন যা আগে কখনো এমনভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেনি (ডঃ জ্যোৎস্না সুরি, সিএমডি, ভারত হোটেলস লিমিটেড)

এই প্রতিযোগিতার যুগে আমি প্রথমেই বলতে চাই কেন আজ বাংলা গুরুত্বপূর্ণ। এর তিনটি প্রধান কারণ- অবস্থানগত, গতি (দুরত্ব এবং সরবরাহ), প্রতিভার সহজলভ্যতা, সরকারের সহযোগিতা (ডঃ পূর্ণেন্দু চ্যাটার্জি, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান দি চ্যাটার্জি গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন একটি বিশেষ অনুষ্ঠান। আমরা কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছি, যেমন এম আর টি এস হাব। এতে বাংলার নির্মাণ শিল্প পুনরুজ্জীবিত হবে। এতে অতিরিক্ত বিদেশী বিনিয়োগ আসবে, যা আমরা ইতিমধ্যেই বিমানবন্দরের মাধ্যমে পেয়েছি (পার্থ ঘোষ, এমডি, বেঙ্গল এরোট্রোপলিস প্রোজেক্টস লিমিটেড)

এটি রাজ্যের এক অসাধারণ প্রয়াস, আমি মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে আমার শুভেচ্ছা জানাতে চাই। এর ফলে বিশ্বের কাছে খুব ভালো বার্তা গেছে এবং এও দেখা যাচ্ছে যে ভারতীয় নেতারা রাজনৈতিক আদর্শের থেকে অর্থনৈতিক উন্নয়নে বেশী গুরুত্ব দেন (উমেশ চৌধুরী ভাইস চেয়ারম্যান এন্ড এম ডি টিটাগড় ওয়াগনস লিমিটেড)

Bengal Global Business Summit: Looking back at the last three years

Over the past three years, Bengal Global Business Summit has emerged as one of the foremost business summits in India. Some of the top industrialists have participated in these summits, along with several international companies.

The summits have brought substantial investments too, something that was unimaginable during the Left Front rule. Chief Minister Mamata Banerjee’s vision of industrial growth and prosperity for Bengal is bearing fruit.

The first edition of this summit was organised on January 7 and 8, 2015. The summit received participation from 20 countries and regions including the UK, Japan, USA, Singapore, Australia, China, Malaysia, Taiwan, Israel, Spain, Belarus, Czech Republic, Korea, Luxembourg and the neighbouring countries of Bangladesh, Nepal and Bhutan. Captains of Indian industry and global entrepreneurs were invited to share their experiences and their future business plans for the state. Investment proposals worth Rs 2.4 lakh crore were received.

The second edition of the summit was held on January 8 and 9, 2016. It has plenary sessions addressed by dignitaries from India and abroad and national and international speakers who shared their thoughts and experiences. The summit also focused on B2B (business-to-business) and G2B (government-to-business) interactions. BGBS 2016 had the presence of industry leaders, senior ministers from India and abroad, heads of business, and government leaders from 26 countries including USA, UK, Italy, Spain, Germany, Japan, China, Korea, Bhutan, Bangladesh, etc. participated in the Summit. Living up to the tagline of ‘Bengal Surging Ahead’, BGBS 2016 concluded on a very high and optimistic note. Rs 2.50 lakh crore of business announcements, business document exchanges, expressions of interest and investment proposals were received at the summit.

The third edition of the summit, held on January 21 and 22, 2017, resulted in expressions of interest and investment proposals worth Rs 2.35 lakh crore. It was inaugurated by Pranab Mukherjee, the President of India, and plenary sessions were addressed by dignitaries and business leaders, from both India and abroad. There was participation by over 4,000 delegates from across India and 29 other countries. Japan, Poland, Italy & Germany were the partner countries.

 

ফিরে দেখা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫-১৭

গত তিন বছরে দেশের অন্যতম সফল বাণিজ্য সম্মেলন হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। অনেক শীর্ষস্থানীয় শিল্পপতি ও আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশ নিয়েছে। এসেছে বিপুল বিনিয়োগ। এই শিল্পমুখী পরিস্থিতি বাম আমলে ছিল কল্পনার অতীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সুফল এসছে।

প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয় ২০১৫ সালের ৭ ও ৮ জানুয়ারি। অংশ নেয় ২০টি দেশ: ব্রিটেন, জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চিন, মালয়েশিয়া, তাইওয়ান, ইসরায়েল, স্পেন, বেলারুস, চেক রিপাবলিক, কোরিয়া, লুক্সেম্বরগ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও ভূটান। ভারতের পাশাপাশি বিদেশের নামী শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ২.৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।

দ্বিতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ও ৯ জানুয়ারি। দেশ বিদেশের অতিথিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এই সম্মেলনে। এই সম্মেলনে জোর দেওয়া হয়েছিল বিজনেস টু বিজনেস ও গভার্ন্মেন্ট টু বিজনেস আলোচনার ওপর। এই সম্মেলনে ২৬টি দেশ অংশ নেয়: আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি, জাপান, চিন, কোরিয়া, ভূটান, বাংলাদেশ ও অন্যান্য দেশ। সম্মেলনের ট্যাগ লাইন ছিল ‘বেঙ্গল সার্জিং অ্যাহেড’। এই সম্মেলনে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ও ২২ জানুয়ারি। ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রনব মুখোপাদ্ধ্যায় উদ্বোধন করেন এই সম্মেলন। দেশ বিদেশের শিল্পপতিরা বক্তব্য রাখেন। ২৯ টি দেশ থেকে ৪০০০ এরও বেশী প্রতিনিধি অংশ নেন এই সম্মেলনে। জাপান, পোল্যান্ড, ইতালি ও জার্মানি ছিল সম্মেলনের পার্টনার দেশ।

Bengal Govt to create more infrastructure at industrial parks

The Bengal Government has taken up a project to create additional infrastructure in the industrial parks in order to provide more amenities to micro, small and medium scale entrepreneurs.

This comes at the time when the state has witnessed a huge bank credit flow of Rs 1,30,825 crore to the micro, small and medium scale enterprises (MSME) between 2011-12 and 2016-17 fiscal, one of the highest on the country.

With this highly encouraging growth in the sector over the past six years, Chief Minister Mamata Banerjee has urged business-owners and industrialists to invest in the sector.

Among the improvements to be undertaken are the widened and strengthening of roads, installation of more streetlights, replacement of surface drainage systems with underground ones, wide pavements (for people to walk easily as mini-trucks and trucks always keep plying on the thoroughfares in the industrial parks) and the building of an administrative building in each of the parks, which would house banks, ATM counters, food courts and an office of the local body of the industrial park.

 

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়ন করছে সরকার

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার নিয়েছে নতুন উদ্যোগ। রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির পরিকাঠামো উন্নয়ন করছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।

পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই পার্কগুলিতে রাস্তা চওড়া ও মজবুত করা হবে, উন্মুক্ত নিকাশি ব্যবস্থার পরিবর্তে মাটির তলা দিয়ে নিকাশি ব্যবস্থা গড়া হবে, চওড়া ফুটপাথ তৈরি করা হবে এবং প্রশাসনিক ভবন তৈরি করা হবে। এই ভবনে থাকবে ব্যাঙ্ক, এটিএম কাউন্টার, ফুড কোর্ট, এবং অফিস।

২০১১-১২ সাল থেকে ২০১৬-১৭ সাল অবধি, পাঁচ বছরে বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এসেছে ১,৩০,৮২৫ কোটি টাকা, যা দেশে সর্বোচ্চ। এই অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে আরও বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন।
Source: Millennium Post

Bengal Chief Minister inaugurates JSW cement plant at Salboni

The cement factory of the JSW Group at Salboni was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee. The factory will create employment for hundreds of people.

It may be mentioned that the Chief Minister had inaugurated the commencement of construction of the 2.4 metric tonne (MT)-capacity cement factory at Salboni in Paschim Medinipur on January 6 in 2016. The cement factory has come up on an 134-acre plot at a cost of Rs 800 crore.

This was a landmark event ahead of the Bengal Global Business Summit, to be held on January 16 and 17.

It may be recalled that during the inauguration of the commencement of construction of the cement plant, the JSW Group had also announced its plans to invest around Rs 10,000 crore to set up a power plant and a paint manufacturing factory at Salboni where the group has acquired around 4,000 acres of land.

 

Highlights of the Chief Minister’s speech:

The work for this project has been completed ahead of time. These projects would lead to more opportunities for employment.

Bengal Global Business Summit begins tomorrow. I am inviting everyone to be a part of the summit.

45 lakh girls have received Kanyashree scholarships. 57 lakh SC/ST students have been given Sikshashree scholarships.

As per the Sabuj Shree Scheme, a sapling is handed over to the mothers of every child born.

Through the Samabyathi Scheme, Rs 2,000 is given to the kith and kin of the deceased for performing the last rites.

Eight lakh people in the state are given rice and wheat (atta) at Rs 2 per kg.

Healthcare is free in all government hospitals and health centres in Bengal.

We have distributed 70 lakh bicycles to students from Class IX to XII.

The funds for ASHA and ICDS projects have been stopped by the Central Government. It is because of the State Government that these essential projects, meant for the masses, are continuing.

ASHA and ICDS volunteers have been brought under the Swasthya Sathi insurance scheme.

Some people are conspiring to stop others from earning an honest livelihood. But one cannot be forced to obey their orders. Our government, on the other hand, is completely transparent. We do not resort to any dishonesty or conspiracy.

The flood-affected farmers have been given a total aid of Rs 1,200 crore. I want farmers to live well.

To enable self-help groups to thrive, we have arranged for them to get adequate loans from cooperative banks.

On January 29, 5 lakh people would be handed over houses of their own.

On February 2, we will lay the foundation stone for 7,500 km rural roads.

We would be saving 25 per cent of the money allocated to various departments and would be using it for road-laying and drinking water projects.

We have provided employment opportunities to 81 lakh youth.

Today, Bengal is the number one state in MSME, 100-Days’ Work, skill training and e-tendering. Bengal is a global model because of Kanyashree.

Our students are our pride.

We have created projects for every category of people. We have given fish vans, dhamsa madol (implying State Government aid to folk artistes), patta (land deeds), football (implying the distribution of the State Government’s Joyee brand of football among clubs and organizations, and organising tournaments like the hugely successful Jangalmahal Cup), tractors (implying help to farmers for buying or renting farm equipment) and much more.

We want people to live well. Bengal in general is large-hearted and we, the government, are proud of that.

Let more industrial units open in Salboni. Let the tide of development wash over the whole district (Paschim Medinipur).

Without you all beside me, I am nothing, with you all, I am whole. Taking everyone along is what life is all about, trying to go alone would grind life to a halt.

Bengal would be the pride of the whole world.

 

আজ শালবনিতে সিমেন্ট কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নতুন বছরে শালবনির মানুষের কাছে খুশির খবর। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই চালু হতে চলেছে জিন্দালদের সিমেন্ট কারখানা। আজ এই কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সজ্জন জিন্দাল, সিমেন্ট কারখানার ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দাল–সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা।

জিন্দালদের এই সিমেন্ট কারখানা রাজ্যের শিল্পে একটি মাইলস্টোন। প্রথমে এখানে ২৫০ জনের কর্মসংস্থান হবে। পরে নিয়োগ করা হবে আরও ৬০০ জনকে। সভা থেকে ২৫০০ জন উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা প্রদান করেন।

২০১৬ সালে সিমেন্ট কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন ১৫০ একর জমিতে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা।

সেই বছরের ১২ জুলাই এখান থেকে সিমেন্ট বোঝাই একটি গাড়ি যায় তারাপীঠে। এই কারখানা থেকে বছরে ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে। পরে তা বাড়বে।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

সময়ের আগেই কাজ শেষ হয়েছে। এর ফলে রাজ্যের কর্মসংস্থান বাড়বে

আগামীকাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হবে। সকলকে আসার জন্য আমন্ত্রন জানালাম।

৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে।

৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে

একটা বাচ্চা জন্মালে তাকে একটা করে গাছ দেওয়া হয় সবুজশ্রী প্রকল্পের আওতায়

মৃতদেহ সতকারের জন্য ২০০০ তাকা দেওয়া হচ্ছে সমব্যাথি প্রকল্পে

২ টাকা কেজি দরে চাল গম দেওয়া হয় বাংলার ৮ কোটি মানুষকে

বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়

আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রিদের বিনামুল্যে সাইকেল দিচ্ছি। ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে

আশা ও আই সি ডি এস এর মেয়েদের ভুল বোঝানো হচ্ছে। আশা ও আই সি ডি এস এর প্রজেক্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এই প্রজেক্টগুলি চালাচ্ছে। রাজ্য এগিয়ে না এলে এগুলো বন্ধ হয়ে যেত

আশা ও আই সি ডি এস এর কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এগুলো জনগণের প্রজেক্ট। কেউ কেউ চক্রান্ত করে মানুশের ইনকামের পথ বন্ধ করে দিচ্ছে।

মানুষ ওদের কথা শুনতে বাধ্য নয়। আমাদের সরকার সবার জন্য। আমাদের সরকার কন অবিচার করে না। আমরা কোন বেআইনি, অন্যায্য কাজ করি না।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি চাই আমার কৃষকরা ভাল থাকুক। স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে বেশি করে ঋণ পায় সেজন্য আমরা কো অপারেটিভ ব্যাঙ্ককে ইনভলভ করছি.

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি সাড়ে ৭ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করব।

আমরা সরকারের ২৫% টাকা বাঁচিয়ে তা দিয়ে রাস্তা ও পানীয় জল প্রকল্পের কাজে ব্যবহার করা হবে।

৮১ লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়া হয়েছে।

এম এস এম ই,  ১০০ দিনের কাজে, স্কিল ট্রেনিং এ, ই টেন্ডারিং-এ বাংলা আজ এক নম্বরে। কন্যাশ্রীতে বাংলা বিশ্বের মধ্যে এক নম্বরে।

আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। সকলের জন্য আমরা প্রকল্প করে দিয়েছি। মৎস্য ভ্যান, ধামসা মাদল, পাট্টা, ফুটবল, ট্র্যাক্টর সব দেওয়া হচ্ছে।

আমরা চাই মানুষ ভাল থাকুক।বাংলায় অনেক আন্তরিকতা আছে, একে আমি সম্মান জানাই।

শালবনিতে আরো অনেক শিল্প আসুক।সমগ্র জেলা জুড়ে উন্নয়নের বিপ্লব হোক।

আপনারা ছাড়া আমি শূন্য, আপনাদের নিয়েই আমি পূর্ণ। সবাইকে নিয়ে চলার নামই জীবন।আর একা চলার নাম থেমে যাওয়া।

বাংলা হবে বিশ্ব সেরা।

Banarasi carpet mega cluster in Uttar Dinajpur district

The Bengal Government has decided to set up a mega cluster for Banarasi carpet weavers at Malgaon village in Kaliaganj block in Uttar Dinajpur district. The State Government’s Directorate of Textiles is setting up the mega cluster.

These hand-woven carpets are being made there since the middle of the 1980s. So much so, that the village has earned the nickname, ‘Carpet Gram’ (meaning ‘carpet village).

Besides weaving woolen carpets, the facility will have arrangements for training of workers, designing of carpets and marketing of the products. As of now, around 300 women weave carpets on the village.

 

উত্তর দিনাজপুর জেলায় বেনারসী কার্পেটের মেগা ক্লাস্টার

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে মালগাঁও গ্রামে এবার বেনারসী গালিচা বা কার্পেটের মেগা ক্লাস্টার তৈরী হবে। রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ টেক্সটাইল এই ক্লাস্টার তৈরী করবে।

এই হাতে বোনা গালিচা এখানে ৮০-র দশকের মাঝামাঝি থেকে তৈরী হয়। এর জন্য এই গ্রাম ‘কার্পেট গ্রাম’ তকমা পেয়েছে।

এখানে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। কার্পেটের ডিজাইন করা এবং বিপণনও করা হবে এখানে। বর্তমানে ৩০০ জন মহিলা এখানে এই শিল্পের সঙ্গে যুক্ত।

 

Source: The Asian Age

 

Bengal Govt demarcates ‘green zones’ for Kolkata

The State Government has designated several areas of Kolkata, particularly those close to the airport and Nabanna, as ‘green zones’. This has been done with an eye on the Bengal Global Business Summit to be held on January 16 and 17, when many foreign delegates would be visiting the city.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all 125 municipal cities and towns of Bengal.

Specifically, the areas include Jessore Road upto Vivekananda Yuba Bharati Krirangan, along Biswa Bangla Sarani and EM Bypass, upto Parama Island, areas from the airport to Chinar Park via Kazi Nazrul Islam Sarani, and major arterial roads – Parama Island to Nabanna via Maa Flyover and AJC Bose Road Flyover and from Nabanna to New Alipore through Alipore Road.

The green zones would be cleaned up and beautified to make the city more eco-friendly and attractive. Measures include garbage cans along roads, regular cleaning of garbage, no stacking of building materials along the roads, smooth and bump-free roads, proper illumination, prohibition of open burning of disposable materials, CCTV camera surveillance, etc.

 

কলকাতায় ‘গ্রীন জোন’ তৈরী করছে রাজ্য সরকার

বিমানবন্দর ও নবান্নর সন্নিকটে বিভিন্ন জায়গাকে ‘গ্রীন জোন’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। আগামী ১৬ ও ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে নজরে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রীন সিটি মিশন প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ‘গ্রীন জোন’ অঞ্চলের মধ্যে রয়েছে যশোর রোড থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, বিশ্ব বাংলা সরণি ও বাইপাস ধরে পরমা আইল্যান্ড, কাজী নজরুল ইসলাম সরণি ধরে বিমানবন্দর থেকে চিনার পার্ক, মা উড়ালপুল ও এজেসি বোস রোড উড়ালপুল ধরে পরমা আইল্যান্ড থেকে নবান্ন এবং আলিপুর রোড ধরে নবান্ন থেকে নিউ আলিপুর।

এই অঞ্চলগুলির সৌন্দর্যায়ন করা হবে। রাস্তার ধারে ধারে জঞ্জাল ফেলার জায়গা করা হবে, নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা হবে, রাস্তার ধারে কোনও প্রকার নির্মাণ সামগ্রী জমা হতে দেওয়া হবে না। রাস্তায় করা হবে আলোর ব্যবস্থা, সিসিটিভির নজরদারি ইত্যাদি।

Source: The Statesman

Under Trinamool Congress, agri-business opportunities improving by leaps and bounds

Under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, the agri-business sector is improving by leaps and bounds. Now that Bengal has been more than six years under the current dispensation, opportunities in this sector are more than ever.

A lot of opportunities exist in cold chain infrastructure and food processing laboratories. The State Government has already prepared an agri-horticulture blueprint and identified the areas, especially in infrastructure, which need to be addressed to tap the export potential of various produces. The government has plans to cater to demand-driven supply management for which it is inviting private investment in setting up food processing laboratories.

For the first time, the Agriculture Marketing Department has exported mangoes to Europe and litchis to the Middle-East. Now the department has plans to export fruits to New Zealand, Australia and some other countries.

In the current year, the Horticulture Department has exported to other states vegetables worth more than Rs 500 crore, and has produced about 3 crore tonnes of fruits and vegetables. Cultivation of 150 medicinal plant species has been started. During financial year 2015-16, 1.61 crore tonnes of rice were produced in Bengal.

A policy on design and packaging by the government is also on the anvil. A product sells only when it is packaged properly. Proper packaging also enhances the shelf-life of a product.

The state has exported one lakh metric tonnes of fish this year; the potential for export is three lakh metric tonnes. The production of fish in the state per year is 25,000 tonnes. In the last 3 years, a number of private players have come forward and some projects have already been grounded. The state has ideal conditions for poultry farming.

The Agriculture and Allied Sectors Advisor to the Chief Minister urged private players to contemplate using fish feed effectively in addressing environmental concerns.

 

তৃণমূল সরকারের আমলে কৃষি বিপণনের সুযোগ বেড়েছে উল্লেখযোগ্য ভাবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ছবছরে এ রাজ্যে কৃষি বিপণন বেড়েছে বহুগুন। এই ছয় বছরে রাজ্যে এই ক্ষেত্রে সুযোগ বেড়েছে প্রচুর।

খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি ও কোল্ড চেন নির্মাণ পরিকাঠামোয় বিনিয়োগের অনেক সুযোগ আছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষি-উদ্যানপালনের একটি ব্লুপ্রিন্ট তৈরী করেছে এবং সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করেছে। বিশেষ করে পরিকাঠামোতে জোর দিচ্ছে সরকার, যার ফলে বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ আরও বাড়বে। রাজ্য সরকার চাহিদা অনুযায়ী খাদ্য দ্রব্য যোগান দেওয়ার জন্য খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরিগুলিতে বেসরকারি বিনিয়োগ আহ্বান করার পরিকল্পনা করেছে।

এই প্রথম, কৃষি বিপণন দপ্তর ইউরোপে আম ও মধ্য-প্রাচ্যে লিচু রপ্তানি করছে। এবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য কিছু দেশে ফল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

এই বছর উদ্যানপালন দপ্তর অন্যান্য রাজ্যে ৫০০ কোটি টাকার আনাজ রপ্তানি করেছে। পাশাপাশি ৩ কোটি টন ফল ও আনাজ উৎপাদন করেছে। ১৫০টি ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়েছে। ২০১৫-১৬ সালে ১.৬১ কোটি টন ধান উৎপাদন হয়েছে বাংলায়।
রাজ্য সরকার খুব শীঘ্রই একটি ডিজাইন ও প্যাকেজিং নীতি আনতে চলেছে। একটি দ্রব্য তখনই বিক্রি হয়, যখন সেটি ঠিক ভাবে প্যাকিং করা হয়। ভালো প্যাকেজিং করলে দ্রব্যটি অনেকদিন তাজাও থাকে। সেই কারণে এই নীতি খুবই গুরুত্বপূর্ণ।

এবছর ১ লক্ষ টন মাছ রপ্তানি করেছে রাজ্য। প্রতি বছর রাজ্যে মাছের উৎপাদন ২৫০০০ টন। গত তিন বছরে অনেক বেসরকারি উদ্যোগপতি এগিয়ে এসেছে, অনেক প্রকল্প শুরু হয়েছে। রাজ্যে পোলট্রি ফার্মিংএরও বিপুল সুযোগ আছে।

Source: Millennium Post

Bengal no. 1 in terms of business-friendliness, according to joint World Bank-DIPP ranking

Just before the fourth Bengal Global Business Summit comes great news: the Business Reforms Action Plan 2017, published a few days back by the Central Government’s Department of Industrial Policy and Promotion (DIPP) has places Bengal as number one in the Implementation Scorecard.

This is a huge boost indeed in terms of the ranking too. From number 15 in the 2016 ranking to number one is no mean feat.

The implementation Scorecard refers to the implementation of major reforms by a state. For Bengal, for the 2017 ranking, the top five reforms implemented, which were considered for the ranking, are as follows:

  • Access to Information and Transparency Enablers
  • Single-Window Permission for Projects
  • Availability of Land
  • Construction Permit Enablers
  • Environmental Registration Enablers

 

These rankings are based on certain parameters decided by the World Bank, and the work done by the states according to these parameters is supervised by the World Bank and DIPP. The rankings are basically an inter-state version of the annual country-wise ‘Ease of Doing Business’ ranking published by the World Bank.

Since the parameters on which the Business Reforms Action Plan ranking is based, change constantly, the states have to constantly work hard to fulfil the conditions. Chief Minister Mamata Banerjee had constituted a committee of senior bureaucrats a few years back to see to it that all the work is being implemented properly.

 

 

সেরা বাণিজ্য-বন্ধু শিরোপা রাজ্যের, বড় প্রাপ্তি

 

আসন্ন শিল্প সম্মেলনের মুখে বড় প্রাপ্তি রাজ্যের। চলতি বছরে দেশের সেরা ‘বাণিজ্য-বন্ধু’ রাজ্য হিসাবে স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। প্রতি বছরই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন (ডিআইপিপি) বাণিজ্য বন্ধু হিসাবে রাজ্যগুলির র‍্যাঙ্কিং প্রকাশ করে। ‘বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান’ নামে ওই র‍্যাঙ্কিং-এ ২০১৭ সালের তালিকা শুক্রবারই প্রকাশ হয়েছে। দ্বিতীয় হয়েছে ঝাড়খণ্ড এবং তৃতীয় স্থানে গুজরাত।

আগামী ১৬-১৭ জানুয়ারি রাজ্যে বসছে শিল্প সম্মেলনের আসর। ঠিক তার আগে এই তকমা মেলায় খুশি প্রশাসন।

প্রশাসনিক অধিকর্তারা জানাচ্ছেন, বিশ্ব ব্যাঙ্ক বিভিন্ন দেশের মধ্যে কারা বাণিজ্য বান্ধব, প্রতি বছর তার র‍্যাঙ্কিং প্রকাশ করে। বিশ্ব ব্যাঙ্কের তদারকি এবং বাছাই করা শর্তের ভিত্তিতেই এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

মুখ্যমন্ত্রী ‘ইজ অব ডুয়িং বিজনেস’ এর শর্ত পূরণের জন্য বরিষ্ঠ আমলাদের নিয়ে বিশেষ টিম তৈরি করে দিয়েছিলেন। মুখ্যসচিবের নেতৃত্বে সেই কমিটি প্রতি মাসে বৈঠক করে রাজ্যের লগ্নি সহায়ক পরিবেশ তৈরির কাজে হাত দেয়।

এই কমিটির এক সদস্য জানাচ্ছেন, বিশ্ব ব্যাঙ্কের উপদেষ্টা এবং ডিআইপিপি প্রতি বছরই সংস্কারের শর্তাবলি বদলে দেয়। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে রাজ্যকেও আইন-কানুন বদলাতে হয়।

২০১৭ সালে বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান শুরু হয় ৪০৫টি শর্তপূরণের চ্যালেঞ্জ নিয়ে। মূলত ১২টি ক্ষেত্রে সংস্কারের জন্য এই শর্তগুলি রাখা হয়েছিল। সেগুলির কয়েকটি হল, শ্রমিক আইন সংস্কার, এক জানালা পদ্ধতির ই-প্রয়োগ, শিল্পের জন্য পরিকাঠামো যুক্ত জমি, পরিবেশ ছাড়পত্র, পুর-পঞ্চায়েত-বিভাগীয় ছাড়পত্র, তথ্য পাওয়ার স্বচ্ছতা, নির্মাণের ছাড়পত্র ইত্যাদি।

রাজ্য মূলত পাঁচটি ক্ষেত্রে সেরা সংস্কার করায় প্রথম স্থান পেয়েছে। সেগুলি হল, লগ্নি সংক্রান্ত তথ্য সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাওয়া, এক জানলা পদ্ধতির ই-প্রয়োগ, শিল্পের উপযুক্ত জমি পাওয়া, সহজেই নির্মাণ ছাড়পত্র ও পরিবেশ ছাড়পত্র পাওয়া।

 

Bengal Govt increases earnings due to adoption of IT

The Bengal Government has been successful in increasing its earnings due to the adoption of information technology (IT) across the board.

According to data available with the State Finance Department, the earnings from stamp duty and registration have risen by 17 per cent, from customs duty, by a massive 93 per cent, from transport tax, by 26 per cent and from electricity duty, by 39 per cent. And from entry tax, during the current financial year, till date, the earning has been more than Rs 1,500 crore, which is also a big increase.

The Finance Department, under the helm of Dr Amit Mitra, with due encouragement from Chief Minister Mamata Banerjee, has set an example for the rest of the country in financial management.

According to Dr Mitra, the following of sound economic policies has enabled the State Government to steadily repay its massive debt, a legacy of the erstwhile Left Front Government.

Unlike for the Centre and many other State Governments, the adoption of the Goods and Services Tax (GST) has not led to any major shortfall in the collection of taxes by the Bengal Government. The major reason for this is again the IT-friendly tax collection structure.

Another big amount of money is due to the State Government, which would further boost the revenue – payment by the Centre to cover the losses borne by the states due to the adoption of Inter-State GST (IGST) and GST.

This highly successful integration of IT with the financial structure of the State Government has been acknowledged and appreciated by the Central Government through various awards in categories like e-taxation, e-tendering, e-governance, etc.

Comparing a few relevant numbers, the capital expenditure of Bengal has increased from Rs 2,225 crroe in 2010-11 to Rs 11,336 in 2016-17, and the plan expenditure has increased from Rs 14,615 crore to Rs 49,090 crore, during the same respective periods.

 

তথ্যপ্রযুক্তি ব্যবহারে আয় বাড়ল রাজস্বে

রাজস্বে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিপ্লব ঘটিয়ে উল্লেখযোগ্যভাবে আয় বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তথ্য বলছে, গত অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় চলতি আর্থিক বছরে একই সময়ে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি–তে ১৭ শতাংশ, আবগারি শুল্কে ৯৩, পরিবহণ কর ২৬ শতাংশ এবং বিদ্যুৎ শুল্কে ৩৯ শতাংশ আয় বেড়েছে।

অন্যদিকে, প্রবেশ কর হিসেবে চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। রাজস্বে খাতে এই বিপুল পরিমাণ আয় বৃদ্ধি হওয়ার ফলে রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের নির্ধারিত ঋণ গ্রহণের সীমা ছাড়ায়নি। চলতি অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ঋণ নিয়েছে ১৮ হাজার কোটি টাকা। যেখানে ঋণ নেওয়ার ক্ষমতা ২৯ হাজার কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের বাকি সময়ে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ রয়েছে ১১ হাজার কোটি টাকা। নির্দিষ্ট নিয়ম মেনে চলার ফলে আর্থিক শৃঙ্খলার নজির তৈরি করতে পেরেছে রাজ্য।

এই শৃঙ্খলা তৈরি হওয়ায় রাজ্য সরকার ঋণের ওপর নিয়ন্ত্রণ তো রাখতে পেরেছেই, পাশপাশি আগের ঋণ শোধ করতে পারার ক্ষমতা তৈরি করেছে। অন্যদিকে, রাজ্য সরকার চলতি অর্থবর্ষে একবার ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স নিয়েছে। একবারও ওভারড্রাফট নেয়নি। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তার ৩০ শতাংশ খরচ করেছে রাজ্যের উন্নয়নে।’

সুষম ঋণনীতির ফলে উচ্চ সুদের হারে নেওয়া আগের ঋণ শোধ করে দিতে পেরেছে। জিএসটি আদায়ের ক্ষেত্রে যখন কেন্দ্র, বিভিন্ন রাজ্য সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমছে তখন এ রাজ্যে তার প্রভাব বেশ কম। এর কারণ তথ্যপ্রযুক্তিবান্ধব কর পরিষেবা। রাজ্যের আয় বাড়ার আরও একটি পথ এখনও খোলা। সেটি হল আইজিএসটি এবং জিএসটি বাবদ কেন্দ্রের থেকে ক্ষতিপূরণের একটি বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। বড় ব্যবসায়ীরা চটজলদি নতুন কর ব্যবস্থায় (জিএসটি) নিজেদের খাপ খাইয়ে নিয়ে নাম নথিভুক্ত করাতে পেরেছেন। ছোট ব্যবসায়ীরা তা করতে গিয়ে ধাক্কা খাচ্ছেন। এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল রাজ্য। আরও সময় নিয়ে জিএসটি চালুর পক্ষে সওয়াল করেছিল।

এদিকে, রাজ্য সরকার আর্থিক অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছে। বিভিন্ন দপ্তরে পড়ে থাকা টাকা ফিরে এসেছে অর্থ দপ্তরে। তার পরিমাণ ২ হাজার কোটি ছাড়িয়েছে। আরও ২–৩ হাজার কোটি টাকা ফেরত আসার সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের ভাল কাজের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। অনেকগুলি ক্ষেত্রে পুরস্কৃতও করেছে। এর মধ্যে রয়েছে ই–ট্যাক্সেশন, ই–টেন্ডারিং, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা–সহ আরও কয়েকটি ক্ষেত্র। ২০১০–১১ সালে রাজ্য সরকারের মূলধনী ব্যয় ছিল ২ হাজার ২২৫ কোটি টাকা। ২০১৬–১৭ সালে তা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৩৬ কোটি। অন্যদিকে, ২০১০–১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল ১৪ হাজার ৬১৫ কোটি টাকা। বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯০ কোটি টাকা।

Source: Aajkaal

Investment Bengal

Kolkata to emerge as a financial centre of the world: McKinsey Global Institute report

Kolkata is poised to emerge as one of the top Indian cities and one of the epicentres of global financial activities by 2030, according to a recent report by McKinsey Global Institute.

According to the report, by virtue of its relative proximity to Singapore and Hong Kong, Kolkata also stands a brighter chance of becoming a big IT hub. Asia is already fast breaking the dominance of Silicon Valley in USA.

The State Government too is leaving no stone unturned to project itself as one of the major players in the financial and IT sectors, and combining both,  in the fintech sector too. In fact, the city is evolving in such a manner that, in the near future, if someone is seriously involved in top-ticket financial activities, they cannot really overfly Kolkata.

The State Government has laid a special emphasis on developing a financial hub in Rajarhat-New Town where as many as 23 financial institutions, including several insurance companies, have taken plots. Seventeen acres have also been earmarked for a fintech hub in New Town.

Not only do all IT majors have big presence at Salt Lake Sector V and Rajarhat-New Town, the Bengal Government has come up with a centre of excellence on cyber security at New Town. The planned Innovation Hub at Bantala is also expected to be operational by the second half of 2019.

Harnessing technology in the best possible way tops the Bengal Government’s priorities.

 

২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে কলকাতা

ম্যাকেঞ্জি গ্লোবাল ইন্সটিটিউটের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে কলকাতা বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হতে চলেছে। সিঙ্গাপুর ও হংকং এর সাথে নৈকট্যের ফলে কলকাতায় আইটি শিল্পের সম্ভামনা বিপুল।

অর্থনীতি ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে ফিনটেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে ইতিমধ্যেই তুলে ধরছে বাংলা।

কলকাতার অনতিদূরে নিউটাউনে গড়ে উঠেছে বাণিজ্যিক হাব। ইতিমধ্যেই ২৩টি অর্থনৈতিক সংস্থা জায়গা নিয়েছে এই হাবে। তৈরী হচ্ছে ফিনটেক হাবও। রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির সেন্টার অফ এক্সসেলেন্স গড়ছে। বানতলায় তৈরী হচ্ছে সেন্টার অফ ইনভেশন যা ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে কাজ শুরু করে দেবে।

Source: Business Standard